
26/06/2025
“কুমিল্লা শহরের প্রাণকেন্দ্র জাঙ্গালিয়া ডিওএইচএস মাঠ ব্যবহার করে কুটির শিল্প ও বানিজ্য মেলা’২৫ নামে চলছে সরাসরি জুয়া খেলা। প্রশাসনের নাকের ডগায় প্রতিদিন কুমিল্লা’র গ্রাম-গঞ্জের হাজারো মধ্যবিত্ত, নিন্মবিত্তকে পথের ফকির করে তুলছে কথিত মেলা’টি৷ তবে প্রশাসনের নিরব ভূমিকা নিয়ে নানান প্রশ্ন! কেন, প্রশাসন মারাত্মক লেভেলের একটি জুয়া’র আসর নিয়ে নিরব ভূমিকা পালন করছেন!! লোভে পড়ে প্রতিদিনই দারিদ্র্য সীমায় বসবাস জনগোষ্ঠী তাদের উপার্জনের অংশ বিলিয়ে দিচ্ছে মেলায়।”