একতা ব্লাড ডোনেট সামাজিক সংগঠন

  • Home
  • Bangladesh
  • Laksham
  • একতা ব্লাড ডোনেট সামাজিক সংগঠন

একতা ব্লাড ডোনেট সামাজিক সংগঠন মানবতার সেবাই আমাদের মুল লক্ষ্য
01894190770

25/07/2025

অতিরিক্ত জোয়ারের পানি

24/07/2025

আগামীকাল জুমার নামাজের পরে বিমান দূর্ঘটনা মৃত্যু বরন করা ও আহতদের জন্য। বিশেষ ভাবে দোয়ার অনুরোধ করছি।বাংলা দেশ মসজিদ মিশন।

24/07/2025

একজন মানুষিক ভারসাম্যহীন মানুষ কে সংঘঠনের পক্ষ থেকে ভালোবাসা দিলাম।




আপনি কোন সেচ্ছাসেবী সংগঠন এর সাথে যুক্ত আছেন আপনার সংগঠন এর গেঞ্জি পরা ছবি দেখতে চাই #স্বেচ্ছাসেবী_হিসেবে_গর্বিত #মানবতা...
24/07/2025

আপনি কোন সেচ্ছাসেবী সংগঠন এর সাথে যুক্ত আছেন আপনার সংগঠন এর গেঞ্জি পরা ছবি দেখতে চাই

#স্বেচ্ছাসেবী_হিসেবে_গর্বিত
#মানবতার_যোদ্ধা
#গর্বিত_স্বেচ্ছাসেবক
#আমার_সংগঠন_আমার_অভিমান
#ভালোবাসা_বিনা_স্বার্থে



“ধর্ম হোক আমাদের ভালোবাসা,আর জাত হোক শুধুই মানবতা।”❤️কারণ ভালোবাসা বিভাজন চেনে না, মানবতা কখনো দেয়াল তুলে না।আমরা এক হবো...
24/07/2025

“ধর্ম হোক আমাদের ভালোবাসা,
আর জাত হোক শুধুই মানবতা।”
❤️
কারণ ভালোবাসা বিভাজন চেনে না, মানবতা কখনো দেয়াল তুলে না।
আমরা এক হবো, একতাবদ্ধ হবো—
তবেই আমরা জয়ী হবো।


#ভালোবাসা_হোক_ধর্ম
#মানবতা_হোক_জাত
#একতাই_শক্তি
#মানবিকতা_সর্বোচ্চ
#আমরা_একই_মানুষ
#ভালোবাসার_বিজয়
#ভেদাভেদ_নয়_ভালোবাসা
#শান্তি_ও_সহানুভূতি
#জয়_হবে_মানবতার
#মানুষ_হতেই_হবে_মানবিক

📍 রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সআজ রামগতি উপজেলার ৩নং চর পোড়াগাছা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের এক সাহসিনী মা একটি বিরল বৈচ...
23/07/2025

📍 রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
আজ রামগতি উপজেলার ৩নং চর পোড়াগাছা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের এক সাহসিনী মা একটি বিরল বৈচিত্র্যের নবজাতকের জন্ম দিয়েছেন।

নবজাতকের শারীরিক গঠন স্বাভাবিক থেকে ভিন্ন, যা সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। মহান আল্লাহর অসীম কুদরতের এক নিদর্শন এই শিশুটি।

আসুন, আমরা সকলে এ নবজাতকের সুস্থতা এবং তার পরিবারের মানসিক শক্তির জন্য দোয়া করি।

---

#রামগতি_স্বাস্থ্যকমপ্লেক্স
#নবজাতক
#আল্লাহর_কুদরত
#মানবিকতা
#একটা_ব্লাড_ডোনেট_সামাজিক_সংগঠন

দুপুরে নিজের মেয়েকে দাফন করে জানাজা শেষে হাসপাতালে ফিরেছেন...আর রাতে একই মায়ের কোল খালি করে চলে গেল ছেলে!কি নিদারুণ বেদন...
23/07/2025

দুপুরে নিজের মেয়েকে দাফন করে জানাজা শেষে হাসপাতালে ফিরেছেন...
আর রাতে একই মায়ের কোল খালি করে চলে গেল ছেলে!

কি নিদারুণ বেদনার মুহূর্ত! এমন যন্ত্রণা ভাষায় প্রকাশ করার মতো না।
আল্লাহ! আপনি এই শোক সহ্য করার তৌফিক দিন।
আপনার রহমত ও সবর দান করুন শোকাহত পরিবারকে।
আমিন। 🤲🖤



#ইন্নালিল্লাহি #বেদনাদায়ক #আল্লাহরহমত #সবর #মৃত্যুইসত্য #শোকাহত #দোয়াপ্রার্থী #আল্লাহসহযোগীহোন #জান্নাতুলফিরদাউস #মায়েরশোক

লোকটির বাড়ি রামগতি বাজারের উত্তরে গরুকাটা গ্রাম আন্জিলন চৌকিদার বাড়ি রাসেলের পিতা রেজাউল।উনি মিশু গাড়ি দিয়ে যাত্রা পথে আ...
23/07/2025

লোকটির বাড়ি রামগতি বাজারের উত্তরে গরুকাটা গ্রাম আন্জিলন চৌকিদার বাড়ি রাসেলের পিতা রেজাউল।উনি মিশু গাড়ি দিয়ে যাত্রা পথে আজাদনগর কামাল পাশা মোড় অসুস্থ হয়ে পড়ে। উনার কাছে কারো মোবাইল নাম্বার নাই। কারো পরিচিত হলে ০১৭৪৪২৫৬৮৪১ এই নাম্বারে যোগাযোগ করুন।

🌸 একতা ব্লাড ডোনেট পরিবারের পক্ষ থেকে শুভকামনা ও দোয়া 🌸আমাদের সংগঠনের সম্মানিত সহ-সভাপতি  MD Rahim Hossen আল্লাহর ঘর বাই...
23/07/2025

🌸 একতা ব্লাড ডোনেট পরিবারের পক্ষ থেকে শুভকামনা ও দোয়া 🌸
আমাদের সংগঠনের সম্মানিত সহ-সভাপতি MD Rahim Hossen আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে ও পবিত্র ওমরা পালনের জন্য সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

আল্লাহ পাক তাঁর এই ইবাদত কবুল করুন, সুস্থভাবে সফর সম্পন্ন করে আমাদের মাঝে ফিরে আসার তৌফিক দিন।
আমিন।



#দোয়ায়_স্মরণ
#মানবতার_যাত্রা_অব্যাহত

23/07/2025

স্বেচ্ছাসেবীরা কতটা জরুরী তা দেশের যে কোন বিপদেই বারবার প্রমানিত হয়েছে,
তাই স্বেচ্ছাসেবীদের রাজনৈতিক ট্যাগ না লাগিয়ে সাপোর্ট করুন, উৎসাহ দিন।

স্বেচ্ছাসেবীরাই দেশের সব ধরনের বিপদে, দূর্যোগে, মহামারী, এবং সব ধরনের মানবিক কাজে অবদান রাখে। তারা তাদের ব্যক্তিগত জীবন,...
23/07/2025

স্বেচ্ছাসেবীরাই দেশের সব ধরনের বিপদে, দূর্যোগে, মহামারী, এবং সব ধরনের মানবিক কাজে অবদান রাখে। তারা তাদের ব্যক্তিগত জীবন, রাজনীতি, দল মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে নিঃস্বার্থভাবে মানবিক কাজে এগিয়ে আসে। মাঝে মাঝে আমি চিন্তা করি এইসব স্বেচ্ছাসেবী মানবিক মানুষ গুলো না থাকলে জানি কি হতো এইসব দুঃসময়ে! সত্যি অবাক হই আমি, কেউই কাউকে চিনেনা, অথচ এত বড় নিঃস্বার্থভাবে অবদান রাখতেছে।
দিন শেষে তারাই আসল দেশ প্রেমিক, তারাই সুখের আসল তৃপ্তি অনুভব করতে পারে।
তাই ছেলে মেয়েকে রাজনৈতিক নেতা না বানিয়ে একজন মানবিক মানুষ বানান তাহলে দেখবেন তারা বাবা-মা'কে কত সম্মান করে আর যত্ন নেয়। বৃদ্ধাশ্রম নামক স্থানের কথা আপনাদের চিন্তা করতে হবেনা।

22/07/2025

জীবনের শেষ হাসিটা হেসে বন্ধুটি শুধু একবার বলেছিল—
"আমি জানতাম বন্ধু, তুই ঠিকই আসবি... কিন্তু এভাবে কাঁদাতে আসবি ভাবিনি!" 😭
একটা বন্ধুত্ব যেখানে চোখের জলই শেষ কথা বলে যায়...



শেষবিদায়
#বন্ধু_চিরকাল
#ভালোবাসারবন্ধু
#বন্ধুত্ব_অমর
#শেষহাসি
#বন্ধুতোজীবন
#বন্ধুরঅভিমান
#চোখেরজল

Address

Laksham

Website

Alerts

Be the first to know and let us send you an email when একতা ব্লাড ডোনেট সামাজিক সংগঠন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share