Nahid Karim Moon

Nahid Karim Moon U.S.Customs & Border Protection
Lyricist,Writer, Dialogue,
Blogger,Flim maker,actor. Special Correspondent At Bangladesh Somoy
✈️🇮🇳🇲🇾🇸🇬🇯🇵🇵🇰🇹🇷🇶🇦🇦🇪🇺🇸🇨🇦🇲🇽

Lyricist at Bangladesh music Industry
Manager At Hanif Enterprise Bus service.

পকেটে টাকা কম? ইয়ামাহার সাইকেল মেটাবে স্কুটির স্বাদYamaha Electric Cycle: পকেটে টাকা কম? নো টেনশন! ইয়ামাহার সাইকেল মেটাব...
05/10/2025

পকেটে টাকা কম? ইয়ামাহার সাইকেল মেটাবে স্কুটির স্বাদ

Yamaha Electric Cycle: পকেটে টাকা কম? নো টেনশন! ইয়ামাহার সাইকেল মেটাবে স্কুটির স্বাদ, এক চার্জে ছুটবে 200 কিমি।

ইয়ামাহার সাইকেলে অনেক বড় এবং শক্তিশালী ব্যাটারি ব্যবহার করা হয়েছে। যার সুবাদে আপনি কোন ঝামেলা ছাড়াই ভ্রমণ উপভোগ করতে পারবেন। এই সাইকেলটির ডিজাইনও বেশ আরামদায়ক করা হয়েছে। মোটর এবং ব্যাটারির কথা বলতে গেলে, এই ইয়ামাহা ইলেকট্রিক সাইকেলে আমরা PW- সিরিজের মোটর পাব। এই মোটরটি 250 ওয়াট থেকে 800 ওয়াট পর্যন্ত পাওয়ার সহ উপলব্ধ হতে পারে। এই ইলেকট্রিক সাইকেলের ব্যাটারি 3 ঘণ্টা থেকে 6 ঘণ্টার মধ্যে সম্পূর্ণ চার্জ হতে সক্ষম।

Yamaha Electric Cycle-এর রেঞ্জ:
রেঞ্জের কথা বলতে গেলে, এই ইলেকট্রিক সাইকেলে 40 কিলোমিটার থেকে 200 কিলোমিটার রেঞ্জ থাকবে। ব্যাটারি যত বড় হবে তত বেশি মাইলেজ হবে।

Yamaha Electric Cycle-এর ফিচার্স:
আমরা যদি ইয়ামাহা ইলেকট্রিক সাইকেলের ফিচার্স সম্পর্কে কথা বলি, এতে অনেক ফিচার থাকবে। এটি খুব শক্তিশালী মাউন্টেন সাইকেল। যা কঠিন রাস্তায় আরামে চালানো যায়। এছাড়াও ফিচার্স বেশ শক্তিশালী দেওয়া হয়েছে। এই ইলেকট্রিক সাইকেলে গিয়ার শিফট এবং সামনে হেডলাইট যুক্ত করেছে কোম্পানি। এছাড়াও এই সাইকেলে 3 বছর থেকে 4 বছরের ওয়ারেন্টি রয়েছে।

Yamaha Electric Cycle-এর দাম:
ইয়ামাহার ইলেকট্রিক সাইকেল খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে। এটির প্রারম্ভিক মূল্য প্রায় 1 লক্ষ টাকা বলা হয়েছে। এছাড়া এর ব্যাটারিতে 3 বছরের ওয়ারেন্টি উপলব্ধ থাকবে।

05/10/2025

বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি।।।।।

#বৃষ্টি

12/09/2025

✍️ বাংলাদেশী পাসপোর্টধারী নাগরিকগণ 🇧🇩 - ভারতের যে সকল স্থল বন্দর দিয়ে ভারতে প্রবেশ করতে পারবেন:

1. বেনাপোল Land Port.
BD side:বেনাপোল যশোর।
Indian side: Petrapole, Bongaon, 24-Parganas, West Bengal, India

2. বুড়িমারি Land Port.
BD side:বুড়িমারি,পাটগ্রাম, লালমনিরহাট।
Indian side: Changrabandha, Mekhaliganj, West Bengal, India

3. আখাউড়া Land Port.
BD side :.আখাউড়া ব্রাহ্মণবাড়িয়
Indian side: Ramnagar, Agartala, Tripura, India

4. ভোমরা Land Port.
BD side:ভোমরা,সাতক্ষীরা।
Indian side: Gojadanga, 24-Parganas, West Bengal, India

5. নকুগাঁও Land Port.
BD side: নালিতাবাড়ি শেরপুর।
Indian side: Dalu, Barangapara, Meghalaya, India

6. তামাবিল Land Port
BD side: তামাবিল,গোয়াইনঘাট,
সিলেট
Indian side: Dauki, Shillong, Meghalaya, India

7. দর্শনা Land Port.
BD side:দর্শনা ,চুয়াডাঙ্গা।
Indian side: Gede, Krishnanagar, West Benga, India

8. বেলনি Land Port.
BD side:বেলনি,পরশুরাম ফেনী
Indian side: Belonia, Tripura, India

9. গোবরাকুড়া Land Port.
BD side: হালুয়াঘাট ময়মনসিংহ।
Indian side: Gachhuapara, Tura, Meghalaya, India

10. রামগড় Land Port.
BD side: রামগড়, খাগড়াছড়ি
Indian side: Sabroom, Tripura, India.

11. সোনাহাট Land Port.
BD side: ভুরুঙ্গামারী কুড়িগ্রাম।
Indian side: Sonahat, Dhubri, Assam, India

12. Tegamukh. ভূষণছড়ি Land Port.
BD side: বরকল, রাঙামাটি।
Indian side: Demagri, Mizoram, India.

13. চিলাহাটি Land Port
BD side:চিলাহাটি,ডোবার নিলফামারী।
Indian side: Holdibari, Cooch Behar, West Bengal, India

14. সোনা মসজিদ Land Port.
BD side:সোনা মসজিদ,চাপাই নবাবগঞ্জ।ণ
Indian side: Mahadipur, Maldah, West Bengal, India

15. ধানুয়া Kamalpur Land Port.
BD side: বকশিগঞ্জ ,জামালপুর।
Indian side: Mohendragonj, Ampoti, Meghalaya, India

16. শিউলা Land Port.
BD side:শিউলা,বিয়ানীবাজার, সিলেট
Indian side: Sutarkandi, Karimganj, Assam

17. বেল্লা Land Port.
BD side: বেল্লা, চুনারুঘাট, হবিগঞ্জ
Indian side: Paharmura, Khoai, Tripura.

18. হিলি Land Port.
BD side: হিলি,হাকিমপুর,দিনাজপুর ।
Indian side: Hili, South Dinajpur, West Bengal, India

19. বাংলাবান্ধা Land Port.
BD side: তেতুলিয়া,পঞ্চগড়।
Indian side: Fulbari, Jalpaiguri, West Bengal, India

20. টেকনাফ Land Port.
BD side: Teknaf, Cox’s Bazar
Myanmar side: Mungdu, Myanmar

21. বিবিরবাজার Land Port.
BD side: Sadar Upazila, কুমিল্লা
Indian side: Srimantapur, Sunamura, Agartala, Tripura

22. বিরল Land Port.
BD side: বিরল,দিনাজপুর।
Indian side: Radhikapur (Goura), West Bengal, India

08/09/2025

ব্যক্তিত্বের মুখোশ ছিঁড়ে ফেলুন: যে সত্য আপনাকে কেউ বলবে না

এতদিন যা শিখে এসেছেন, তার অনেকটাই ভুল। বিনয়, নম্রতা আর ত্যাগ—এগুলো ভালো মানুষের লক্ষণ, শক্তিশালী ব্যক্তিত্বের নয়। শক্তিশালী ব্যক্তিত্ব তৈরি হয় আঘাত থেকে, প্রত্যাখ্যান থেকে আর কঠিন বাস্তবতা থেকে। ভালো মানুষ হওয়ার চেষ্টা ছাড়ুন, প্রভাবশালী হওয়ার খেলাটা শিখুন।

এখানে কয়েকটি কৌশল যা আপনার ভেতরের আগুনকে উস্কে দেবে:

✓ দয়াকে দুর্বলতা হিসেবে ব্যবহার করুন, নিজের জন্য নয়, অন্যের জন্য।
আপনি যত বেশি নরম হবেন, মানুষ তত বেশি আপনাকে ভাঙার সুযোগ খুঁজবে। দয়া দেখান, কিন্তু সেটা হবে আপনার নিয়ন্ত্রিত একটি কৌশল, স্বভাব নয়। প্রশ্ন হলো, সবার কাছে ভালো সাজার এই অসুস্থ প্রতিযোগিতা থেকে কবে বের হবেন? নাকি ভাঙা কাঁচের মতো সারা জীবন পড়ে থাকতে চান?

✓.সহজে ক্ষমা করা মানে, আপনাকে আবার আঘাত করার লাইসেন্স দিয়ে দেওয়া।
যে একবার আপনার বিশ্বাসের সাথে খেলেছে, সে বারবার খেলবে। ক্ষমা মহান হতে পারে, কিন্তু আত্মসম্মানের মূল্যে নয়। বিশ্বাসঘাতককে দ্বিতীয় সুযোগ দেওয়া আর নিজের হাতে নিজের কবরে মাটি দেওয়া একই কথা। আপনি কি সত্যিই ভাবেন যে মানুষ বদলায়, নাকি তারা শুধু অভিনয়টা আরও নিখুঁত করে?

✓.আপনার পরিকল্পনা আর দুর্বলতা হলো আপনার পারমাণবিক বোমা। এটি সবার সামনে প্রদর্শন করার জিনিস নয়।**
যত কম মানুষ আপনার সম্পর্কে জানবে, আপনার আঘাত পাওয়ার সম্ভাবনা তত কম। নিজের ভবিষ্যৎ পরিকল্পনা, নিজের দুর্বলতা—এগুলো শুধু নিজের কাছে রাখুন। নিজের সবটুকু উজাড় করে দিয়ে বিনিময়ে কী পেয়েছেন, একরাশ শূন্যতা ছাড়া?

✓সবার প্রিয়পাত্র হওয়ার লোভ ত্যাগ করুন। সম্মান আদায় করতে শিখুন।
ইতিহাসে দেখুন, যারা পৃথিবীতে পরিবর্তন এনেছে, তাদের বন্ধুর চেয়ে শত্রু বেশি ছিল। যদি সবাই আপনাকে পছন্দ করে, তার মানে আপনি জীবনে কোনো গুরুত্বপূর্ণ অবস্থানই নেননি। আপনি কি মেষের পালে মিশে যেতে চান, নাকি একাই সিংহের মতো শাসন করতে চান?

✓"না" বলতে শিখুন, unapologetically।
অন্যের অনুভূতির দায় আপনার নয়। আপনি যদি নিজের সময় আর শক্তিকে মূল্য না দেন, তবে অন্য কেউ দেবে না। প্রতিটি 'হ্যাঁ' বলার আগে নিজেকে প্রশ্ন করুন, এর বিনিময়ে আপনি কী হারাচ্ছেন? অন্যের স্বপ্ন পূরণ করতে গিয়ে নিজের স্বপ্নকে হত্যা করা কি বুদ্ধিমত্তা?

✓তর্কে জিততে যাবেন না, তর্ককে অপ্রাসঙ্গিক বানিয়ে দিন।
সবার সাথে তর্ক করে নিজের শক্তি ক্ষয় করবেন না। আপনার নীরবতা আর উপেক্ষা হবে আপনার সবচেয়ে বড় জবাব। যখন কেউ আপনাকে তর্কে হারাতে চায়, তাকে তার মানসিক দেউলিয়াপনার সাথে একা ছেড়ে দিন। আপনি কি জানেন, কিছু মানুষের সাথে তর্ক করা আর দেয়ালে মাথা ঠোকা সমান?

শেষ প্রশ্ন:
আপনার ব্যক্তিত্ব কি অন্যের চোখে আপনার প্রতিচ্ছবি, নাকি আপনার নিজের হাতে গড়া এক দুর্ভেদ্য দুর্গ?

ভাবুন। উত্তরটা আপনার ভেতরকেই নতুন করে চিনতে সাহায্য করবে।

05/09/2025

সফলতার জন্য নিজেকে ডেভেলপ করার কৌশল

✓পরিচিত পরিবেশ থেকে বেরিয়ে আসা

আপনার আশেপাশের মানুষজন যদি আপনাকে সামনে এগিয়ে যেতে সাহায্য না করে, তাহলে সেই পরিবেশ থেকে বের হয়ে আসতে হবে।

বড় গাছের নিচে ছোট গাছ বেড়ে ওঠে না, তাই অন্যের ছায়ায় না থেকে নিজের জন্য নতুন জায়গা তৈরি করতে হবে।

প্রয়োজন হলে নিজের শহর ছেড়ে নতুন কোনো জায়গায় গিয়ে থাকা উচিত, যেখানে নতুন কিছু শেখার সুযোগ থাকবে।

✓. সাময়িক পিছিয়ে যাওয়া – সফলতার জন্য প্রস্তুতি

অনেক সময় সফলতা পাওয়ার জন্য কিছুদিন নিজেকে লুকিয়ে রাখতে হয়।

পেস বোলাররা যেমন গতি বাড়াতে পেছনে সরে আসে, তেমনি আপনাকেও মাঝে মাঝে ধৈর্য ধরে পরিকল্পনা করতে হবে।

সমালোচনা আসবেই, কিন্তু একদিন সেই সমালোচনাকারীরাই আপনার প্রশংসা করবে। মনে রাখতে হবে "Success is the best revenge"।

✓. নির্দিষ্ট একটি স্কিল ডেভেলপ করা

আজকের দুনিয়ায় একটি ভালো স্কিল আপনাকে ডিগ্রির থেকেও বেশি প্রোডাক্টিভ করতে পারে।

নিচের যেকোনো একটি স্কিলে দক্ষতা অর্জন করুন:

ভিডিও এডিটিং

গ্রাফিক ডিজাইন

কোডিং

ইউটিউবিং

কন্টেন্ট রাইটিং

রান্নাবান্না ইত্যাদি।

একটানা ছয় মাস একটি স্কিলের পেছনে লেগে থাকুন, দক্ষতা আসবেই।

✓. একজন মেন্টর খুঁজে নেওয়া

সফলতার জন্য একজন উপযুক্ত মেন্টর নির্বাচন করুন।

তার গাইডলাইন অনুসরণ করুন, ভালো বই পড়ুন, কোর্স করুন, ইউটিউব ভিডিও দেখুন।

সফল ব্যক্তিদের জীবন থেকে শিক্ষা নিন।

✓. অর্থের সঠিক ব্যবহার ও ভ্রমণের অভিজ্ঞতা

অপ্রয়োজনীয় খরচ কমিয়ে সেই টাকা সঞ্চয় করুন।

একটি একটি করে দেশ ভ্রমণ করুন, এতে করে আপনার আন্তর্জাতিক অভিজ্ঞতা তৈরি হবে।

ইন্টারন্যাশনাল কালচারের সাথে পরিচিত হলে বড় দেশে যাওয়ার সুযোগ তৈরি হবে।

✓. প্রোডাক্টিভ মানুষের সংস্পর্শে থাকা

অলস বা নেতিবাচক মানসিকতার মানুষের সঙ্গ এড়িয়ে চলুন।

উদ্যমী, পরিশ্রমী ও সৎ মানুষের সাথে সময় কাটান, তাদের থেকে শেখার চেষ্টা করুন।

✓. নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়া

সুস্থ শরীর মানেই সুস্থ মন, তাই নিজের স্বাস্থ্য ও ফিটনেসের দিকে মনোযোগ দিন।

জিম করুন বা বাড়িতে ব্যায়াম করুন, মাত্র ছয় মাসের মধ্যেই শরীরের গঠন পরিবর্তন হয়ে যাবে।

নিয়মিত ব্যায়াম করলে শক্তিশালী হাত, পেশিবহুল বুক ও মজবুত পা গঠন করা সম্ভব।

✓. সফল ব্যক্তিদের কৌশল ও অভ্যাস অনুসরণ করা

নীচে কয়েকজন সফল ব্যক্তির কিছু গুরুত্বপূর্ণ কৌশল তুলে ধরা হলো:

এলন মাস্ক: দিনে ১২-১৬ ঘণ্টা কাজ করেন এবং বহুমুখী দক্ষতা অর্জনে বিশ্বাসী।

ওয়ারেন বাফেট: প্রতিদিন ৮ ঘণ্টা বই পড়েন এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনায় অটল থাকেন।

স্টিভ জবস: সিম্পল ও ফোকাসড থাকার ওপর জোর দিতেন, প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য অপ্রয়োজনীয় কাজ এড়িয়ে চলতেন।

বিল গেটস: নতুন স্কিল শেখার জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় ব্যয় করতেন।

✓. দরকারি বই পড়া ও গবেষণা করা

সফলতা অর্জনের জন্য নিচের কিছু বই পড়তে পারেন:

"Atomic Habits" - James Clear (অভ্যাস পরিবর্তনের মাধ্যমে সফল হওয়ার কৌশল)

"Deep Work" - Cal Newport (গভীর মনোযোগ দিয়ে কাজ করার দক্ষতা)

"The 7 Habits of Highly Effective People" - Stephen Covey (সফল ব্যক্তিদের মূল অভ্যাস)

"Think and Grow Rich" - Napoleon Hill (আর্থিক স্বাধীনতা অর্জনের পথ)

✓. ধৈর্য ও একাগ্রতা ধরে রাখা

দ্রুত সফলতা আসে না, এজন্য ধৈর্য ধরতে হবে।

দৈনিক ছোট ছোট অভ্যাস পরিবর্তন করলেই দীর্ঘমেয়াদে বড় সাফল্য অর্জন করা সম্ভব।

ছোট ছোট লক্ষ্য সেট করুন এবং ধাপে ধাপে এগিয়ে যান।

শেষ কথা

সফলতা একদিনে আসে না, তবে যদি পরিকল্পিতভাবে নিজেকে ডেভেলপ করেন, তাহলে একদিন অবশ্যই লক্ষ্যে পৌঁছাতে পারবেন। নিজের স্কিল উন্নয়ন করুন, পরিশ্রম করুন, সঠিক সিদ্ধান্ত নিন এবং ধৈর্য ধরে অপেক্ষা করুন – সাফল্য আপনার হাতের মুঠোয় আসবেই!

05/09/2025

এই কথা গুলো জীবন বদলে দিতে পারে।

✓জীবনে কখনো কাউকে পরোয়া করো না, নিজের যোগ্যতায় নিজে এগিয়ে যাও, এগিয়ে যাওয়ার জন্য কখনো কারো প্রত্যাশা করো না, তোমার হয়ে কেউ তোমাকে এগিয়ে দিবে না, মনে রাখবে, তোমাকেই তোমার এগিয়ে যাওয়ার রথের সারথি হতে হবে।

✓কখনো অন্য কারো যোগ্য হতে যেয়োনা, নিজেকে নিজের যোগ্য হিসেবে গড়ে তোল, কখনো অন্যের মনের মতো হয়ে উঠার চেষ্টা না করে বরং নিজের মনের মতো হয়ে উঠার চেষ্টা করো, দেখবে একদিন না একদিন তুমি তোমার আমার আমিকে নিয়ে সন্তুষ্টি অনুভব করছো।

✓অন্যের পিছনে সময় ব্যয় করার থেকে নিজের পিছনে নিজে সময় ব্যয় করো, মনে রাখবে, নিজেকে নিজে যতটা সময় দিবে, ততটা সময় জীবনে তোমাকে অন্য কেউ আর দিবে না।

✓তোমাকে তুমিই গড়ো, তোমাকে তুমিই ভাঙ্গো, নিজের ভবিষ্যতের জন্য নিজেকে গড়ো, নিজের ভুল ত্রুটি সংশোধনের জন্য নিজেকে ভাঙ্গো। দেখবে, দিনকে দিন তোমার উন্নতিই হয়েছে, ডিপ্রেশন ঘিরে ধরেনি। কিন্তু যখনই তুমি অন্যের জন্য নিজেকে ভাঙ্গবে কিংবা গড়বে তখনই সে ছেড়ে গেলে তুমি ডিপ্রেশনে ভুগবে, তাই অন্যের জন্য নয় নিজের জন্য নিজেকে ভাঙ্গো এবং গড়ো।

✓নিজেকে মূল্য দাও, দেখবে দশজন তোমাকে মূল্য দিচ্ছে, তুমিই যদি তোমাকে মূল্যায়ন না করো তবে পৃথিবীর কেউ তোমাকে মূল্যায়ন করবে না, আর হ্যাঁ, যাই করো আর নাই করো, পৃথিবীতে নিজের থেকে বেশি মূল্য অন্য কাউকে দিতে যাবে না, নিজের থেকে বেশি মূল্য যাকেই দিতে যাবে তার কাছে মূল্য বলে তো কিছু পাবেই না বরং অবহেলা তুচ্ছতাচ্ছিল্য ছাড়া কিছুই পাবে না।

✓জীবনে দুটি জিনিস খুব প্রয়োজন, এক হলো টাকা আরেক হলো দেখতে সুন্দর হওয়া। পুরুষের অর্থ না থাকলে আর নারীর সৌন্দর্য না থাকলে কোথাও কোনো দাম নেই। না ঘরে, না বাহিরে। যে পুরুষ আয় করতে পারে না ঘরে বসে বসে খায় সে পুরুষের কোনো মূল্য নেই, বাহিরে মূল্য পাওয়া তো অনেক দূরের কথা তার নিজের ঘরেই সে কখনো কোনো কাজে কিংবা কথায় মূল্যায়ন পায় না, যে নারী দেখতে সুন্দর না, সে নারী জন্মের পর থেকেই তার বাবা-মা'র "টেনশন"। শুধুমাত্র দেখতে সুন্দর নয় বলে একেকটা সম্বন্ধ যখন ভেঙ্গে যায় তখন কোনো দোষ না থাকা সত্বেও উঠতে বসতে কত কথা যে শুনতে হয় তা শুধু কালো কিংবা শ্যামলা মেয়েরাই জানে। তুমি মানো কিংবা না মানো তবে ৯৯% ক্ষেত্রে এটাই বাস্তব। নারীর সৌন্দর্য আর পুরুষের অর্থ ছাড়া কোথাও কোনো দাম নেই, এরা যেন নুন ছাড়া তরকারির মত।

✓একটা কথা মনে রাখা ভীষণ ভাবে জরুরী, জীবনের কঠিন সময় গুলো তোমাকে একাই কাটাতে হবে, তাই বিপদ থেকে উদ্ধার হতে গেলে সঙ্গ কিংবা সাহায্য পাওয়ার আশা ছেড়ে দাও, তোমার হয়ে তোমার লড়াইটা কেউ লড়বে না। তোমার লড়াইটা তোমাকে একাই লড়তে হবে। তোমার হয়ে তোমার দৌড়টা কেউ দৌড়াবে না, তোমার দৌড়টা তোমাকে একাই দৌড়াতে হবে। মনে রাখবে, দিন শেষে কেউ কারো নয়, না তুমি কারো, না কেউ তোমার।।

পঞ্চগড়ের কাঞ্চনজঙ্ঘা উঁকি দিয়ে ডাকছে পর্যটকদের, ভ্রমণ প্রেমীদের জন্য হয়ে উঠেছে একটি বিস্ময়ের জায়গা। টানা ০২ দিন ধরে জেলা...
05/09/2025

পঞ্চগড়ের কাঞ্চনজঙ্ঘা উঁকি দিয়ে ডাকছে পর্যটকদের, ভ্রমণ প্রেমীদের জন্য হয়ে উঠেছে একটি বিস্ময়ের জায়গা। টানা ০২ দিন ধরে জেলার বিভিন্ন প্রান্ত থেকে দেখা যাচ্ছে বিশ্বের তৃতীয় ও হিমালয় দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা।

গত সোমবার ০১ সেপ্টেম্বর ২০২৫ সকালে আংশিক দেখা মিললেও, মঙ্গলবার ০২ সেপ্টেম্বর সকাল ও বিকেলে হঠাৎ করেই পরিষ্কার নীল আকাশে ধরা দেয় বরফে মোড়ানো বিশাল শৃঙ্গটি। মুহূর্তেই মেঘমুক্ত উত্তরের আকাশে ঝলমল করে ওঠা কাঞ্চনজঙ্ঘার ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।।

স্থানীয়রা জানান, জেলার তেঁতুলিয়া, পঞ্চগড় সদর, আটোয়ারী থেকে সহজেই দেখা গেছে এ দৃষ্টিনন্দন দৃশ্য। অনেকেই মোবাইল ক্যামেরায় বন্দি করেছেন মুহূর্তগুলো, আবার কেউ পরিবার-পরিজন নিয়ে প্রকৃতির এই বিরল সৌন্দর্য উপভোগ করেছেন।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, দুদিন ধরে আবহাওয়া পরিষ্কার থাকায় কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে।।

বাংলাদেশের হিমালয় কন্যাখ্যাত জেলা পঞ্চগড়। হিমালয়ের পাদদেশে জেলাটির ভৌগোলিক অবস্থান হওয়ায় পঞ্চগড়কে বলা হয় হিমালয় কন্যা।

প্রতিবছর শীতের সময় বাংলাদেশ থেকে দেখা মেলে এই পর্বতের। কাঞ্চনজঙ্ঘা দেখার উপযুক্ত সময় প্রতি বছরের সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত।। এই সময় পঞ্চগড়ের তেতুলিয়া থেকে স্পষ্টভাবে দেখা মেলে কাঞ্চনজঙ্ঘার।।

কাঞ্চনজঙ্ঘার ভিউ পয়েন্ট তেঁতুলিয়া উপজেলা শহরের সরকারি ডাকবাংলো চত্বর কিংবা জিরো পয়েন্ট থেকেও দেখা মেলে পৃথিবীর তৃতীয় বৃহত্তম পর্বতের। শীতের আকাশ মেঘমুক্ত ও পরিষ্কার থাকায় ভেসে ওঠে তুষারশুভ্র হিমালয় ও কাঞ্চনজঙ্ঘা।।

পাশাপাশি স্পষ্টভাবে দার্জিলিংয়ের সবুজে ঘেরা পাহাড় দেখা যায়। পাশে রয়েছে চা-বাগান।। এছাড়াও পঞ্চগড় জেলার অন্যান্য দর্শনীয় স্থান সমূহের মধ্যে রয়েছে:

০১. কাঞ্চনজঙ্ঘা, মহানন্দা নদীর পাড়, তেতুলিয়া
০১. মির্জাপুর শাহী মসজিদ, আটোয়ারী।
০২. মহারাজার দিঘী, পঞ্চগড়।
০৩. রকস্ মিউজিয়াম, পঞ্চগড়।
০৪. বাংলাবান্ধা জিরো পয়েন্ট, তেতুলিয়া।
০৫. ভিতরগড়, পঞ্চগড় সদর।
০৬. মিরগড়, পঞ্চগড় সদর।
০৭. এশিয়ান হাইওয়ে, তেঁতুলিয়া।
০৮. গোলকধাম মন্দির, দেবীগঞ্জ।
০৯. তেঁতুলিয়া ডাক-বাংলো, তেতুলিয়া
১০. বারো আউলিয়ার মাজার, আটোয়ারী।
১১. তেতুলিয়া পিকনিক কর্ণার, তেতুলিয়া।
১২. তেতুলিয়া ডাক বাংলা, তেতুলিয়া।
১৩. বদেশ্বরী মহাপীঠ মন্দির, --দা, পঞ্চগড়।
১৪. বাংলাবান্ধা স্থল বন্দর, তেতুলিয়া।
১৫. সমতল ভূমিতে চা বাগান, তেতুলিয়া।

02/09/2025

জীবনে আত্মসম্মান রক্ষার অন্যতম প্রধান উপায় হলো নিজের উপার্জনক্ষমতা তৈরি করা। উপার্জন শুধু অর্থ উপার্জনের বিষয় নয়, বরং এটি মানুষকে দেয় আত্মবিশ্বাস, সম্মান ও স্বাধীনতার স্বাদ।

যে মানুষ উপার্জন করতে জানে না, তাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে অন্যের উপর নির্ভর করতে হয়। নির্ভরশীল মানুষ কখনোই নিজের সিদ্ধান্ত নিতে পারে না। তার প্রতিটি পদক্ষেপ নির্ভর করে অন্যের ইচ্ছার উপর। এমনকি অনেক সময় অযোগ্য, অশিক্ষিত কিংবা চরিত্রহীন মানুষের কাছ থেকেও তাকে কথা শুনতে হয়। আর সেটাই মানুষের সবচেয়ে বড় অপমান।

উপার্জন শুধু অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য দেয় না, এটি মানুষকে করে দৃঢ়চেতা। যখন একজন মানুষ নিজে উপার্জন করতে শুরু করে, তখন সমাজেও তার মর্যাদা বাড়ে। মানুষ তার মতামতকে গুরুত্ব দেয়, কারণ সে নিজেকে প্রমাণ করেছে পরিশ্রম ও দক্ষতার মাধ্যমে।

অন্যদিকে, যারা উপার্জন করতে শেখে না বা শেখার চেষ্টা করে না, তারা প্রায়ই অপমানিত হয়। এমনকি যাদের যোগ্যতা নেই, তারাও তাদেরকে তুচ্ছজ্ঞান করে উপদেশ দেয়। এই অবস্থা কোনো সচেতন মানুষের কাম্য হতে পারে না।

তাই জীবনে স্বপ্ন যত বড়ই হোক, বাস্তবায়নের প্রথম ধাপ হলো নিজের যোগ্যতা তৈরি করা এবং উপার্জনের পথে হাঁটা। মনে রাখতে হবে, অর্থনৈতিক স্বাধীনতাই আসল স্বাধীনতা। তুমি যদি নিজে আয় করতে পারো, তবে তোমার মুখের কথা হবে মূল্যবান, অন্যথায় অযোগ্য মানুষেরও তোমাকে অবমূল্যায়ন করার সুযোগ থাকবে।

উপার্জন শেখো, কারণ এটি শুধু জীবনধারণের জন্য নয়—এটি আত্মসম্মান, মর্যাদা এবং স্বাধীনতার মূল চাবিকাঠি।

27/06/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

11/06/2025

মিরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল হক কে শেষ বিদায় জানাতে হাজারো মানুষের ঢল।

কুষ্টিয়া সহ সারাদেশে অপরাধ দমনে সেনাবাহিনী কে সহযোগিতা করুনআপডেট কুষ্টিয়া, ৩১ মে ২০২৫।। কুষ্টিয়া সহ সারাদেশে অপরাধ দমনে ...
02/06/2025

কুষ্টিয়া সহ সারাদেশে অপরাধ দমনে সেনাবাহিনী কে সহযোগিতা করুন

আপডেট কুষ্টিয়া, ৩১ মে ২০২৫।। কুষ্টিয়া সহ সারাদেশে অপরাধ দমনে সেনাবাহিনী কে সহযোগিতা করুন, আপনার এলাকায় নম্বর মোবাইলে সেভ করে রাখুন। জেনে নিন সারা বাংলাদেশে সেনাবাহিনী ক্যাম্প এর যোগাযোগের নাম্বার।

📌 খুলনা বিভাগ
১। বাগেরহাট- ০১৭৬৯০৭২৫১৪, ০১৭৬৯০৭২৫৩৬।
২। কুষ্টিয়া- ০১৭৬৯৫৫২৩৬২, ০১৭৬৯৫৫২৩৬৬।
৩। চুয়াডাঙ্গা- ০১৭৬৯৫৫২৩৮০, ০১৭৬৯৫৫২৩৮২।
৪। মেহেরপুর- ০১৭৬৯৫৫২৩৯৮, ০২৪৭৯৯২১১৫৩।
৫। নড়াইল- ০১৭৬৯৫৫২৪৫৬, ০১৭৬৯৫৫২৪৫৭।
৬। মাগুরা- ০১৭৬৯৫৫৪৫০৫,০১৭৬৯৫৫৪৫০৬।
৭। ঝিনাইদহ- ০১৭৬৯৫৫২১৫৮, ০১৭৬৯৫৫২১৭২।
৮। যশোর- ০১৭৬৯৫৫২৬১০, ০১৭৬৯০০৯২৪৫।
৯। খুলনা- ০১৭৬৯৫৫২৬১৬, ০১৭৬৯৫৫২৬১৮।
১০। সাতক্ষীরা- ০১৭৬৯৫৫২৫৩৬, ০১৭৬৯৫৫২৫৪৮।

📌রাজশাহী বিভাগ
১। রাজশাহী- ০১৭৬৯১১২৩৮৬, ০১৭৬৯১১২৩৮৮।
২। চাঁপাইনবাবগঞ্জ- ০১৭৬৯১১২০৭০, ০১৭৬৯১১২৩৭২।
৩। পাবনা- ০১৭৬৯১২২৪৭৮, ০১৭৬৯১১২৪৮০।
৪। সিরাজগঞ্জ- ০১৭৬৯১২২৪৬২, ০১৭৬৯১২২২৬৪।
৫। নাটোর- ০১৭৬৯১১২৪৪৬, ০১৭৬৯১১২৪৪৮।
৬। নওগাঁ- ০১৭৬৯১২২১১৫, ০১৭৬৯১২২১০৮।
৭। জয়পুরহাট- ০১৭৬৯১১২৬৩৪।
৮। বগুড়া- ০১৭৬৯১১২৫৯৪, ০১৭৬৯১১২১৭০।

📌বরিশাল বিভাগ
১। বরিশাল- ০১৭৬৯০৭২৫৫৬, ০১৭৬৯০৭২৪৫৬
২। পটুয়াখালী- ০১৭৬৯০৭৩১২০, ০১৭৬৯০৭৩১২২।
৩। ঝালকাঠি- ০১৭৬৯০৭২১০৮, ০১৭৬৯০৭২১২২।
৪। পিরোজপুর- ০১৭৬৯০৭৮২৯৮, ০১৭৬৯০৭৮৩০৮।

📌চট্টগ্রাম বিভাগ
১। নোয়াখালী-০১৬৪৪৪৬৬০৫১, ০১৭২৫০৩৮৬৭৭।
২। চাঁদপুর- ০১৮১৫৪৪০৫৪৩, ০১৫৬৮৭৩৪৯৭৬।
৩। ফেনী- ০১৭৬৯৩৩৫৪৬১, ০১৭৬৯৩৩৫৪৩৪।
৪। লক্ষ্মীপুর- ০১৭২১৮২১০৯৬, ০১৭০৮৭৬২১১০।
৫। কুমিল্লা- ০১৩৩৪৬১৬১৫৯, ০১৩৩৪৬১৬১৬০।
৬। ব্রাক্ষণবাড়িয়া- ০১৭৬৯৩২২৪৯১, ০১৭৬৯৩৩২৬০৯
৭। কক্সবাজার এবং চট্টগ্রাম জেলার লোহাগড়া, পটিয়া, চন্দনাইশ, বাঁশখালী এবং সাতকানিয়া উপজেলা-০১৭৬৯১০৭২৩১, ০১৭৬৯১০৭২৩২।
৮। চট্টগ্রাম (লোহাগড়া, পটিয়া, চন্দনাইশ, বাঁশখালী এবং সাতকানিয়া উপজেলা ব্যতীত)-০১৭৬৯২৪২০১২, ০১৭৬৯২৪২০১৪।

📌ঢাকা বিভাগ
১। মাদারীপুর-০১৭৬৯০৭২১০২, ০১৭৬৯০৭২১০৩।
২। কিশোরগঞ্জ- ০১৭৬৯১৯২৩৮২, ০১৭৬৯২০২৩৬৬।
৩। টাঙ্গাইল- ০১৭৬৯২১২৬৫১, ০১৭৬৯২১০৮৭০।
৪। গোপালগঞ্জ- ০১৭৬৯৫৫২৪৩৬, ০১৭৬৯৫৫২৪৪৮।
৫। রাজবাড়ী-০১৭৬৯৫৫২৫১৪, ০১৭৬৯৫৫২৫২৮।
৬। গাজীপুর- ০১৭৮৫৩৪৯৮৪২, ০১৭৬৯০৯২১০৬।
৭। মুন্সিগঞ্জ- ০১৭৬৯০৮২৭৯৮, ০১৭৬৯০৮২৭৮৪।
৮। মানিকগঞ্জ- ০১৭৬৯০৯২৫৪০, ০১৭৬৯০৯২৫৪২।
৯। নারায়ণগঞ্জ- ০১৭৩২০৫১৮৫৮।
১০। নরসিংদী- ০১৭৬৯০৮২৭৬৬, ০১৭৬৯০৮২৭৭৮।
১১। শরীয়তপুর- ০১৭৬৯০৯৭৬৬০,০১৭৬৯০৯৭৬৫৫।
১২। ফরিদপুর- ০১৭৬৯০৯২১০২, ০১৭৪২৯৬৬১৬২।

📌ঢাকা মহানগর
১। ঢাকার লালবাগ, ধানমন্ডি, মোহাম্মদপুর, শ্যামলী, আগারগাঁও, মহাখালী, তেজগাঁও, এ্যালিফেন্ট রোড এবং কাঁটাবন-০১৭৬৯০৫১৮৩৮, ০১৭৬৯০৫১৮৩৯।
২। ঢাকার গুলশান, বারিধারা, বনানী, বসুন্ধরা, বাড্ডা, রামপুরা, শাহজাহানপুর, উত্তরখান, দক্ষিণখান এবং বনশ্রী- ০১৭৬৯০১৩১০২, ০১৭৬৯০৫৩১৫৪।
৩। ঢাকার মিরপুর-১ হতে মিরপুর-১৪, খিলক্ষেত, উত্তরা এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর- ০১৭৬৯০২৪২১০, ০১৭৬৯০২৪২১১।
৪। ঢাকার মতিঝিল, সেগুনবাগিচা, কাকরাইল, শান্তিনগর, ইস্কাটন, রাজারবাগ, পল্টন, গুলিস্তান এবং পুরান ঢাকা- ০১৭৬৯০৯২৪২৮, ০১৭৬৯০৯৫৪১৯।

📌ময়মনসিংহ বিভাগ
১। শেরপুর- ০১৭৬৯২০২৫১৬, ০১৭৬৯২০২৫২৪।
২। নেত্রকোণা-০১৭৬৯২০২৪৭৮, ০১৭৬৯২০২৪৪৮।
৩। জামালপুর- ০১৭৬৯১৯২৫৪৫, ০১৭৬৯১৯২৫৫০।
৪। ময়মনসিংহ- ০১৭৬৯২০৮১৫১, ০১৭৬৯২০৮১৬৫।

📌রংপুর বিভাগ
১। রংপুর-০১৭৬৯৬৬২৫৫৪, ০১৭৬৯৬৬২৫১৬।
২। দিনাজপুর- ০২৫৮৯৯২১৪০০, ০২৫৮৯৬৮২৪১৪।
৩। নীলফামারী- ০১৭৬৯৬৮২৫০২, ০১৭৬৯৬৮২৫১২।
৪। লালমনিরহাট- ০১৭৬৯৬৮২৩৬৬, ০১৭৬৯৬৮২৩৬২।
৫। কুড়িগ্রাম- ০১৭৬৯৬৬২৫৩৪, ০১৭৬৯৬৬২৫৩৬।
৬। ঠাকুরগাঁও- ০১৭৬৯৬৬৬০৬২, ০১৭৬৯৬৭২৬১৬।
৭। পঞ্চগড়- ০১৯৭৩০০০৬৬২, ০১৭৬৯৬৬২৬৬১।
৮। গাইবান্ধা- ০১৬১০৬৫২৫২৫, ০১৭৫৪৫৮৫৪৮৬।

📌সিলেট বিভাগ
১। সিলেট- ০১৭৬৯১৭৭২৬৮, ০১৯৮৭৮৩৩৩০১।
২। হবিগঞ্জ- ০১৭৬৯১৭২৫৯৬, ০১৭৬৯১৭২৬১৬।
৩। সুনামগঞ্জ- ০১৭৬৯১৭২৪২০, ০১৭৬৯১৭২৪৩০।
৪। মৌলভীবাজার- ০১৭৬৯১৭৫৬৮০, ০১৭৬৯১৭২৪০০।

27/05/2025

পাসপোর্ট জটিলতার কারনে লোকটিকে (হজযাত্রী) নিরাপত্তা বাহিনিরা আটকে দেয়। তাকে ছাড়াই উড়াল দেয় বিমান,তখন সে কান্না করতে থাকেন। নিরাপত্তা বাহিনিরা তাকে শান্তনা দিয়ে বলেন" মন খারাপ করোনা,আল্লাহ হয়তো তোমার জন্য এবারের হজ্জ কবুল করেনি। -লোকটি উত্তর দেয়,আমি হজ্জের নিয়তে এসেছি,আমার বিশ্বাস বিমান আবার ফেরত আসবে আমাকে নিতে। পরক্ষণেই খবর এলো যান্ত্রিক ত্রুটি থাকার কারনে বিমান পুনরায় ফেরত আসছে।

আসার পর ত্রুটি সেরে নেয় এবং ক্যাপ্টেইন তাকে না নিয়ে প্লেন নিয়ে ২ বারের মতো উড়াল দেয়।

এরপর ঝড়ের কারনে বিমান আবার ৩য় বারের মতো ফিরে এসে জরুরি অবতরন করেন। এরপর ক্যাপ্টেইন ওই যাত্রীকে বলেন " আল্লাহর কসম আমি আর উড়বোনা,যতোক্ষণ না আপনি প্লেনে উঠেন। অবশেষে সব জটিলতা শেষ করে বিমান তাকে নিয়েই সৌদি আরবে হজ্জের উদ্দেশ্যে রওনা দেয়।

Address

Kushtia

Alerts

Be the first to know and let us send you an email when Nahid Karim Moon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nahid Karim Moon:

Share