11/07/2025
বিসিএস লিখিত প্রস্তুতি :
অনুবাদ ও ট্রান্সলেশন:
আমার কাছে বরাবরই বিসিএস-এর সবচেয়ে আন্ডাররেটেড ও কম ফোকাস দেয়া পার্ট বলে মনে হয়েছে এই সেগমেন্টকে৷ আমরা অন্যান্য সেগমেন্ট ও পার্ট নিয়ে যতটা হাইপ উঠাই ও ফোকাস দেই তার অর্ধেকও দিতে দেখিনা এই পার্টে।
এখানে গুণে গুণে সর্বসাকুল্যে ৬৫ মার্কস। যদি সুন্দরমতো প্র্যাকটিস করা যায় ও নিয়মিত চর্চা করা যায় তবে এখানে প্রচুর মার্ক ওঠানো সম্ভব বলে আমার মনে হয়েছে৷
ব্যক্তিগতভাবে, প্রস্তুতি কালীন প্রতিদিন সন্ধ্যায় আমি প্রথম আলোর সম্পাদকীয় ও ডেইলি স্টারের সম্পাদকীয় হতে এক পৃষ্ঠা করে অনুবাদ ও ট্রান্সলেশন চর্চা করতাম। রেফারেন্স হিসেবে আমি ব্যবহার করতাম মহিদ'স এর মাসিক সাময়িকী টা।
এতে যে এক ঢিলে ঠিক কতগুলো পাখি মারা হতো তা আসলে বলে শেষ করা যাবে না।
-আপনার অনুবাদের চর্চা হয়ে যাচ্ছে।
-সম্পাদকীয় টাও পড়া হয়ে যাচ্ছে৷।
-বাংলা ও ইংরেজী উভয় ভাষায় একটা লেখা কীভাবে লিখতে হয় তা জানতে পারছেন।
-পত্রিকায় বহুল ব্যবহৃত শব্দগুলো (বাংলা ও ইংরেজী) প্রতিনিয়ত আপনার চর্চার মধ্যে থেকে যাচ্ছে।
-সর্বোপরি, আপনার লেখার হাত পোক্ত হচ্ছে।
আমি অনুবাদের ক্ষেত্রে সবসময় রাফ করতাম। তারপর একদম ফ্রেশভাবে একটা পৃষ্ঠায় তুলে ধরতাম ফাইনাল অনুবাদটা। আমার মনে হয় এভাবে শিক্ষকের কাছে খাতাটার প্রতি একটা পজিটিভ দৃষ্টিকোণ ক্রিয়েট করা সম্ভব৷
অনুবাদের ক্ষেত্রে আক্ষরিক অনুবাদ না করে সাবলীল ভাষায় প্রদত্ত প্যাসেজের মূল ভাবটা যেন ঠিক থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে৷ প্রত্যেকটি বাংলা বা ইংরেজী শব্দের ক্ষেত্রে অনেকগুলো শব্দ থাকে যা সিলেক্ট করা যায়। তবে, প্যাসেজের ভাব বুঝে সঠিক শব্দ টা সিলেক্ট করা খুব গুরুত্বপূর্ণ।
আমরা যদি ৪৪ তম বিসিএস এর ইংরেজী অনুবাদটার দিকে তাকাই, পৌরাণিক বিভিন্ন শব্দ দেয়া ছিল সেখানে। সেটায় কাটাকাটি বা ঘষামাজা হবেই। "বেদ, উপনিষদ, মহাভারত" কিছুটা আনকমন শব্দ ছিল যার যথোপযুক্ত ইংরেজী শব্দ চট করে আপনার মাথায় এক্সাম সেন্টারে আসবেনা। চর্চায় থাকলেই কেবল একটি কাটাকাটিমুক্ত খাতা আপনার পক্ষে তুলে ধরা সম্ভব।
এখন আপনি যদি রাফ করে একটা ফ্রেশ অনুবাদ শিক্ষকের সামনে তুলে ধরতে পারেন তবে সেটাই হতে পারে আপনার জন্য ট্রাম্প কার্ড।
ক্ষুদ্র জ্ঞানে নিজের অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করলাম। যদি একজনেরও উপকারে আসে তবে নিজেকে ধন্য মনে করব। ভুল ত্রুটি মার্জনীয়।
রিজভী আহমেদ অনিক
বিসিএস পুলিশ (সুপারিশ প্রাপ্ত)
মেধা ক্রম -০২
৪৪ তম বিসিএস