
18/07/2025
লক্ষ্মীপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্ট।
লক্ষ্মীপুরে এসএসসি পরীক্ষায় জিপিএ - ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার (১৮ ই জুলাই) বেলা ১০ টার দিকে
লক্ষ্মীপুর জেলার প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজ ও প্রিন্সিপাল কাজী ফারুকী ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজির উদ্যোগ এবং প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্ট এর অর্থায়নে কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান পবিত্র কুরআন তিলাওয়াত পরিবেশনের মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠান আরম্ভ হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, প্রফেসর কাজী ফারুকী কল্যান ট্রাস্টের কোষাধ্যক্ষ ঢাকা কমার্স কলেজের
প্রফেসর কাজী সায়মা বিনতে ফারুকী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মু. নুরুল আমিন। প্রফেসর ডা. কাজী মো. নূর-উল ফেরদৌস, কো-চেয়ারম্যান, প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্ট এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিজানুর রহমান ভুইয়া, ভাইস -চেয়ারম্যান প্রফেসর কাজী ফারুকী কল্যান ট্রাস্ট, তৌহিদুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রায়পুর, সহকারি অধ্যাপক মোঃ সাইফুল ইসলাম প্রধান শিক্ষক, প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল প্রমুখ।
লক্ষ্মীপুর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত তিন শতাধিক শিক্ষার্থীদের ফুল, সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
এ সময় বক্তারা বলেন, “এই শিক্ষার্থীরাই আগামী দিনের আলোকবর্তিকা। তাদের নৈতিক শিক্ষা, দেশপ্রেম এবং আদর্শে গড়ে তুলতে হবে। কেবল ভালো ফলই যথেষ্ট নয়, সৎ, যোগ্য ও আল্লাহ ভীরু নৈতিক মানুষ হয়ে উঠাই হবে প্রকৃত সফলতা।”
শিক্ষার্থীরা এমন সময়োপযোগী আয়োজনের জন্য প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজকে ধন্যবাদ এবং ভবিষ্যতে এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষার্থীদের মধ্যে মানবিকের নাঈমা আফরোজ তার অনুভূতি ব্যক্ত করে বলেন,আমার জিবনের সব থেকে বড় পাওয়া আজকের সংবর্ধনা যখন নিজেকে নিয়ে আনন্দিত মনে হচ্ছিল ঠিক তখনই আমার প্রিয় প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজ এই সুন্দর আয়োজন। এই আয়োজনে আমি এবং আমরা অনেক খুশি হয়েছে এবং এই অনুপ্রেরণা আমাদের সামনের দিনগুলো আরো অনুপ্রাণিত করবে। উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত অধ্যাপক আনিছুর রহমান ও আজিজুর রহমান খান বুলবুল।