মাদরাসা-ই-ইশা'আতুল উলূম লুধুয়া রায়পুর লক্ষীপুর

  • Home
  • Bangladesh
  • Laksham
  • মাদরাসা-ই-ইশা'আতুল উলূম লুধুয়া রায়পুর লক্ষীপুর

মাদরাসা-ই-ইশা'আতুল উলূম লুধুয়া রায়পুর লক্ষীপুর Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from মাদরাসা-ই-ইশা'আতুল উলূম লুধুয়া রায়পুর লক্ষীপুর, Publisher, Laksham.

05/07/2025

আশুরার রোজার ফজিলত
عَنْ أَبِي قَتَادَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صِيَامُ يَوْمِ عَاشُورَاءَ إِنِّي أَحْتَسِبُ عَلَى اللهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ

আবু কাতাদা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ আশুরার দিনের সাওম পালন দ্বারা আমি আল্লাহর নিকট বিগত বছরের গুনাহ সমূহ ক্ষমার প্রত্যাশা রাখি। ইবনে মাজাহ ১৭৩৮

01/07/2025
01/07/2025

লুধুয়া মাদ্রাসার দারুল ইফতা

01/07/2025

সুরা হাশরের শেষ তিন আয়াতের ফজিলত
(সত্তর হাজার ফেরেশতার ক্ষমাপ্রার্থনা ও শাহাদাতের মর্যাদা লাভের আমল) اَعُوْذُ بِاللهِ السَّمِيْعِ الْـعَلِيْمِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ(তিনবার)
এরপর ১বার বিসমিল্লাহির রহমানির রহীম পড়েসূরা হাশরের শেষ ৩ আয়াত: (১বার) পড়া
هُوَ اللهُ الَّذِيْ لَاۤ اِلٰهَ إِلَّا هُوَج عَالِمُ الْغَيْبِ وَالشَّهَادَةِ هُوَ الرَّحْمٰنُ الرَّحِيْمُ هُوَ اللهُ الَّذِيْ لَاۤ اِلٰهَ إِلَّا هُوَج اَلْمَلِكُ الْقُدُّوْسُ السَّلَامُ الْمُؤْمِنُ الْمُهَيْمِنُ الْعَزِيْزُ الْجَبَّارُ الْمُتَكَبِّرُ سُبْحَانَ اللهِ عَمَّا يُشْرِكُوْنَ هُوَ اللهُ الْخَالِقُ الْبَارِئُ الْمُصَوِّرُ لَهُ الْأَسْمَآءُ الْحُسْنٰى يُسَبِّحُ لَهٗ مَا فِي السَّمٰوٰتِ وَالْأَرْضِ وَهُوَ الْعَزِيْزُالْحَكِيْمُ
অর্থ: তিনিই আল্লাহ, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, তিনি দৃশ্য-অদৃশ্যের জ্ঞানী; তিনিই পরম করুণাময়, অতিশয় দয়ালু। তিনিই আল্লাহ, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, তিনিই বাদশাহ্, মহাপবিত্র, শান্তিদাতা, নিরাপত্তাদানকারী, রক্ষক, মহাপরাক্রমশালী, মহাপ্রতাপশালী, অতীব মহিমান্বিত, তারা যা শরীক করে তা হতে আল্লাহ পবিত্র। তিনিই আল্লাহ, ¯্রষ্টা, উদ্ভাবক, আকৃতিদানকারী, তাঁর রয়েছে সুন্দরতম নামসমূহ; আসমান ও জমিনে যা আছে সবই তাঁর মহিমা ঘোষণা করে। তিনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়।

ফযীলত: যে ব্যক্তি সকালে তিনবার আ‘উ-যু বিল্লা-হিস্ সামী-‘ইল ‘আলী-মি মিনাশ্ শাইত্ব-নির রজী-ম, পাঠ করার পর সূরা হাশরের শেষ তিন আয়াত পাঠ করবে তার জন্য সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরেশতা গুনাহ মাফের দু‘আ করবে। আবার সন্ধ্যায় পাঠ করলে সকাল পর্যন্ত সত্তর হাজার ফেরেশতা গুনাহ মাফের দু‘আ করবে এবং সে ঐ দিন মারা গেলে শাহাদাতের মর্যাদা লাভ করবে। (সুনানে তিরমিযী, হাদীস: ২৯২২)

মাদরাসা-ই-ইশা'আতুল লুুধুয়ার দারুল ইফতা (এক বছর মেয়াদী ফতোয়া বিভাগ)
29/06/2025

মাদরাসা-ই-ইশা'আতুল লুুধুয়ার দারুল ইফতা (এক বছর মেয়াদী ফতোয়া বিভাগ)

27/06/2025

এক নজরে লুধুয়া মাদ্রাসা ও তারানায়ে হাফেজ্জী

13/06/2025

ইনশাআল্লাহ লুধুয়া মাদ্রাসা আগামী সোমবার খোলা, মাগরিবের পর্বে সকল ছাত্র শিক্ষকদের উপস্থিত হতে হবে,

আলহামদুলিল্লাহ লুধুয়া মাদ্রাসার দারুল কোরআন ভবনের থাই ও কাটিং ওয়ালের কাজ সম্পন্ন হয়েছে।
11/06/2025

আলহামদুলিল্লাহ লুধুয়া মাদ্রাসার দারুল কোরআন ভবনের থাই ও কাটিং ওয়ালের কাজ সম্পন্ন হয়েছে।

05/06/2025

ইনশাআল্লাহ লুধুয়া মাদ্রাসার ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আযহার নামাজ সকাল ৬:৪৫ {ছয়টা পয়তাল্লিশ} মিনিটে অনুষ্ঠিত হবে।

Address

Laksham

Website

Alerts

Be the first to know and let us send you an email when মাদরাসা-ই-ইশা'আতুল উলূম লুধুয়া রায়পুর লক্ষীপুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category