Nur's Heart

Nur's Heart আপনার গল্প,কবিতা,লেখা,ভয়েস আমাদের কাছে পাঠাতে পারেন, আমরা প্রকাশ করবো।

ছয় বছর পাঁচ মাসের রিলেশন আমাদের। কাল তার বিয়ে, গায়ে হলুদের ফাঁকে কল দিয়েছিল কান্নার জন্য সে ঠিক মতো কথা ও বলতে পারে ...
01/07/2025

ছয় বছর পাঁচ মাসের রিলেশন আমাদের। কাল তার বিয়ে, গায়ে হলুদের ফাঁকে কল দিয়েছিল কান্নার জন্য
সে ঠিক মতো কথা ও বলতে পারে নাই, আমি ও নিজেকে ধরে রাখতে পারলাম না।🥺
অনেক চেষ্টা করেছে আমাকে পাওয়ার জন্য আমি নিজে ও কম চেষ্টা করিনি,সামর্থ্য অনুযায়ী সবকিছু করেছি, যার যার কাছে যাওয়ার সবার কাছে গেছি।

সবকিছুই ঠিক ছিল আমাদের মধ্যে হঠাৎ কি এমন হলো বুঝে উঠতে পারতেছি না।
আমি মধ্যবিত্ত ঘরের সন্তান,তারাও তেমন টাকাওয়ালা জামাই পেয়েছে সেজন্য তার বাবা বিয়েতে রাজি হয়ে গেছে।
কেঁদেছি অনেক,আজকে দুইদিন কান্না থামতেছে না কিছু খেতেও ইচ্ছে করতেছে না।
আমি তাকে মন থেকে চেয়েছি, হয়তো উপরওয়ালার লিখন ভিন্ন ছিল।💔

ভালোবাসা গুলো কেনো এমন হয়

লুকিয়ে চুড়িয়ে অনেকেই অনেক কিছুই করে থাকে অনেকের সাথে! তবে ডিসির ধরায় এতো আলোচনা সমালোচনা কেন? ডিসি বলে কি প্রেমে পড়তে পা...
27/06/2025

লুকিয়ে চুড়িয়ে অনেকেই অনেক কিছুই করে থাকে অনেকের সাথে! তবে ডিসির ধরায় এতো আলোচনা সমালোচনা কেন? ডিসি বলে কি প্রেমে পড়তে পারেন না?

প্রেম মানেনা শাসন বারণ,, প্রেমের আছে অনেক কারণ
ঘরে স্ত্রী থাকা স্বত্বেও অনেক স্বামীরা প্রেমের মায়াজালে আটকে পড়ে আবার ভালো স্বামী পেয়ে বোকা বানিয়ে চুটিয়ে প্রেম করে অনেক নারী। নারীদের কামনা বাসনা পূর্ণ করতে কখনো অসম প্রেমের কাহিনি বাস্তবে উঠে আসে। শুধু তাই নয়, প্রেম গোপন কাম গোপন।

পৃথিবীতে কার ভেতর প্রেম নেই আর অকাজের কাজ কে করেনা? গড়পড়তায় সুযোগ পেলে সবাই করে। তাই বলে এতো ট্রল? কেনো? হয়তো তিনি প্রশাসনের বড় বস বলে। প্রেম আল্লাহ প্রদত্ত। কার কখন কাকে ভালো লেগে যায় তা কেউ বলতে পারেনা। হ্যাঁ বউ বাচ্চা অনেকেরই থাকে।

তারপরও লুকিয়ে চুড়িয়ে অনেকেই অনেক কিছুই করে থাকে অনেকের সাথে। তিনি শুধু একজনকে ভালোবেসেছেন তাতেই এতো ভাইরাল হলেন তিনি? তিনি ডিসি বলে কি প্রেমে পড়তে পারেন না? পারেন নিশ্চয়ই। তারও মন আছে।

নিজেকে হয়তো অন্তরীন করে রাখতে পারেন নি। মানুষতো তাই মন বলে কথা। এই ভালোলাগা কিংবা ভালোবাসাটি সবার গোচরে এসেছে বলে তিনি আজ ভাইরাল।

অথচ বহু বড় বড় মানুষ আছে যারা তলে তলে মন কলা খায়। কেউ জানেনা। কাকপক্ষী টের পাইনা কিন্তু সমাজে তারা অত্যন্ত ভদ্রলোক। এই ডিসি আশরাফ সাহেব একজন প্রেমিক পুরুষ নয়তো এতোকিছুর পরেও লাইভে এসে এতো কান্না-কাটি একটি মহিলার জন্যে করতেন না। তিনি সু-পুরুষ অথচ মহিলার রূপ তার ধারে কাছেও নেই। আসলে যে বিষয়টি বলতে চাই, তিনি খাঁটি সাচ্চা প্রেমিক।

আর মহিলাটি সাংবাদিকদের সামনে অনায়াসে এই পুরুষটিকে এক তরফা দায়ী করে গেলেন। অথচ এই পরকীয়ায় নারী পুরুষ দুজনেই সমান দায়ী। নারীটির উপর সবার অনেক দয়া। অথচ নারীটির একমাত্র বুলি, বিয়ের প্রলোভন দেখিয়েছে।

আরে বাচ্চা কাচ্চা স্বামী থাকা অবস্থায় যে নারী অন্যের বিয়ের প্রলোভনে পড়ে স্বামী সন্তান ত্যাগ করে তাকে আমি অন্তত তাকে ভালো মানুষ মনে করিনা। এই নারীটি ডিসি সাহেবের যশ খ্যাতি আর রূপ দেখেছেন!

আর ডিসি আশরাফ সাহেবও নারী খুঁজে পেলেন না। যে নর-নারী একে অন্যের দুঃসময়ে পাশে থাকেন না তাকে বিশ্বাসঘাতক বা বিশ্বাসঘাতকিনি ছাড়া আর কিছুই বলার নেই আমার। সমাজে এমন ঘটনা বহু ঘটেছে,ঘটছে ভবিষ্যতেও ঘটবে।

সবশেষে তোমার মায়া নামক অ'স্ত্র এর কাছে  আমি" এক অপরাজিত যো'দ্ধা!💔😅
24/06/2025

সবশেষে তোমার মায়া নামক অ'স্ত্র এর কাছে আমি" এক অপরাজিত যো'দ্ধা!💔😅

23/06/2025

"কারো মায়ায় জড়ানো'টা খুব সহজ কিন্তু তাকে ভুলে যাওয়া'টা মৃ*ত্যু*র থেকেও কঠিন !!

23/06/2025

সবাই তো দেহের জ্বালা মনের জ্বালা পেটের জ্বালা মেটায়, আমার তো কোনোটাই হচ্ছে না শুধু শরীর কাপে,
আল্লাহ আমাকে ধৈর্য দাও🙏

23/06/2025

বিশ্বাস ঠকায়

22/06/2025

আবারও সবচেয়ে পৃথিবীর দীর্ষতম নির্গম রাত 😪

22/06/2025

বুঝতে আর বাকি নেই ✅

22/06/2025

আমাকে কেউ স্পর্শ করতে পারবে না প্রিয়, যদি স্পর্শ হয় সেদিনই শেষ হবে সব কিছু, সব কিছুই হলো শেষ হলো না
☺️☺️
আমি কথা রেখেছি✅

22/06/2025

পরিস্থিতি পরিস্থিতি বলেই পরিস্থিতিই থেকে যাবে 😃 জীবনে শেষ হবে না।

Address

Kushtia
Kushtia
7000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nur's Heart posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share