
01/07/2025
ছয় বছর পাঁচ মাসের রিলেশন আমাদের। কাল তার বিয়ে, গায়ে হলুদের ফাঁকে কল দিয়েছিল কান্নার জন্য
সে ঠিক মতো কথা ও বলতে পারে নাই, আমি ও নিজেকে ধরে রাখতে পারলাম না।🥺
অনেক চেষ্টা করেছে আমাকে পাওয়ার জন্য আমি নিজে ও কম চেষ্টা করিনি,সামর্থ্য অনুযায়ী সবকিছু করেছি, যার যার কাছে যাওয়ার সবার কাছে গেছি।
সবকিছুই ঠিক ছিল আমাদের মধ্যে হঠাৎ কি এমন হলো বুঝে উঠতে পারতেছি না।
আমি মধ্যবিত্ত ঘরের সন্তান,তারাও তেমন টাকাওয়ালা জামাই পেয়েছে সেজন্য তার বাবা বিয়েতে রাজি হয়ে গেছে।
কেঁদেছি অনেক,আজকে দুইদিন কান্না থামতেছে না কিছু খেতেও ইচ্ছে করতেছে না।
আমি তাকে মন থেকে চেয়েছি, হয়তো উপরওয়ালার লিখন ভিন্ন ছিল।💔
ভালোবাসা গুলো কেনো এমন হয়