Razon's Adventure

Razon's Adventure Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Razon's Adventure, Video Creator, Kushtia.
(1)

বাংলাদেশের বিভিন্ন বিষয়বস্তুকে ঘিরে তৈরি ডকুমেন্টারি চলচ্চিত্র — গ্রাম বাংলার জীবনধারা, গ্রামের সহজ-সরল মানুষ, ঐতিহ্যবাহী কৃষি ব্যবস্থা, প্রকৃতির নান্দনিক সৌন্দর্য, ট্রাভেল ডকুমেন্টারি, ট্রাভেল ভ্লগ, কৃষি ও ইতিহাস আর সংস্কৃতি তুলে ধরার আন্তরিক প্রয়াস।

কুষ্টিয়ার বুকে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম। শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম। যার পূর্ব নাম ছিল কুষ্টিয়া জেলা স্টেডিয়াম। পরবর্...
04/08/2025

কুষ্টিয়ার বুকে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম।
শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম। যার পূর্ব নাম ছিল কুষ্টিয়া জেলা স্টেডিয়াম। পরবর্তীতে রাখা হয় শেখ কামাল স্টেডিয়াম। বর্তমানে নাম পরিবর্তন করে রাখা হয়েছে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম। দৃষ্টি নন্দন ভাবে আধুনিক মানের সকল সুযোগ সুবিধা নিয়ে তৈরি করা হয়েছে স্টেডিয়াম টি। নির্মাণ কাজ প্রায় শেষের দিকে।প্রায় ২০ হাজার ধারণা ক্ষমতা নিয়ে তৈরি করা হয়েছে গ্যালারি। কুষ্টিয়া বাসীর জন্য জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলাধুলা আয়োজনে স্টেডিয়াম টি সহায়ক ভূমিকা পালন করবে আশা করা যায়।

মাছ ধরার খরা। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হারিয়ে যাওয়া মাছ ধরার খরা। বর্তমানে খুব একটা দেখা যায় না। তবে গ্রাম অঞ্চলে গেলে এই...
01/08/2025

মাছ ধরার খরা। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হারিয়ে যাওয়া মাছ ধরার খরা। বর্তমানে খুব একটা দেখা যায় না। তবে গ্রাম অঞ্চলে গেলে এই খরা দেখতে পাওয়া যায়। কিন্তু সময়ের পরিবর্তনে তা অনেকটায় কমে এসেছে। এক সময় মাছ ধরার অন্যতম মাধ্যম ছিল এই খরা। খালে বিলে নদীতে খরা দিয়ে মাছ ধরা হয়।
#মাছধরা

ঝিনাইদহ জেলার অন্যতম জনপ্রিয় বিনোদন ও পর্যটন কেন্দ্র ড্রিম ভ্যালি পার্ক অ্যান্ড রিসোর্ট।এটি একটি প্রাকৃতিক ছায়া ঘেরা, পর...
25/07/2025

ঝিনাইদহ জেলার অন্যতম জনপ্রিয় বিনোদন ও পর্যটন কেন্দ্র ড্রিম ভ্যালি পার্ক অ্যান্ড রিসোর্ট।
এটি একটি প্রাকৃতিক ছায়া ঘেরা, পরিপাটি ও পরিচ্ছন্ন পরিবেশে নির্মিত একটি আধুনিক বিনোদন কেন্দ্র।পাশাপাশি রয়েছে বড় মাঠ, আয়োজিত আউটডোর ইভেন্টের উপযোগী সুনির্মিত স্টেজ ও স্পেস।
#জোহানড্রিমভ্যালি
#ভ্যালিপার্ক

বান্দরবনের রুমা উপজেলায় অবস্থিত  লেক বাংলাদেশের অন্যতম মনোমুগ্ধকর প্রাকৃতিক দর্শনীয় স্হান।এখানে দেখতে পারবেন,জলরং, আকাশে...
24/07/2025

বান্দরবনের রুমা উপজেলায় অবস্থিত লেক বাংলাদেশের অন্যতম মনোমুগ্ধকর প্রাকৃতিক দর্শনীয় স্হান।এখানে দেখতে পারবেন,জলরং, আকাশের ছায়া, পাহাড়ের মাঝে স্বপ্নময় পরিবেশ।
এটি শুধু একটি পর্যটন গন্তব্য নয়; একে বলা যায় প্রকৃতির এক নীরব গান। যারা পাহাড় বা প্রকৃতি প্রেমে আকৃষ্ট, তাদের জন্য এই লেক নিঃসন্দেহে এক অনবদ্য অভিজ্ঞতা।

#বান্দরবন

আমরা গভীর শোকাহত ও মর্মাহত।যার হারায় সেই বোঝে তার ব্যথা। শান্তনা দেওয়ার ভাষা নেই। ঢাকা উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল এ...
21/07/2025

আমরা গভীর শোকাহত ও মর্মাহত।
যার হারায় সেই বোঝে তার ব্যথা। শান্তনা দেওয়ার ভাষা নেই। ঢাকা উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল এন্ড কলেজে ভয়াবহ বিমান দূর্ঘনায় আমরা গভীর শোকাহত। আহত ছাত্রছাত্রীদের সুস্থতা প্রার্থনা করছি।
যারা নিহত হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করছি। মহান আল্লাহ সবাইকে ধৈর্য্য ধারণের তাওফিক দান করুন আমীন।

বান্দরবান জেলার প্রধান পর্যটন কেন্দ্রগুলোর ভিতর রয়েছে, মেঘলা পর্যটন কমপ্লেক্সে অবস্থিত কাঠের ঝুলন্ত সেতু, যা দৃশ্যমানভাব...
18/07/2025

বান্দরবান জেলার প্রধান পর্যটন কেন্দ্রগুলোর ভিতর রয়েছে, মেঘলা পর্যটন কমপ্লেক্সে অবস্থিত কাঠের ঝুলন্ত সেতু, যা দৃশ্যমানভাবে জাদুকরী ও জনপ্রিয়।
প্রায় দুই কোটি টাকা ব্যয়ে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে ২০১৯–২১ অর্থ বছরে নির্মান করা হয়, মূলত এটি পর্যটক এবং স্থানীয়দের পারাপারে সুবিধার জন্য তৈরি করা হয়।
এর মাধ্যমে প্রায় ৫,০০০ মানুষের যাতায়াত সহজ করেছে।

#বান্দরবন #ঝুলন্তসেতু #মেঘলাপর্যটনকেন্দ্র

10/07/2025

মিরপুর পৌর পার্কের চান্দু ভাইয়ের ভাইরাল ঝালমুড়ি। #ঝালমুড়ি

09/07/2025
আষাঢ় মাস—বাংলা ক্যালেন্ডারের একটি বর্ষণমুখর ঋতু। এই মাসে আকাশ প্রায় সময়ই  ঘন মেঘে ঢাকা থাকে। সকাল থেকে শুরু করে বিকেল পর...
03/07/2025

আষাঢ় মাস—বাংলা ক্যালেন্ডারের একটি বর্ষণমুখর ঋতু। এই মাসে আকাশ প্রায় সময়ই ঘন মেঘে ঢাকা থাকে। সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত কখন যে বৃষ্টি নেমে যাবে তা বলা যায় না—এই অনিশ্চয়তা আর মেঘের খেলাই আষাঢ়ের বিশেষ সৌন্দর্য। কখনো হঠাৎ করে বিদ্যুৎ চমকায়, গর্জে ওঠে আকাশ, আবার কিছুক্ষণ পরই শুরু হয় শান্তিময় একটানা বৃষ্টি।

#আষাঢ়
#মেঘলা_আকাশ
#আষাঢ়ের_বৃষ্টি
#বর্ষার_সৌন্দর্য

কাঁঠাল ফলের উপকারিতা :আমাদের দেশের অন্যতম জনপ্রিয় ও পুষ্টিকর  ফল হলো কাঁঠাল। এই ফলের স্বাস্থ্যগত দিক থেকে অনেক উপকার রয়ে...
02/07/2025

কাঁঠাল ফলের উপকারিতা :

আমাদের দেশের অন্যতম জনপ্রিয় ও পুষ্টিকর ফল হলো কাঁঠাল। এই ফলের স্বাস্থ্যগত দিক থেকে অনেক উপকার রয়েছে। নিচে কাঁঠাল ফলের প্রধান কিছু উপকারিতা দেওয়া হলো:

১. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে
ভিটামিন C ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে কাঁঠাল শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।

২. হজমে সহায়তা করে
কাঁঠালের ফাইবার হজমশক্তি উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে।

৩. চোখের জন্য ভালো
এতে ভিটামিন A থাকার কারণে চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে এবং রাতকানা রোগ প্রতিরোধ করে।

৪. রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে
পটাশিয়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে এবং হার্ট সুস্থ রাখে।

৫. রক্তশূন্যতা প্রতিরোধ করে
আয়রন সমৃদ্ধ হওয়ায় এটি রক্তে হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে, ফলে অ্যানিমিয়া বা রক্তশূন্যতা কমায়।

৬. ত্বক সুন্দর রাখে
এতে রয়েছে,অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন C ত্বককে উজ্জ্বল করে এবং বয়সের ছাপ ধীরে আনে।

৭. ওজন বাড়াতে সহায়ক
যাদের ওজন কম, তাদের জন্য কাঁঠাল একটি ভালো খাবার। কারণ এটি শক্তি বাড়ায় ও পুষ্টি জোগায়।

৮. হাড়ের জন্য উপকারী
ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম হাড় শক্তিশালী করতে সাহায্য করে।

⚠️ সতর্কতা:
ডায়াবেটিস রোগীদের কাঁঠাল কম পরিমাণে খাওয়া উচিত, কারণ এতে প্রাকৃতিক চিনি আছে।
অতিরিক্ত খেলে হজমে সমস্যা হতে পারে।
#কাঁঠালের_উপকারিতা

#পুষ্টিকর_ফল





#ভিটামিন_সাপ্লাই

29/06/2025

ঝুঁকি নিয়ে পারাপার। মাস্টার বিহীন মিরপুর রেলস্টেশন।

মীর মশাররফ হোসেন, ১৮৪৭ সালে কুষ্টিয়া জেলার লাহিনীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। বাংলা মুসলিম সাহিত্যধারায় তিনি ছিলেন একপ...
27/06/2025

মীর মশাররফ হোসেন, ১৮৪৭ সালে কুষ্টিয়া জেলার লাহিনীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। বাংলা মুসলিম সাহিত্যধারায় তিনি ছিলেন একপ্রকার পথিকৃৎ। তাঁর সবচেয়ে বিখ্যাত কাজ বিশাদসিন্ধু,যেটি কারবালায় ঘটে যাওয়া বিষয় গুলো নিয়ে লেখা। তিনি একজন অগ্রগামী লেখক, যিনি মূলত উপন্যাস, নাটক ও প্রবন্ধের মাধ্যমে সমাজের বাস্তব চিত্র আমাদের মাঝে তুলে ধরেছেন। তিনি ১৯১১ সালে মৃত্যুবরণ করেন।

#মীরমোশারফহোসেন
#বিশাদসিন্ধু
#বাংলাসাহিত্য

Address

Kushtia
7000

Alerts

Be the first to know and let us send you an email when Razon's Adventure posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category