22/08/2025
জুম্মার দিনের আমলসমূহঃ
1.
গোসল করা ও পরিচ্ছন্নতা বজায় রাখা
জুম্মার দিনে গোসল করা, সুন্দর কাপড় পরা, সুগন্ধি ব্যবহার করা।
(সহিহ বুখারী, মুসলিম)
2.
সুরা কাহফ তিলাওয়াত করা
রাসূল ﷺ বলেছেন: “যে ব্যক্তি জুম্মার দিনে সূরা কাহফ তিলাওয়াত করবে, তার জন্য দুই জুম্মার মাঝের সময় আলোকিত করা হবে।”
(হাকিম, বায়হাকি)
3.
দরুদ শরিফ বেশি বেশি পাঠ করা
জুম্মার দিনে রাসূল ﷺ এর উপর বেশি বেশি দরুদ পাঠ করতে বলা হয়েছে।
(আবু দাউদ, ইবনে মাজাহ)
4.
খুতবা মনোযোগ দিয়ে শোনা
ইমামের খুতবার সময় চুপচাপ মনোযোগ দিয়ে শোনা ফরজের ন্যায় জরুরি।
5.
মসজিদে আগে গিয়ে নামাজের জন্য প্রস্তুত হওয়া
যত আগে যাবে, তত বেশি সওয়াব লেখা হয়।
(সহিহ বুখারী)
6.
একটি বিশেষ সময়ে দোয়া কবুল হয়
জুম্মার দিনে এমন একটি সময় আছে যখন আল্লাহ তা’আলা বান্দার দোয়া কবুল করেন। (অনেক আলেমের মতে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত)
(সহিহ মুসলিম)
7. সদকা করা ও নেক কাজ বেশি করা
এ দিনে নেক কাজের ফজিলত অনেক বেশি।