Last Story - শেষ গল্পツ

Last Story - শেষ গল্পツ • যারা চিনতে পেরেছে, তারা কখনো ছেড়ে যায়নি আমাকে..!🌸🌱

25/09/2025

শুনলে অবাক হবেন, পৃথিবীর সবচে ক্ষমতাবান মানুষ হয়েও নেপোলিয়ন বোনাপার্ট তীব্র ভালোবাসার বিনিময়ে ভালোবাসা ফেরত পান নাই।

বরং পেয়েছিলেন অবহেলা আর নির্লিপ্ত প্রতারণা।

নেপোলিয়ান যে মেয়েরে পৃথিবীর পুরো সাম্রাজ্য দিয়ে দিতে চাইসিলো, সেই মেয়ে নেপোলিয়ানের জন্য বড় একটা চিঠিও লেখে নাই।

নেপোলিয়ান এই মেয়ের জন্য বিরাট বিরাট চিঠি লিখতো। এমনকি যুদ্ধের সময় ছবি রেখে দিতো পকেটে। সময়ে অসময়ে চুমু খাইতো সেই ছবিতে।

এতো ক্ষমতাধর একজন মানুষ, অথচ বৌ এর কাছে যাইয়া অসহায়ের মতো বলতো, আরেকটু বড় চিঠি লিখতে, যাতে এতো দ্রুত শেষ হয়ে না যায়।

বাট জোসেফাইন বোনাপার্ট কোনদিনও সেই বড় চিঠি লেখে নাই। অথচ এরে বিয়ে করার জন্য নেপোলিয়ন পরিবারের বিরুদ্ধে গেসে। হ্যান্ডসাম একজন মানুষ হয়ে বয়সে বড়, বিধবা এবং দুই বাচ্চার মারে সে বিয়ে করসিলো, পাগলের মতো ভালোবাসছিলো।

অথচ নেপোলিয়ন মিশরে থাকা অবস্থায় সেই জোসেফাইন নেপোলিয়নের সাথে চিট করে বসে। সেনাপতির সাথে অ্যাফেয়ারে জড়াইয়া পড়ে।

ফারেনহাইট ৪৫১ বইতে একটা লাইন ছিলো এমন, It was a pleasure to burn.

যদিও ভিন্ন কনটেক্সট, তারপরেও এই লাইনটা পড়ার সাথে সাথে ভালোবাসার কথা মাথায় আসতে বাধ্য। এই পৃথিবীতে ভালোবাসার যে বড় আনন্দ কিছু নাই, ভালোবাসার চে কষ্টেরও সম্ভবত কিছু নাই।

ভালোবাসার সবচে বড় ব্লাইন্ড স্পট হলো, আপনি কাকে ভালোবাসবেন বা বাসবেন না, সেইটা আপনার হাতে। কিন্তু আপনাকে কে ভালোবাসবে বা বাসবে না, ঐটা আপনার হাতে থাকবে না।

ভালোবাসাই এই পৃথিবীর এমন এক ব্যবসা, যেখানে আপনার সকল ইমোশনাল ইনভেস্টমেন্ট বিফলে যাবে জাইনাও আপনি ওখানে ঢালতেই থাকবেন, ঢালতেই থাকবেন।

ভালোবাসাই পৃথিবীর একমাত্র খেলা, যে খেলাতে নিশ্চিত হার জাইনাও মাঠ থেকে উঠতে ইচ্ছা করে না। বরং নির্লজ্জের মতো আরেকটু খেইলা যাইতে ইচ্ছা করে।

আফ্রিকান একটা প্রোভার্ব বলতেসে, ভালোবাসা এমন এক অত্যাচারী শাসক, যে শাসকের হাত থেকে কেউ রক্ষা পায় না।

ভালোবাসা নিয়ে এরচে সত্যি কথা আমি আর একটাও শুনি নাই, বিশ্বাস করেন।

© সাদিকুর রহমান খান

22/09/2025

বন্ধু বলেই কি ভালোবাসা যাবে না...
স্বামী-স্ত্রী বন্ধু হলে,, এর থেকে ভালো সম্পর্ক কি হতে পারে। 🖤

18/09/2025

দশটা মিনিট দাড়িয়ে দাড়িয়ে মানিকগঞ্জ বাস স্ট্যান্ডের ভালোবাসার ঘটনা টা দেখলাম ছেলে মেয়েটার পা ধরে বলতেছে আমারে রেখে জাইস না, মেয়েটার কোনো মায়া মহব্বত কিছুই হচ্ছে না, হায়রে ভালোবাসা। 💔😌
যে ছেলে তোমার পায়ে পড়তে পারে তোমাকে পাওয়ার জন্য, তার থেকে কে বেশি ভালবাসবে তোমায়😅💔

08/09/2025
30/08/2025

কারো যোগ‍্যতা দেখে কখনো সম্পর্ক হয় না হোক সেটা বন্ধুত্ব কিংবা ভালোবাসা ♥

30/08/2025

রাসুল (ﷺ) রাগ হতেন, কিন্তু গালি দিতেন না। তিনি মজা করতেন, কিন্তু মিথ্যা বলতেন না। অকৃত্রিম ভাবে সবার সাথে মিশতেন কিন্তু আত্মমর্যাদাহীন ছিলেন না। তিনি গম্ভীর থাকতেন,তবে অহংকারী ছিলেন না।

সবচেয়ে নরম মেজাজের ছিলেন তিনি। সবর ও ধৈর্যের ছিলেন মূর্তপ্রতিক। কিন্তু দ্বীনের কোন বিষয়ে ত্রুটি বা অবহেলাতে তিনিই হয়ে উঠতেন সবচেয়ে কঠোর।

কখনো কখনো দামী পোষাক পরেছেন, কিন্তু শো অফ করতেন না। তালিযুক্ত জামাও থাকতো, কিন্তু অকৃতজ্ঞ ছিলেন না। দুর থেকে কেউ তাকে দেখলে ভয় পেত। কিন্তু তার সাথে মিশলে তিনিই হয়ে উঠতেন তার সবচেয়ে প্রিয়।

পরিবারকে শাষন করতেন, তবে বদমেজাজী ছিলেন না। পরিবারকে ভালবাসতেন, কিন্তু দ্বীনের ব্যাপারে কোন ছাড় দিতেন না।

তাকে সাহাবীরা সর্বোচ্চ সম্মান ও শ্রদ্ধা করতেন,তার সামনে উচু আওয়াজে কথা বলতেন না। কিন্তু তার কাছেই নিজের সমস্যা কষ্ট অকপটে শেয়ারও করতে পারতেন। তিনি এমনই একজন ছিলেন, যাকে একই সাথে শ্রদ্ধা ও ভালবাসা, ভয় ও মুহাব্বত করা যেত।

ব্যালেন্সড ও সর্বোত্তম আখলাকের অধিকারী ছিলেন আমার রাসুল। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

25/08/2025

- একটা পুরুষের সাফল্যের পেছনে' মা ছাড়া দ্বিতীয় কোনো নারী থাকেনা, কারণ দ্বিতীয় নারী একটা সফল আর সুদর্শন পুরুষ খোঁজে..!😊❤️‍🩹

21/08/2025

সম্পর্ক বলে কিছু হয়না, এখনকার দিনে স্বার্থের উপর নির্ভর সবকিছু!'🖤

13/08/2025

ক্ষতি তো সব পরিচিত আপনজনরাই করে,, অপরিচিত রা তো একটু ধাক্কা লাগলেও ক্ষমা চায় 😊

06/08/2025

কখনো কেউ আমাকে অসম্ভব রকম ভালোবাসেনি। আমি কারো পছন্দের তালিকায় কখনোই ছিলাম না, কারো চোখে সবচেয়ে সুন্দর মানুষ আমি কখনো হয়ে উঠিনি। কেউ বলেনি, "তোমাকে ছাড়া চলবে না," কিংবা আমার জন্য কেঁদে বুক ভাসায়নি।

আমি কারো প্রায়েরিটি লিস্টে কখনো প্রথম হতে পারিনি বন্ধুত্ব কিংবা অন্য কিছুতে

যখনই ভেবেছি কেউ বুঝি আমাকে ভালোবাসে, ঠিক তখনই তারা ভুল প্রমাণ করেছে। কেউ কথা রাখেনি, কেউ পাশে থাকেনি। কেউ মাথায় হাত রেখে বলেনি, "ভয় পেয়ো না, আমি আছি তো।"

অনেকেই এসেছে জীবনে, আবার কুয়াশার মতো মিলিয়ে গেছে। কিন্তু কেউ আমাকে নিজের করে রাখেনি। আমি কারো কাছে ‘বিশেষ কেউ’ হতে পারিনি।

আমার চোখের জল, নিঃশব্দ অভিমান সবটাই ছিল উপেক্ষিত। আমার অনুভূতির কোনো মূল্য ছিল না। ভালোবাসা, আগলে রাখা, বোঝা এসব শুধু গল্পেই সুন্দর লাগে 😅🖤

follow this ID

Address

Kushtia To Pabna Mohasorok
Kustia

Alerts

Be the first to know and let us send you an email when Last Story - শেষ গল্পツ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Last Story - শেষ গল্পツ:

Share