Fajr Journey

Fajr Journey Let's begin our daily journey from Fajr

আল্লাহ তুমি হেফাজত করো ।
07/04/2025

আল্লাহ তুমি হেফাজত করো ।

06/04/2025

"মাত্র কয়েক ঘণ্টা বাকি, এরপর গা'জা এই পৃথিবী থেকে মুছে যাবে।"
-
গা'জা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, গত ২৪ ঘণ্টায় ই/সরা/য়েল গা'জা উপত্যকায় সবচেয়ে ভয়/ঙ্কর ও টানা বো'মাবর্ষণ চালিয়েছে, যার ফলে ৮৬ জনের বেশি ফি'লি'স্তি'নি শ'হীদ হয়েছেন এবং ২৮০ জনেরও বেশি আহত হয়েছেন। এটি ছিল যু'দ্ধের সবচেয়ে বিভীষিকাময় রাতগুলোর একটি।

ফি'লি'স্তি'নি সাংবাদিক খালিল আবু ইলি/য়াস ফেস/বুকে লিখেছেন:
"মাত্র কয়েক ঘণ্টা বাকি, এরপর গা'জা এই পৃথিবী থেকে মুছে যাবে। তখন আমাদের শুধু বেহেশতেই খুঁজে পাবে। বিদায়, তোমাদের যারা ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর 'আরব' হিসেবে পরিচিত হবে।"

একজন ফি'লি'স্তি'নি মেয়ে গা'জা থেকে লিখেছে:
"আমাদের খবর আর তোমাদের বিরক্ত করবে না। আর মাত্র কয়েক দিন, সব শেষ হয়ে যাবে।"
আল্লাহ যেন তাকে কখনো ক্ষমা না করেন, যে আমাদের নিপীড়নের সময় নীরব থেকেছে।

একজন ফি'লি'স্তি'নি শাইখ বলেন:
"আমি ঠিক এখনই আমার মেয়েকে দা'ফন করলাম—শরীর ছিল, কিন্তু মাথা ছিল না।"
©

06/04/2025

হে সালাউদ্দিন! তুমি কোথায়? শুনতে কি পাও?
আল আকসার মিনার থেকে ভেসে আসছে মোয়াজ্জিনের করুণ সুর, বোমার আঘাতে র=ক্তে ভেসে গেছে তোমার ছোট্ট বোনের নুপুর।

হে সালাউদ্দিন!
মস্তকবিহীন ছোট্ট শিশুর নিথর শরীর তোমায় ডাকছে।
পলিথিনে ভরা ছোট্ট শিশুর মাংসপিণ্ড তোমায় ডাকছে।
সন্তানের ছোট্ট টুকরো হাতে অসহায় মা তোমায় ডাকছে।

O Salahuddin! Where are you? Can you hear?
The mournful voice of the muezzin is coming from the Al-Aqsa minaret, your little sister's fingernails have been washed away in blood by the bomb.

O Salahuddin!
The frozen body of a small child without a head is calling you.
The flesh of a small child wrapped in polythene is calling you.
The helpless mother with a small piece of her child is calling you.

©️

05/04/2025

সংক্ষেপে জিহাদ এর সংজ্ঞা-
ইসলামে জিহাদ হলো মজলুমকে উদ্ধার করার মিশন। সমাজের সংস্কার, অন্যায়ের দমন, সামাজিক ও রাষ্ট্রীয় অন্যায়ের বিরুদ্ধে গঠনমূলক প্রতিবাদ, সবলের বিরুদ্ধে দুর্বলকে সহায়তা প্রদান-এ রকম শত শত ইসলামসম্মত উপায়ে একজন মুসলিম জিহাদ করতে পারে। জিহাদ আর জঙ্গিবাদ এক নয়। জঙ্গিবাদ ইসলামে হারাম আর জিহাদ করা ফরজ।

'আল্লাহ কারও ওপর তার সামর্থ্যের অতিরিক্ত দায়িত্বের বোঝা চাপান না।' (সূরা বাকারা: ২৮৬)                                   ...
05/04/2025

'আল্লাহ কারও ওপর তার সামর্থ্যের অতিরিক্ত দায়িত্বের বোঝা চাপান না।' (সূরা বাকারা: ২৮৬)

যারা জ্ঞানার্জন করে, জ্ঞানার্জনের চেষ্টা করে অথবা সত্যকে জেনে গ্রহণ করে, ইসলাম তাদের বিশেষ মর্যাদা দিয়েছে। মহান আল্লাহ ত...
04/04/2025

যারা জ্ঞানার্জন করে, জ্ঞানার্জনের চেষ্টা করে অথবা সত্যকে জেনে গ্রহণ করে, ইসলাম তাদের বিশেষ মর্যাদা দিয়েছে। মহান আল্লাহ তায়ালা বলেন-

'তোমাদের মধ্যে যারা ঈমানদার এবং যাদের জ্ঞান দান করা হয়েছে, তাদের মর্যাদা আল্লাহ উন্নীত করবেন।' (সূরা মুজাদালাহ: ১১)

উক্তিটি ইসলামের শিক্ষার উপর গুরুত্বারোপ করে, যেখানে বলা হয়েছে যে জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ (অবশ্যক) ।...
03/04/2025

উক্তিটি ইসলামের শিক্ষার উপর গুরুত্বারোপ করে, যেখানে বলা হয়েছে যে জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ (অবশ্যক) । এই শিক্ষার উৎস মূলত হাদিস থেকে নেওয়া হয়েছে, যেখানে নবী মুহাম্মদ (সা.) বলেছেন:

"তালাবুল ইলমি ফারিদাতুন ‘আলা কুল্লি মুসলিম"
(জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ) – (ইবন মাজাহ: ২২৪)

এর ব্যাখ্যা হলো, ইসলাম ধর্মে জ্ঞানকে অত্যন্ত মর্যাদাপূর্ণ ও আবশ্যকীয় হিসেবে বিবেচনা করা হয়েছে। এই জ্ঞান দ্বীনি ও দুনিয়াবি উভয় ধরনের হতে পারে, যা মানুষের আত্মউন্নয়ন ও সমাজ গঠনে সহায়ক হয়।

Address

Dhaka
Kushtia

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fajr Journey posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share