03/07/2024
আসছে !!!গোষ্ঠোলীলা সমগ্র!!!
গোষ্ঠলীলা মানে বৃন্দাবনে শ্রীকৃষ্ণের গোচারণলীলা। ফকিরির ভেদ অনুসন্ধানে এর অসীম গভীরতা খুঁজে পাওয়া যায়। সংক্ষেপে গুরু—শিষ্যের প্রেমলীলা বা মানবদেহে আদ্যশক্তির ইন্দ্রিয় চারণলীলা। গোষ্ঠজ্ঞান পরম্পরা কৃষ্ণযুগ থেকে শুরু হয়ে চৈতণ্যযুগ পেরিয়ে বাংলার সাধুগুরুদের সন্নিবেশিত এক এপিক মেটাফরিক মহাকাব্য, বাংলার চৈতন্য মানবতাবাদী দর্শন সাহিত্যের ঐতিহাসিক প্রগোষ্ঠলীলা মানে বৃন্দাবনে শ্রীকৃষ্ণের গোচারণলীলা। ফকিরির ভেদ অনুসন্ধানে এর অসীম গভীরতা খুঁজে পাওয়া যায়। সংক্ষেপে গুরু—শিষ্যের প্রেমলীলা বা মানবদেহে আদ্যশক্তির ইন্দ্রিয় চারণলীলা। গোষ্ঠজ্ঞান পরম্পরা কৃষ্ণযুগ থেকে শুরু হয়ে চৈতণ্যযুগ পেরিয়ে বাংলার সাধুগুরুদের সন্নিবেশিত এক এপিক মেটাফরিক মহাকাব্য, বাংলার চৈতন্য মানবতাবাদী দর্শন সাহিত্যের ঐতিহাসিক প্রামাণ্য দলিল।
সাধুগুরুর কৃপায় শিলালিপি থেকে এই সমন্বিত আধ্যাত্মিক দর্শন সাহিত্যের গোপন ভেদবাক্যের ইশারাপূর্ণ আকর গ্রন্থ “গোষ্ঠোলীলা সমগ্র” প্রথম সংস্করণ প্রকাশিত হচ্ছে ৯৯টি ভাব—বাণী ও ১০৩টি পদাবলী কীত্তর্ন সংগ্রহ, ভাব সংক্ষেপ, অভিধান আর তত্ত্ব বিশ্লেষণের মহাসম্ভার নিয়ে। প্রতিটি মহাজনীপদ বার বার সাধুগুরুদের পঠন—পাঠন প্রক্রিয়া ও শাস্ত্র অনুসরণে শুদ্ধিকরণ করা হয়েছে যা প্রতিটি সাধক প্রাণকে উজ্জীবিত করবে, ভক্তের অন্তরে মানবতা প্রতিষ্ঠা হবে নব’নব আঙ্গিকে আর সুপাঠক এর হৃদয় উদ্বেলিত হবে রসাস্বাদনে, এই কামনা। জয় গুরু।
#ফকিরফাহিম