
02/09/2025
ছাত্র জীবনে যারা ডিবেটে অংশগ্রহণ করে, কর্ম জীবন তাদের স্মুথ হয়ে যায়, নিজ কর্মভিজ্ঞতা থেকে বলছি,
ছাত্র শিবিরের ছেলেদের দেখলে একটা ঊদাহরণ পাবেন তারা কি চমৎকার স্পীচ দেয় তাদের বেশিরভাগই ব্যাকগ্রাউন্ড ডিবেটে জয়ী,
কর্ম জীবনে জড়তা নিয়ে খুব বেশি আগানো যায় না, কর্ম নিয়ে অনেকে লজ্জায় বলতে পারে না কাজের দরকার, নেটওয়ার্ক বাড়াতে পারে না, মানুষের সাথে কানেক্টেড হতে পারে না কিন্তু ডিবেট ব্যাকগ্রাউন্ড যাদের আছে তারা এ ব্যাপারে খুবই চঞ্চল, স্মার্ট ডিল করে, বিশেষ করে আপনি যখন প্রবাসে নিজের কাজ নিজে খুঁজে নেয়ার দায়িত্ব নেন তখন সবার সাথে কানেক্টেড হওয়া, নেটওয়ার্ক বাড়ানো, কাজের জন্য কথা বলা, কাজে গিয়ে স্মার্টভাবে নিজের দক্ষতা প্রমাণ করার জন্য বেশ কাজে দেয়,
বর্তমান বিশ্বে কাজের কম্পিটিশন বেশি, স্মার্টনেস না হলে এ বাজারে টেকা মুশকিল॥
অনেকে দারুণ প্রতিভাবান হয়েও নিজেকে মেলে ধরতে পারেন না জড়তার অভাবে॥
যারা স্কুল কলেজে আছেন, এ জড়তা কাটিয়ে ওঠার চেষ্টা করুন, ভবিষ্যত সুন্দর হবে, ডিবেট ক্লাসে মনোযোগী হন,
বাংলাদেশের অল রাউন্ডার সাকিব ও এক সময় আফসোসের সাথে এ বিষয়টি ঊল্লেখ করেছিলেন,
ডিবেট ক্লাস কর্মক্ষেত্রে অনেক সুফল বয়ে আনে, যারা সহজে যে কারো সাথে নিজেকে মিশিয়ে নিতে পারে, কানেক্টিভিটি বাড়াতে পারে, তাদের পথ চলা সহজ হয়ে যায়,
প্রবাসে একা একা আগানো যায় না, অনেক কষ্ট, সবার অল্প অল্প সহযোগিতায়ই এগিয়ে যেতে হয়।
সফলতা ছাড়া পুরুষের দাম নেই, সৎ পরিশ্রমে হালাল উপার্জনের টাকায় সফলতা আনে, নারীর স্বপ্নে রাজা আসে, ফ*কির নয়॥💙🥰
-দোহা,কাতার।
মাহবুব।