সবর

সবর ♡♡~~||লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ||~~♡♡
♡♡
☆☆~~প্রচার করো ইসলামের বাণী যদিও হয় অল্প~~☆☆

27/07/2025

রাসূল ﷺ করেন, আমি তোমাদের কাছে দুইটি মহা মূল্যবান জিনিস রেখে যাচ্ছি। এর একটি হচ্ছে আল্লাহর কিতাব, যা হলো আল্লাহর রজ্জু। যে এর অনুসরণ করবে, সে সঠিক পথের ওপর থাকবে। আর যে একে মানবে না, সে গোমরাহীতে পড়ে থাকবে।

[সহীহ মুসলিম, ২৪০৮]

বই : কুরআন অনুধাবন (পদ্ধতি ও সতর্কতা)
পৃষ্ঠা : ৮৪

24/07/2025

যদি তোমার সামনে একটি পার্থিব বিষয় এবং একটি পরকালের বিষয় উপস্থাপন করা হয়, তাহলে পরকালের বিষয় নিয়ে তাড়াহুড়ো করো। এতে তুমি পার্থিব বিষয় এবং পরকাল উভয়ই লাভ করবে।

[সীরা আলামে আন-নুবালা, (১৯/৪৯১)]

21/07/2025

মু'মিন তো তারাই, (যাদের সামনে) আল্লাহকে স্মরণ করলে, তাদের হৃদয় ভীতসন্ত্রস্ত হয়ে যায়। আর যখন তাদের সামনে তাঁর (আল্লাহর) আয়াতসমূহ পড়া হয়, তখন তদের ঈমান বৃদ্ধি পায়। আর তারা তাদের রবের উপরেই ভরসা করে।

— সূরা আনফাল, আয়াত নং - ০২

19/07/2025

রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,

“হে মহিলাসকল! তোমরা তোমাদের অলঙ্কার থেকে হলেও সদকা করতে থাকো। আর নিশ্চয়ই তোমাদের অধিকাংশ হবে জাহান্নামী। অতঃপর মহিলাদের মধ্য থেকে একজন মহিলা দাঁড়াল, যাকে সম্ভ্রান্ত বংশীয় মনে হচ্ছিল না; সে বলল: হে আল্লাহর রাসুল! তা কেন? তিনি বললেন: তোমরা বেশি অভিযোগ করে থাকো এবং উপকারকারীর উপকার অস্বীকার কর।”[৩৬]

বই: প্রাক্টিসিং মুসলিমাহ

14/07/2025

এক দম্পতির ঘটনা :-
একজন নারী বলেন, আমাদের বিয়ের প্রথমদিন আমরা স্বামী-স্ত্রী একে অপরকে কথা দিই যে, আমরা প্রতিদিন কুরআন থেকে দুটি অংশ তিলাওয়াত করব। একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সে কুরআন তিলাওয়াত করবে, তারপর আমি অপর অংশটি তিলাওয়াত করব। যখন আমরা কোনো সফরে থাকতাম, তখনো আমরা আমাদের নির্দিষ্ট অংশের তিলাওয়াত অব্যাহত রাখতাম।

আল্লাহ তাআলা আমাদের এ চিন্তাকে স্থায়িত্বের মর্যাদা দিয়েছিলেন। আমরা কুরআন খতমের পরে নুসখার শেষে '/' চিহ্নটি দিয়ে রাখতাম। আজ আমাদের বিয়ের ৩০ বছর শেষ হলো। আমরা আমাদের প্রত্যেকের নুসখার শেষে এমন ১২৭ চিহ্ন দেখতে পাচ্ছি। এর মানে হলো, আমি আমার স্বামীর সঙ্গে এ বছরগুলোতে ১২৭ বার খতম দিয়েছি। আমাদের তিলাওয়াত অব্যাহত আছে। কুরআন আমাদের জীবনে এক আলোকবর্তিকা ও সুখের ঠিকানা হয়ে আছে। আমাদের মাঝে আল্লাহ তা'আলা হৃদ্যতা, প্রেম-ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন।

— বই : নারীজীবনের সুখ-সংগ্রাম, পৃষ্ঠা : ৬০, ৬১

13/07/2025

হারাম কখনো প্রশান্তি দিতে পারেনা! না হারাম সম্পদ, না হারাম সম্পর্ক। হালালেই রয়েছে প্রশান্তি, দুনিয়া ও আখিরাতে।

13/07/2025

একধারে টানা তিনঘন্টা ধ'র্ষ'নের পর, যখন ওরা চারজন বুঝতে পারলো ওদের চাহিদা শেষ! ঠিক তখনই ওরা চিন্তায় পড়ে গেলো, "এই মেয়েটাকে এখন কী করা যেতে পারে?"
সর্বপ্রথম আবিদ ই মুখ খুললঃ
---- দোস্ত, রাগের মাথায় তো এসব করে ফেললাম! এখন এর কি করবো?

রকিঃ এখানেই ফেলে চলে যাই।

রাফসানঃ রকি ঠিক বলেছে। একে দেখেই মনে হচ্ছে, ওর আর ওঠার শক্তি নেই। এখানেই মরে যাবে!

জনিঃ কিন্তু যদি কোনো মানুষ এখানে আসে অথবা যদি ওই কোনোমতে বেঁচে যায়, তবে আমাদের কী হবে "একবার ভেবে দেখেছিস?

রকিঃ তাহলে কী করবো, তাড়াতাড়ি ঠিক কর?

জনিঃ এখানেই মাটিচাপা দিয়ে দেই। তোরা কী বলিস?

রাফসানঃ তাই কর, ওকে মেরে ফেল। কিন্তু কে মা'রবি ওকে?

ওদের মধ্যে সবচেয়ে সাহসী ও সাইকো হলো জনি। ওর আবার কথায় কথায় মা*রা*মা*রি, খু'ন'খা'রাপি করার অ'ভ্যাস! সব সময় দাঙ্গা ফ্যাসাদের আগে ওই থাকে, এবারও ব্যতিক্রম হল না! শেষে জনি ই বললঃ
---- আমি যাচ্ছি।..
একথা বলেই, জনি চলে গেল তুলির কাছে! ততক্ষণ তুলির একটু জ্ঞান ফিরেছে। অবশ্য এতক্ষণ তুলির চোখ বন্ধ থাকলেও, ওদের সমস্ত কথায় ওর ব্রেন পর্যন্ত পৌঁছাচ্ছিল!
অতপর তুলি চোখ মেলে তাকিয়ে দেখে, জনি ওর দিকেই এগিয়ে আসছে! তখন তুলি কোনোরকম বিড়বিড় করে বললঃ
--- প্লিজ আমাকে মারবেন না। আমি কথা দিচ্ছি, আপনাদের কারো বিরুদ্ধে আমি কিছুই করবো না। আমাকে যেতে দিন, প্লিজ প্লিজ....

তুলি কথা বলতে বলতে বসার চেষ্টা করে এবং সমস্ত শক্তি দিয়ে দাঁড়াবার চেষ্টাও করে, কিন্তু না! ও পারে না, কারণ ততক্ষণে জনি ওর কাছে এসে কাঁধের উপর এক পা দিয়ে দাঁড়িয়ে যায়! আর খুব তীক্ষ্ণ ও হিং'স্র কণ্ঠে বলেঃ
--- তুই যে আমাদের জন্য বড় বি'পদ!

তুলিঃ আমি কথা দিচ্ছি, আমার দ্বারা আপনাদের কোনো বিপদ হবে না। আমি কাউকে কিছু বলবও না, এ নিয়ে আর কোনো কিছু হবেনা। প্লিজ আমাকে ছেড়ে দিন।
জনিঃ তোর কথায় আমাদের কোনো বিশ্বাস নেই!তোকে তো ম*রতেই হবে!

তুলির সাথে জনি কথা বলতেছিল আর চোখের ইশারায় রকিকে দিয়ে একটা বড় পাথর চেয়ে নিল। তুলি দেখতে পাচ্ছিল, সেই বড় পাথরের চাঁইটি ওর মাথা বড় বড় ছুটে আসছে! তাই সে চোখ বন্ধ করে বাঁচার চেষ্টাতে আকুতির সুরে বলে উঠলোঃ
----- প্লি.....
কিন্তু না, আর কিছু বলতে পারলো না। ততক্ষণে জনি ওর মাথায় পাথর দিয়ে আঘাত করেছে। তুলির মাথা ফেটে চৌচির হয়ে গেছে! সম্ভবত কয়েক সেকেন্ডের মধ্যে ম*রেও গেলো।
ওরা চারজন মিলে, তুলিকে ওখানেই মাটিচাপা দিয়ে দিলো,,, গল্পটা টা এখানেই শেষ 🥹

পরি শেষ এ একটা কথা, যে সমস্ত মেয়েরা এদেশের ধর্ষকদের বিচার দাবি করে, সেই সমস্ত মেয়েরাই আবার বলে দেশটা দিন দিন আফগানিস্তান হয়ে যাচ্ছে। অথচ আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর ২০২১ সালের পর থেকে এখন পর্যন্ত মাত্র তিনটি নারী-পুরুষ উভয়ের সম্মতিতে জিনা হয়েছে, এবং সাথে সাথেই যিনাকারীদেরকে ইসলামী আইন অনুযায়ী ভয়ংকর ভাবে হত্যা করা হয়েছে জন সম্মুখে, হাজারো মানুষের সামনে। আরো বলো দেশটা দিন দিন আফগান হয়ে যাচ্ছে।
কপি

11/07/2025

وَلَا تَهِنُوا وَلَا تَحْزَنُوا وَأَنتُمُ الْأَعْلَوْنَ إِن كُنتُم مُّؤْمِنِين.

আর তোমরা নিরাশ হয়ো না এবং দুঃখ করো না। যদি তোমরা মুমিন হও তবে, তোমরাই জয়ী হবে।

- সূরা আলে-ইমরান: 139

09/07/2025

আমি আমার অভিজ্ঞতা থেকে এ শিক্ষা নিয়েছি যে, কোনো ভালো ছাত্রী যদি কোনো দুর্বল ছাত্রীকে পড়াশোনার দিক দিয়ে সহযোগিতা করে, তাহলে এতে তার দুর্বলতাগুলো কেটে যায়। আর এতে নিজেরও উপকার হয়, নিজের জ্ঞান পোক্ত হয়। উচ্চভিলাষিতার ব্যাধি তথা ক্ষতিকর প্রতিযোগিতার মানসিকতা ও অহংকার দূর হয়।

— বই : নারীজীবনের সুখ-সংগ্রাম, পৃষ্ঠা : ৭৪

09/07/2025

আর যারা কখনও কোনো অ*শ্লীল কাজ করে ফেললে কিংবা কোনো মন্দ কাজে জড়িত হয়ে নিজের উপর জু*লুম করে ফেললে আল্লাহকে স্মরণ করে এবং নিজের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ ছাড়া আর কে পা*প ক্ষমা করবেন? তারা নিজের কৃতকর্মের জন্য হঠকারিতা প্রদর্শন করে না এবং জেনে-শুনে তাই করতে থাকে না।

— সূরা আলে ইমরান, আয়াত : ১৩৫

বই: এখন যৌবন যার।।
08/07/2025

বই: এখন যৌবন যার।।

08/07/2025

মানুষকে গোমরাহির পথে চলতে দেখলেই বদ দুআ করা উচিত নয়। আগে ভালো দুআ করতে হবে, আল্লাহ্‌ যেন তাদেরকে হেদায়াতের পথে ফিরিয়ে আনেন এবং তাদের দ্বারা আল্লাহ্‌ যেন উম্মতের উপকার করেন। এটাই ব্যক্তির প্রতি ন্যায়বিচার।

— শায়খ মুহাম্মাদ ইবনু সালেহ আল-উসাইমীন (রহি.)
[সূত্র : শারহুল কাফিয়াহ আশ-শাফিয়াহ, ৪/১৪২]

Address

Lakshmichari

Alerts

Be the first to know and let us send you an email when সবর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category