Nondon Tv নন্দন টিভি

Nondon Tv নন্দন টিভি Welcome To Nondon Tv Official page.(সত্যের সন্ধানে,মানুষের কল্যাণে...)

আগামীকাল বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর জেলা শাখা ০৫ দফা দাবী আদায়ের লক্ষে বিক্ষোভ মিছিল ও ডিসি মহোদয়ের নিকট স্মার...
11/10/2025

আগামীকাল বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর জেলা শাখা ০৫ দফা দাবী আদায়ের লক্ষে বিক্ষোভ মিছিল ও ডিসি মহোদয়ের নিকট স্মারকলিপি প্রদান করবেন........

নোয়াখালী বিভাগের দাবিতে রাজধানীতে বিক্ষোভ।
11/10/2025

নোয়াখালী বিভাগের দাবিতে রাজধানীতে বিক্ষোভ।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি(বিডিআরসিএস),লক্ষ্মীপুর ইউনিটের উদ্যোগে ৩ দিনব্যাপী ওরিয়েন্টেশন।
11/10/2025

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি
(বিডিআরসিএস),লক্ষ্মীপুর ইউনিটের উদ্যোগে ৩ দিনব্যাপী ওরিয়েন্টেশন।

দেশব্যাপী টাইফয়েড টিকা দান ক্যাম্পেইন বাস্তবায়নে সুপারভাইজার ও  ভলেন্টিয়ার কর্মশালা।বিস্তারিত কমেন্টে.........   fans...
11/10/2025

দেশব্যাপী টাইফয়েড টিকা দান ক্যাম্পেইন বাস্তবায়নে সুপারভাইজার ও ভলেন্টিয়ার কর্মশালা।
বিস্তারিত কমেন্টে.........

fans Trand News Bangla

রামগঞ্জে মা ও মেয়েকে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভলক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায় আলোচিত মা ও মেয়েকে জবাই করে হত...
10/10/2025

রামগঞ্জে মা ও মেয়েকে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায় আলোচিত মা ও মেয়েকে জবাই করে হত্যার প্রতিবাদে আজ বাদ আছর রামগঞ্জ পৌরসভার সামনে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এই কর্মসূচির আয়োজন করে “রামগঞ্জ উপজেলা ভলেন্টিয়ার অ্যাসোসিয়েশন”, যেখানে অংশগ্রহণ করেন রামগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণ।
উক্ত মানববন্ধনের ১০ দফা দাবি বাস্তবায়ন চাই, করতে হবে।

১. সাম্প্রতিক হত্যাকাণ্ডের আসামিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
২. রামগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের কঠোর পদক্ষেপ নিতে হবে।
৩. মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের রাজনৈতিক আশ্রয়–প্রশ্রয় বন্ধ করতে হবে।
৪. কিশোর গ্যাং নিয়ন্ত্রণে বিশেষ অভিযান ও পুনর্বাসন কার্যক্রম চালু করতে হবে।
৫. সর্বত্র সিসি ক্যামেরা স্থাপন ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে।
৬. নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ফোর্স গঠন করতে হবে।
৭. অপরাধীদের বিরুদ্ধে মামলা দ্রুত নিষ্পত্তি করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে।
৮. সাধারণ মানুষের নিরাপদ চলাফেরার নিশ্চয়তা দিতে মহল্লাভিত্তিক পুলিশি টহল বৃদ্ধি করতে হবে।
৯. শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে মাদকমুক্ত ও নিরাপদ রাখতে নিয়মিত মনিটরিং ব্যবস্থা চালু করতে হবে।
১০. জনগণের জানমালের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার সরকারকে প্রকাশ করতে হবে।

আমরা আশাকরি আইনশৃঙ্খলা বাহিনী অতি শীঘ্রই প্রকৃত অপরাধীকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে যথাযথ বিচার নিশ্চিত করবে।

ইলিয়াস কাঞ্চনের সুস্থতা কামনায় বগুড়ায় সড়ক দুর্ঘ-ট-নায় নি-হ-ত পরিবারের মাঝে ছাদগা হিসেবে ছাগল বিতরণ।
10/10/2025

ইলিয়াস কাঞ্চনের সুস্থতা কামনায় বগুড়ায় সড়ক দুর্ঘ-ট-নায় নি-হ-ত পরিবারের মাঝে ছাদগা হিসেবে ছাগল বিতরণ।

★ ' #আজই  উনাকে   #বিশেষ_বিমান  যোগে   #আঙ্কারায় নিয়ে  আসার  সম্ভাবনা  আছে' বলে আশা প্রকাশ করছে  #তুরস্ক_কর্তৃপক্ষ।
10/10/2025

★ ' #আজই উনাকে #বিশেষ_বিমান যোগে #আঙ্কারায় নিয়ে আসার সম্ভাবনা আছে' বলে আশা প্রকাশ করছে
#তুরস্ক_কর্তৃপক্ষ।

সড়কে উঠতে বাধা, ট্রাফিক পুলিশের মাথা ফাটালেন অটোরিকশা চালকডেস্ক রিপোর্টনন্দন টিভি অনলাইন ১০ অক্টোবর ২০২৫,গাজীপুরের টঙ্গী...
10/10/2025

সড়কে উঠতে বাধা, ট্রাফিক পুলিশের মাথা ফাটালেন অটোরিকশা চালক

ডেস্ক রিপোর্ট
নন্দন টিভি অনলাইন
১০ অক্টোবর ২০২৫,

গাজীপুরের টঙ্গীতে প্রধান সড়কে উঠতে না দেওয়ায় মো. সাঈদ (৬০) নামে দায়িত্বরত এক ট্রাফিক পুলিশের টেস্টার দিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগে এক অটোরিকশার চালককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ৯টার দিকে টঙ্গী স্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মো. সাঈদ গাজীপুর মহানগরের ট্রাফিক দক্ষিণ বিভাগের কনস্টেবল হিসেবে কর্মরত। তিনি নড়াইল জেলার বাসিন্দা। অন্যদিকে অভিযুক্ত অটোরিকশার চালক মো. মুস্তাকিন (৩৫) টঙ্গীর দত্তপাড়া কসাইবাড়ী এলাকায় ভাড়া বাসায় থাকেন। তার গ্রামের বাড়ি হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামে।

পুলিশ ও কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল রাতে দায়িত্ব পালনকালে অটোরিকশার চালকদের প্রধান সড়কে প্রবেশে বাধা দেন সাঈদ। কথা না শোনায় হাতে থাকা টেস্টার দিয়ে মুস্তাকিনের অটোরিকশার চাকা ফুটো করেন সাঈদ। এতে ক্ষুব্ধ হয়ে টেস্টারটি ছিনিয়ে নিয়ে সাঈদের মাথায় আঘাত করেন মুস্তাকিন। পরে সাঈদের মাথা ফেটে রক্তক্ষরণ হয়। অটোরিকশাচালক বর্তমানে টঙ্গী পূর্ব থানা পুলিশে হেফাজতে রয়েছে।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওয়াহিদুজ্জামান বলেন, ট্রাফিক পুলিশকে আহত করার ঘটনায় অটোচালক আটক আছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন।

ডিম খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে ছোটবেলা থেকেই’জেলা প্রতিনিধি, দিনাজপুরপ্রকাশিত: ১০ অক্টোবর ২০২৫, ‘ডিম খাওয়ার অভ্যাস গড়ে ...
10/10/2025

ডিম খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে ছোটবেলা থেকেই’

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৫,

‘ডিম খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে ছোটবেলা থেকেই “ডিমে আছে প্রোটিন—খেতে হবে প্রতিদিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো দিনাজপুরেও উদযাপিত হয়েছে বিশ্ব ডিম দিবস।

শুক্রবার (১০ অক্টোবর) সকালে দিনাজপুর জেলা প্রাণিসম্পদ দফতরের উদ্যোগে বালুবাড়ীস্থ জেলা প্রাণিসম্পদ দপ্তরের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

র‌্যালি শেষে প্রাণিসম্পদ দপ্তরের মিলনায়তনে আয়োজিত হয় আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুর রহিম।

সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম কিবরিয়া। আরও বক্তব্য দেন কৃত্রিম প্রজনন কেন্দ্র, দিনাজপুরের উপপরিচালক ডা. মাহফুজা খাতুন, চিরিরবন্দর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রায়হান আলী প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ছোটবেলা থেকেই ডিম খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। একটি ডিমে রয়েছে উচ্চমানের প্রোটিন, যা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুর রহিম বলেন, “আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও রোগমুক্ত রাখতে হলে বাইরের এবং হোটেলের খাবার এড়িয়ে চলতে হবে। প্রতিদিন একটি করে ডিম ও এক গ্লাস দুধ খাওয়ার মাধ্যমে শরীরের প্রোটিনের চাহিদা অনেকটাই পূরণ করা সম্ভব।”

তিনি আরও বলেন, সচেতনতা বাড়াতে এবং পুষ্টির গুরুত্ব বোঝাতে এ ধরনের দিবস উদযাপন গুরুত্বপূর্ণ। সরকারি-বেসরকারি সহযোগিতায় মানুষের মাঝে পুষ্টি বিষয়ে আরও কার্যকর প্রচার চালানো দরকার।

আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীদের মাঝে সিম্বলিকভাবে ডিম বিতরণ করা হয়।

 #ভর্তি_চলিতেছে,  #ভর্তি_চলিতেছে  #ভর্তি_চলিতেছে  #লক্ষ্মীপুর_নন্দন_অটিজম_এন্ড_এনডিডি_স্কুল এ-র বিশেষ চাহিদা সম্পন্ন শিশ...
10/10/2025

#ভর্তি_চলিতেছে, #ভর্তি_চলিতেছে #ভর্তি_চলিতেছে
#লক্ষ্মীপুর_নন্দন_অটিজম_এন্ড_এনডিডি_স্কুল এ-র বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষা, থেরাপি ও স্বাস্থ্য সেবা শ্রেণীতে ভর্তি চলিতেছে ।
যোগাযোগ ০১৯৭০০০৩০২৮,০১৯১০০০৩০৩১

10/10/2025

নোয়াখালীর মানুষ কখনও কুমিল্লার সঙ্গে বিভাগে যুক্ত হবে না!

- হান্নান মাসুদ

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি প্রধান উপদেষ্টার
10/10/2025

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি প্রধান উপদেষ্টার

Address

Nondon Foundation
Lakshmipur

Opening Hours

Monday 10:00 - 22:00
Wednesday 10:00 - 22:00
Thursday 10:00 - 22:00
Saturday 10:00 - 22:00
Sunday 10:00 - 22:00

Telephone

+8801726058596

Alerts

Be the first to know and let us send you an email when Nondon Tv নন্দন টিভি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nondon Tv নন্দন টিভি:

Share

Category