Voice of Laksam

Voice of Laksam সত্য ও ন্যায়ের পথে অবিচল ধারা

13/07/2025

লাকসামে ভালো মোবাইলের কাজ শেখায় কোথায় জানাবেন।

ধন্যবাদ

13/07/2025

যে কৌশলগুলো কাজে লাগিয়ে বিসিএস প্রশাসন ক্যাডারে ১ম হলেন ফরহাদ 🎯

তিনি জানালেন, ৪১ ও ৪৩তম বিসিএসের ভুল থেকে অর্জিত শিক্ষাই আমাকে ৪৪তম বিসিএসে ভালো করতে সহায়ক হয়েছে। যেমন—

ক. লিখিত পরীক্ষায় কোনো প্রশ্নের উত্তর না জানলে সেটি এড়িয়ে গেছি। যেমন—৪৪তম বিসিএসে বিজ্ঞানের একটা প্রশ্ন ছিল ‘পুরো বায়ুমণ্ডলের ভর কত?’। এখানে ভর না জেনে কিছু লিখলে ভুল হবে।

সময়ও নষ্ট হবে।
খ. সংবিধান থেকে আসা প্রশ্নের উত্তরে সংশ্লিষ্ট অনুচ্ছেদ জানা না থাকলে প্রশ্ন এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছি। যেমন—৪৪তম বিসিএসে একটা প্রশ্ন এসেছিল ‘হাইকোর্টের বিচারক অপসারণের প্রক্রিয়া’ সম্পর্কে। আমি অনুচ্ছেদটি মনে করতে পারিনি বলে উত্তর দিইনি।

গ. অতিরিক্ত ভূমিকা না টেনে সরাসরি প্রশ্নের মূল অংশ নিয়ে লেখার চেষ্টা করেছি।

যেমন—সুনীল অর্থনীতি বাংলাদেশের অর্থনীতিতে কিভাবে অবদান রাখবে? এই প্রশ্নের উত্তরে ২-৩ লাইনের ভূমিকা দিয়ে সংশ্লিষ্ট খাত উল্লেখ করে সরাসরি অবদান লিখেছি। যথাযথ উত্তর দিয়েছি, পৃষ্ঠা ভরাট উদ্দেশ্য ছিল না।
ঘ. শুদ্ধ বানান ও ভাষার সঠিক ব্যবহারের চেষ্টা করেছি।

ঙ. কাটাকাটি না করে খাতা পরিচ্ছন্ন রেখেছি। কালো ছাড়া অন্য রঙের কলম ব্যবহার (হাইলাইটের জন্য) প্রার্থীদের ব্যক্তিগত ব্যাপার। তবে আমি শুধু কালো কালির কলম ব্যবহার করেছি। চিত্র এঁকেছি পেন্সিল দিয়ে। চিত্রের নিচে শিরোনাম দিয়েছি।

চ. সময়ের দিকে খেয়াল রেখেছি। উত্তর করার সময় যতটুকু সম্ভব সংক্ষিপ্ত আকারে লেখা উচিত বলে মনে করি। যাতে শেষের দিকের প্রশ্নগুলো পর্যাপ্ত সময় নিয়ে ভালোভাবে উত্তর করা যায়।

ছ. উক্তি ব্যবহারে সতর্ক ছিলাম। প্রস্তুতির সময় অনেক উক্তি পড়ার সময় লিখে রাখতাম। কিন্তু পরীক্ষায় উত্তর করার সময় সেগুলো মাথায় আসত না! কারণ পড়ার সময় আমি প্রশ্নের উত্তরে বেশি ফোকাস করেছিলাম। উক্তির বক্তা, সূত্র—এসব ভুল হতে পারে ভেবে আমি ৪৪তম বিসিএসে খুব বেশি উক্তি ব্যবহার করিনি। তবে উক্তি ঠিকঠাক উল্লেখ করে লিখতে পারলে সেটা প্রার্থীদের এগিয়ে রাখবে।
তথ্যসূত্র: কালের কণ্ঠ

বাবার আদর্শ হৃদয়ে ধারণ করে হিরু-হুমায়ুন পরিবারকে সঙ্গে নিয়ে লাকসাম-মনোহরগঞ্জ আসন খালেদা জিয়া ও তারেক রহমানকে উপহার দিতে ...
13/07/2025

বাবার আদর্শ হৃদয়ে ধারণ করে হিরু-হুমায়ুন পরিবারকে সঙ্গে নিয়ে লাকসাম-মনোহরগঞ্জ আসন খালেদা জিয়া ও তারেক রহমানকে উপহার দিতে চান সাবেক এমপি কর্ণেল আজিম কন্যা সামিরা আজিম দোলা আজ লাকসামে পথসভা এই ঘোষণা দেন।

সূত্র -- Laksam Tv

নাঙ্গলকোট উপজেলায় পাসের অবস্থা
13/07/2025

নাঙ্গলকোট উপজেলায় পাসের অবস্থা

12/07/2025
11/07/2025

বিসিএস লিখিত প্রস্তুতি :

অনুবাদ ও ট্রান্সলেশন:

আমার কাছে বরাবরই বিসিএস-এর সবচেয়ে আন্ডাররেটেড ও কম ফোকাস দেয়া পার্ট বলে মনে হয়েছে এই সেগমেন্টকে৷ আমরা অন্যান্য সেগমেন্ট ও পার্ট নিয়ে যতটা হাইপ উঠাই ও ফোকাস দেই তার অর্ধেকও দিতে দেখিনা এই পার্টে।

এখানে গুণে গুণে সর্বসাকুল্যে ৬৫ মার্কস। যদি সুন্দরমতো প্র‍্যাকটিস করা যায় ও নিয়মিত চর্চা করা যায় তবে এখানে প্রচুর মার্ক ওঠানো সম্ভব বলে আমার মনে হয়েছে৷

ব্যক্তিগতভাবে, প্রস্তুতি কালীন প্রতিদিন সন্ধ্যায় আমি প্রথম আলোর সম্পাদকীয় ও ডেইলি স্টারের সম্পাদকীয় হতে এক পৃষ্ঠা করে অনুবাদ ও ট্রান্সলেশন চর্চা করতাম। রেফারেন্স হিসেবে আমি ব্যবহার করতাম মহিদ'স এর মাসিক সাময়িকী টা।

এতে যে এক ঢিলে ঠিক কতগুলো পাখি মারা হতো তা আসলে বলে শেষ করা যাবে না।

-আপনার অনুবাদের চর্চা হয়ে যাচ্ছে।

-সম্পাদকীয় টাও পড়া হয়ে যাচ্ছে৷।

-বাংলা ও ইংরেজী উভয় ভাষায় একটা লেখা কীভাবে লিখতে হয় তা জানতে পারছেন।

-পত্রিকায় বহুল ব্যবহৃত শব্দগুলো (বাংলা ও ইংরেজী) প্রতিনিয়ত আপনার চর্চার মধ্যে থেকে যাচ্ছে।

-সর্বোপরি, আপনার লেখার হাত পোক্ত হচ্ছে।

আমি অনুবাদের ক্ষেত্রে সবসময় রাফ করতাম। তারপর একদম ফ্রেশভাবে একটা পৃষ্ঠায় তুলে ধরতাম ফাইনাল অনুবাদটা। আমার মনে হয় এভাবে শিক্ষকের কাছে খাতাটার প্রতি একটা পজিটিভ দৃষ্টিকোণ ক্রিয়েট করা সম্ভব৷

অনুবাদের ক্ষেত্রে আক্ষরিক অনুবাদ না করে সাবলীল ভাষায় প্রদত্ত প্যাসেজের মূল ভাবটা যেন ঠিক থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে৷ প্রত্যেকটি বাংলা বা ইংরেজী শব্দের ক্ষেত্রে অনেকগুলো শব্দ থাকে যা সিলেক্ট করা যায়। তবে, প্যাসেজের ভাব বুঝে সঠিক শব্দ টা সিলেক্ট করা খুব গুরুত্বপূর্ণ।

আমরা যদি ৪৪ তম বিসিএস এর ইংরেজী অনুবাদটার দিকে তাকাই, পৌরাণিক বিভিন্ন শব্দ দেয়া ছিল সেখানে। সেটায় কাটাকাটি বা ঘষামাজা হবেই। "বেদ, উপনিষদ, মহাভারত" কিছুটা আনকমন শব্দ ছিল যার যথোপযুক্ত ইংরেজী শব্দ চট করে আপনার মাথায় এক্সাম সেন্টারে আসবেনা। চর্চায় থাকলেই কেবল একটি কাটাকাটিমুক্ত খাতা আপনার পক্ষে তুলে ধরা সম্ভব।

এখন আপনি যদি রাফ করে একটা ফ্রেশ অনুবাদ শিক্ষকের সামনে তুলে ধরতে পারেন তবে সেটাই হতে পারে আপনার জন্য ট্রাম্প কার্ড।

ক্ষুদ্র জ্ঞানে নিজের অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করলাম। যদি একজনেরও উপকারে আসে তবে নিজেকে ধন্য মনে করব। ভুল ত্রুটি মার্জনীয়।

রিজভী আহমেদ অনিক
বিসিএস পুলিশ (সুপারিশ প্রাপ্ত)
মেধা ক্রম -০২
৪৪ তম বিসিএস

Address

Laksham

Alerts

Be the first to know and let us send you an email when Voice of Laksam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share