
04/08/2025
কুষ্টিয়ার বুকে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম।
শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম। যার পূর্ব নাম ছিল কুষ্টিয়া জেলা স্টেডিয়াম। পরবর্তীতে রাখা হয় শেখ কামাল স্টেডিয়াম। বর্তমানে নাম পরিবর্তন করে রাখা হয়েছে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম। দৃষ্টি নন্দন ভাবে আধুনিক মানের সকল সুযোগ সুবিধা নিয়ে তৈরি করা হয়েছে স্টেডিয়াম টি। নির্মাণ কাজ প্রায় শেষের দিকে।প্রায় ২০ হাজার ধারণা ক্ষমতা নিয়ে তৈরি করা হয়েছে গ্যালারি। কুষ্টিয়া বাসীর জন্য জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলাধুলা আয়োজনে স্টেডিয়াম টি সহায়ক ভূমিকা পালন করবে আশা করা যায়।