আপডেট কুষ্টিয়া

আপডেট কুষ্টিয়া সংবাদপত্র / Newspaper
(2)

20/09/2025

🏏অভিনন্দন টাইগার্স🏏

🏏এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনালে খেলতে পারে বাংলাদেশ🏏

20/09/2025

আলহামদুলিল্লাহ

সুপার ফোরে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে টাইগারদের শুভ সূচনা 🏏🏏

20/09/2025

আবারও সক্রীয় হচ্ছে লাল পতাকা বাহিনী...??

কুষ্টিয়ার মিরপুরে পূর্ব বাংলা কমিউনিষ্ট পার্টি (লাল পতাকা) র নাম করে 01335751769/ 01613293289/ 01627333864 নাম্বার থেকে চলছে চাঁদাদাবি !

কুষ্টিয়ার দৌলতপুরে বজ্রপাতে স্কুলছাত্রসহ ২ জনের মৃ'ত্যু ! আপডেট কুষ্টিয়া, ২০ সেপ্টেম্বর ২০২৫।। কুষ্টিয়ার দৌলতপুরে বজ্রপা...
20/09/2025

কুষ্টিয়ার দৌলতপুরে বজ্রপাতে স্কুলছাত্রসহ ২ জনের মৃ'ত্যু !

আপডেট কুষ্টিয়া, ২০ সেপ্টেম্বর ২০২৫।। কুষ্টিয়ার দৌলতপুরে বজ্রপাতে এক শিক্ষার্থীসহ দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অপর একজন। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বিলগাথুয়া ও শিতলাইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মকবুল নামে আরো এক কৃষক আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন, উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের শিতলাইপাড়া গ্রামের পলাশ মন্ডলের ছেলে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সাইফ হোসেন তোহা (১০) ও ভারত সীমান্ত সংলগ্ন প্রাগপুর ইউনিয়নের বিলগাথূয়া গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে জামাত আলী (২৫)। এ ঘটনায় মকবুল হোসেন (৫৩) নামে আরো একজন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, আজ দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে মাছ ধরছিল শিক্ষার্থী তোহা। এ সময় সেখানে বজ্রপাত ঘটে। মুমুর্ষ অবস্থায় তাকে দৌলতপুর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একই সময় উপজেলার বিলগাথুয়া গ্রামেও বজ্রপাত ঘটে। সেখানে একটি বাঁশের মাঁচায় বসে ছিলেন কৃষক জামাত আলী। বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার তৌহিদুল হাসান তুহিন বলেন, বজ্রপাতে নিহত দুজনকেই দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। তাদের হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, শিতলাইপাড়া গ্রামের শিক্ষার্থীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্রেন যাত্রীদের প্রাণনাশের হুমকী দিয়ে তরিঘরি করে নেমে যাওয়া এরা কারা......??গোয়ালন্দ ঘাট থেকে ছেড়ে আসা পোড়াদহ গামী শ...
20/09/2025

ট্রেন যাত্রীদের প্রাণনাশের হুমকী দিয়ে তরিঘরি করে নেমে যাওয়া এরা কারা......??

গোয়ালন্দ ঘাট থেকে ছেড়ে আসা পোড়াদহ গামী শাটল ট্রেন (লোকাল) আজকে সন্ধ্যা ৭ টার দিকে কুমারখালী রেলষ্টেশন থেকে ছেড়ে আসা মাত্রই দরজার সামনে দাঁড়িয়ে মাতলামো করতে থাকে। তারা সংখ্যায় ৩ জন, কারো কাছেই নেই টিকিট ধীরে ধীরে তাদের মাতলামো বাড়তেই থাকে। একপর্যায়ে যাত্রীদের গায়ে হাত পর্যন্ত তোলার চেষ্টা ও ছিনতাইয়ের চেষ্টা করে। এসময় যাত্রীদের তাড়া খেয়ে দেখে নেওয়া ও প্রাণনাশের হুমকী দিয়ে তরিঘরি করে চড়াইকোল রেলষ্টেশনে নেমে যায়।

20/09/2025

কুষ্টিয়া দৌলতপুরে বজ্রপাতে স্কুল শিক্ষার্থী তোহা ও জামাত আলী নামে এক কৃষকের মৃত্যু (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)

এ ঘটনায় মকবুল হোসেন নামে আরও একজন আহত হয়ে হাসপাতালে....

আবরার ফাহাদকে মেরেছে শিবির: বিএনপি নেত্রী নিলুফার মনিআওয়ামী লীগ সরকারের সময় নিজেদের পরিচয় গোপন রেখে ছাত্রশিবিরের ‘হেলমেট...
20/09/2025

আবরার ফাহাদকে মেরেছে শিবির: বিএনপি নেত্রী নিলুফার মনি

আওয়ামী লীগ সরকারের সময় নিজেদের পরিচয় গোপন রেখে ছাত্রশিবিরের ‘হেলমেট বাহিনী’ ছিল বলে দাবি করেছেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক এমপি নিলুফার চৌধুরী মনি। একইসঙ্গে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকেও তারা হত্যা করেছে বলে মন্তব্য করেন তিনি।

20/09/2025

মাটি খুঁড়তে গিয়ে কলেসের মধ্যে মিললো গুপ্ত ধন ! কি সে গুপ্ত ধন চলুন দেখি। ঘটনা চুয়াডাঙ্গা জেলার দামুরহুদার কার্পাসডাঙ্গায়।

20/09/2025

কুষ্টিয়ার দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লিটন নামে এক রোগীকে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে আসার সময় খলিশাকুণ্ডির পিপুলবাড়িয়া মাঠ এলাকায় গতরাত ১ টার দিকে রোগীবাহী অ্যাম্বুলেন্সে ডা'কাতি !

ডাকাতরা অ্যাম্বুলেন্স থামিয়ে অ'স্ত্রের মুখে রোগীর স্বজনদের কাছ থেকে ছি'নি'য়ে নিয়ে গেছে অন্তত ৩০ হাজার টাকা !!

কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন'র সাধারণ সভা
20/09/2025

কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন'র সাধারণ সভা

20/09/2025

কুষ্টিয়া এন এস রোডে একভদ্র মহিলা দোকানে ড্রেস পছন্দের এক পর্যায়ে একটি ড্রেস তার ব্যাগে ঢোকানোর পর যা ঘটলো......!!

দেশে যা কিছু ভালো সব কিছু দিয়েছে বিএনপি--- কিশোরগঞ্জে মির্জা ফকরুল।
20/09/2025

দেশে যা কিছু ভালো সব কিছু দিয়েছে বিএনপি--- কিশোরগঞ্জে মির্জা ফকরুল।

Address

Kushtia
7002

Alerts

Be the first to know and let us send you an email when আপডেট কুষ্টিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আপডেট কুষ্টিয়া:

Share