Md Faruk Sumon

Md Faruk Sumon Please support me Guys Love you all♥
আমার ছোট পেইজে অবশ্যই follow দিবেন।
Md Faruk Sumon
From Lakshmipur
(1)

09/07/2025

৪/৫ টা পরিবারের জন্য আবারো লক্ষ্মীপুর-রামগতি সড়কের পূর্ব পাশে পানির নিচে তলিয়ে যাওয়া সম্ভব দেখা যাচ্ছে। তোরাবগঞ্জ, চর কাদিরা, হাজিরহাট, চর লরেন্স ইউনিয়নের অংশ পানির নিচে ডুবে যেতে পারে। যার কারণে এবারও এই অঞ্চলে ধান চাষে আঘাত হানতে পারে। তোরাবগঞ্জ ইউনিয়ন ও চর লরেন্স ইউনিয়নের সীমান্ত সংলগ্নে খালটি খনন করলেও তোরাবগঞ্জ ইউনিয়ন ৭ নং ওয়ার্ড ও চর লরেন্স ইউনিয়নের ৪ নং ওয়ার্ড সংলগ্ন ৩০০/৪০০ মিটার খাল খনন করতে না পারার কারণে আবারো হাজার হাজার মানুষ পানিবন্দি হওয়ার সম্ভাবনা আছে। ক্ষতিগ্রস্ত হবে এই অঞ্চলের মানুষ ও অর্থনৈতিক। পূর্বে এই জায়গায় দৃশ্যমান খাল ছিলো যা পরবর্তীতে ভরাট করে দখল দেয় গুটি কয়েক পরিবার।এই ছাড়া চর লরেন্স ইউনিয়নের নবীগঞ্জ সংলগ্ন ডাকাতের গোজ একটা পোলা ভেঙে যাওয়া মাটি দিয়ে ভরাট করে দেওয়া হয় যার কারণে পানি নদীর দিকে নামতে পারছে না। এই দুইটা জায়গায় পদক্ষেপ নিলে এই অঞ্চলের মানুষ পানিবন্দি থেকে মুক্তি পাবে।

তোতা পাখি__যোগীন্দ্রনাথ সরকার--- (কাব্যগ্রন্থ- খুকুমণির ছড়া)আতা গাছে তোতা পাখি          ডালিম গাছে মউ,এত ডাকি তবু কথা ক...
08/07/2025

তোতা পাখি
__যোগীন্দ্রনাথ সরকার--- (কাব্যগ্রন্থ- খুকুমণির ছড়া)
আতা গাছে তোতা পাখি
ডালিম গাছে মউ,
এত ডাকি তবু কথা
কও না কেন বউ ?
কথা কব কী ছলে,
কথা কইতে গা জ্বলে !

🌿 গাছের পাতার ভাষা শিখুন 🌿আপনার গাছ কথা বলে ~ পাতার রঙ, গঠন, আর অবস্থা দিয়ে! দেখুন কী বলছে :💧 আরও পানির দরকার :শুকনো পাত...
07/07/2025

🌿 গাছের পাতার ভাষা শিখুন 🌿

আপনার গাছ কথা বলে ~ পাতার রঙ, গঠন, আর অবস্থা দিয়ে! দেখুন কী বলছে :

💧 আরও পানির দরকার :
শুকনো পাতা, পাতার কিনারায় হলুদ দাগ, ভঙ্গুর হয়ে যাওয়া

☀️ আরও ছায়ার দরকার :
পুড়ে যাওয়া বা অতিরিক্ত হলুদ হয়ে যাওয়া পাতা

🌥️ আরও রোদের দরকার :
বিবর্ণ পাতা, দুর্বল ও কাত হয়ে যাওয়া কান্ড

🌊 অতিরিক্ত পানি পাচ্ছে :
পাতা হলদে, শিকড়ে পচন ধরছে

🍄 ছত্রাকজনিত সমস্যা (ফাঙ্গাল ইনফেকশন) :
পাতায় দাগ, ফাংগাস বা ছাঁচ

🐛 পোকামাকড় খেয়েছে :
ছিদ্রযুক্ত পাতা, পোকামাকড়ের উপস্থিতি

🔍 পর্যবেক্ষণ করুন, যত্ন নিন, ভালোবাসা দিন। গাছ সুস্থ থাকবে, বাড়বে সবুজ প্রশান্তি! 🌱

এই মহাবিশ্বে একমাত্র সেই জায়গাটাই নিশ্চিতভাবে বদলানো সম্ভব, আর সেটা হলো তোমার নিজেকে।-অ্যালডাস হাক্সালি.
04/07/2025

এই মহাবিশ্বে একমাত্র সেই জায়গাটাই নিশ্চিতভাবে বদলানো সম্ভব, আর সেটা হলো তোমার নিজেকে।
-অ্যালডাস হাক্সালি.

🌟 “ এই মহাবিশ্বে একমাত্র সেই জায়গাটাই নিশ্চিতভাবে বদলানো সম্ভব, আর সেটা হলো তোমার নিজেকে। ” — অ্যালডাস হাক্সলি 🔰🌌 আমরা প...
04/07/2025

🌟 “ এই মহাবিশ্বে একমাত্র সেই জায়গাটাই নিশ্চিতভাবে বদলানো সম্ভব, আর সেটা হলো তোমার নিজেকে। ” — অ্যালডাস হাক্সলি 🔰

🌌 আমরা প্রায়ই চারপাশের দুনিয়াকে বদলাতে চাই, কিন্তু ভুলে যাই যে সবচেয়ে বড় পরিবর্তন তখনই আসে, যখন আমরা নিজেকে বদলাই। কারণ নিজেকে উন্নত করাই হলো সবচেয়ে নিশ্চিত ও শক্তিশালী পরিবর্তন। আপনি আপনার চিন্তা, অভ্যাস, ও সিদ্ধান্তের নিয়ন্ত্রক। নিজেকে পরিবর্তনের মধ্য দিয়েই আপনি আপনার ভবিষ্যৎকে বদলাতে পারেন। তাই অ্যালডাস হাক্সলি তার কথার মাধ্যমে আমাদেরকে বুঝিয়েছেন যে, নিজের ভেতর হলো উন্নতির সবচেয়ে বিশ্বস্ত জায়গা । বাহিরের দুনিয়াকে না বদলে, আগে নিজের ভেতর থেকেই শুরু করতে হবে। আপনি যদি নিজেকে একটু একটু করে উন্নত করেন, একসময় সেই পরিবর্তন আপনার চারপাশেও ছড়িয়ে পড়বে।

🔥 এই কথাটি কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ?
✅ আপনি আপনার নিজের মনোভাব, অভ্যাস ও দক্ষতাকে বদলাতে পরেন, এটাই সবচেয়ে বড় শক্তি।
✅ আত্মউন্নয়ন মানেই নিজেকে আরও আত্মবিশ্বাসী করে তোলা।
✅ নিজের উন্নতি মানেই ভবিষ্যতের সম্ভাবনা তৈরি করা।
✅ আমরা যত উন্নত হবে, সমাজের উপর তত প্রভাব ফেলতে পারবে।
✅ আত্মপরিবর্তন দিয়েই সত্যিকারের নেতৃত্বের জন্ম হয়।

💡 কীভাবে নিজেকে উন্নত করতে শুরু করবে?
🔹 নিজের দুর্বলতা চিহ্নিত করে ধীরে ধীরে উন্নতি করো।
🔹 সময়ের সদ্ব্যবহার করুন, পড়াশুনার পাশাপাশিস্কিল ডেভেলপমেন্টে মনোযোগ দিন।
🔹 নেতিবাচকতা বাদ দিয়ে ইতিবাচক চিন্তা গড়ে তোলো।
🔹 ভালো বই পড়ুন, চিন্তাশক্তি বাড়ান এবং নিজেকে জানুন।
🔹 প্রতিদিন ৩০ মিনিট সময় রাখো শেখার জন্য।
🔹 নিজের ভুলগুলো স্বীকার করুন এবং শিক্ষা নিন।

💫 মনে রাখো, নিজের ভিতরেই পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধটা হয়। যখন আপনি নিজেকে জয় করবেন, তখন পুরো পৃথিবী ধীরে ধীরে বদলে যেতে শুরু করে। তাই নিজেকে উন্নত করুন, কোনো এক সময় এক সুন্দর ভবিষ্যত আপনার দিকেই এগিয়ে আসবে। 🌍

"জেনে রাখা ভালো"১. আপনি যখন মোবাইলে কোন নাম্বার ডায়াল করেন, তখন কানেকশন পাওয়ার আগ পর্যন্ত মোবাইল তার সর্বোচ্চ শক্তি ব্...
03/07/2025

"জেনে রাখা ভালো"
১. আপনি যখন মোবাইলে কোন নাম্বার ডায়াল করেন, তখন কানেকশন পাওয়ার আগ পর্যন্ত মোবাইল তার সর্বোচ্চ শক্তি ব্যাবহার করে। এসময় মোবাইল থেকে সর্বোচ্চ রেডিয়েশন বের হয়, যা মানব দেহের জন্য মারাত্বক ক্ষতিকর। তাই এই রেডিয়েশন থেকে বাঁচতে এসময় মোবাইল কানের কাছে না ধরে রাখাই ভালো।

২. চা পানের পরেই পানি পান করা উচিত নয়। এতে দাঁতের মধ্যকার ফাঁক বেড়ে যায়।

৩. খাওয়ার পরে ভরা পেটে গোসল করবেন না। গবেষণা বলছে, দীর্ঘদিনের এই অভ্যাসে আপনার হজম শক্তি হ্রাস পাবে। আপনার আয়ু স্বাভাবিকের তুলনায় কমে যাবে দশ বছরের মতো। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো খাওয়ার পর গোসলে শরীর ও রক্তে স্বাভাবিক তাপমাত্রার হঠাৎ পরিবর্তনে আপনার হতে পারে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের মতো জটিল রোগ।

৪. একই টুথব্রাশ তিন মাসের বেশি ব্যবহার করা উচিত নয়৷ প্রতি তিন মাস অন্তর টুথব্রাশ বদলানো দরকার।
তাছাড়া মাঝে মধ্যে গরম পানি দিয়ে টুথব্রাশ ভালো করে ধুয়ে রাখা উচিৎ।

৫. খালি পেটে কলা খাওয়া উচিত নয়৷ এটি গ্যাসের জন্য ক্ষতিকর৷

৬. টি.ভি দেখার সময় লাইট বন্ধ করা উচিৎ নয়।
লাইট বন্ধ থাকলে টি.ভি হতে নিক্ষিপ্ত ইলেকট্রন সোজা-সুজি চোখে আঘাত করে, যা চোখের জন্য মারাত্বক ক্ষতিকর।

৭. ঔষধ নয়, মুখের দাগ দূর করতে শশা অথবা আলু চাক, চাক করে কেটে আক্রান্ত স্থানে লাগিয়ে রাখুন ৩০ মিনিট। ধীরে ধীরে দাগ দুর হবে।

৮. গবেষণায় দেখা গেছে, আদা ক্যান্সার কোষের অনিয়ন্ত্রিত বৃদ্ধি কমাতে সাহায্য করে। তাইতো প্রতিদিন কিছুটা হলেও আদা খাওয়া উচিত।

৯. একটি সাদা চুল তুললে, সেখান থেকে দুটি সাদা চুল গজায়। এমন ধারনা একেবারেই ভুল।

১০. কানে তেল দেওয়া,খুঁচাখুঁচি করা,একেবারেই অনুচিত। এতে উপকার তো হয়-ই না, বরং ক্ষতির সম্ভাবনা প্রচুর। আমাদের মনে রাখা উচিৎ,
কান এমনই একটা জায়গা,যেখানে পরিস্কার করার কোন প্রয়োজন নাই। নিজের থেকেই তা পরিস্কার হয়ে যায়।

আগামী বিপিএলে আসছে নতুন একটি দল যার নাম- নোয়াখালী রয়্যালস।
30/06/2025

আগামী বিপিএলে আসছে নতুন একটি দল যার নাম- নোয়াখালী রয়্যালস।

১. নিজেকে কখনো বড় করে প্রকাশ করবেন না। এতে আপনি ছোট হবেন।২. ভুল স্বীকার করার মানসিকতা দেখান। "Thank you", "Please" এই কথ...
29/06/2025

১. নিজেকে কখনো বড় করে প্রকাশ করবেন না। এতে আপনি ছোট হবেন।

২. ভুল স্বীকার করার মানসিকতা দেখান। "Thank you", "Please" এই কথাগুলো বলতে দ্বিধা করবেন না।

৩. কারো কাছে নিজের সিক্রেট শেয়ার করবেন না বা কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না।

৪. অভিজ্ঞতা ছাড়া ব্যবসা করতে যাবেন না।

৫. পর্ণে আসক্ত হবেন না। এতে করে আপনি ক্ষণস্থায়ী সুখের জন্য সুন্দর জীবন হারাবেন।

৫. পরচর্চা করবেন না। যে ব্যক্তি আপনার সামনে অন্যের নিন্দা করে, সে নিশ্চিতভাবে অন্যের সামনে আপনার নিন্দা করে।

৬. গাধার সাথে তর্ক করতে যাবেন না। তর্কের শুরুতেই গাধা আপনাকে তার স্তরে নামিয়ে আনবে, তারপর আপনাকে সবার সামনে অপদস্থ করবে।

৭. পরে করব ভেবে কোনো কাজ ফেলে রাখবেন না। আপনি যদি তা করেন শতকরা ৮০ ভাগ সম্ভাবনা কাজটি আপনি আর কখনোই করতে পারবেন না।

৮. 'না' বলতে ভয় পাবেন না।

৯. স্ত্রীর কারণে বাবা-মাকে বা বাবা মায়ের কারণে স্ত্রীকে অবহেলা করবেন না।

১০. সবাইকে সন্তুষ্ট করতে যাবেন না। এতে আপনি আপনার ব্যক্তিত্ব হারাবেন।

১১. ঝুঁকি ছাড়া সাফল্য আসে না। তাই জীবনে ক্যালকুলেটেড রিস্ক নিতে ভয় পাবেন না।

১২. স্মার্টফোনে আসক্ত হবেন না। গুগলে জীবনের সব প্রশ্নের উত্তর খুঁজে পাবেন না।

১৩. মনের ইচ্ছা প্রকাশ করতে দেরি করবেন না। কারণ, এই একটি কাজের বিলম্বের জন্য আপনি সারাজীবন পস্তাতে পারেন।

১৩. রিলেশনসিপে অসুখী হলে সেটা আঁকড়ে ধরে থাকবেন না। যে সম্পর্ক মানসিক যন্ত্রণা দেয়, ভেতরে অশান্তি সৃষ্টি করে তা জীবন থেকে দ্রুত মুছে ফেলুন।

১৪. আপনি কখনোই জানেন না যে আপনি স্বপ্নপূরণের ঠিক কতটা কাছাকাছি। তাই, কখনোই লক্ষ্যের পিছু ধাওয়া করা বন্ধ করবেন না। বেশিরভাগ মানুষ সাফল্য লাভের কাছাকাছি গিয়ে হাল ছেড়ে দেয়।

১৫. অকারণে শত্রু বাড়াবেন না।

১৬. কারো ধর্মবিশ্বাসে আঘাত দিয়ে কোনো কথা বলবেন না বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন না।

১৭. বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সাথে একান্ত মুহূর্তের ছবি বা ভিডিও করবেন না। তার সাথে আপনার বিয়ে হবেই বা সে আপনাকে ভবিষ্যতে ব্ল্যাকমেইল করবে না এটা আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারেন না।

১৮. যে আপনার কথা শোনার জন্য প্রস্তুত নয়, তাকে কিছু শেখাতে যাবেন না। সে ঠকবে, ভুল করবে, ধাক্কা খাবে; তারপর একসময় ঠিকই আপনার মূল্য বুঝতে পারবে।

১৯. নিজের সম্মান বিসর্জন দিয়ে মানুষের সাথে সম্পর্ক রক্ষা করবেন না। যেখানে আপনার সম্মান নেই সেখান থেকে এখনই নিজেকে গুটিয়ে নিন।

২০. টাকার পেছনে দৌড়াতে গিয়ে প্রিয়জনদের বঞ্চিত করবেন না।

২১. যেটা হাতছাড়া হয়ে গেছে সেটা নিয়ে আফসোস করবেন না।

Address

Lakshmipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Faruk Sumon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share