09/07/2025
৪/৫ টা পরিবারের জন্য আবারো লক্ষ্মীপুর-রামগতি সড়কের পূর্ব পাশে পানির নিচে তলিয়ে যাওয়া সম্ভব দেখা যাচ্ছে। তোরাবগঞ্জ, চর কাদিরা, হাজিরহাট, চর লরেন্স ইউনিয়নের অংশ পানির নিচে ডুবে যেতে পারে। যার কারণে এবারও এই অঞ্চলে ধান চাষে আঘাত হানতে পারে। তোরাবগঞ্জ ইউনিয়ন ও চর লরেন্স ইউনিয়নের সীমান্ত সংলগ্নে খালটি খনন করলেও তোরাবগঞ্জ ইউনিয়ন ৭ নং ওয়ার্ড ও চর লরেন্স ইউনিয়নের ৪ নং ওয়ার্ড সংলগ্ন ৩০০/৪০০ মিটার খাল খনন করতে না পারার কারণে আবারো হাজার হাজার মানুষ পানিবন্দি হওয়ার সম্ভাবনা আছে। ক্ষতিগ্রস্ত হবে এই অঞ্চলের মানুষ ও অর্থনৈতিক। পূর্বে এই জায়গায় দৃশ্যমান খাল ছিলো যা পরবর্তীতে ভরাট করে দখল দেয় গুটি কয়েক পরিবার।এই ছাড়া চর লরেন্স ইউনিয়নের নবীগঞ্জ সংলগ্ন ডাকাতের গোজ একটা পোলা ভেঙে যাওয়া মাটি দিয়ে ভরাট করে দেওয়া হয় যার কারণে পানি নদীর দিকে নামতে পারছে না। এই দুইটা জায়গায় পদক্ষেপ নিলে এই অঞ্চলের মানুষ পানিবন্দি থেকে মুক্তি পাবে।