Learn With Yeasin

Learn With Yeasin Kindness is a mark of faith, and whoever is not kind has no faith. (Muslim)
(1)

17/07/2025

Dollar card add in Google account for any payment | Google wallet card add |
যে কোন পেমেন্ট খুব সহজে করার জন্য কার্ড যুক্ত করে রাখুন। তাছাড়া একবার যোগ করলে বার বার এ্যাড করতে হয় না। খুব সহজে পেমেন্ট করা যায়।

Redotpay account crate and get 5 dollar bonus use this link: https://url.hk/i/en/xprwb

How to create redotpay account and verification A2Z: https://youtu.be/RldiW56PzOo
How to buy facebook star and gift: https://youtu.be/LFL6GIVjzY0

page: https://www.facebook.com/learnwithyeasin/

05/07/2025

🖤

05/07/2025

ভিডিওটা দেখে সতর্ক না হলে আফসোস করবেন। আমি নাকি ফেইক আইডি থেকে অথবা অনলাইনে প্রতারনা করতেছি। অনুগ্রহ করে মন্তব্য করুন, শেয়ার করে অন্যদের সতর্ক হওয়ার সুযোগ করে দেন।

05/07/2025

ঘুরে আসতে পারেন। ❤️👍

04/07/2025

চর কাদিরা ভাইরাল ব্রিজ উপচে পড়া ভিড়। যারা আসবেন দুই তিন দিন অপেক্ষা করে পরে আসেন।

04/07/2025

চর কাদিরা

04/07/2025

লক্ষ্মীপুর থেকে চরকাদিরা

04/07/2025

লক্ষ্মীপুর থেকে আলেকজান্ডার রোড

😡 সতর্কতা।  অনলাইন প্রতারণা = আজকে বিকেলে দুইটা নাম্বার থেকে কল দেওয়া হয়েছে। ফেসবুক ফেক আইডি থেকে নাকি তাদেরকে দেওয়া ...
03/07/2025

😡 সতর্কতা। অনলাইন প্রতারণা = আজকে বিকেলে দুইটা নাম্বার থেকে কল দেওয়া হয়েছে। ফেসবুক ফেক আইডি থেকে নাকি তাদেরকে দেওয়া হয়েছে। আমার ০১৯৪৯২৮৫২৪২ মোবাইল নাম্বার দিয়ে বলতেছে এই নাম্বারে টাকা পাঠান। তারা একটা ভাল কাজ করেছে যে তারা টাকা পাঠায় নাই। আর যদি আমার নাম্বারে পাঠাই তো, অবশ্যই আমি কল দিয়ে বলে দিতাম যে, আপনি কিসের টাকা পাঠিয়েছেন এবং টাকাটা ফেরত দিয়ে দিতাম। তারা টাকাটা পাঠায় নাই উল্টো নাকি থানায় গিয়ে আমার নাম্বার সহ ফেসবুক ফেক আইডি দিয়ে জিডি করে আসছে। কারণ ওনাদের সাথে খারাপ আচরণ করা হয়েছে আইডি থেকে। ওনারা নাকি এর শেষ দেখে ছাড়বেন। যাই হোক আমি ওনাদেরকে বললাম আমাকে whatsapp এ আপনাদের সাথে ফেক আইডি দিয়ে কি কথা হয়েছে ওগুলো দেন ওনারা আমাকে দেয়নি। উল্টা উনাদেরকে এখন আমার প্রতারক মনে হচ্ছে।
👍 মূল কথা শুনুন : আপনি নিজেকে তখনই আর্থিক প্রতারণার স্বীকার হয়েছেন এমনটি মনে করবেন যখন আপনি কারো নাম্বারে টাকা পাঠিয়েছেন সেই নম্বর বন্ধ এবং কল দিচ্ছেন পাচ্ছেন না। অথবা আপনাকে নানান কথা বলে ঘুরাচ্ছে, টাকাটা ফেরত দিচ্ছে না। কিন্তু আপনি টাকা না পাঠিয়ে কখনো থানায় জিডি করতে যাবেন না। এতে করে আপনি নিজেই সমস্যার সম্মুখীন হবেন। কারণ প্রতারক চক্র অন্য মানুষকে হয়রানি করার জন্য এই ধরনের কাজ করতে পারে, অন্যের নম্বরের জায়গায় আপনার নম্বরও তো থাকতে পারে। যদি কখনো আপনাকে নম্বর থেকে কল দিয়ে হুমকি দেয় বা গালাগালি করে, খারাপ আচরণ করে, অথবা নম্বর থেকে কল দিয়ে টাকা পাঠাইতে বলে, টাকা পাঠানোর পরে কোন রেসপন্স করতেছে না, আপনি প্রতারিত হয়েছেন এমনটি শিওর হয়ে তারপর এখন আপনি ওই নাম্বারের বিরুদ্ধে থানায় জিডি করতে পারেন। অথচ আমার নম্বর থেকে তাদেরকে কল দেওয়া হয় নাই টাকা পাঠানোর জন্য। অথবা তারা কল দিয়ে বলে নাই একটা আইডি থেকে আপনার এই নম্বরে টাকা পাঠানোর জন্য বলতেছে। আপনি না বুঝে কোন সিদ্ধান্ত নিতে যাবেন আপনি নিজেই বিপদে পড়বেন।
👍 ফেসবুকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ আপনাকে হুমকি দিচ্ছে বা গালাগালি করতেছে আপনি সেটাকে ব্লক করে দেন। সে আইডিতে রিপোর্ট করুন।
❤️ আপনাদের পরিচিত আশেপাশের এরকম অনেকে রয়েছে আপনাদের সম্পর্কে অনেক কিছু জানে। আপনাদেরকে বিপদে পালানোর জন্য নানান ধরনের কাজ করতে পারে। তাই সাবধান থাকবেন। যা কিছু করবেন ভালো করে চিন্তা-ভাবনা করে করবেন। অশিক্ষিতর মত আচরণ বা কাজ করবেন না। দোয়া রইল আপনার জন্য।
😍 ইনশাআল্লাহ। আমার মৃত্যু পর্যন্ত কেউ কখনো এটা বলতে পারবেনা যে, আমার নম্বরে টাকা পাঠিয়েছে আমি কোন রেসপন্স করি নাই অথবা ভুল করে টাকা পাঠিয়েছে কিন্তু টাকাটা ফেরত দেয় নাই। ইনশাল্লাহ কেউ বলতে পারবে না।

01/07/2025

ঘরে বসে আয় করুন। খুব সহজ তাইনা? আপনি ভুল।
🌺 ডিজিটাল মার্কেটিং রেকর্ড ভিডিও কোর্সঃ https://lwyeasin.com/courses/digital-marketing-course/

শুনতে যত সহজ মনে হয় কোন কাজই সহজ নয়। সহজ করে নিতে হয়। এর জন্য বেশি বেশি চর্চা করা প্রয়োজন। ডিজিটাল মার্কেটিং শিখে ফ্রিল্যান্সিং করা সহজ কোন বিষয় নয়। তবে বিষয়টাকে স্যারে সহজ করে এতো সুন্দর করে সাজিয়েছি যে ইনশাআল্লাহ আপনি যদি বিগেনার হন অথবা মোটামুটি ধারনা আছে তাহলে এই কোর্স আপনাকে উপকৃত করবে ইনশাআল্লাহ। পূর্ববর্তী প্রশিক্ষনার্থীদের কথা গুলো শুনলে বুজতে পারবেন তারা আসলে প্রতারিত হয়েছে নাকি উপকৃত হয়েছে। চোখ বন্ধ করে বসে থাকলে পকেটে টাকা আসবে না আমরা জানি, অথচ পরিশ্রম করতে রাজি না। সারাদিন শুধু সময় নষ্ট করতে ব্যস্ত। এবার একটু সিরিয়াস হয়ে স্যারের এই কোর্স একবার করে দেখুন হয়তো জীবন বদলে যাবে। রিজিকেল মালিক আল্লাহ। ইনশাআল্লাহ ভালো কিছু হবেই।

01/07/2025

🌺 ডিজিটাল মার্কেটিং রেকর্ড ভিডিও কোর্সঃ https://lwyeasin.com/courses/digital-marketing-course/

ঘরে বসে আয় করুন। খুব সহজ তাইনা? আপনি ভুল। শুনতে যত সহজ মনে হয় কোন কাজই সহজ নয়। সহজ করে নিতে হয়। এর জন্য বেশি বেশি চর্চা করা প্রয়োজন। ডিজিটাল মার্কেটিং শিখে ফ্রিল্যান্সিং করা সহজ কোন বিষয় নয়। তবে বিষয়টাকে স্যারে সহজ করে এতো সুন্দর করে সাজিয়েছি যে ইনশাআল্লাহ আপনি যদি বিগেনার হন অথবা মোটামুটি ধারনা আছে তাহলে এই কোর্স আপনাকে উপকৃত করবে ইনশাআল্লাহ। পূর্ববর্তী প্রশিক্ষনার্থীদের কথা গুলো শুনলে বুজতে পারবেন তারা আসলে প্রতারিত হয়েছে নাকি উপকৃত হয়েছে। চোখ বন্ধ করে বসে থাকলে পকেটে টাকা আসবে না আমরা জানি, অথচ পরিশ্রম করতে রাজি না। সারাদিন শুধু সময় নষ্ট করতে ব্যস্ত। এবার একটু সিরিয়াস হয়ে স্যারের এই কোর্স একবার করে দেখুন হয়তো জীবন বদলে যাবে। রিজিকেল মালিক আল্লাহ। ইনশাআল্লাহ ভালো কিছু হবেই।

01/07/2025

🌺 ডিজিটাল মার্কেটিং রেকর্ড ভিডিও কোর্সঃ https://lwyeasin.com/courses/digital-marketing-course/

ঘরে বসে আয় করুন। খুব সহজ তাইনা? আপনি ভুল। শুনতে যত সহজ মনে হয় কোন কাজই সহজ নয়। সহজ করে নিতে হয়। এর জন্য বেশি বেশি চর্চা করা প্রয়োজন। ডিজিটাল মার্কেটিং শিখে ফ্রিল্যান্সিং করা সহজ কোন বিষয় নয়। তবে বিষয়টাকে স্যারে সহজ করে এতো সুন্দর করে সাজিয়েছি যে ইনশাআল্লাহ আপনি যদি বিগেনার হন অথবা মোটামুটি ধারনা আছে তাহলে এই কোর্স আপনাকে উপকৃত করবে ইনশাআল্লাহ। পূর্ববর্তী প্রশিক্ষনার্থীদের কথা গুলো শুনলে বুজতে পারবেন তারা আসলে প্রতারিত হয়েছে নাকি উপকৃত হয়েছে। চোখ বন্ধ করে বসে থাকলে পকেটে টাকা আসবে না আমরা জানি, অথচ পরিশ্রম করতে রাজি না। সারাদিন শুধু সময় নষ্ট করতে ব্যস্ত। এবার একটু সিরিয়াস হয়ে স্যারের এই কোর্স একবার করে দেখুন হয়তো জীবন বদলে যাবে। রিজিকেল মালিক আল্লাহ। ইনশাআল্লাহ ভালো কিছু হবেই।

Address

Lakshmipur

Alerts

Be the first to know and let us send you an email when Learn With Yeasin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Learn With Yeasin:

Share