
09/10/2025
মুফতি আমির হামজা নিঃসন্দেহে আমাদের একটা সম্পদ। স্বৈরাচার হাসিনার আমলে অনেক জুলুম নির্যাতনের শিকার হয়েছেন।
আমি জানিনা আসলে উনি মানসিকভাবে সুস্থ আছেন কিনা। জেল থেকে আসার পর উনি অনেকগুলো বিতর্কিত মন্তব্য করেছেন। আমার মনে হয় জেলের ভিতর ওনার সাথে যেই অমানুষিক নির্যাতন হয়েছে সেই থেকে উনি একটু মানসিকভাবে অসুস্থ আছেন।।
জামায়াতের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দদের উচিত ওনাকে এই মুহূর্তে কোন কথা বলতে না দেয়া কথা বললেও যেন উনি প্রত্যেকটা কথা হিসাব করে বলেন।।
আমাদের দেশে কিছু হালুয়া রুটি খাওয়া আলেম আছে তারা জামায়াতের সামান্যতম দোষ ত্রুটি পেলে এইগুলো অনেক বড় করে দেখে এবং ভাইরাল করে দেয়।।
সবশেষে উনার জন্য দোয়া করি উনি যেন সেই আগের আমির হামজা হয়ে আমাদের মাঝে ফিরে আসেন আল্লাহর সেই তৌফিক ওনাকে দান করুক