Fajr Journey

Fajr Journey Let's begin our daily journey from Fajr

রাসূল সাঃ বলেছেন যখন তোমরা তা (চাঁদ) দেখবে তখন সাওম (রোযা/রোজা/সিয়াম/ছিয়াম) পালন করবে, আবার যখন তা দেখবে তখন ইফতার বন্ধ ...
15/03/2025

রাসূল সাঃ বলেছেন যখন তোমরা তা (চাঁদ) দেখবে তখন সাওম (রোযা/রোজা/সিয়াম/ছিয়াম) পালন করবে, আবার যখন তা দেখবে তখন ইফতার বন্ধ করবে। আর যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে তাহলে তাঁর সময় হিসাব করে (ত্রিশ দিন) পূর্ণ করবে।
(ইসলামিক ফাউন্ডেশন নাম্বারঃ ১৭৭৯, আন্তর্জাতিক নাম্বারঃ ১৯০০

#ইসলাম #কুরআনওহাদিস

15/03/2025

হে ঈমানদারগণ। কাফিরদের মতো কথা বলো না। তাদের আত্মীয়স্বজনরা কখনো সফরে গেলে অথবা যুদ্ধে অংশগ্রহণ করলে (এবং সেখানে কোনো দুর্ঘটনায় পতিত হলে) তারা বলে-"যদি তারা আমাদের কাছে থাকত, তাহলে মারা যেত না এবং নিহত হতো না।" এ ধরনের কথাকে আল্লাহ তাদের মানসিক খেদ ও আক্ষেপের কারণে পরিণত করেন। নয়তো জীবন-মৃত্যু তো একমাত্র আল্লাহই দান করে থাকেন এবং তোমাদের জন্যে সমস্ত কার্যকলাপের ওপর তিনি দৃষ্টি রাখেন।' (সূরা আলে ইমরান: ১৫

14/03/2025

ইসলামে পর্দা শুধু একটি পোশাকবিধি নয়, এটি নারীর মর্যাদা, শালীনতা ও আত্মরক্ষার প্রতীক। কুরআন ও হাদিসের আলোকে পর্দার বিধান কীভাবে নারীদের সম্মান বৃদ্ধি করে এবং সামাজিক ভারসাম্য রক্ষা করে, তা বিস্তারিতভাবে জানুন। পর্দার উদ্দেশ্য, ইসলামে এর গুরুত্ব, আধুনিক জীবনে এর প্রাসঙ্গিকতা এবং মানসিক ও আত্মিক শান্তি লাভে এর ভূমিকা সম্পর্কেও জানুন।..
#ইসলাম #নারীদেরপর্দা #শালীনতা #হিজাব #কুরআনওহাদিস #ইসলামিকজীবন #মুসলিমনারী #আত্মরক্ষা #ইসলামিকশিক্ষা #নারীরমর্যাদা #পর্দারগুরুত্ব #আধুনিকজীবনেপর্দা #ইসলামিকরীতি

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যখন রমযান আসে তখন জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়।(ইসলামিক ফাউন্ডেশন...
14/03/2025

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যখন রমযান আসে তখন জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়।(ইসলামিক ফাউন্ডেশন নাম্বারঃ ১৭৭৭, আন্তর্জাতিক নাম্বারঃ ১৮৯৮)
.
.......

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ জান্নাতে রায়্যান নামক একটি দরজা আছে। এ দরজা দিয়ে কিয়ামতের দিন সাওম (রোযা/রোজা/স...
14/03/2025

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ জান্নাতে রায়্যান নামক একটি দরজা আছে। এ দরজা দিয়ে কিয়ামতের দিন সাওম (রোযা/রোজা/সিয়াম/ছিয়াম) পালনকারীরাই প্রবেশ করবে। তাঁদের ছাড়া আর কেউ এ দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। (সহীহ বুখারী আন্তর্জাতিক নম্বর ১৮৯৬, ইসলামীক ফাউন্ডেশন ১৭৭৫)...

রমজানের একটি নফল অন্য মাসের ফরজের সমানহাদিসে বর্ণিত হয়েছে, ‘রাসুল (সা.) বলেছেন, রমজান মাসে যে ব্যক্তি একটি নফল আদায় করল ...
13/03/2025

রমজানের একটি নফল অন্য মাসের ফরজের সমান
হাদিসে বর্ণিত হয়েছে, ‘রাসুল (সা.) বলেছেন, রমজান মাসে যে ব্যক্তি একটি নফল আদায় করল সে যেন অন্য মাসে একটি ফরজ আদায় করল। আর যে ব্যক্তি এই মাসে একটি ফরজ আদায় করল সে যেন অন্য মাসে সত্তরটি ফরজ আদায় করল।’ -শোয়াবুল ইমান ৩/৩০..

যে ব্যক্তি ঈমান ও সাওয়াবের আশায় সিয়াম পালন করবে, তার পূর্ববর্তী পাপরাশী ক্ষমা করে দেয়া হবে”                             ...
13/03/2025

যে ব্যক্তি ঈমান ও সাওয়াবের আশায় সিয়াম পালন করবে, তার পূর্ববর্তী পাপরাশী ক্ষমা করে দেয়া হবে”

(বুখারী: ৩৮; মুসলিম: আন্তর্জাতিক নম্বর ৭৬০)..
#দুআ

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:‘সিয়াম ও কুরআন বান্দার জন্য সুপারিশ করবে। সিয়াম বলবে, হে আল্লাহ! আমি ...
12/03/2025

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
‘সিয়াম ও কুরআন বান্দার জন্য সুপারিশ করবে। সিয়াম বলবে, হে আল্লাহ! আমি তাকে পানাহার ও যৌনাচার হতে বিরত রেখেছি। সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন। কুরআন বলবে, হে আল্লাহ! আমি রাতের ঘুম থেকে তাকে বিরত রেখেছি, সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। উভয়ের সুপারিশ কবুল করা হবে ।(আহমাদ: ৬৬২৬)
.

#দুআ #আল্লাহর_ডাক

আবূ সা‘ঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-কে বলতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহর...
12/03/2025

আবূ সা‘ঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-কে বলতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় এক দিনও সিয়াম পালন করে, আল্লাহ্ তার মুখমণ্ডল কে দোযখের আগুন হতে সত্তর বছরের রাস্তা দূরে সরিয়ে নেন।
(সহীহ বুখারী ২৮৪০, মুসলিম ১১৫৩, আহমাদ ১১৭৯০.



দুআ (দুআ) হলো ইসলামে আল্লাহর কাছে একটি বিশেষ প্রার্থনা বা আবেদন, যেখানে একজন মুসলিম আল্লাহর কাছে সাহায্য, দয়া, ক্ষমা বা...
11/03/2025

দুআ (দুআ) হলো ইসলামে আল্লাহর কাছে একটি বিশেষ প্রার্থনা বা আবেদন, যেখানে একজন মুসলিম আল্লাহর কাছে সাহায্য, দয়া, ক্ষমা বা তার মনের চাহিদা পূরণের জন্য প্রার্থনা করেন। এটি আল্লাহর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক স্থাপনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম, যা যে কোনও সময়ে করা যেতে পারে। দুআ মুসলিমদের আধ্যাত্মিক জীবনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এটি বিশ্বাসের গভীরতা এবং আল্লাহর প্রতি ভক্তির পরিচায়ক।

"দুয়া" হলো ইসলাম ধর্মে আল্লাহর কাছে করা একটি আন্তরিক প্রার্থনা বা আবেদন। এটি মুসলিমদের জীবনের প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপ...
11/03/2025

"দুয়া" হলো ইসলাম ধর্মে আল্লাহর কাছে করা একটি আন্তরিক প্রার্থনা বা আবেদন। এটি মুসলিমদের জীবনের প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেমন: বিপদে সাহায্য চাওয়া, ক্ষমা প্রার্থনা করা, বা আল্লাহর আশীর্বাদ কামনা করা। দুয়া ইসলামিক বিশ্বাস ও আধ্যাত্মিকতার একটি মৌলিক অংশ, যা কুরআন ও হাদিসে বিশেষ গুরুত্ব পেয়েছে।....

রমজান ইসলামিক ক্যালেন্ডারের নবম মাস এবং মুসলমানদের কাছে এর গুরুত্ব অপরিসীম। চাঁদ দেখার ওপর নির্ভর করে মুসলিমদের রমজান মা...
10/03/2025

রমজান ইসলামিক ক্যালেন্ডারের নবম মাস এবং মুসলমানদের কাছে এর গুরুত্ব অপরিসীম। চাঁদ দেখার ওপর নির্ভর করে মুসলিমদের রমজান মাস ২৯ বা ৩০ দিনের হয় । ইসলাম ধর্ম অনুসারে, রমজান মাসেই পবিত্র ধর্মগ্রন্থ কোরআন নাজিল হয়েছিল। রোজা ইসলামের চতুর্থ স্তম্ভ এবং কোরআনে মুসলমানদের জন্য রমজান মাসে রোজা রাখা ফরজ করা হয়েছে।

রমজান মাসে মুসলমানরা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত খাওয়া, পান করা এবং অন্যান্য অনেক কিছু থেকে বিরত থাকে। সংযম পালন করা হয় রমজান মাসজুড়ে।রমজান মাসে বিশেষ পরিস্থিতি বিচেনায় কিছু মুসলমানদের রোজা রাখা থেকে বিরত থাকার অনুমতি দেওয়া হয়েছে।

যেমন গর্ভবতী বা বুকের দুধ খাওয়ানো মা, ঋতুস্রাবরত নারী, অসুস্থ ব্যক্তি বা রোজার কারণে যাদের স্বাস্থ্যের অবনতি হতে পারে এবং ভ্রমণকারী।

তবে, রমজানের পরে তাদের হয় বাদ পড়া রোজাগুলোর কাজা আদায় করতে হবে অথবা সেই সময়ের জন্য দরিদ্রদের কাফফারা দিতে হবে। রমজানের শেষে আসে ঈদুল ফিতরের উৎসব।ইসলামের নবী নিজে মাঝে মাঝে রোজা রাখলেও শুরুর দিকে উম্মত বা সাহাবীদের জন্য, বিশ্বাসীদের জন্য ৩০ রোজা রাখার বিষয়টি বাধ্যতামূলক ছিল না।

ইসলামে রোজা বা রমজান ফরজ হিসাবে বাধ্যতামূলক করা হয় হিজরি দ্বিতীয় বর্ষে। রোজা ফরজ ঘোষণা করে আয়াত নাজিল হয় বলে।

কোরআনের সূরা আল-বাকারার ১৮৩ নম্বর আয়াত
یٰۤاَیُّهَا الَّذِیۡنَ اٰمَنُوۡا كُتِبَ عَلَیۡكُمُ الصِّیَامُ كَمَا كُتِبَ عَلَی الَّذِیۡنَ مِنۡ قَبۡلِكُمۡ لَعَلَّكُمۡ تَتَّقُوۡنَ
অনুসারে, 'তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো।'

এরপর থেকেই অপরিবর্তিত রূপে সারা পৃথিবীতে রোজা পালন করা হচ্ছে।

সেই সময় মক্কা বা মদিনার বাসিন্দারা কয়েকটি তারিখে রোজা রাখতেন। অনেকে আশুরার দিনে রোজা রাখতেন। আবার কেউ কেউ চান্দ্র মাসের ১৩,১৪ ও ১৫ তারিখে রোজা রাখতেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোঃ আতাউর রহমান মিয়াজি বলেছিলেন ইসলামের নবীও মক্কায় থাকার সময় চান্দ্র মাসের তিনদিন করে সিয়াম সাধনা করতেন, যা হিসাব করলে বছরে ৩৬ দিন হয়। অর্থাৎ সেখানে আগে থেকেই রোজা রাখার বিধান ছিল।'তাফসীরে ইবনে কাসীরে উল্লেখ আছে, নবী নূহ থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ পর্যন্ত সকল নবী প্রতি মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখে তিনটি করে রোজার রাখতেন।

নবী মূসা, নবী দাউদ, নবী ঈসা, নবী ইয়াহিয়া ও তাদের অনুসারীরা যে রোজা রাখতেন তা বাইবেল ও হাদিসে বর্ণিত আছে।

নবী মুসা তাওরাত গ্রহণকালে চল্লিশ দিন রোজা রেখেছিলেন বলে কোরআনে উল্লেখ আছে।

এছাড়া নবী আদমের সময় মাসে তিনদিন, নবী দাউদের সময় একদিন পরপর রোজা রাখা, নবী মুসার সময় প্রথমে তুর পাহাড়ে তিনি ৩০দিন রোজা রাখেন। পরবর্তীতে আরও ১০দিন যোগ করে একটানা ৪০ দিন তিনি রোজা রেখেছিলেন।
রমজানের অনেক ফজীলত সম্পর্কে রাসুল সাঃ বলেছেন ।আল্লাহ্ আমাদের সবাইকে যেনো সঠিক ভাবে রোজা রাখার তৌফিক দেন (আমিন)

03/03/2025

অন্যান্য সালাত অপেক্ষা ফজর সালাতের বৈশিষ্ট্য ও গুরুত্ব বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “এশা ও ফজর সালাতে কী ফযীলত রয়েছে মানুষ যদি তা জানত তবে উক্ত সালাতে হামাগুড়ি দিয়ে হলেও উপস্থিত হত।” (সহীহ বুখারী(৬৫৭ তাওহীদ পাবলিকেশন্স)

Address

Dhaka
Kushtia

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fajr Journey posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share