16/07/2025
হর হর মহাদেব 🙏🌸
বলা হয় শ্রাবণ মাস মহাদেবের প্রিয় একটি মাস। 🙏কারণঃ
পৌরাণিক কাহিনী অনুসারে, কঠোর তপস্যার পর মহাদেবকে স্বামী হিসেবে লাভ করেন মাতা পার্বতী। আর পার্বতীর সাধনায় তুষ্ট হয়ে শেষ পর্যন্ত মহাদেব তাঁকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে সম্মত হন। কথিত আছে, বিবাহের পর শ্রাবণ মাসেই প্রথমবার শ্বশুরবাড়িতে এসেছিলেন মহাদেব। সেই প্রথমবার তাঁর মর্ত্যলোকে আগমন। সেই সময় লক্ষ লক্ষ নারী পুরুষ তাঁকে স্বাগত জানাতে আসেন। এর ফলে প্রসন্ন হন মহাদেব এবং সেখানে উপস্থিত সবাইকে আশীর্বাদ করেন দেবাদিদেব মহাদেব। সেই প্রাচীন বিশ্বাস থেকেই মনে করা হয় যে, প্রতি বছর শ্রাবণ মাসে মর্ত্যলোকে নেমে আসেন মহাদেব। তাই শ্রাবণে যাঁরা দেবাদিদেব মহাদেবের আরাধনা করেন, তাঁদের উপর মহাদেব প্রসন্ন হয়ে আশীর্বাদ দেন এবং এই সময় বহু দূর-দূরান্ত থেকে অগণিত ভক্তপ্রাণ মানুষ বাঁকে কলসী ঝুলিয়ে বিভিন্ন শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গে অর্পণ করলে অত্যন্ত প্রসন্ন হন দেবাদিদেব।
হর হর মহাদেব
゚viralfbreelsfypシ゚viral