Mnews

Mnews ব্রেকিং নিউজ

পরিবেশ রক্ষায় খোকসা উপজেলা প্রশাসনের বৃক্ষ রোপণ খোকসা(কুষ্টিয়া)প্রতিনিধি:কুষ্টিয়ার খোকসা উপজেলা প্রশাসনের উদ্যোগে বনায়ন ...
30/07/2024

পরিবেশ রক্ষায় খোকসা উপজেলা প্রশাসনের বৃক্ষ রোপণ

খোকসা(কুষ্টিয়া)প্রতিনিধি:

কুষ্টিয়ার খোকসা উপজেলা প্রশাসনের উদ্যোগে বনায়ন সৃষ্টি ও সৌন্দর্য বর্ধন কার্যক্রমের আওতায় বিভিন্ন ফলজ ও বনজ গাছ রোপণ করা হয়েছে।

বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ৩০ 'জুলাই মঙ্গলবার বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় এ গাছ রোপণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, এডিসি(রাজস্ব) আব্দুল ওয়াজেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা, উপজেলা শিক্ষা অফিসার নাজমুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: দোস্তদার হোসেন সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যবৃন্দ।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা বলেন, আজ প্রথম দিনে উপজেলার বিভিন্ন স্থানে ৪০০ টির অধিক বিভিন্ন প্রজাতির গাছ রোপন করেছি। পর্যায়ক্রমে সারা উপজেলাব্যাপী ১০ হাজার গাছ রোপণ করব। গাছগুলো বড় হলে এর ফুল ও ছায়া এখানে আগত দর্শনার্থীদের প্রফুল্লতা আরো বাড়িয়ে দিবে।

30/07/2024
কুমারখালী চড়াইকোল রেলস্টেশনের সামনে সড়ক দুর্ঘটনায় নিহত এক নারী জানা যায় ব্যারাক এনজিও কর্মী-
01/10/2023

কুমারখালী চড়াইকোল রেলস্টেশনের সামনে সড়ক দুর্ঘটনায় নিহত এক নারী জানা যায় ব্যারাক এনজিও কর্মী-

পুকুরে ভাসছিলো ভ‍্যান ও লাশকুষ্টিয়ার কুমারখালীর পুকুর থেকে এক ভ্যান চালকের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার দিবাগত রাত ১ টার...
24/09/2023

পুকুরে ভাসছিলো ভ‍্যান ও লাশ

কুষ্টিয়ার কুমারখালীর পুকুর থেকে এক ভ্যান চালকের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার দিবাগত রাত ১ টার সময় উপজেলার কুমারখালী-মহেন্দ্রপুর সড়কের তারাপুর মোড় সংলগ্ন পুকুর থেকে লাশ উদ্ধার করা হয়। মৃতু ভ্যান চালক যদুবয়রা ইউনিয়ন এর কেশবপুর গ্রামের খায়রুল হোসেনের ছেলে মাজেদ হোসেন (২৭)।
স্থানীয়রা জানান, রাত ১ টার দিকে পুকুরের পানির মধ্যে ভ্যান ও লাশ ভাসতে দেখে তারা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় ভ্যান উদ্ধার করতে গিয়ে ভ্যানের নীচে চালকের লাশ দেখতে পান। পরে ভ্যানসহ চালকের লাশ উদ্ধার করেন থানা পুলিশ।
নিহতের বাবা খাইরুল হোসেন জানান, তার ছেলের মৃগী রোগ ছিলো। প্রতিদিনের মতো মাজেদ ভ্যান নিয়ে বের হয়, কিন্তু গভীর রাত পর্যন্ত বাড়িতে ফিরে না আসায় তারা খুঁজতে বের হন। পরে সংবাদ পেয়ে তারাপুর সংলগ্ন জলাশয় থেকে উদ্ধার করা লাশ ছেলের বলে সনাক্ত করেন।
কুমারখালী থানার ওসি আকিবুল ইসলাম জানান, ভ্যান চালকের লাশ উদ্ধার করা হয়েছে।

কুমারখালীতে  যুবককে হত্যার অভিযোগনিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার কুমারখালীতে জাহিদুল ইসলাম (২৫) নামে এক যুবককে হত্যার অভিযো...
11/09/2023

কুমারখালীতে যুবককে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার কুমারখালীতে জাহিদুল ইসলাম (২৫) নামে এক যুবককে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় সোমসপুর বাজারে নিহত জাহিদুল তার ছোট বউকে সঙ্গে করে কেনাকাটা করতে যায় । একপর্যায়ে ছোট বউকে রেখে জাহিদুল অন্যত্র কেনাকাটার কাজে গেলে সেখান থেকে তার বড় বউয়ের পরিবারের লোকজন ধরে নিয়ে যায় এবং তাকে মারপিট করে হত্যা করে বলে জাহিদুলের পরিবারের দাবি।
নিহত জাহিদুল কুমারখালী উপজেলার চর জগন্নাথপুরের আব্দুল গফুর প্রামানিকের একমাত্র ছেলে।
নিহত জাহিদুল চাচাতো ভাই সালাম জানান, আমার ভাইকে সোমসপুর বাজার থেকে ওর বড় বউের নির্দেশে ধরে নিয়ে মারপিট করে এবং গুরুত্বর অসুস্থ্য হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করে এবং আমাদের ফোন করে যেতে বলে।
জাহিদুলের বৃদ্ধ বাবা মা রাতে যেতে না পারাই সকাল আনুমানিক ১১ টার সময় বড় বউ রেশমা ও তার মা ভ্যান যোগে জাহিদুলের লাশ বাড়িতে রেখে পালিয়ে যায়। এটা পরিকল্পিত, এই হত্যাকান্ডের বিচার চাই।

জাহিদুলের ছোট বউ রুমা জানান, আমার স্বামী মারা গেছে আমি জানিইনা। আমি গতকাল আমার স্বামীর সাথে খোকসার সোমসপুর বাজারে যায়, আমাকে রেখে সে কেনাকাটা করতে যায়, আমি অপেক্ষা করে করে পরে আমি অনেক খুজাখুজি করে আর পাইনি তারপর আমি বাবার বাড়ি চলে আসি। আজ এসে দেখছি আমার স্বামী বেঁচে নেই। আমি এর বিচার চাই।

জানাযায়, প্রায় ১ বছর পূর্বে বড় বউ রেশমা জাহিদুলকে ডিভোর্স দিয়ে চলে যায়।
খোকসার সন্তোষপুর আরশেদের মেয়ে রেশমা।

সেখানে ৮ মাসের একটি মেয়ে সন্তানও রয়েছে।
ডিভোর্সের পর নিহত জাহিদুল কুমারখালীর তারাপুর গ্রামে রুমে নামে মেয়েকে ২য় বিয়ে করেন।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম জানান, লাশ থানাতে আনা হয়েছে, তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

***** সর্বশেষ নিউজ*****দেশের আকাশে বুধবার (২২ মার্চ) রমজান মাসের চাঁদ দেখা যায়নি। তাই বৃহস্পতিবার শাবান মাসের ৩০ দিন পূর...
22/03/2023

***** সর্বশেষ নিউজ*****

দেশের আকাশে বুধবার (২২ মার্চ) রমজান মাসের চাঁদ দেখা যায়নি। তাই বৃহস্পতিবার শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে। আর মাহে রমজান শুরু হবে শুক্রবার থেকে

******** সর্বশেষ/******সৌদি আরবে রমজান মাসের চাঁদ দেখা যায়নি; দেশটিতে রোজা শুরু বৃহস্পতিবার
22/03/2023

******** সর্বশেষ/******
সৌদি আরবে রমজান মাসের চাঁদ দেখা যায়নি; দেশটিতে রোজা শুরু বৃহস্পতিবার

কুমারখালীতে একই ইউনিয়নে ৭ টি অবৈধ ইট ভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নে ৭ ট...
07/12/2022

কুমারখালীতে একই ইউনিয়নে ৭ টি অবৈধ ইট ভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নে ৭ টি অবৈধ ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছেন পরিবেশ অধিদপ্তর। পরিবেশের ছাড়পত্র ছাড়া ইট তৈরি করায় বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান পরিচালনা করেন খুলনা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী হাকিম আসিফুর রহমান।

অভিযান পরিচালনা করা হয় মেসার্স এস আরবি ব্রিকস, মেসার্স বাকিব ব্রিকস, মেসার্স সিফাত ব্রিকস, , সৈনিক ব্রিকস, মেসার্স নিয়াত ব্রিকস ও সাগর ব্রিকস এ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, খুলনা ও কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তর যৌথভাবে যদুবয়রা ইউনিয়নের ৭ টি অবৈধ ইটভাটায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান পরিচালনা করেন। অভিযানে অবৈধভাবে ইটভাটা পরিচালনা করায় সাতটি ভাটার আগুন ফায়ার সার্ভিসের কর্মীরা নিভিয়ে দেন। পরে ড্রেজার দিয়ে ভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয় ও ৩০ লক্ষ কাঁচা ইট ধ্বংস করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক আতাউর রহমান, সহকারি পরিচালক হাবিবুল বাসার,পরিদর্শক কমলেস সরকার সহ কর্মকর্তা-কর্মচারীগণ সহ র‍্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন।

কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক আতাউর রহমান বলেন, এই ইটভাটা গুলোর কোনটির পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। এগুলো নিয়মনীতি না মেনে অবৈধভাবে পরিচালনা করা হচ্ছিল। অবৈধ ইটভাটা বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

""""""_____ সর্বশেষ_____"""""** এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে ভুটানকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ
07/10/2022

""""""_____ সর্বশেষ_____"""""
** এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে ভুটানকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ

,,"""""""""""সর্বশেষ""""""""** আওয়ামী লীগের একজন কাউন্সিলরও যদি আমাকে না চায়, নেতৃত্বে থাকবো না: শেখ হাসিনা** আমি চাই, আ...
06/10/2022

,,"""""""""""সর্বশেষ""""""""
** আওয়ামী লীগের একজন কাউন্সিলরও যদি আমাকে না চায়, নেতৃত্বে থাকবো না: শেখ হাসিনা
** আমি চাই, আওয়ামী লীগের আগামী সম্মেলনে নতুন নেতৃত্ব আসুক: শেখ হাসিনা
** আগামী বছর মহাসংকটের বছর হবে, এজন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী
** আমাদের পর্যাপ্ত রিজার্ভ আছে, সংকট মোকাবিলায় আমরা প্রস্তুত: প্রধানমন্ত্রী

Address

Kushtia

Alerts

Be the first to know and let us send you an email when Mnews posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share