কুষ্টিয়ার আলোচিত সংবাদ

কুষ্টিয়ার আলোচিত সংবাদ Always News 24/7

মুফতি আমির হামজা নিঃসন্দেহে আমাদের একটা সম্পদ। স্বৈরাচার হাসিনার আমলে অনেক জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। আমি জানিনা আস...
09/10/2025

মুফতি আমির হামজা নিঃসন্দেহে আমাদের একটা সম্পদ। স্বৈরাচার হাসিনার আমলে অনেক জুলুম নির্যাতনের শিকার হয়েছেন।

আমি জানিনা আসলে উনি মানসিকভাবে সুস্থ আছেন কিনা। জেল থেকে আসার পর উনি অনেকগুলো বিতর্কিত মন্তব্য করেছেন। আমার মনে হয় জেলের ভিতর ওনার সাথে যেই অমানুষিক নির্যাতন হয়েছে সেই থেকে উনি একটু মানসিকভাবে অসুস্থ আছেন।।

জামায়াতের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দদের উচিত ওনাকে এই মুহূর্তে কোন কথা বলতে না দেয়া কথা বললেও যেন উনি প্রত্যেকটা কথা হিসাব করে বলেন।।

আমাদের দেশে কিছু হালুয়া রুটি খাওয়া আলেম আছে তারা জামায়াতের সামান্যতম দোষ ত্রুটি পেলে এইগুলো অনেক বড় করে দেখে এবং ভাইরাল করে দেয়।।

সবশেষে উনার জন্য দোয়া করি উনি যেন সেই আগের আমির হামজা হয়ে আমাদের মাঝে ফিরে আসেন আল্লাহর সেই তৌফিক ওনাকে দান করুক

09/10/2025

আসলে রিকশা চালকেরা কি মানুষ ? তাদের আচরণে এমন অবস্থা — অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত চাকা ফুটা করা হয়!

ছেলেকে বিদেশে পাঠানোর জন্য দুই বছর আগে এলাকার বোরহান নামে এক ব্যক্তির কাছ থেকে সুদের ওপর ৭০ হাজার টাকা নিয়েছিলেন বৃদ্ধ আ...
09/10/2025

ছেলেকে বিদেশে পাঠানোর জন্য দুই বছর আগে এলাকার বোরহান নামে এক ব্যক্তির কাছ থেকে সুদের ওপর ৭০ হাজার টাকা নিয়েছিলেন বৃদ্ধ আলী আকবর (৭০)। কিন্তু দুই বছরেও সেই টাকা পরিশোধ করতে পারেননি তিনি। এরই মধ্যে সুদের টাকার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে দেড় লাখে। সঠিক সময়ে টাকা পরিশোধ না করায় বোরহান বৃদ্ধ আলী আকবরকে এলাকার একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে প্রায় আড়াই ঘণ্টা বেঁধে রাখেন। এই অপমান সহ্য করতে না পারায় বৃদ্ধ আলী আকবর অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গত সোমবার কুমিল্লার চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

08/10/2025

কুষ্টিয়ায় গড়াই নদীতে কু'মির এক না'রীকে মুখ দিয়ে নিয়ে যাওয়ার ভিডিও ফেসবুকে প্রচার হয়েছে,
তবে ঐ খবরের সুনির্দিষ্ট কোন তথ্য পাওয়া যায়নি।

08/10/2025

শহিদুল আলমকে অপহরণ করেছে ইসরাইলি দখলদার বাহিনী

কুষ্টিয়ার পুলিশদের মাহবুব-উল আলম হানিফ নামের ফেইসবুক পেইজ থেকে হুম'কি.....
08/10/2025

কুষ্টিয়ার পুলিশদের মাহবুব-উল আলম হানিফ নামের ফেইসবুক পেইজ থেকে হুম'কি.....

কুষ্টিয়া সদর-৩ আসনের ধানের শীষের মনোনয়ন কে পেতে যাচ্ছেন??
08/10/2025

কুষ্টিয়া সদর-৩ আসনের ধানের শীষের মনোনয়ন কে পেতে যাচ্ছেন??

খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী নকশী কাঁথা মেইল ট্রেন কুমারখালী সদকি সুলতানপুর দিঘির পাড়ার মাঝামাঝি স্থানে ট্রেনে কেটে গেছে...
07/10/2025

খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী নকশী কাঁথা মেইল ট্রেন কুমারখালী সদকি সুলতানপুর দিঘির পাড়ার মাঝামাঝি স্থানে ট্রেনে কেটে গেছে এক অজ্ঞাত ব্যাক্তি।
যদি কেউ চিনে থাকলে এই ঠিকানায় যোগাযোগ করবেন,
সদকী ইসলামিয়া দাখিল মাদ্রাসা, সুলতানপুর, কুমারখালি, কুষ্টিয়া।

07/10/2025

সাকুরা পরিবহনের নিচে মোটরসাইক থাকা দু'জন সহ পুরো গাড়িতেই আগুন ধরে পুড়ে যায়।ঘটনাটি ঘটেছে বরিশাল চন্দ্রাপুরের প্রতাপপুরে।

07/10/2025

টপ ব্রেকিং নিউজ!
দীর্ঘদিন পরে "আল-আকসা" মসজিদের প্রাঙ্গণে গা'জা'বাসীর নামাজ আদায়।
আলহামদুলিল্লাহ্!

আপনার আত্মীয়স্বজন কেউ গতরাতে উদয়ন এক্সপ্রেস ট্রেনে সিলেট গিয়ে থাকলে খবরাখবর নিন। চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্য গতরাতে ...
07/10/2025

আপনার আত্মীয়স্বজন কেউ গতরাতে উদয়ন এক্সপ্রেস ট্রেনে সিলেট গিয়ে থাকলে খবরাখবর নিন। চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্য গতরাতে ছেড়ে যাওয়া উদয়ন এক্সপ্রেস ট্রেনটি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলা বাজার রেলস্টেশনে আজ ভোররাতে মা/রা/ত্ম/ক/ভা/বে লাইনচ্যুত হয়েছে। ইঞ্জিন উ-ল্টে গেছে। সকাল থেকে স্থানীয়দের সহায়তায় সবাইকে উদ্ধার করা হয়েছে। মহান সৃষ্টিকর্তা সবাইকে নিরাপদ রাখুক আমিন 🤲

কুষ্টিয়ায় সাংবাদিক রফিকুল্লাহ কালবীকে প্রেসক্লাবের সামনে বেধড়ক মা*র*ধ*রকুষ্টিয়া প্রতিনিধি: দুই দিন ধরে ফেসবুক ও মোবাইল ফ...
07/10/2025

কুষ্টিয়ায় সাংবাদিক রফিকুল্লাহ কালবীকে প্রেসক্লাবের সামনে বেধড়ক মা*র*ধ*র

কুষ্টিয়া প্রতিনিধি: দুই দিন ধরে ফেসবুক ও মোবাইল ফোনে একের পর এক হু*ম*কি পাওয়ার পর অবশেষে কুষ্টিয়ার সাংবাদিক রফিকুল্লাহ কালবী-এর উপর নৃ*শং*স হামলার ঘটনা ঘটেছে।

জানা যায়, গত কাল রাত ৮ টার দিকে কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে দুর্বৃত্তরা তাকে বেধড়ক মা*র*ধ*র করে গুরুতর আহত করে ফেলে রেখে যায়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি সদর হাসপাতালের ১০ নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, Rafikullah Kalbee অবস্থা আশঙ্কাজনক। তিনি এখনো কাউকে চিনতে পারছেন না এবং প্রচুর রক্ত বমি করছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

Address

Kushtia

Website

Alerts

Be the first to know and let us send you an email when কুষ্টিয়ার আলোচিত সংবাদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কুষ্টিয়ার আলোচিত সংবাদ:

Share