Last Story - শেষ গল্পツ

Last Story - শেষ গল্পツ • যারা চিনতে পেরেছে, তারা কখনো ছেড়ে যায়নি আমাকে..!🌸🌱

ভালোবাসার বিপরীতে ভালোবাসা সবাই চায় বলেই, মানুষ ভালোবাসা প্রকাশ করে দেয়। মানুষ চায়, তার মতো করে তাকেও তার ভালোবাসার মানু...
27/06/2025

ভালোবাসার বিপরীতে ভালোবাসা সবাই চায় বলেই, মানুষ ভালোবাসা প্রকাশ করে দেয়। মানুষ চায়, তার মতো করে তাকেও তার ভালোবাসার মানুষটা ভালোবাসুক। অন্তরে ভালোবাসা ধারণ করে কোনো মানুষই বেশিদিন ভালোবাসা আড়ালে বয়ে বেড়াতে পারে না।

অপ্রকাশিত ভালোবাসা দামী হলেও সে চায় প্রকাশ হতে। অনুভূতির অন্তরালে মিশে যখন একটা মানুষ অপর একটা মানুষকে নিয়ে স্বপ্ন দেখে, স্বপ্ন সাজায়, তখন সেও চায়, তার ভালোবাসার মানুষটি ভালোবাসার মূল্য দিক।

তবে খুব আশ্চর্যজনক ভাবে পৃথিবীতে ভালোবাসার বিনিময়ে ভালোবাসা খুব কমই পাওয়া যায়! ভালোবাসা প্রকাশ করতে গেলে পেতে হয় অবহেলা, অসম্মান, অপূর্ণতা। যে ভালোবাসা হৃদয়ের গহীনে খুব যত্নে থাকে, সেই ভালোবাসাও একটা সময় প্রকাশ হয়ে গেলেই প্রত্যাখ্যানের শিকার হয়! বেশিরভাগ মানুষই ভালোবেসে অপূর্ণতার হাহাকার নিয়ে বেঁচে থাকে।

ভালোবাসার বিনিময়ে ভালোবাসা প্রত্যাশা করলে কষ্ট পেতেই হবে! নিঃস্বার্থ ভাবে যদিও ভালোবাসা যায়, তবে অপ্রকাশিত ভাবে ভালোবাসা বেশিদিন হৃদয়ে ধারণ করা যায় না। ব্যবহার, আচরণ কিংবা স্বভাবেই তা প্রকাশ হতে বাধ্য।

যার ভালোবাসার মতো মানুষ আছে, তারাই কারো ভালোবাসার অবমূল্যায়ন করে। আর যাকে ভালোবাসার মতো কেউ নেই, তার দিকে কেউ ফিরেও তাকায় না। পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট চরিত্রের অধিকারী মানুষটাও কাউকে না কাউকে ভালোবাসে। দিনশেষে সেই মানুষটাকে না পাওয়ার যন্ত্রণায় বারবার মূর্ছা যায়! কাউকে ভালোবেসে তার ভালোবাসা পাওয়ার আশা করে বলেই মানুষ নিরাশার অতলে ডুবে ম রে! সবাইকে ভালোবাসা যায় না, আবার যাকে ভালোবাসা যায়, তার কাছ থেকে প্রত্যাখ্যান হওয়াটাও মেনে নেয়া যায় না!

ভালোবাসার অনুভূতি অদ্ভুত! সবার প্রতিই আসে না। আর যার প্রতি আসে, সে বোঝে না আর নয়তো অবহেলা করে–অবজ্ঞা করে!

লেখায়:- মোঃ ফাহাদ মিয়া🌼

23/06/2025

কি ভাবছেন যে আপনাকে পা'গলের মতো ভালোবাসে, তারে কেউ পছন্দ করে না তাই সে আপনার পিছনে ছুটে!

আপনার ধারণা ভুল, খুঁজ নিয়ে দেখেন আপনার থেকেও হাজারগুন ভালো কেউ তার পিছনে ঘুরতেছে, আপনার দিকে তাকাইয়া হাজার কিছু বিসর্জ্জন দিতেছে সে.! 🖤

12/06/2025

কেউ পাগলের মতো ভালোবাসলে তাকে আগলে রাখুন 🖤

04/06/2025

জীবনের শেষ পর্যায়ে এসে মনে হবে, এক হাত জমির জন্য আত্মীয়র সঙ্গে ঝগড়া করাটা ছিল ভুল!

মিথ্যে ঘর বাঁধার স্বপ্ন দেখিয়ে
তার সাথে প্রেমের অভিনয় করাটা ছিল ভুল।

ক্ষমতার দাপট দেখিয়ে
দুর্বল প্রতিবেশীকে হয়রানি করাটা ছিল ভুল।

দুর্নীতি করে
সম্পদের পাহাড় গড়াটা ছিল ভুল।

ওপরে ওঠার সিঁড়ি তৈরি করতে গিয়ে
বন্ধুর সাথে প্রতারণা করাটা ছিল ভুল।

দিনের পর দিন মানুষকে অকারণে ক*ষ্ট দেওয়াটা ছিল ভুল।

জীবনের শেষ বেলায় এসে মনে হবে,
কিছু কিছু বিষয়ে ছাড় দিলে জীবনটা আজ অন্যরকম হতে পারত।

অনেক টাকা রোজগার করতে না পারলেও
জীবনে খুব একটা ক্ষতি হয় না!

টাকা দিয়ে সুখ কেনা যায় না আর
অন্যকে বঞ্চিত করে ভালো থাকা যায় না।

জীবনের শেষ প্রান্তে এসে মনে হবে,
মানুষের আশীর্বাদই সবচেয়ে মূল্যবান সম্পদ যেটা আমি অর্জন করতে পারিনি।

লোকের শ্রদ্ধা ও ভালোবাসা না পাওয়াটাই হবে
জীবনের সবচাইতে বড় আফসোস।

অন্তিম লগ্নে এসে ক*ষ্ট ছাড়া একটি স্বাভাবিক মৃ*ত্যুই হবে
জীবনের শেষ চাওয়া।

মৃ*ত্যুশয্যায় শ্বাসকষ্টের মাঝে আটকে থাকা জীবন প্রদীপ নিভে যাওয়া দেখতে দেখতে মনে হবে, মানুষের অভিশাপ কুড়ানোটাই ছিল এই জীবনের সবচেয়ে বড় ভুল!
- সংগৃহীত
#জীবন_চক্র

31/05/2025

কথা গুলো 🖤

প্রচন্ড ভালোবাসার পরেও আপনি যাকে পেলেন না,তার জন্য মন খারাপ করা কিংবা আফসোস করা নিছক বোকামি বৈকি!আফসোস তো সে করবে,যে আপন...
31/05/2025

প্রচন্ড ভালোবাসার পরেও আপনি যাকে পেলেন না,তার জন্য মন খারাপ করা কিংবা আফসোস করা নিছক বোকামি বৈকি!

আফসোস তো সে করবে,যে আপনার কাছ থেকে এত ভালোবাসা,যত্ন,আদর পাওয়ার পরেও আরেকটু ভালো থাকার জন্য অন্য কাউকে বেছে নিয়েছে!

ভালোবাসার মানুষটাকে মুক্ত করে দিতে হয়।যাতে মানুষটা অন্তত দেখতে পারে;পৃথিবীর আর কেউ তাকে ঠিক আপনার মতো করে ভালোবাসতে পারে কিনা,বুঝতে পারে কিনা।

আর যখন সেই মানুষটা পুরো পৃথিবী ঘুরেও আপনার মতো কাউকে পাবে না,ঠিক তখন চরম আফসোস করবে!নিজেকে সান্ত্বনা দেয়ার ভাষা হারিয়ে ফেলবে।

আপনাকে কষ্ট দিয়ে অন্য কোথাও সুখ সে কোনোদিনও পাবে না এটা নিশ্চিত থাকুন।হয়তোবা আপনার সামনে নিজেকে সুখী উপস্থাপন করার জন্য নানা কৌশল অবলম্বন করবে ঠিকই কিন্তু ভেতরে ভেতরে সে প্রচন্ড আফসোস করবে আপনার জন্য।

পৃথিবীতে আজকাল প্রকৃত ভালোবাসা যে বড্ড দুর্লভ!যে মানুষ সামান্য একটু সুখের লোভে কারো ভালোবাসাকে অবজ্ঞা করে,সে মানুষ আর কোনোদিনও ভালোবাসা পায় না! কেননা ভালোবাসার মাঝেই যে প্রকৃত সুখ,তা অনেক মানুষেরই অজানা।

যাকে মন-প্রাণ দিয়ে ভালোবাসতেন,যত্ন নিতেন,আগলে রাখতেন;তাকে না পাওয়াটাই বেশ ভালো!
নিজের ভালো যে না বুঝে আপনাকে তীব্র আঘাত দিয়ে নিজের সুখের লোভে অন্য কাউকে বেছে নেয়,তার কাছে আপনি অন্তত কখনোই ভালো থাকার আশা রাখতে পারেন না,ভালো থাকতে পারেন না,ভালো থাকার কথাও না!

মনে রাখবেনঃ
যাকে প্রচন্ড ভালোবাসা যায়,তার থেকে–যে প্রচন্ড ভালোবাসে;তাকে হারানোর বেদনা অধিক কষ্টের এবং যন্ত্রণাদায়কও বটে!

আজ ভালোবাসার মানুষটাকে না পেয়ে আপনি যে আঘাত পাচ্ছেন,নিজেকে তীলে তীলে শেষ করে দিচ্ছেন;সেই মানুষটাও একটা সময় ঠিক আপনার থেকে দ্বিগুণ কষ্ট পাবে কেবল আপনার থেকে পাওয়া প্রচন্ড ভালোবাসা,যত্ন এবং আদরের কথা মনে করে।
বিশ্বাস করুন,অবশ্যই পাবে!

ভালোবাসা আর সময়;কখনোই কারো কাছে তার দেনা-পাওনা বাকি রাখে না।সময় মতো সুদে-আসলে সব শোধ করে দেয়!

অতঃপর আপনি?
একটা সময় ঠিকই তার স্বার্থপরতার কথা ভেবে নিজেকে বদলে নিবেন,গুছিয়ে নিবেন।কষ্টকে জয় করে নিজে ভালো থাকা শিখে নিবেন!

আফসোস কিংবা আক্ষেপ আপনার জন্য নয়,বরং তার জন্য-যে আপনার অসীম ভালোবাসাকে মূল্যহীন মনে করে নিজেকে বিকিয়ে দিয়েছে অন্য কারো কাম-বাসনায় আর নয়তো চাহিদায়!❤️‍🩹😊

[ Md SakiB Khan ]

31/05/2025

কথা গুলো 💔

31/05/2025

আপনি যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন,তার এক মুহুর্তের খারাপ ব্যবহার, আপনার হাজারটা মুহুর্তকে নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট!
আবার তার একটু ভালো ব্যবহার, হাজারটা মুহুর্ত কে আনন্দঘন হাস্যজ্জ্বোল করে দেয়!

ভালোবাসার মানুষ্টা যদি আঘাত করে, পুরো পৃথিবী র মানুষ ভালোবাস্লেও সে ক্ষত সারেনা,আর পুরোপৃথিবীর সব্বাই খারাপ ব্যবহার করলেও যদি ওই মানুষ টা ভালোবাসে তাহলে আর একবিন্দুও কষ্ট থাকেনা কোথাও।

ভালোবাসার এক অদ্ভুত ক্ষমতা!
সেটা নির্দিষ্ট থাকে, একজনের জন্য!
যেই মানুষটার জায়গা মনের৷ ভিতর পুরোপৃথিবীর হাজার মানুষ থেকে আলাদা!
শুধুমাত্র একজনের, সে হাসালে আপনি হাসেন, সে কাদালে আপনি কাদেন।
তার কাছেই আপনার অনেক প্রত্যাশা!
আর কারোকে সে অধিকার দেন নাই,দেওয়া যায়না!
#শুধুএকজন
#লিখালিখি

30/05/2025

যে ভালবাসতে পারে,,,

সে কি আর বদনাম রটাতে পারে 😅

সে তো সব জেনেই ভালবাসে 🖤🤒

🖤
30/05/2025

🖤

29/05/2025

সবচেয়ে ভয়ং'কর সেই ব্যাক্তি যার মধ্যে কোনো মায়া,অনুশোচনা নেই।যে কথায় কথায় রাগ ঝাড়ে।

তার সামনের ব্যাক্তির মন খারাপ কে সে তোয়াক্কা করে না।সে ব্যাক্তি যত অনুনয় বিনয় করুক না কেনো তা তার হৃদয় স্পর্শ করে না।তাদের সাথে করা কার্যকলাপের পর তার মধ্যে কোনো রকম অনুশোচনাবোধ ও কাজ করে না।এমন মানুষের মন পাথরের মতো হয়।

আশ্চর্যজনক ভাবে এই মানুষ গুলো শুধু দূরের মানুষদের সাথেই এমন করে না,তার সবচেয়ে কাছের মানুষদের সাথে সে এমন আচরণ করে থাকে।তাদের কাছে পৃথিবীর কোনো সম্পর্কের মূল্য নেই,সম্পর্কের প্রতি মায়া স্নেহ নেই।

এমন মানুষদের আপনি আপনার কথা,কাজ,ভালবাসা,মায়া দিয়ে কখনোই সংশোধন করতে পারবেন না,তারা এরকমই! মায়াহীন।

এমন মানুষদের সাথে থেকে কষ্ট পাওয়ার চেয়ে দূরে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না।কারন দিনশেষে তাদের যুক্তি,চিন্তা বিচারই সবকিছুর উপরে থাকে।এমন ব্যাক্তির সং'স্পর্শে থাকা মানে নিজের জীবনের আনন্দ, সুখ সবকিছু ধ্বংস করে ফেলা।

লেখা_ #ইকরাতুর_রহমান

Address

Kustia

Alerts

Be the first to know and let us send you an email when Last Story - শেষ গল্পツ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Last Story - শেষ গল্পツ:

Share