Fakir Fahim

Fakir Fahim Filmmaker, Writer, Researcher

পেশাগত ভাবে চলচ্চিত্র নির্মাণ, গবেষণা সৃজনশীল যোগাযোগ মাধ্যমে কর্মরত। আধ্যাত্মিক ভাবে ফকির লালনের অনুসারী পণ্ডিত মনিরুদ্দিন এর পরম্পরা।

22/05/2025
27/02/2025
গুরু চরণ ছাড়া প্রাপ্তবস্তু আর কিছু নেই। গুরু যখন ভক্তকে উপযুক্ত মনে করেন তখনি তিনি প্রাপ্ত হন। একথা ফকিরেরই কথা। স্বামী ...
15/01/2025

গুরু চরণ ছাড়া প্রাপ্তবস্তু আর কিছু নেই। গুরু যখন ভক্তকে উপযুক্ত মনে করেন তখনি তিনি প্রাপ্ত হন। একথা ফকিরেরই কথা।
স্বামী বিবেকানন্দর জন্মবার্ষিকীতে তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছি।

07/01/2025

গমের আটার পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা গমের আটার পুষ্টিগুণ গমের আটার উপকারিতা wheat flour benefit

অনাদির আদি শ্রীকৃষ্ণ নিধি তাঁর কি আছে কভু গোষ্ঠোখ্যালা ব্রহ্মারূপে সে অটলে বসে লীলাকারী তাঁর অংশকলা -ফকির লালন
01/01/2025

অনাদির আদি শ্রীকৃষ্ণ নিধি
তাঁর কি আছে কভু গোষ্ঠোখ্যালা
ব্রহ্মারূপে সে অটলে বসে
লীলাকারী তাঁর অংশকলা
-ফকির লালন

মুখে বলো হরি, শ্রী গুরু কাণ্ডারীবিনে গতি নাই রে আর।।এখনও, তখনও, কখনও কি হয়আমার-আমার বলা বৃথা পরিচয়।দ্বারা-সূত আদি, কেহ...
14/07/2024

মুখে বলো হরি, শ্রী গুরু কাণ্ডারী
বিনে গতি নাই রে আর।।
এখনও, তখনও, কখনও কি হয়
আমার-আমার বলা বৃথা পরিচয়।
দ্বারা-সূত আদি, কেহ কারো নয়
আশারও সংসার।।
কী করিতে মন এসেছিলে ভবে
ভবে এসে কাজ করিলি তুই কবে।
মিছে মায়ায় ভুলে, ভুলিলি কে সবে
গতি কী তোমার।।
ভেবে গুণে তাই রামানন্দে বলে
উল্টো দ্যানা বুঝি চাপলো তোর কপালে।
রায় রামানন্দের চরণও তলে
ডুবে থাকো রে এবার।।
#রামানন্দ #দৈন্য

কিছু অপচেষ্টা। তবুও রেখে দিলাম। এগুলো আগেই প্রকাশিত ছিলো আমার আগের পেজে। ওঁই পেজটা আর আমার নিয়ন্ত্রণে নাই। তাই আবার পোস্...
14/07/2024

কিছু অপচেষ্টা। তবুও রেখে দিলাম। এগুলো আগেই প্রকাশিত ছিলো আমার আগের পেজে। ওঁই পেজটা আর আমার নিয়ন্ত্রণে নাই। তাই আবার পোস্ট করলাম।

12/07/2024

যারা শরিয়ত - মারফত দুইটাই একসাথে মানতে চায়, তাদের চেয়ে ভয়ঙ্কর কিছু নাই।এদের থেকে আমি দুরে থাকি। এদের চেয়ে নাস্তিকরাও সেফ।

03/07/2024

আসছে !!!গোষ্ঠোলীলা সমগ্র!!!
গোষ্ঠলীলা মানে বৃন্দাবনে শ্রীকৃষ্ণের গোচারণলীলা। ফকিরির ভেদ অনুসন্ধানে এর অসীম গভীরতা খুঁজে পাওয়া যায়। সংক্ষেপে গুরু—শিষ্যের প্রেমলীলা বা মানবদেহে আদ্যশক্তির ইন্দ্রিয় চারণলীলা। গোষ্ঠজ্ঞান পরম্পরা কৃষ্ণযুগ থেকে শুরু হয়ে চৈতণ্যযুগ পেরিয়ে বাংলার সাধুগুরুদের সন্নিবেশিত এক এপিক মেটাফরিক মহাকাব্য, বাংলার চৈতন্য মানবতাবাদী দর্শন সাহিত্যের ঐতিহাসিক প্রগোষ্ঠলীলা মানে বৃন্দাবনে শ্রীকৃষ্ণের গোচারণলীলা। ফকিরির ভেদ অনুসন্ধানে এর অসীম গভীরতা খুঁজে পাওয়া যায়। সংক্ষেপে গুরু—শিষ্যের প্রেমলীলা বা মানবদেহে আদ্যশক্তির ইন্দ্রিয় চারণলীলা। গোষ্ঠজ্ঞান পরম্পরা কৃষ্ণযুগ থেকে শুরু হয়ে চৈতণ্যযুগ পেরিয়ে বাংলার সাধুগুরুদের সন্নিবেশিত এক এপিক মেটাফরিক মহাকাব্য, বাংলার চৈতন্য মানবতাবাদী দর্শন সাহিত্যের ঐতিহাসিক প্রামাণ্য দলিল।
সাধুগুরুর কৃপায় শিলালিপি থেকে এই সমন্বিত আধ্যাত্মিক দর্শন সাহিত্যের গোপন ভেদবাক্যের ইশারাপূর্ণ আকর গ্রন্থ “গোষ্ঠোলীলা সমগ্র” প্রথম সংস্করণ প্রকাশিত হচ্ছে ৯৯টি ভাব—বাণী ও ১০৩টি পদাবলী কীত্তর্ন সংগ্রহ, ভাব সংক্ষেপ, অভিধান আর তত্ত্ব বিশ্লেষণের মহাসম্ভার নিয়ে। প্রতিটি মহাজনীপদ বার বার সাধুগুরুদের পঠন—পাঠন প্রক্রিয়া ও শাস্ত্র অনুসরণে শুদ্ধিকরণ করা হয়েছে যা প্রতিটি সাধক প্রাণকে উজ্জীবিত করবে, ভক্তের অন্তরে মানবতা প্রতিষ্ঠা হবে নব’নব আঙ্গিকে আর সুপাঠক এর হৃদয় উদ্বেলিত হবে রসাস্বাদনে, এই কামনা। জয় গুরু।
#ফকিরফাহিম

"গোষ্ঠোলীলা সমগ্র" সম্বন্ধে সবকিছু জানতে ফকির ফাহিম এর সোশাল মিডিয়াগুলের সাথে সংযুক্ত থাকুন। বাংলার ভাববাদী মানুষগুলোর ক...
01/07/2024

"গোষ্ঠোলীলা সমগ্র" সম্বন্ধে সবকিছু জানতে ফকির ফাহিম এর সোশাল মিডিয়াগুলের সাথে সংযুক্ত থাকুন। বাংলার ভাববাদী মানুষগুলোর কাছে এই গ্রন্থের খুঁটিনাটি খবরগুলো শেয়ার করুন। জয় হোক মানবতার।
ফকির ফাহিম
কুষ্টিয়া থেকে

"গোষ্ঠোলীলা সমগ্র"র ভূমিকায় একাধিক প্রবন্ধ রয়েছে। তবে শেষাংশ লিখেছেন বড়ো ভাই সাইমন জাকারিয়া। তাকে আমার আন্তরিক কৃতজ্...
24/06/2024

"গোষ্ঠোলীলা সমগ্র"র ভূমিকায় একাধিক প্রবন্ধ রয়েছে। তবে শেষাংশ লিখেছেন বড়ো ভাই সাইমন জাকারিয়া। তাকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তিনি তাঁর লেখার শেষাংশে এই গ্রন্থ সম্বন্ধে বলতে গিয়ে লিখেছেন-
"ফকির ফাহিম বাংলাদেশের সাধুগুরু সমাজে প্রচলিত গোষ্ঠলীলার গান জনসংস্কৃতি সমীক্ষণ এবং কিছু গ্রন্থগত উপদান সংগ্রহের মাধ্যমে ‘গোষ্ঠোলীলা সমগ্র’ নামে এই ভাবসঙ্গীত ও পদাবলী সঙ্কলনটি প্রণয়ন করেছেন। প্রাথমিকভাবে সঙ্কলনটি পর্য্যবেক্ষণ করে আমি অভিভূত হয়েছি দুটি কারণে, যথাÑপ্রথমত বাংলাদেশের সাধুগুরু সমাজে প্রচলিত গোষ্ঠ গানের কোনো স্বতন্ত্র সঙ্কলন অতীতে হয়নি, এই গ্রন্থটি সেই শূন্যতা পূরণ করলো; দ্বিতীয়ত ফকির ফাহিম ভক্তিপূর্ণ চিত্তে গোষ্ঠ গানের রচয়িতা ও সুরকারদের পরিচিত প্রদানের পাশাপাশি প্রতিটি গান সম্পর্কে টীকা-টিপ্পনী ও ব্যাখ্যা সংযোজন করেছেন। এই গ্রন্থের সঙ্কলক জানেন, প্রথম প্রচেষ্টাতেই একটি গ্রন্থের সম্পূর্ণতা ও শুদ্ধ সংস্করণ সম্ভব নয়, তাই তিনি নিজের দীনতা স্বীকারের মাধ্যমে পরবর্ত্তী সংস্করণে সম্পূর্ণতা বিধানের পাশাপাশি শুদ্ধ পাঠ উপস্থাপন করবেন ব’লে প্রত্যয় ব্যক্ত করেছেন।"
সাইমন জাকারিয়া
তাকে ধন্যবাদ

ফকির ফাহিম কুষ্টিয়া থেকে
#ফকিরফাহিম #লালন

Address

Cheuriya, Lalon Shah Majar
Kushtia

Alerts

Be the first to know and let us send you an email when Fakir Fahim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Fakir Fahim:

Share