15/04/2025
বিবাহিতরা দয়া করে পড়ে যাবেন😪😪
প্রত্যেক স্বামী স্ত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।
একবার সিদ্ধান্ত নেয়ার আগে ১০০ বার ভাবুন।
সব চাইতে নিকৃষ্টতম জায়েজ কাজ হচ্ছে তালাক (ডিভোর্স)
ডিভোর্স যখন দিবেনই সন্তান নেওয়ার আগে দিন।
সন্তান জন্ম দেওয়ার পর ডিভোর্স দিলে জিতে যায় দুজনই শুধু ঠকে যায় সন্তান, এতিম হয়ে অবজ্ঞার পাত্র হয়ে দ্বারে দ্বারে ঘুরে বেড়ায়..!
তাই ডিভোর্স দেওয়া আগে সন্তানদের মুখের দিকে তাকাবেন আর ভাববেন তাদের কি অবস্থা হবে। কার কাছে যাবে,কি খাবে,কোথায় থাকবে..?তাদের ভবিষ্যৎ কি হবে? বিশেষ করে মেয়েদের পক্ষ থেকে বেশি ডিভোর্স আসে..
আজ চট্টগ্রাম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ম এর প্রাঙ্গনে করুণ হৃদয় বিদারক দৃশ্যে, আদালতে এক ব্যক্তি তার ছোট ৩ সন্তানসহ খুব কান্না করছেন। কান্না করার কারণ জিজ্ঞেস করার পরও উনি তখন কোনো উত্তর দিচ্ছিলেন না ,একটু পরে উনার মেয়ে আব্বু, আব্বু বলে ডাকলে সাথে সাথেই উনি ফ্লোরে লুটিয়ে পড়ে।আমি আদালতের কর্মকর্তা ও আশেপাশের উপস্থিত লোকজন চোখে পানি ছিটিয়েও উনার কোনো সাঁড়াশব্দ পায়নি,পুরো শরীর অবশ হয়ে গেছে। তাড়াতাড়ি মেডিকেল পাঠানোর ব্যবস্থা করা হয়।
এরমধ্যে উনার আইনজীবী এসে পড়ে।আমার সহকর্মী আইনজীবী ভাই থেকে জানতে পারলাম উনার স্ত্রী উনাকে ডির্ভোস দিয়েছেন।স্ত্রীকে খুব ভালোবাসতেন।আজকে কাবিননামার টাকা আদালতে জমা দিতে এসেছেন।
(এক সাংবাদিক থেকে সংগৃহীত?)