28/09/2025
যারা কাতারে আছেন কখনো দোহায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসে যান নি, পাসপোর্ট রিনিঊ কিংবা জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত বিষয় নিয়ে, আজকে পাসপোর্ট সংক্রান্ত বিষয় নিয়ে তুলে ধরছি॥
আগের তুলনায় দূতাবাসের সেবার মান ঊন্নতসহ অনেক সহজতর ও অল্প সময়ে সেবা পাওয়া যাচ্ছে,
পাসপোর্টের সংশোধন ও রিনিঊ কিংবা ই পাসপোর্ট করতে সর্বপ্রথম অনলাইনে এপয়েন্টমেন্ট নিন, যেকোনো নিকটস্থ টাইপিং সেন্টারে গিয়ে করতে পারবেন, আপনার জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট কপি, আইডি সাথে নিয়ে গেলেই টাইপিং সেন্টার থেকে এপয়েন্টমেন্ট নিয়ে দিবে, ২০-৩০ রিয়াল নিতে পারে স্থান অনুযায়ী ভিন্নতা থাকতে পারে,
নরমাল ডেট না পেলে এক্সপ্রেস নিতে পারেন এ ক্ষেত্রে ৫/১০ বছর যেভাবে চান সে অনুযায়ী এপয়েন্টমেন্ট নিয়ে দিবে, পাসপোর্ট নবায়ন ফি কমেন্ট বক্সে দিয়ে দিবো।
এপয়েন্টমেন্টের তারিখ অনুযায়ী সেখানে অর্জিনাল পাসপোর্ট ও টাইপিং সেন্টার থেকে দেয়া ফাইল নিয়ে চলে যাবেন দূতাবাসে।
আগের মতো ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয় না কিংবা ভোরে ভোরে গিয়ে ও বসে থাকতে হবে না,
এপেয়ন্টমেন্ট তারিখ অনুযায়ী সময়ের ১০-১৫ মিনিট আগে গেলেই চলবে, যেমনঃ ৯ টায় এপয়েন্টমেন্ট থাকলে ৮ঃ৪৫ এ গেলেই চলবে, নির্দিষ্ট সময়ের আগে ফাইল নেয় না, আগে গেলে গিয়ে বসে থাকা লাগবে,
দূতাবাস ৭ঃ৩০-১৫ঃ৩০ পর্যন্ত খোলা থাকে, গেইট দিয়ে ঢুকতেই বাম পাশে ২ নং কাউন্টারে ফাইল দেখাবেন সেখানে ১৫-১৭ সাইন করে দিবে, এটা চেকিং না করলে পুনরায় আসতে হবে, ভিতরে গিয়ে ১৫নং কক্ষে সামনে অবস্থান করে নির্দিষ্ট সময়ে ফাইল জমা দিয়ে ১৫-২০ মিনিট অপেক্ষার পর যদি আপনার অনলাইনে জন্ম নিবন্ধন কিংবা এন আইডি আপডেট থাকে তাহলে approved সাইনিং স্টাম্পিং করে ১৭ নং কক্ষে গিয়ে ফি জমা দিতে হবে, পেমেন্ট ক্যাশ নিয়ে যাবেন, কার্ড অনেক সময় কাজ করে না, ভোগান্তি তে পড়বেন, লেবার প্রফেশনে ১০ বছরের রেগুলার ২০৫ রিয়াল, এক্সপ্রেস ৩০৫ রিয়াল, টাইপিং সেন্টার থেকে এপয়েন্টমেন্ট নেয়ার সময় নিশ্চিত হয়ে নিবেন।
ফি প্রদানের পর ২৫ নং কক্ষে গিয়ে ছবি তুলতে হবে, তার আগে একটি ফর্ম পাসপোর্টের তথ্য অনুযায়ী পূরণ করতে হবে, ছবি, ১০ আঙুলের ফিঙ্গারপ্রিন্ট, প্রথমে ৪ আঙুল করে দু হাতের পরবর্তী কে বৃদ্ধাঙ্গুলি দুহাতের এক সাথে করে ফিঙ্গারপ্রিন্ট ও চোখের ছবি তুলবে,
এটি সম্পন্ন হলে অর্জিনাল পাসপোর্ট ও রিসিভিং কপি দিবে সেটি পূণরায় যাচাই করলেই কাজ শেষ॥
ঊল্লেখিত তারিখে যোগাযোগ করে পাসপোর্ট নিতে পারেন অন্যথায় অনলাইনে আপডেট চেক করতে পারেন,
পাসপোর্ট সংশোধনী তথ্য এপয়েন্টমেন্ট নেয়ার সময় টাইপিং সেন্টারে ঊল্লেখ করে দিবেন,
আপনার জন্ম নিবন্ধন/জাতীয় পরিচয়পত্র অনলাইনে থাকতে হবে॥
ধন্যবাদ, ভালো লাগলে শেয়ার করে সবাই কে জানিয়ে দিন। 💙