Mamun Vai

Mamun Vai Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mamun Vai, Ramgonj, Lakshmipur.
(11)

আমি এখানে এসেছি আপনাদের মুখে হাসি ফোটাতে! 😄
এই পেজে পাবেন রোজকার জীবনের ফানি মুহূর্ত, রিলেটেবল স্কিটস, আর এমন সব ভিডিও যা দেখে হেসে হেসে পেট ব্যথা হয়ে যাবে! 😂
ফলো করে রাখুন, নতুন নতুন ভিডিও মিস করবেন না!
হাসুন, আনন্দে থাকুন! ❤️

অনেক দিন পর বন্ধুর সাথে দেখা।কে কে চিনেন বন্ধুকে?
12/12/2025

অনেক দিন পর বন্ধুর সাথে দেখা।
কে কে চিনেন বন্ধুকে?

💢 ভর্তি চলছে 🎒 ভর্তি চলছে 💢 ভর্তি চলছে 💢🎓আপনার প্রিয় সন্তানের জন্য আধুনিক ও মানসম্মত  দীনি শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছেন?💥আল...
11/12/2025

💢 ভর্তি চলছে 🎒 ভর্তি চলছে 💢 ভর্তি চলছে 💢
🎓আপনার প্রিয় সন্তানের জন্য আধুনিক ও মানসম্মত দীনি শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছেন?

💥আলহামদুলিল্লাহ! আপনাদের সেই আকাঙ্খা পূরণের প্রত্যয়ে, রামগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত "রাহমানিয়া মহিলা দাখিল মাদ্রাসা" আপনাদের সুসংবাদ দিচ্ছে➖ যেখানে আপনার সন্তান বাংলা, ইংরেজী শিক্ষার পাশাপাশি আরবী শিক্ষা, কোরআন-সুন্নাহ সহ হিফজুল কুরআন শিক্ষায় হবে সমান পারদর্শী! ইনশাআল্লাহ।

👉 আপনারা জেনে আরো আনন্দিত হবেন যে, আপনাদের প্রিয় প্রতিষ্ঠান "রাহমানিয়া মহিলা দাখিল মাদ্রাসা" নূরানী বেফাক বোর্ডে জেলা পর্যায়ে পুরস্কার প্রাপ্ত হন।
❝১ম স্থান ২য় স্থান ও ৩য় স্থান অর্জন করায়❞

👉আপনার সন্তানকে দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তোলা'ই আমাদের লক্ষ্য। ইনশাআল্লাহ।

“Quality Education with Morality"

💥 ভর্তির বিভাগ সমূহ:
✅ নূরানী বিভাগ।
✅ জেনারেল বিভাগ: প্লে থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত।
✅ বিজ্ঞান বিভাগ: নবম শ্রেণি
✅ হিফজুল কুরআন বিভাগ।
✅ বিশেষ ক্লাস: সাপ্তাহিক সাংস্কৃতিক ক্লাস।

💥 "রাহমানিয়া মহিলা দাখিল মাদ্রাসায়" কেনো আপনার সন্তানকে ভর্তি করবেন❓
✅আধুনিক পাঠ্যক্রম: জাতীয় শিক্ষা কারিকুলাম ও নৈতিক শিক্ষার সমন্বিত সিলেবাস।
✅ইসলামী শিক্ষা: শিক্ষার্থীদের ইসলামী মূল্যবোধ, আচার-আচরণ ও ইসলামী সংস্কৃতির শিক্ষা।
✅প্রযুক্তি সহায়ক শিক্ষা: আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পাঠদান ও প্রশিক্ষণ ব্যবস্থা।
✅অভিজ্ঞ শিক্ষক: দীক্ষিত ও অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকাদের দ্বারা মানসম্মত পাঠদান প্রদান।
✅নিরাপত্তা: শিক্ষার্থীদের নিরাপত্তা এবং মনোবল বৃদ্ধি করার জন্য সুরক্ষিত পরিবেশ।
✅প্রতিটি ব্যাচে আসন সংখ্যা ৩০ জন।
✅ক্লাসের পড়া ক্লাসেই কমপ্লিট করার ব্যবস্থা
✅প্রহার নয় স্নেহ ও আনন্দের সহিত সঠিক শিক্ষা প্রদান।
✅দারিদ্রতা দূরীকরণের জন্য রয়েছে বিশেষ প্রশিক্ষণ: কম্পিউটার স্কিল ও হাতের খড়ি সেলাই প্রশিক্ষণকেন্দ্রে।

🔶 এছাড়াও রয়েছে;
🍀নসীহাতমূলক প্রোগ্রাম।
🍀বিষয়ভিত্তিক আলোচনা।
🍀সংশোধন মূলক আলোচনা সভা।
🍀বিষয়ভিত্তিক দোয়া,হাদিস ও মাসাআলা মুখস্ত করন।
🍀মনীষীদের জীবনী আলোচনা ও প্রতিযোগিতা।
🍀অযু, সালাত পবিত্রতাসহ ইসলামের মৌলিক প্রশিক্ষণ।

🔶 আমাদের অন্যান্য বৈশিষ্ট্যাবলী:

✨ খেলাধুলা ও বিনোদনের জন্য রয়েছে বৃহত খেলার মাঠ ও বিভিন্ন খেলা সামগ্রীর সুব্যবস্থা।
✨ সিসিটিভি ও সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা।
✨ শিক্ষর্থীদের মেধাবিকাশের জন্য প্রতিটি রুমে শিক্ষাবিষয়ক ড্রয়িং সুন্দরভাবে সাজানো।
✨ শিশুদের শিক্ষা উপযোগী ডিজিটাল উপকরণ, (প্রোজেক্টর, হোয়াইট বোর্ড, সাউন্ড সিস্টেম,ইত্যাদি)
✨ শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিভা বিকাশে জাতীয় পর্যায়ে পুরস্কার প্রাপ্ত প্রশিক্ষক দ্বারা ইসলামিক সংগীত ও নাশিদ প্রশিক্ষণ।


🎓আপনার সন্তানকে রাহমানিয়া মাদ্রাসা _ রাহমানিয়া মাদ্রাসা - Rahmania Madrasah - তে ভর্তি নিশ্চিত করে একটি সুন্দর ও আলোকিত ভবিষ্যৎ গড়ুন।

📅 ভর্তি চলাকালীন - আসন সংখ্যা সীমিত, তাই দেরি না করে আজই যোগাযোগ করুন!

📍 ঠিকানা: ফতেহপুর, ঐদারা দিঘীরপাড় সংলগ্ন চন্ডিপুর, রামগঞ্জ, লক্ষীপুর।

☎ মোবাইল নাম্বার:-
📞 01925345565
📞 01727-55235

#রাহমানিয়া_মাদ্রাসা #রামগাঞ্জ #ভর্তি



এতোটাই ব্যস্ততা যে নিজেকে নিয়ে চিন্তা করার এক মূহুর্ত সময় নেই অথচ এখনো অনেক অগোছালো জীবনটাকে অনেক গোছানো বাকী।
09/12/2025

এতোটাই ব্যস্ততা যে নিজেকে নিয়ে চিন্তা করার এক মূহুর্ত সময় নেই অথচ এখনো অনেক অগোছালো জীবনটাকে অনেক গোছানো বাকী।

আমি আমার মতো করেই সাজিয়ে নিতে পছন্দ করি,অগোছালো জীবনটা হয়তো নিজের মতো করেই সাজিয়ে নিবো না হয় ইতি টানবো।
05/12/2025

আমি আমার মতো করেই সাজিয়ে নিতে পছন্দ করি,
অগোছালো জীবনটা হয়তো নিজের মতো করেই সাজিয়ে নিবো না হয় ইতি টানবো।

যখন খুব বেশি মন খারাপ হয়,তখনই আমার সঙ্গী হয়ে যায় নদী। ভরপুর চাঁদের আলোয় নদীর মাঝে ঘুরে বেড়ানোর যেই আনন্দটা সেটা কখনো...
01/12/2025

যখন খুব বেশি মন খারাপ হয়,তখনই আমার সঙ্গী হয়ে যায় নদী।
ভরপুর চাঁদের আলোয় নদীর মাঝে ঘুরে বেড়ানোর যেই আনন্দটা সেটা কখনোই মন খারাপ থাকতে দেয় না।

দীর্ঘ এই পথচলা জীবিকার কাছে হার মেনে যায়।ভাতিজা জীবিকার তাগিদে আজ প্রবাসের উদ্দেশ্য রওনা দিয়েছে চাচা ভাতিজার জুটিটা হয়তো...
30/11/2025

দীর্ঘ এই পথচলা জীবিকার কাছে হার মেনে যায়।
ভাতিজা জীবিকার তাগিদে আজ প্রবাসের উদ্দেশ্য রওনা দিয়েছে চাচা ভাতিজার জুটিটা হয়তো সবাই মিস করবেন,তবে আমি ব্যক্তিগত ভাবে আরেকটা হৃদয়ের মানুষকে হারালাম।
ভালো থাকিস সব সময়,সবাই ভাতিজার জন্য দোয়া করবেন 🙏।
পোস্টটা করার মাঝেও চোখের পানিটা ধরে রাখতে পারলাম না।
ভালো থাকিস সব সময়।

গোলাপ একটু বেশিই প্রিয়।
29/11/2025

গোলাপ একটু বেশিই প্রিয়।

মাথার উপর ছায়া আর কাঁধে হাত রাখার মানুষ না থাকলে বুঝা যায় বাস্তবতা কতটা কঠিন।
28/11/2025

মাথার উপর ছায়া আর কাঁধে হাত রাখার মানুষ না থাকলে বুঝা যায় বাস্তবতা কতটা কঠিন।

27/11/2025

শুরু হয়ে গেছে আমাদের লক্ষ্মীপুরের রামগঞ্জের কাঞ্চনপুর উরস মানুষের সমাগম আর অবস্থা দেখুন,না দেখলেই মিস করবেন। #মেলা

আমগো জেলার অন্যতম বৃহত্তম উরসের মেলায়,ভিডিও নিয়ে আসছি।
27/11/2025

আমগো জেলার অন্যতম বৃহত্তম উরসের মেলায়,ভিডিও নিয়ে আসছি।

নিখোঁজ বিজ্ঞপ্তি!!মো: তাহামিদুল সিপাত ভুঁইয়াথানা রামগঞ্জ, জেলা লক্ষীপুর।...গত ১৬/১১/২০২৫ তারিখ, ঢাকা থেকে নিখোঁজ। আজ ৭দি...
22/11/2025

নিখোঁজ বিজ্ঞপ্তি!!
মো: তাহামিদুল সিপাত ভুঁইয়া
থানা রামগঞ্জ, জেলা লক্ষীপুর।...গত ১৬/১১/২০২৫ তারিখ, ঢাকা থেকে নিখোঁজ। আজ ৭দিন যাবত নানান জাগায় খুঁজে ভেড়াচ্ছি। আজ এতো দিনেও তার কোন খোজ মেলেনি। তাই নিরুপায় হয়ে আপনাদের কাছে সাহায্যর হাত বাড়ালাম। দয়া করে কেউ যদি তাকে দেখে থাকেন বা পরিচিত কেউ যদি তার কোন খোজ জেনে থাকেন আমাদেরকে খোজ দিবেন। এবং শেয়ার করে দিবেন তাকে ফিরে পেতে সাহায্য করবেন 🙏!! আমারা পরিবারের সবাই ভেঙ্গে পড়েছি। আপনাদের কাছে অনুরোধ কেউ দেখে থাকলে বা জেনে থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দয়া করে 🙏 যোগাযোগের মাধ্যম :
01932038163
পোষ্ট:-কমলাকান্তের দপ্তর।

সময় যোগ্য জবাব দেয় এইটা যদি মেনে চুপ থাকতে পারেন তাহলেই আপনি তার প্রমাণ পাবেন।
21/11/2025

সময় যোগ্য জবাব দেয় এইটা যদি মেনে চুপ থাকতে পারেন তাহলেই আপনি তার প্রমাণ পাবেন।

Address

Ramgonj
Lakshmipur

Alerts

Be the first to know and let us send you an email when Mamun Vai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mamun Vai:

Share