03/07/2025
😡 সতর্কতা। অনলাইন প্রতারণা = আজকে বিকেলে দুইটা নাম্বার থেকে কল দেওয়া হয়েছে। ফেসবুক ফেক আইডি থেকে নাকি তাদেরকে দেওয়া হয়েছে। আমার ০১৯৪৯২৮৫২৪২ মোবাইল নাম্বার দিয়ে বলতেছে এই নাম্বারে টাকা পাঠান। তারা একটা ভাল কাজ করেছে যে তারা টাকা পাঠায় নাই। আর যদি আমার নাম্বারে পাঠাই তো, অবশ্যই আমি কল দিয়ে বলে দিতাম যে, আপনি কিসের টাকা পাঠিয়েছেন এবং টাকাটা ফেরত দিয়ে দিতাম। তারা টাকাটা পাঠায় নাই উল্টো নাকি থানায় গিয়ে আমার নাম্বার সহ ফেসবুক ফেক আইডি দিয়ে জিডি করে আসছে। কারণ ওনাদের সাথে খারাপ আচরণ করা হয়েছে আইডি থেকে। ওনারা নাকি এর শেষ দেখে ছাড়বেন। যাই হোক আমি ওনাদেরকে বললাম আমাকে whatsapp এ আপনাদের সাথে ফেক আইডি দিয়ে কি কথা হয়েছে ওগুলো দেন ওনারা আমাকে দেয়নি। উল্টা উনাদেরকে এখন আমার প্রতারক মনে হচ্ছে।
👍 মূল কথা শুনুন : আপনি নিজেকে তখনই আর্থিক প্রতারণার স্বীকার হয়েছেন এমনটি মনে করবেন যখন আপনি কারো নাম্বারে টাকা পাঠিয়েছেন সেই নম্বর বন্ধ এবং কল দিচ্ছেন পাচ্ছেন না। অথবা আপনাকে নানান কথা বলে ঘুরাচ্ছে, টাকাটা ফেরত দিচ্ছে না। কিন্তু আপনি টাকা না পাঠিয়ে কখনো থানায় জিডি করতে যাবেন না। এতে করে আপনি নিজেই সমস্যার সম্মুখীন হবেন। কারণ প্রতারক চক্র অন্য মানুষকে হয়রানি করার জন্য এই ধরনের কাজ করতে পারে, অন্যের নম্বরের জায়গায় আপনার নম্বরও তো থাকতে পারে। যদি কখনো আপনাকে নম্বর থেকে কল দিয়ে হুমকি দেয় বা গালাগালি করে, খারাপ আচরণ করে, অথবা নম্বর থেকে কল দিয়ে টাকা পাঠাইতে বলে, টাকা পাঠানোর পরে কোন রেসপন্স করতেছে না, আপনি প্রতারিত হয়েছেন এমনটি শিওর হয়ে তারপর এখন আপনি ওই নাম্বারের বিরুদ্ধে থানায় জিডি করতে পারেন। অথচ আমার নম্বর থেকে তাদেরকে কল দেওয়া হয় নাই টাকা পাঠানোর জন্য। অথবা তারা কল দিয়ে বলে নাই একটা আইডি থেকে আপনার এই নম্বরে টাকা পাঠানোর জন্য বলতেছে। আপনি না বুঝে কোন সিদ্ধান্ত নিতে যাবেন আপনি নিজেই বিপদে পড়বেন।
👍 ফেসবুকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ আপনাকে হুমকি দিচ্ছে বা গালাগালি করতেছে আপনি সেটাকে ব্লক করে দেন। সে আইডিতে রিপোর্ট করুন।
❤️ আপনাদের পরিচিত আশেপাশের এরকম অনেকে রয়েছে আপনাদের সম্পর্কে অনেক কিছু জানে। আপনাদেরকে বিপদে পালানোর জন্য নানান ধরনের কাজ করতে পারে। তাই সাবধান থাকবেন। যা কিছু করবেন ভালো করে চিন্তা-ভাবনা করে করবেন। অশিক্ষিতর মত আচরণ বা কাজ করবেন না। দোয়া রইল আপনার জন্য।
😍 ইনশাআল্লাহ। আমার মৃত্যু পর্যন্ত কেউ কখনো এটা বলতে পারবেনা যে, আমার নম্বরে টাকা পাঠিয়েছে আমি কোন রেসপন্স করি নাই অথবা ভুল করে টাকা পাঠিয়েছে কিন্তু টাকাটা ফেরত দেয় নাই। ইনশাল্লাহ কেউ বলতে পারবে না।