
27/06/2025
ভালোবাসার বিপরীতে ভালোবাসা সবাই চায় বলেই, মানুষ ভালোবাসা প্রকাশ করে দেয়। মানুষ চায়, তার মতো করে তাকেও তার ভালোবাসার মানুষটা ভালোবাসুক। অন্তরে ভালোবাসা ধারণ করে কোনো মানুষই বেশিদিন ভালোবাসা আড়ালে বয়ে বেড়াতে পারে না।
অপ্রকাশিত ভালোবাসা দামী হলেও সে চায় প্রকাশ হতে। অনুভূতির অন্তরালে মিশে যখন একটা মানুষ অপর একটা মানুষকে নিয়ে স্বপ্ন দেখে, স্বপ্ন সাজায়, তখন সেও চায়, তার ভালোবাসার মানুষটি ভালোবাসার মূল্য দিক।
তবে খুব আশ্চর্যজনক ভাবে পৃথিবীতে ভালোবাসার বিনিময়ে ভালোবাসা খুব কমই পাওয়া যায়! ভালোবাসা প্রকাশ করতে গেলে পেতে হয় অবহেলা, অসম্মান, অপূর্ণতা। যে ভালোবাসা হৃদয়ের গহীনে খুব যত্নে থাকে, সেই ভালোবাসাও একটা সময় প্রকাশ হয়ে গেলেই প্রত্যাখ্যানের শিকার হয়! বেশিরভাগ মানুষই ভালোবেসে অপূর্ণতার হাহাকার নিয়ে বেঁচে থাকে।
ভালোবাসার বিনিময়ে ভালোবাসা প্রত্যাশা করলে কষ্ট পেতেই হবে! নিঃস্বার্থ ভাবে যদিও ভালোবাসা যায়, তবে অপ্রকাশিত ভাবে ভালোবাসা বেশিদিন হৃদয়ে ধারণ করা যায় না। ব্যবহার, আচরণ কিংবা স্বভাবেই তা প্রকাশ হতে বাধ্য।
যার ভালোবাসার মতো মানুষ আছে, তারাই কারো ভালোবাসার অবমূল্যায়ন করে। আর যাকে ভালোবাসার মতো কেউ নেই, তার দিকে কেউ ফিরেও তাকায় না। পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট চরিত্রের অধিকারী মানুষটাও কাউকে না কাউকে ভালোবাসে। দিনশেষে সেই মানুষটাকে না পাওয়ার যন্ত্রণায় বারবার মূর্ছা যায়! কাউকে ভালোবেসে তার ভালোবাসা পাওয়ার আশা করে বলেই মানুষ নিরাশার অতলে ডুবে ম রে! সবাইকে ভালোবাসা যায় না, আবার যাকে ভালোবাসা যায়, তার কাছ থেকে প্রত্যাখ্যান হওয়াটাও মেনে নেয়া যায় না!
ভালোবাসার অনুভূতি অদ্ভুত! সবার প্রতিই আসে না। আর যার প্রতি আসে, সে বোঝে না আর নয়তো অবহেলা করে–অবজ্ঞা করে!
লেখায়:- মোঃ ফাহাদ মিয়া🌼