Mahbub

Mahbub Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mahbub, Video Creator, 913, Laksham.

খুঁজে দেখো, পাবে আমায়, আমি সেই চিরচেনা। 💙

Welcome to my page. আমি কাতার প্রবাসী॥ কাতারের সৌন্দর্য্যসহ লাইফ স্টাইল ও আপডেট জানতে সঙ্গে থাকুন॥ আপনাদের ভালোবাসাই আমার অনুপ্রেরণা ও অদম্য পথ চলা॥ আল্লাহ মহান॥ এক আল্লাহর প্রতিনিধিত্বে করতেই পৃথিবীতে আসা। 🥰

ছাত্র জীবনে যারা ডিবেটে অংশগ্রহণ করে, কর্ম জীবন তাদের স্মুথ হয়ে যায়, নিজ কর্মভিজ্ঞতা থেকে বলছি,ছাত্র শিবিরের ছেলেদের দে...
02/09/2025

ছাত্র জীবনে যারা ডিবেটে অংশগ্রহণ করে, কর্ম জীবন তাদের স্মুথ হয়ে যায়, নিজ কর্মভিজ্ঞতা থেকে বলছি,
ছাত্র শিবিরের ছেলেদের দেখলে একটা ঊদাহরণ পাবেন তারা কি চমৎকার স্পীচ দেয় তাদের বেশিরভাগই ব্যাকগ্রাউন্ড ডিবেটে জয়ী,
কর্ম জীবনে জড়তা নিয়ে খুব বেশি আগানো যায় না, কর্ম নিয়ে অনেকে লজ্জায় বলতে পারে না কাজের দরকার, নেটওয়ার্ক বাড়াতে পারে না, মানুষের সাথে কানেক্টেড হতে পারে না কিন্তু ডিবেট ব্যাকগ্রাউন্ড যাদের আছে তারা এ ব্যাপারে খুবই চঞ্চল, স্মার্ট ডিল করে, বিশেষ করে আপনি যখন প্রবাসে নিজের কাজ নিজে খুঁজে নেয়ার দায়িত্ব নেন তখন সবার সাথে কানেক্টেড হওয়া, নেটওয়ার্ক বাড়ানো, কাজের জন্য কথা বলা, কাজে গিয়ে স্মার্টভাবে নিজের দক্ষতা প্রমাণ করার জন্য বেশ কাজে দেয়,
বর্তমান বিশ্বে কাজের কম্পিটিশন বেশি, স্মার্টনেস না হলে এ বাজারে টেকা মুশকিল॥
অনেকে দারুণ প্রতিভাবান হয়েও নিজেকে মেলে ধরতে পারেন না জড়তার অভাবে॥
যারা স্কুল কলেজে আছেন, এ জড়তা কাটিয়ে ওঠার চেষ্টা করুন, ভবিষ্যত সুন্দর হবে, ডিবেট ক্লাসে মনোযোগী হন,
বাংলাদেশের অল রাউন্ডার সাকিব ও এক সময় আফসোসের সাথে এ বিষয়টি ঊল্লেখ করেছিলেন,

ডিবেট ক্লাস কর্মক্ষেত্রে অনেক সুফল বয়ে আনে, যারা সহজে যে কারো সাথে নিজেকে মিশিয়ে নিতে পারে, কানেক্টিভিটি বাড়াতে পারে, তাদের পথ চলা সহজ হয়ে যায়,

প্রবাসে একা একা আগানো যায় না, অনেক কষ্ট, সবার অল্প অল্প সহযোগিতায়ই এগিয়ে যেতে হয়।

সফলতা ছাড়া পুরুষের দাম নেই, সৎ পরিশ্রমে হালাল উপার্জনের টাকায় সফলতা আনে, নারীর স্বপ্নে রাজা আসে, ফ*কির নয়॥💙🥰

-দোহা,কাতার।
মাহবুব।

02/09/2025

ভি*ক্ষা করা যাদের স্বভাব,
তাদের মাঝে ঐ*ক্যের অভাব।

02/09/2025

প্রবাসী রা যা মুরগি খায়, শিয়াল ও এতো মুরগি খায় না 😂

02/09/2025

কাতারের সবচেয়ে বড় water park যেখানটায় থাকে ফ্রি এন্ট্রি…😱🥰

01/09/2025

কাতারে ফ্রি ভিসায় আসলে দেখবেন…😂

01/09/2025

আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ।
ইনশাআল্লাহ 💪💙

যেহেতু প্রবাসে আছি, একটা দল পরিচালনা করলে কেমন হয়? ডিরেকশন ইমুতেই দিলাম, কোন মার্কা হলে ভালো হয়? সবার মতামত চাই 😁
01/09/2025

যেহেতু প্রবাসে আছি, একটা দল পরিচালনা করলে কেমন হয়? ডিরেকশন ইমুতেই দিলাম, কোন মার্কা হলে ভালো হয়? সবার মতামত চাই 😁

ইতালিতে এক প্রবাসী বন্ধুর ইনকাম, এ ইঊরোর জন্য সাগর পাড়ি দেয়াও কোনো ব্যাপার না॥ 😁
01/09/2025

ইতালিতে এক প্রবাসী বন্ধুর ইনকাম, এ ইঊরোর জন্য সাগর পাড়ি দেয়াও কোনো ব্যাপার না॥ 😁

01/09/2025

চীনের সহায়তায় আজকের মালেশিয়া ঊন্নত দেশ,
বাংলাদেশ সহায়তা নেয় ভারত থেকে, বন্যার সময় বৃষ্টির পানি ছাড়া আর কোনো সহযোগিতা আজ পর্যন্ত পায়নি, তা বলে ভারতের গো*লা*মী করবে 😂

দেশের প্রকৃত মালিক যদি জনগণ হয় তাহলে সংবিধান পরিবর্তন কোন দল মানলো না, তাতে কার কি আসে যায়? পরিবর্তনের জন্যই বিপ্ল*ব,আ...
01/09/2025

দেশের প্রকৃত মালিক যদি জনগণ হয় তাহলে সংবিধান পরিবর্তন কোন দল মানলো না, তাতে কার কি আসে যায়? পরিবর্তনের জন্যই বিপ্ল*ব,
আমরা নতুন বাংলাদেশ চাই।
ড. ইঊনুস তা করতে ব্যর্থ হলে যে পারবে তাকে নিয়ে আসুন॥
৫৪ বছরের চে*তনা ব্যবসা বন্ধ করুন, আমরা একটি সভ্য দেশ চাই, সৎ নেতৃত্ব চাই, পুরাতন লু*ট পা*টের নেতৃত্ব এ দেশে আর চাই না,
যে নিজে মোবাইল ব্যবহার করতে নাতির সাহায্য নিতে হয় এমন মন্ত্রীর প্রয়োজন নেই, সংসদে যাবে সুশিক্ষিত, সৎ নেতৃত্বের মানুষ॥ ব*স্তা পঁ*চা ফাইট্টা যায় গান গাওয়া কোনো নেতৃত্ব সংসদের মতো পবিত্র জায়গায় স্থান যেনো না পায়,
প্লট ভি*ক্ষা চাওয়া কোনো তেল*বা*জ ও যেনো সংসদে স্থান না পায়,

আমরা এমন সমাজে বাস করছি যে ছেলেটা লুকিয়ে লুকিয়ে নী*ল ছবি দেখে সেও হুজুরদের দোষ খুঁজে বেড়ায়, আর সে ভাব নেয় আসমান থেকে...
01/09/2025

আমরা এমন সমাজে বাস করছি যে ছেলেটা লুকিয়ে লুকিয়ে নী*ল ছবি দেখে সেও হুজুরদের দোষ খুঁজে বেড়ায়, আর সে ভাব নেয় আসমান থেকে নেমে আসা ফেরেশতা সে 😁

বিশ্ববিদ্যালয়ে দুকলম পড়ে বলে, হুজুর দের এ দেশে অবদান কি?

হুজুরদের আপনি - আমি সুযোগ দিয়েছি কখনো? শি*ক্ষিত সমাজের ম্যাজরিটির এ দেশে অবদান দু*র্নীতি করা, বিদেশে টাকা পা চা*র করে বিদেশে সিটিজেন নেয়া, এই ছাড়া অবদান কি?

মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার দুর্বলতা আছে বর্তমান বিশ্বের সাথে কম্পেয়ারিং করতে গেলে কিন্তু দুনিয়া চিরস্থায়ী নয়, হুজুর দের অবদান হচ্ছে আপনার পিতা- মাতার বিবাহ বৈধ পড়িয়ে পৃথিবীতে আপনাকে বৈধ সন্তান হিসেবে আসার সুযোগ করে দেয়া,
আপনি যখন পৃথিবী থেকে বিদায় নিবেন শেষ জানাযা টা ও হুজুরদেরই লাগে॥
এগুলোর গুরুত্ব তাদের কাছে নেই যারা দুনিয়ার জীবন কেই মনে করে শ্রেষ্ঠ॥

এ দেশে হুজুরদের সুযোগ দিলে নেতৃত্বে নিয়ে আসলে আপনার অসৎ উদ্দেশ্য বাস্তবায়ন হবে না এটাই হচ্ছে বাস্তব সত্য, হুজুরদের দোষ খোঁজা তো বাহানা মাত্র॥

বাংলাদেশের নেয়ামত শায়েখ আহমাদুল্লাহ হাফিজাহুল্লাহ আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে সরকার যে কাজ করার কথা ছিলো তা তিনি এ জাতির জন্য করে যাচ্ছেন,

সুশীল সমাজের একজন আছেন এমন কোনো প্রতিষ্ঠান গড়েছেন?

আলেমদের ভুল ত্রুটি থাকবে, তারাও মানুষ, ভুল টা অবশ্যই বর্জনীয়, কিন্তু যারা ভালো আলেম তাদের কখনোই অবজ্ঞা করার সুযোগ নেই, আপনি আমি কেউ ই ভুলের ঊর্ধ্বে নই, সে জন্য আমরা মানুষ॥

যে ভুল করে ক্ষমা চায় সে মানুষ, যে ভুলের ঊপর অটল থাকে সে শ*য়তান, ক্ষমা চাইতে অনেক সাহস লাগে, বহু ক্ষমতাধর ভুল করে ক্ষমা না চাওয়ার কারণে বিলীন হয়ে গেছে॥

আলেম ঊলামাদের তাদের নিজস্ব কৃতিত্ব নয় বরং আল্লাহর জন্য তাদের ভালোবাসি।💙

কাতারে যাদের কাজ নেই তারা এখানে কমেন্ট করুন, যাদের সন্ধানে কাজ আছে , কাজ করে টাকা দিবে এমন কাজের সন্ধান থাকলে আপনারা ও ক...
31/08/2025

কাতারে যাদের কাজ নেই তারা এখানে কমেন্ট করুন, যাদের সন্ধানে কাজ আছে , কাজ করে টাকা দিবে এমন কাজের সন্ধান থাকলে আপনারা ও কমেন্ট করেন, আমরা একে অপরের পাশে দাঁড়াই,
আমার জানা মতে, ভালো কাজের সন্ধান নেই, নিজেই বেশি ব্যস্ত হয়ে গেছি কাজের চাপে তাই সুযোগ পাচ্ছি না,
কাতার প্রবাসী অনেকেই যুক্ত আছেন দয়া করে যাদের কাছে কাজের সন্ধান আছে অন্যের সহযোগিতায় অনন্ত একটি ভালো কাজ পরবর্তী জীবনের সদকা হিসেবে জমা করুন॥
আশা করি আপনাদের রেসপন্স পাবো।🙂

Address

913
Laksham
3570

Telephone

+8801689123416

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mahbub posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mahbub:

Share

Category