একতা ব্লাড ডোনেট সামাজিক সংগঠন

  • Home
  • Bangladesh
  • Laksham
  • একতা ব্লাড ডোনেট সামাজিক সংগঠন

একতা ব্লাড ডোনেট সামাজিক সংগঠন মানবতার সেবাই আমাদের মুল লক্ষ্য
01894190770

একতা ব্লাড ডোনেট সামাজিক সংগঠন-এর উদ্যোগে শিক্ষার্থীদের মাধ্যমে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে। আমরা বিশ...
18/09/2025

একতা ব্লাড ডোনেট সামাজিক সংগঠন-এর উদ্যোগে শিক্ষার্থীদের মাধ্যমে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে। আমরা বিশ্বাস করি— সবার সম্মিলিত সচেতনতা-ই গড়ে তুলতে পারে সুন্দর ও আলোকিত সমাজ।”

শুভ জন্মদিন সহযোদ্ধা প্রিয় MD Sakhawat  ভাই খুবেই ভালো মনের মানুষ সব সময় অনেক দোয়া ও ভালোবাসা রইলো
17/09/2025

শুভ জন্মদিন সহযোদ্ধা প্রিয় MD Sakhawat ভাই
খুবেই ভালো মনের মানুষ
সব সময় অনেক দোয়া ও ভালোবাসা রইলো

যারা সেচ্ছায় র*ক্ত দান করার জন্য আগ্রহী নাম মোবাইল নাম্বার ঠিকানা ইনবক্সে দেওয়ার জন্য অনুরোধ রইলো
16/09/2025

যারা সেচ্ছায় র*ক্ত দান করার জন্য আগ্রহী
নাম মোবাইল নাম্বার ঠিকানা
ইনবক্সে দেওয়ার জন্য অনুরোধ রইলো

অহর বড়ই ফলটি ভিটামিনসমৃদ্ধ, শিশুরা খেতে পছন্দ করে বেশ। খেপ্পোপাড়া, রাঙামাটি, ১৫ সেপ্টেম্বর, ছবি: সুপ্রিয় চাকমা
15/09/2025

অহর বড়ই ফলটি ভিটামিনসমৃদ্ধ, শিশুরা খেতে পছন্দ করে বেশ। খেপ্পোপাড়া, রাঙামাটি, ১৫ সেপ্টেম্বর, ছবি: সুপ্রিয় চাকমা

"এই জরাজীর্ণ ঘরেই বসবাস করছে একটি অসহায় পরিবার।প্রতিদিনের কঠিন বাস্তবতা আর সংগ্রামের মধ্য দিয়েইতারা জীবনযাপন করছে।"
15/09/2025

"এই জরাজীর্ণ ঘরেই বসবাস করছে একটি অসহায় পরিবার।
প্রতিদিনের কঠিন বাস্তবতা আর সংগ্রামের মধ্য দিয়েই
তারা জীবনযাপন করছে।"

নোয়াখালীর সেনবাগ উপজেলার খাজুরিয়া গ্রামে এক প্রসূতি মা একসাথে ছয় সন্তানের জন্ম দেন। বাচ্চা এবং মা বাচ্ছা গুলা  ভালো আছ...
14/09/2025

নোয়াখালীর সেনবাগ উপজেলার খাজুরিয়া গ্রামে এক প্রসূতি মা একসাথে ছয় সন্তানের জন্ম দেন।

বাচ্চা এবং মা বাচ্ছা গুলা ভালো আছেন বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক।

সুবর্ণচরে দুই সপ্তাহ পর আবার শুরু হয়েছে খাল দখল উচ্ছেদ অভিযান। অভিযান চলছে চরক্লার্ক ইউনিয়নের ৩নং ওয়ার্ডে। বাংলাদেশ সেনা...
14/09/2025

সুবর্ণচরে দুই সপ্তাহ পর আবার শুরু হয়েছে খাল দখল উচ্ছেদ অভিযান। অভিযান চলছে চরক্লার্ক ইউনিয়নের ৩নং ওয়ার্ডে। বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় অভিযান পরিচালনা করছেন সহকারী কমিশনার (ভূমি)ছেনমং রাখাইন।

ফটো : সংগ্রহিত

ওকে সীতাকুন্ডে পাওয়া গিয়েছে, এই নাম্বারে 018 353 22425, যোগাযোগের জন্য অনুরোধ করা গেল,MD Piad নামের আইডি থেকে পোস্ট কর...
10/09/2025

ওকে সীতাকুন্ডে পাওয়া গিয়েছে, এই নাম্বারে 018 353 22425, যোগাযোগের জন্য অনুরোধ করা গেল,MD Piad নামের আইডি থেকে পোস্ট করা হলো, শ্রীপুরের কেউ থাকলে এই নাম্বারে একটু নক করেন

মানবতার ডাকে আমরা একত্রিত হয়েছি, গ্রামের কল্যাণে ছোট্ট কিছু কাজের মাধ্যমে ছড়িয়ে দিতে চাই ভালোবাসা ও আলোর বার্তা ইনশাআল্ল...
10/09/2025

মানবতার ডাকে আমরা একত্রিত হয়েছি,

গ্রামের কল্যাণে ছোট্ট কিছু কাজের মাধ্যমে ছড়িয়ে দিতে চাই ভালোবাসা ও আলোর বার্তা

ইনশাআল্লাহ, খুব শীঘ্রই গ্রামে কয়েকটি টিউবওয়েল স্থাপন করা হবে।"

টাকা দিয়ে ধনবান হওয়া যায়, কিন্তু মানবতা দিয়েই মহান হওয়া যায়।
10/09/2025

টাকা দিয়ে ধনবান হওয়া যায়, কিন্তু মানবতা দিয়েই মহান হওয়া যায়।

কখন কার মৃত্যু হবে কেউ জানেনা! ডাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে সাংবাদিক তরিকুল ইসলাম হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গ...
09/09/2025

কখন কার মৃত্যু হবে কেউ জানেনা!
ডাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে সাংবাদিক তরিকুল ইসলাম হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন ইন্না-লিল্লাহ......
আল্লাহ আপাক ভাইয়ের জীবনের ভুল গুলো ক্ষমা করে দেওক।

অজ্ঞান হয়ে দৌলতখান হাসপাতালে চিকিৎসাধীন!নাম- আমেনা, বাবার নাম বজলু এবং বাসার ঠিকানা দৌলতখান মিয়ার হাট বলছে।কেউ যদি চিনে ...
09/09/2025

অজ্ঞান হয়ে দৌলতখান হাসপাতালে চিকিৎসাধীন!
নাম- আমেনা, বাবার নাম বজলু এবং বাসার ঠিকানা দৌলতখান মিয়ার হাট বলছে।
কেউ যদি চিনে থাকেন তাহলে দৌলতখান হাসপাতাল যোগাযোগ করুন।

Address

Laksham
3732

Website

Alerts

Be the first to know and let us send you an email when একতা ব্লাড ডোনেট সামাজিক সংগঠন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share