19/10/2025
কুষ্টিয়ার গড়াই নদীর ধারে মহাশ্মশানের পাশে লালন মেলার দোকান থেকে বিএনপি সেজে আওয়ামী লীগের চাঁদাবাজির অভিযোগ
আশিক ইকবাল অরণ্যঃ
কুষ্টিয়া মহাশ্মশানের পাশে জেলা পরিষদের পার্কের সামনে গড়াই নদীর ধারে লালন মেলার একটি অংশ প্রায় ১০০টি দোকান বসেছে। বিগত তিন চার বছর যাব ত এখানেই দোকানগুলো বসে থাকে বলে জানা যায়।
এই দোকান গুলো থেকে প্রায় ১০ লক্ষ টাকা উত্তোলন করা হয়েছে মর্মে একটি অভিযোগ উঠছে।
এখানে বিএনপি নেতা পরিচয় দিয়ে টাকা হাতিয়ে নেয়া হয়েছে অথচ এরা বিএনপির কেউ নয় এরা আওয়ামী লীগের একটি অংশ।
খোঁজ নিয়ে আরো জানা যায় টাকা উত্তোলনকারীর নাম জনি।
জনির পরিচয় খুঁজতে যেয়ে পাওয়া যায় তার বাড়ি শ্মশান এলাকায়, জনি মিল লাইন এলাকার হামিদুল বাহিনীর নিহত হামিদুলের ভাগ্নে রঞ্জু'র শালা।
জনি এখানে চার-পাচটা টিম নিয়ে দলবদ্ধভাবে টাকা উত্তোলন করছে।
এর সাথে আরও লোক জড়িত আছে মর্ম অভিযোগ রয়েছে।
ভুক্তভোগীদের মারফত জানা জায় রাত্রি বারোটার দিকে এই চাঁদাবাজ গ্রুপের আবির্ভাব হয় তারা প্রতিটা দোকান থেকে হাত মেপে মেপে ভয়-ভীতি দেখিয়ে টাকা নিয়ে থাকে ।
জনির মোবাইল নাম্বার সংগ্রহ করে তার কাছে ফোন দিলে সে চাঁদাবাজির কথা অস্বীকার করে কিন্তু ঘটনা সঠিক এ ব্যাপারে আরো খোঁজ-খবর নেওয়া হচ্ছে।
জনির মোবাইল নাম্বার ০১৬ ৪০ ০৮ ৩৭ ৪১।
এ ব্যাপারে জরুরী ভিত্তিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হলো।