
15/02/2025
অনেক দিন আগে আমার মেজো কাক্কু একটি বাইক কিনেছিলো,
তো আমি একদিন শখের বশে বাইক টা ধাক্কা দিয়ে একটু দূরে নিয়ে গিয়েছিলাম তার জন্য আমার ছোট কাকি আমাকে বলেছিলো,
যার বাবার ক্ষমোতা নেই একটা সাইকেল কিনে দেয়ার তার আবার বাইল চালানোর শখ হয় কিভাবে,
সেদিন অনেক কেদেছিলাম, আর মোনে মোনে বলেছিলাম, যদি কখুনো বাইক কিনতে না পারি তাহলে কনোদিন বাইক চালানো শিখবোনা,, সেদিনের পর ১৩ বছর পার হয়ে গিয়েছে, আজো আল্লাহ আমাকে বাইক কেনার সেই সামর্থ্য দেইনি, তবে হাল ছারিনি, মরার এগে যেনো একদিন আমি আমার সেই স্বপ্ন পুরোন করতে পারি।