02/04/2025
ইশারায় অভিমান দেখো,দুচোখে প্রেম দেখো না,
এই তো আমি এসেছি,তোমার হতে। আমায় বুকে টেনে নিবে না, কতকাল বুক ভরা শূন্যতা নিয়ে আমি পাগল প্রায়,এ বুকে মাথা রাখবে না,সমস্ত অধিকার দখল করে,আমায় ভালোবাসি বলবে না?