Nondon Tv নন্দন টিভি

  • Home
  • Nondon Tv নন্দন টিভি

Nondon Tv নন্দন টিভি Welcome To Nondon Tv Official page.(সত্যের সন্ধানে,মানুষের কল্যাণে...)

লক্ষ্মীপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্ট। লক্ষ্মীপুরে এসএসসি পরীক্ষায় ...
18/07/2025

লক্ষ্মীপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্ট।


লক্ষ্মীপুরে এসএসসি পরীক্ষায় জিপিএ - ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার (১৮ ই জুলাই) বেলা ১০ টার দিকে
লক্ষ্মীপুর জেলার প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজ ও প্রিন্সিপাল কাজী ফারুকী ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজির উদ্যোগ এবং প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্ট এর অর্থায়নে কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান পবিত্র কুরআন তিলাওয়াত পরিবেশনের মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠান আরম্ভ হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, প্রফেসর কাজী ফারুকী কল্যান ট্রাস্টের কোষাধ্যক্ষ ঢাকা কমার্স কলেজের
প্রফেসর কাজী সায়মা বিনতে ফারুকী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মু. নুরুল আমিন। প্রফেসর ডা. কাজী মো. নূর-উল ফেরদৌস, কো-চেয়ারম্যান, প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্ট এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিজানুর রহমান ভুইয়া, ভাইস -চেয়ারম্যান প্রফেসর কাজী ফারুকী কল্যান ট্রাস্ট, তৌহিদুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রায়পুর, সহকারি অধ্যাপক মোঃ সাইফুল ইসলাম প্রধান শিক্ষক, প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল প্রমুখ।

লক্ষ্মীপুর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত তিন শতাধিক শিক্ষার্থীদের ফুল, সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
এ সময় বক্তারা বলেন, “এই শিক্ষার্থীরাই আগামী দিনের আলোকবর্তিকা। তাদের নৈতিক শিক্ষা, দেশপ্রেম এবং আদর্শে গড়ে তুলতে হবে। কেবল ভালো ফলই যথেষ্ট নয়, সৎ, যোগ্য ও আল্লাহ ভীরু নৈতিক মানুষ হয়ে উঠাই হবে প্রকৃত সফলতা।”

শিক্ষার্থীরা এমন সময়োপযোগী আয়োজনের জন্য প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজকে ধন্যবাদ এবং ভবিষ্যতে এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষার্থীদের মধ্যে মানবিকের নাঈমা আফরোজ তার অনুভূতি ব্যক্ত করে বলেন,আমার জিবনের সব থেকে বড় পাওয়া আজকের সংবর্ধনা যখন নিজেকে নিয়ে আনন্দিত মনে হচ্ছিল ঠিক তখনই আমার প্রিয় প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজ এই সুন্দর আয়োজন। এই আয়োজনে আমি এবং আমরা অনেক খুশি হয়েছে এবং এই অনুপ্রেরণা আমাদের সামনের দিনগুলো আরো অনুপ্রাণিত করবে। উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত অধ্যাপক আনিছুর রহমান ও আজিজুর রহমান খান বুলবুল।

প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজ,লক্ষ্মীপুর। লক্ষ্মীপুরে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠান 🎉লক্ষ্মীপুর জেলায় এসএসসি, দাখ...
17/07/2025

প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজ,লক্ষ্মীপুর।

লক্ষ্মীপুরে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠান 🎉
লক্ষ্মীপুর জেলায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৫ এর সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে!
লক্ষ্মীপুর জেলার কৃতি শিক্ষার্থীদের এই অসাধারণ সাফল্যকে উদযাপন করতে এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং জীবন গঠনে অনুপ্রাণিত করতে এই আয়োজন করা হয়েছে। আশা করি, শিক্ষার্থীরা তাদের পরিবার ও শিক্ষকদের সাথে নিয়ে এই আনন্দঘন মুহূর্তে শামিল হবে।

#লক্ষ্মীপুর #সংবর্ধনা২০২৫ #শিক্ষাসফলতা

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে লক্ষ্মীপুর নন্দন অটিজম এন্ড এনডিডি স্কুলের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ১ম স্থান অর্জন। বিশেষ ...
27/06/2025

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে লক্ষ্মীপুর নন্দন অটিজম এন্ড এনডিডি স্কুলের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ১ম স্থান অর্জন।

বিশেষ প্রতিনিধ :আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে বিতর্ক, কুইজ ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
এসময় লক্ষ্মীপুর জেলা একমাত্র প্রতিবন্ধী বিদ্যালয় লক্ষ্মীপুর নন্দন অটিজম এন্ড এনডিডি স্কুলের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু চিত্রাংকন প্রতিযোগিতা প্রথম স্থান অর্জন করে। গত ২৬জুন ২০২৫জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় ও পুরস্কার বিতরণ করা হয়।।

জেলা ন্যাশনাল ড্রাগ অ্যাসোসিয়েশন (এনডিএ) আয়োজনে অনুষ্ঠানে সহযোগিতা করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ল কার্যালয়। প্রমাণ স্পষ্ট, প্রতিরোধ বিনিয়োগ করুন, মাদকাসক্তি এবং সংঘবদ্ধ অপরাধের দুষ্টচক্র ভেঙ্গে ফেলুন এমন প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে বক্তারা মাদকবিরোধী সামাজিক সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করেন এবং শিক্ষার্থীদের এ ধরনের ইতিবাচক কার্যক্রমে যুক্ত থাকার আহ্বান জানান।

এর আগে সকালে র‌্যালি, আলোচনা সভা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা কালেক্টর ভবন প্রাঙ্গণ থেকে র‌্যালি শুরু হয়ে গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেজবা উল আলম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ শরীফ উদ্দিন, পরিদর্শক আবদুর রহিম, উপ-পরিদর্শক সাহারা ইয়াসমিনসহ জেলার বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজিব কুমার সরকার বলেন, মাদকাসক্ত শিক্ষার্থীকে যদি শিক্ষক নিজ সন্তান মনে করেন। উদ্যোগ নেন সংশোধনের। তবেই তিনি যথার্থ শিক্ষক। একইভাবে অভিভাবকদের সচেতন ও সতর্ক হতে হবে। শিক্ষক ও অভিভাবকদের ভূমিকায় মাদক প্রতিরোধ সম্ভব হয়ে উঠবে। কারন, পারিবারিক এবং একাডেমিক শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ।

জেলা প্রশাসক আরও বলেন, মুরুব্বিদের অভিযোগ রয়েছে বর্তমান প্রজন্মের বিরুদ্ধে। তারা বাবা-মাকে শ্রদ্ধা করে না। গুরুজনদের মান্য করেন না। শিক্ষকদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে না। অনেক ক্ষেত্রে আক্রমন করে থাকেন। কথাটি মোটেও মিথ্যা নয়। আমরা প্রায় দেখতে পাচ্ছি, সমাজে এমনটি ঘটছে। এরজন্য সন্তান বা শিক্ষার্থীদের মধ্যে এই বোধটুকু তৈরি করতে হবে। যিনি আমাকে আদর করেন, স্নেহ করেন, ভালোবাসেন। তিনি আমাকে শাসনও করতে পারবেন। এই কাঠামো তৈরি করতে হবে আমাদের। এরজন্য অভিভাবক ও শিক্ষকদের ভুমিকা রাখতে হবে। প্রত্যেক বাবা-মায়েই প্রত্যাশা, নিজ সন্তান যেন ভালো থাকে।

আরও বলেন, মাদক সেবনকারী ও ব্যবসায়ীদের গ্রেফতার কাজ করছে পুলিশ ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। জেলা প্রশাসনও প্রায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করছেন। এতে বিপুল পরিমাণ মাদক জব্দ করা হচ্ছে। গ্রেফতার করা হচ্ছে জড়িতদের। মাদক প্রতিরোধে নূন্যতম আপোষ করা হয়না। আগামীর সমাজ ও দেশ নেতৃত্ব দিবে যুব-তরুণরা। তরুণরা জাতির ভবিষ্যৎ। এখন ওই যুব-তরুণরা যদি মাদকাসক্ত হয়। তারমানে জাতি অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়বে। এই ক্ষতি কোনভাবে পুরন করা সম্ভব হবে না। এজন্য মাদকের অপব্যবহার প্রতিরোধ করতে হবে। সুন্দর-সমৃদ্ধ দেশ গড়তে, তারণ্যের শক্তিকে ইতিবাচকভাবে কাজে লাগাতে হবে।

লক্ষ্মীপুর সদর উপজেলার জকশিন বাজারে দূধর্ষ চুরি।বাজারের মেসার্স ফারুক ব্রাদার্স, মেসার্স খোরশেদ আলম ট্রেডার্স ও মেসার্স ...
12/06/2025

লক্ষ্মীপুর সদর উপজেলার জকশিন বাজারে দূধর্ষ চুরি।
বাজারের মেসার্স ফারুক ব্রাদার্স, মেসার্স খোরশেদ আলম ট্রেডার্স ও মেসার্স ভাই বন্ধু ষ্টোরে এই চুরির ঘটনা ঘটে।। সিসি ক্যামেরা থেকে পাওয়া চোরের ছবি।কেউ চিনে থাকলে বণিক সমিতি কে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

হযরত ইব্রাহীম (আঃ)এর সুন্নাহ  উজ্জীবিত  হউক  সকলের জীবন। আল্লাহ তায়ালা  কবুল করুন আমীন।মোহাম্মদ ফারুক হোসাইন নুরনবী সেক্...
05/06/2025

হযরত ইব্রাহীম (আঃ)এর সুন্নাহ উজ্জীবিত হউক সকলের জীবন। আল্লাহ তায়ালা কবুল করুন আমীন।

মোহাম্মদ ফারুক হোসাইন নুরনবী
সেক্রেটার
বাংলাদেশ জামায়াতে ইসলামী, লক্ষ্মীপুর জেলা

শুভেচ্ছা এবং অভিনন্দন …..!ঈদ মোবারক….!!!
05/06/2025

শুভেচ্ছা এবং অভিনন্দন …..!

ঈদ মোবারক….!!!

লক্ষ্মীপুর সদর ৩ আসনের সাবেক সফল সংসদ সদস্য জননেতা জনাব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ভাই ( Shahid Uddin Chowdhury Anee)  ও ...
05/06/2025

লক্ষ্মীপুর সদর ৩ আসনের সাবেক সফল সংসদ সদস্য জননেতা জনাব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ভাই ( Shahid Uddin Chowdhury Anee) ও ১৪ নং মান্দারী ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে সকল কে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও অগ্রীম ঈদ মোবারক।
মোহাম্মদ বেলায়েত হোসেন
সাবেক সহ-সভাপতি, লক্ষীপুর জেলা ছাত্রদল

বসুন্ধরা শুভসংঘ লক্ষ্মীপুর জেলা কমিটির আত্মপ্রকাশ ও বৃক্ষরোপণ। বিশেষ প্রতিনিধি :-নন্দন টিভি অনলাইন।  প্রকাশ: সোমবার, ১৯ ...
18/05/2025

বসুন্ধরা শুভসংঘ লক্ষ্মীপুর জেলা কমিটির আত্মপ্রকাশ ও বৃক্ষরোপণ।


বিশেষ প্রতিনিধি :-নন্দন টিভি অনলাইন।
প্রকাশ: সোমবার, ১৯ মে, ২০২৫

দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের সামাজিক সংগঠন বসুন্ধরা শুভসংঘ লক্ষ্মীপুর জেলা শাখার নতুন কমিটি আত্মপ্রকাশ করেছে। ‘শুভ কাজে সবার পাশে’ —এ প্রতিপাদ্য নিয়ে লক্ষ্মীপুরে ৪১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়েছে। আজ রবিবার (১৮ মে) সকালে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে এ কমিটি গঠন করা হয়। নতুন কমিটি বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে তাদের কার্যক্রম শুরু করেন।


জেলা কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন, বিশিষ্ট ক্রীড়া সংগঠক, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মঞ্জুরুর রহমান ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী আহমেদ ফেরদৌস মানিক।

নতুন কমিটিতে সভাপতি পদে সর্বসম্মতিক্রমে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, নিউজ টুয়েন্টিফোর ও বাংলাদেশ প্রতিদিন এর প্রতিনিধি সাঈদুল ইসলাম পাবেল, সাধারণ সম্পাদক হিসেবে কালেরকণ্ঠের জেলা প্রতিনিধি কাজল কায়েস এর নাম ঘোষণা করা হয়। কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে জেলা এনজিও ফোরামের সভাপতি আসাদুজ্জামান সোহাগ, সহ-সভাপতি সমাজ উন্নয়নকর্মী সালমান হায়দার রাশেদ ও ডেইলী সান এর প্রতিনিধি রেজাউল করিম পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে বাংলা নিউজ ২৪ এর প্রতিনিধি নিজাম উদ্দিন, ব্যবসায়ী মেরাজ চৌধুরী, দিদার এলাহী,সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাসেল, সহ-সাংগঠনিক সম্পাদক আল আমীন, অর্থ সম্পাদক শান্ত মজুমদার, দপ্তর সম্পাদক ইমন হোসেন, নারী বিষয়ক সম্পাদক মিফতাউল জান্নাত, ইভেন্ট সম্পাদক কাজী আব্দুর রহমান, কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওমর ফারুক, প্রচার সম্পাদক হাজী মহান শরীফ, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ডালিম কুমার দাস, স্বাস্থ্য ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ফিরোজ আলম, ক্রীড়া সম্পাদক মো. গোলাম ছরোয়ার সেলিম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম তুহিন,

নারী ও শিশু বিষয়ক সম্পাদক সাবিনা আফরিন, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক দিদার হোসেন আনন্দ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক সুমন দাস, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক নাহিদুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক মো. ফিরোজ আলম, কার্যকরী সদস্য আব্দুল্লাহ আল বারাকাত, আব্দুর রহমান বিপ্লব, নাছির আলম মিশন, কিশোর কুমার দত্ত, মো. কামাল উদ্দিন, আমিনুল ইসলাম রাজু, দেলোয়ার হোসেন শিমুল, শহিদুল ইসলাম, মেহেদি হাসান টুটুল, আরাফাত হোসেন, কাউসার আহমেদ রাব্বি, হামিদুর রহমান ফাহিম, মো. শাকিল, মাহমুদুন্নবী সেজান, জিদানুর রহমান সানোয়ার, আকবর হোসেন মুন্নাসহ মোট ৪১ জনের নাম ঘোষণা করা হয়।

পরে ‘এসো পরিবেশ বাঁচাই, গাছ লাগাই’ প্রতিপাদ্য নিয়ে বিভিন্ন প্রজাতির অর্ধশতাধিক গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়।

উপদেষ্টারা বসুন্ধরা শুভসংঘ ও গ্রুপের ভূয়সী প্রশংসা করে মানবিক কাজে মানবতার পাশে আরও বেশী সক্রিয় থাকার উপর গুরুত্বারোপ করেন।

লক্ষ্মীপুরে পুলিশ কনস্টেবল পদে চাকরি পেলেন ২৪ জন।নিজস্ব প্রতিনিধি :নন্দন টিভি অনলাইন প্রকাশিত :১৬ মে, ২০২৫লক্ষ্মীপুর জেল...
16/05/2025

লক্ষ্মীপুরে পুলিশ কনস্টেবল পদে চাকরি পেলেন ২৪ জন।

নিজস্ব প্রতিনিধি :নন্দন টিভি অনলাইন
প্রকাশিত :১৬ মে, ২০২৫

লক্ষ্মীপুর জেলায় যোগ্যতা ও মেধার ভিত্তিতে বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে চাকরি পেলেন ২১ জন পুরুষ ও ৩ জন নারী এবং অপেক্ষমান আছেন ৪ জন। ১৫ মে বৃহস্পতিবার বিকেলে লক্ষ্মীপুর জেলা পুলিশের ফেসবুক পেজের মাধ্যমে বিষয়টি জানানো হয়। “সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা ফেব্রুয়ারি ২০২৫ এর লক্ষ্মীপুর জেলার প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফল ঘোষণা ও পরবর্তী করণীয় সম্পর্কে ব্রিফিং এবং নির্বাচিত প্রার্থীদের শুভেচ্ছা জানান জেলা পুলিশ সুপার মোঃ আকতার হোসেন। তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় মুঠোফোনে এ প্রতিবেদককে বলেন, ফ্রেরুয়ারী ২০২৫ পুলিশ কনস্টেবল নিয়োগ অনলাইন রেজিষ্ট্রেশনের মাধ্যমে শুরু হয়। পরে ১০,১১ ও ১২ এপ্রিল শারীরিক ও অন্যান্য ইভেন্টের যাচাই-বাছাই করার পরে ৫ মে ২৪৩ জন নারী-পুরুষ ৪৫ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহন করে ৫৪ জন উর্ত্তীন হন। পরে ১৫ নম্বরের ভাইভা ভয়েসে ৫৪ জন প্রার্থী অংশগ্রহণ করে ২১ পুরুষ ও ৩ জন নারী চুড়ান্ত ভাবে মনোনীত হন এবং ৪ জন অপেক্ষামান থাকেন। তিনি আরও জানান, চুড়ান্তভাবে মনোনীতদের লক্ষ্মীপুর ও ঢাকাতে মেডিকেল টেস্ট অনুষ্ঠিত হবে। পরে পুলিশ ক্লিয়ারেন্স নেওয়ার পরে চার মাসের মৌলিক পরীক্ষা নেয়া হবে।

জানা গেছে, গত ১০ এপ্রিল সকাল ৭টা থেকে লক্ষ্মীপুর পুলিশ লাইন্স মাঠে জেলার প্রিলিমিনারি স্ক্রিনিং এ বাছাইকৃত যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই হয়েছে। পরে ১১ এপ্রিল দ্বিতীয় দিন Physical Endurance Test (PET) এর ১ম ইভেন্ট (২০০ মিটার দৌড়), ২য় ইভেন্ট (পুশ আপ), ৩য় ইভেন্ট (লং জাম্প), ৪র্থ ইভেন্ট (হাই জাম্প) অনুষ্ঠিত হয়। তৃতীয় দিন Physical Endurance Test (PET) এর ৫ম ইভেন্ট (১৬০০/১০০০ মিটার দৌড়) ইভেন্টে পুরুষ প্রার্থীদের ১৬০০ মিটার দৌড় ৬.৩০ মিনিট এবং নারী প্রার্থীদের ১০০০ মিটার দৌড় ৬ মিনিটে, ৬ষ্ঠ ইভেন্ট (ড্র্যাগিং; ইভেন্টে পুরুষ প্রার্থীদের ১৫০ পাউন্ড ওজনের টায়ার নির্দিষ্ট সময়ে ৩০ ফুট দূরত্ব অতিক্রম করতে হবে এবং নারী প্রার্থীদের ১১০ পাউন্ড ওজনের টায়ার নির্দিষ্ট সময়ে ২০ ফুট দূরত্ব অতিক্রম করতে হয়।। ৭ম ইভেন্ট রোপ ক্লাইম্বিং; ইভেন্টে পুরুষ প্রার্থীদের ১২ ফুট এবং নারী প্রার্থীরা ৮ ফুট রোপ ক্লাইম্বিং এ অংশগ্রহণ করে। এসকল ইভেন্টে উত্তীর্ণরা ৫ মে লক্ষ্মীপুর সরকারি কলেজ কেন্দ্রে ২১৩ জন যুবক-যুবতী লিখিত পরীক্ষায় অংশগহন করে ৫৪ উর্ত্তীন হন। লিখিত পরীক্ষায় উর্ত্তীনদের মধ্যে ভাইভা ভয়েস পরীক্ষা নেয়া হয়েছে। সকল কার্যক্রম শেষে চুড়ান্ত ভাবে ২১ পুরুষ ও ৩ জন নারীকে নিয়োগ দেয়ার জন্য মনোনীত করা হয়। অপেক্ষামান থাকেন ৪ জন।

সনাক লক্ষ্মীপুর জেলার নতুন কমিটি গঠনবিশেষ প্রতিনিধি :নন্দন টিভি অনলাইন।প্রকাশিত:১৬মে২০২৫ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ব...
16/05/2025

সনাক লক্ষ্মীপুর জেলার নতুন কমিটি গঠন

বিশেষ প্রতিনিধি :নন্দন টিভি অনলাইন।
প্রকাশিত:১৬মে২০২৫

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন সচেতন নাগরিক কমিটি (সনাক), লক্ষ্মীপুরের কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫মে) বিকালে সনাক সভায় নতুন কমিটি গঠন করা হয়।
কমিটিতে সভাপতি লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের প্রাক্তণ অধ্যক্ষ প্রফেসর রফিকুল আহসান, সহ-সভাপতি কফিল বিশ্ববিদ্যালয় কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক শিপ্রা তালুকদার, লক্ষ্মীপুর সরকারি কলেজের গণিত বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারি অধ্যাপক মোঃ হুমায়ুন কবির।

সভায় সনাক সভাপতি প্রফেসর জেড এম ফারুকীর সভাপতিত্বে এছাড়া উপস্থিত ছিলেন সনাক সহ-সভাপতি আবুল মোবারক ভূঁইয়া, খোদেজা খাতুন, সদস্য প্রফেসর জাকির হোসেন, মোবাশ্বের আহমেদ, আহমেদ হোসেন, সুধীর চন্দ্র ঘোষ, রিনা সুলতানা, শারমিন আক্তার, শাহানা আক্তার, ওয়াহিদুর রহমান কবির, লিটন চন্দ্র দাস, রাশেদুল ইসলাম, রাজীব হোসেন রাজু প্রমুখ।
আগামী ২বছরের জন্য এ কমিটি লক্ষ্মীপুরে দুর্নীতিবিরোধী বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করবেন।

লক্ষ্মীপুরে মাদ্রাসাছাত্রকে হত্যার অভিযোগে মামলা, শিক্ষককে কারাগারে প্রেরণবিশেষ প্রতিনিধি, প্রকাশিত: ১৪ মে ২০২৫লক্ষ্মীপু...
14/05/2025

লক্ষ্মীপুরে মাদ্রাসাছাত্রকে হত্যার অভিযোগে মামলা, শিক্ষককে কারাগারে প্রেরণ

বিশেষ প্রতিনিধি,
প্রকাশিত: ১৪ মে ২০২৫

লক্ষ্মীপুরে আল-মঈন ইসলামী একাডেমীতে হেফজ বিভাগের ছাত্র সানিম হোসাইনকে (৮) পিটিয়ে হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এতে মাদ্রাসার শিক্ষক হাফেজ মাহমুদুর রহমান মাহমুদ, অধ্যক্ষ বশির আহমেদ ও ফয়সাল নামে তিনজনকে আসামি করা হয়। ঘটনার পরে আটক মাহমুদকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার (১৪ মে) দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে জেলা শহরের উত্তর তেমুহনী এলাকায় মাদ্রাসা থেকে নিহত সানিমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। এর আগে দুপুরে সানিমের রহস্যজনক মৃত্যু হয়। নিহত সানিম রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের চরবংশী গ্রামের ব্যবসায়ী হুমায়ন কবির মাতব্বরের ছেলে ও মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। সে ২০ পারা কোরআনে হাফেজ ছিলেন। ঘটনার রাতেই সানিমের বাবা হুমায়ুন কবির বাদী হয়ে সদর থানায় ৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৫ জনের নামে মামলা করেন।

এদিকে পরিবারের অভিযোগ, ৩-৪ দিন আগে পরিবারকে জানানো হয়, সানিম হুজুরের কথা শোনে না, এমনকি হুজুরের নামে বদনাম করে। এনিয়ে হুজুর তার ওপর রেগে ছিল। মঙ্গলবার দুপুরে পরিবারকে খবর দেওয়া হয়, সানিম নাকি টয়লেটে ঢুকে গলায় ফাঁস দিয়েছে। মাদ্রাসা এসে সেই হুজুরে কথা জিজ্ঞেস করতেই সবাই বলেছে তাকে আটকে রাখা হয়েছে। সানিমের মরদেহ স্বজনরা এসে টয়লেটে পায়নি। তার লাশ মাদ্রাসার নিচতলার একটি কক্ষে বিছানায় পাওয়া গেছে। তাকে হত্যা করা হয়েছে।

অন্যদিকে শিক্ষকদের দাবি, ‘সানিম মাদ্রাসা ভবনের তিন তলায় টয়লেটে ঢুকে আত্মহত্যা করেছে। পরে শিক্ষকরা তার মরদেহ সেখান থেকে নিচতলায় নামিয়ে একটি কক্ষের বিছানায় রাখে’। তবে এ ঘটনায় মাদ্রাসা কক্ষের সিসি ক্যামেরার ফুটেজে গামছা নিয়ে সানিমকে টয়লেটে ঢুকতে দেখা গেলেও বাহির হওয়া কোন দৃশ্য দেখা যায়নি। সানিমের মরদেহ ৩য় তলার টয়লেট থেকে শিক্ষকরা নিচতলায় নামিয়েছে বলে জানানো হয়েছে। তবে নামানোর ভিডিও দেখাতে পারেননি কর্তৃপক্ষ।

সানিমের বাবা হুমায়ুন কবির বলেন, আমার ছেলেকে হত্যা করা হয়েছে। আমি সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসামিদের বিচার চাই।

ঘটনার পর মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বশির আহমেদ বলেন, ক্লাস শেষে সবাইকে নামাজ আর খাওয়ার বিরতি দেওয়া হয়। নামাজ পড়ে সবাই খাইতে যায়। কিন্তু সানিম যাইনি। সিসি ক্যামেরায় দেখা যায় সে গামছা নিয়ে টয়লেটের প্রবেশ করে। সেখান থেকেই তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, সানিমকে হত্যার অভিযোগে তার বাবা মামলা করেছে। ঘটনার পর আটক শিক্ষক মাহমুদকে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে।

সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে আও...
13/05/2025

সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান মমতাজ বেগম

Address


Opening Hours

Monday 10:00 - 22:00
Wednesday 10:00 - 22:00
Thursday 10:00 - 22:00
Saturday 10:00 - 22:00
Sunday 10:00 - 22:00

Telephone

+8801726058596

Alerts

Be the first to know and let us send you an email when Nondon Tv নন্দন টিভি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nondon Tv নন্দন টিভি:

Shortcuts

  • Address
  • Telephone
  • Opening Hours
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share