
08/07/2025
যদি কখনো চলে যাই এই সমাজ থেকে দূরে
যদি কখনো ছেড়ে দি এই হাওয়া মেশিনটারে।
ভেবে নিও তোমাদের সুখের ভাগ নিতে চাইনি আমি।
এই সুখ ছাড়ার জন্যই যে, করেছি আমি এতো পাগলামি ।
দু-চোখে স্বপ্ন ছিলো মন ভরা আশা-
অপূর্ণতাই রয়ে গেলো না বলা সেই ভালবাসা।
যুদ্ধ জয় এর পরেই দেখলাম আমি নিজেই পরাজিত।
কুলে এসে যে তরি ডুবে যাবে এ কখনো ভাবিনিত।
কাছে পাবার আশাই হইলাম দূরের পরবাসি
আমি সুখের খাতাই লিখে গেলাম দুঃখের কানা-মাছি।