Life of Riya

Life of Riya Alhamdulliah For Everything ✨

ভ্লগ নাম্বার--১১৬লোকেশন -- কেন্দ্রীয় কারাগার 🖤
24/08/2025

ভ্লগ নাম্বার--১১৬
লোকেশন -- কেন্দ্রীয় কারাগার 🖤

ব্রেকিং- 🛑আগামীকাল থেকে মহাসড়কের পদুয়ার বাজার ইউটার্ন বন্ধ থাকবে। সকল যানবাহন সদর দক্ষিণ উপজেলার সামনে (দয়াপুর) ইউটার্ন ...
23/08/2025

ব্রেকিং- 🛑আগামীকাল থেকে মহাসড়কের পদুয়ার বাজার ইউটার্ন বন্ধ থাকবে। সকল যানবাহন সদর দক্ষিণ উপজেলার সামনে (দয়াপুর) ইউটার্ন করবে।

-দুর্ঘটনস্থল পরিদর্শন শেষে সেনা কর্মকর্তা, পুলিশ এবং সড়ক ও জনপথের কর্মকর্তারা।
নিরাপদ সড়ক আন্দোলন - নিসআ, কুমিল্লা জেলা।

লাকসাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহোদয়ের সদয় দৃষ্টি আকর্ষণপূর্বকমাননীয় মহোদয়,অতীব দুঃখের সাথে জানাচ্ছি যে, লাকসাম ...
16/08/2025

লাকসাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহোদয়ের সদয় দৃষ্টি আকর্ষণপূর্বক

মাননীয় মহোদয়,
অতীব দুঃখের সাথে জানাচ্ছি যে, লাকসাম পৌরসভা ৯ নং ওয়ার্ডের উত্তরকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় তলা বিশিষ্ট ভবনটি বর্তমানে মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ভবনের বিভিন্ন রুমে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে এবং এরই প্রেক্ষিতে গত ১৪/০৮/২০২৫ তারিখে একাংশ ভেঙে পড়ে ৮ম শ্রেণির ছাত্রী মুক্তা আক্তার গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে।

আমি বিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র ও এলাকার স্থায়ী বাসিন্দা হিসেবে বিনীতভাবে উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। ঝুঁকিপূর্ণ এ ভবনে শিশুদের প্রাণহানি রোধে অবিলম্বে বিদ্যালয়টি পরিদর্শন করে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা জরুরি। পাশাপাশি এ ভবনে সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করার অনুরোধ জানাচ্ছি।

অতএব, মহোদয়ের প্রতি বিশেষভাবে অনুরোধ—শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে আমাদের এ জনপদের ভবিষ্যৎ প্রজন্মকে ঝুঁকিমুক্ত রাখবেন।

……!!!Collected

অভিনয়ের জন‍্য নারী সেরা রে 🤣🧚🏻
10/08/2025

অভিনয়ের জন‍্য নারী সেরা রে 🤣🧚🏻

05/08/2025

আজ ঐতিহাসিক ৫ আগস্ট 🩵সুন্দর হোক আমাদের দেশ চিরজীবি হোক বাংলাদেশ 🇧🇩

30/07/2025

মাত্র সাড়ে ৬ মাসে পবিত্র কোরআনের হাফেজ হলেন ৯ বছরের শিশু বাগেরহাটের আবদুর রহমান।

ফেসবুক থেকে আমি নাকি লক্ষ লক্ষ টাকা ইনকাম করছি নে তোদের দিয়ে দিলাম 🤡🙂🦶🏻
30/07/2025

ফেসবুক থেকে আমি নাকি লক্ষ লক্ষ টাকা ইনকাম করছি নে তোদের দিয়ে দিলাম 🤡🙂🦶🏻

Address

Laksham
Laksham
735

Website

Alerts

Be the first to know and let us send you an email when Life of Riya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share