Molla Blog

Molla Blog প্রবাসীরা ডলার পাঠায় না, জীবন পাঠায়,
এই কন্ঠ প্রবাসীদের হয়ে কথা বলে এবং বলবে
(1)

Permanently closed.
22/08/2025

Umme honey

16/08/2025

*"আজ দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে — আর আমরা সবাই চুপ!"*

সত্য বলতে ভয় পাই,
অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে গা কাঁপে,
আর ততদিনেই *অন্যায় আরও বেপরোয়া হয়ে ওঠে।*

দেশটা কারো ব্যক্তিগত সম্পত্তি নয়।
**এটা আমাদের সবার —
তবু আমরা চুপ…
কারণ আমাদের সাহস নেই, একতা নেই।**

চোখের সামনে দেশটা শেষ হয়ে যাচ্ছে —
আর আমরা সোশ্যাল মিডিয়ায় শুধু আফসোস লিখে যাচ্ছি।

**এভাবে চললে আগামী প্রজন্ম শুধুই ধ্বংস পাবে,
আর আমরা হয়ে থাকব কাপুরুষের পরিচয়।**

---

** #জেগে_ওঠ_এখনই


#ভয়ের_চেয়ে_সত্য_শক্তিশালী
#চুপথেকে_দেশ_বাঁচেনা** 🇧🇩🔥

*তোমরা মানুষ না, রাক্ষস!*  দেশটাকে ভালোবাসোনি,  *লুটেছো, ছিঁড়ে খেয়েছো, রক্ত চুষেছো।*বাংলাদেশ কারো বাপের সম্পত্তি না!  *এ...
16/08/2025

*তোমরা মানুষ না, রাক্ষস!*
দেশটাকে ভালোবাসোনি,
*লুটেছো, ছিঁড়ে খেয়েছো, রক্ত চুষেছো।*

বাংলাদেশ কারো বাপের সম্পত্তি না!
*এইবার বের হয়ে যাও — নইলে টেনে বের করে আনা হবে।*

---

** #জেগে_ওঠ_বাংলাদেশ



#মানুষ_হও**

16/08/2025

*"তোমরা আজও মানুষ হতে পারোনি…"*
দেশটাকে ভালোবাসার বদলে *খামচে ধরেছো* — লোভে, ক্ষমতায়, স্বার্থে!

এই দেশ কারো একার না।
এই দেশ সেই *কৃষকের*, সেই *প্রবাসীর*, সেই *মেহনতি মানুষের* — যারা রক্ত-ঘাম দিয়ে বাঁচিয়ে রাখে বাংলাদেশকে।

তবুও কিছু *শকুনের দল*, ক্ষমতার মোহে, গরিবের মুখের গ্রাস পর্যন্ত কেড়ে নেয়!
তোমাদের স্বার্থের রাজনীতি মানুষকে করেছে পিষে…
*আজ দেশের বাতাসেও যেন বিষ!*

📢 এবার *বের হয়ে আসো* —
ভালোবাসার জন্য, দেশের জন্য,
মানবতার জন্য আওয়াজ তোলো!

---

**


#মানবতারডাক
#ভালোবাসারবাংলাদেশ
#আমারদেশআমারঅধিকার
#জেগে_ওঠ_বাংলাদেশ** 🇧

15/08/2025
15/08/2025

❝বাংলাদেশের মানুষের মানবতা নেই❞ — এটা পুরোপুরি সত্য না, আবার পুরোপুরি ভুলও না।
অনেকেই আছে যারা কষ্টে থাকা মানুষকে সাহায্য করে, মায়ের মতো মমতা দেয়।
আবার, অনেকেই আছে যারা শুধু নিজেরটা নিয়ে ভাবে — অন্যের কষ্ট চোখে পড়ে না।

আসলে মানবতা হারায় না,
মানবতা হারিয়ে যেতে থাকে যখন মানুষ স্বার্থে অন্ধ হয়।

প্রবাসী ভাই-বোনদের প্রতি অবহেলা,
দরিদ্রের কষ্ট দেখেও চুপ থাকা,
আবেগ নিয়ে খেলা — এসব সত্যি কষ্টদায়ক।

তবুও কিছু মানুষ এখনো আছে, যারা নিঃস্বার্থভাবে পাশে দাঁড়ায়।
তাই বলি — *হয়তো সবাই বদলে গেছে, কিন্তু মানবতা এখনো একেবারে মরে যায়নি।*

**তুমি যদি অন্যদের চেয়ে ভালো হও,
তাহলেই মানবতা আবার জেগে উঠবে — তোমার মাধ্যমেই।**

15/08/2025

*🕌 আজ জুমার দিন — আমি একজন প্রবাসী…*

দেশে থাকলে আজ হয়তো বাবার সাথে মসজিদে যেতাম,
জুমার নামাজের পর বন্ধুদের সঙ্গে আড্ডা দিতাম,
মায়ের হাতের ভুনা খিচুড়ি আর গরুর মাংস খেতাম মনভরে…

*কিন্তু এখন… আমি প্রবাসে।*

নামাজ পড়ি ঠিকই,
কিন্তু পাশে কেউ নেই "আসসালামু আলাইকুম" বলার মতো।

শুক্রবার মানেই একরাশ স্মৃতি,
একটা খালি মন, একটা দীর্ঘশ্বাস…

আমার কাছে জুমার দিন মানে—
**শুধু দেশের কথা মনে পড়ে,
পরিবারের মুখটা চোখের সামনে ভাসে,
আর নিজের একাকিত্বটা আরও গাঢ় হয়।**

তবুও আমি বলি — *আলহামদুলিল্লাহ*,
কারণ আমি রিজিকের সন্ধানে, ভালোবাসার যুদ্ধ করছি… দূরে থেকেও কাছের জন্য।

** ুমা
#আমি_প্রবাসী

#প্রবাসীর_মাঝে_বাংলাদেশ** 🌍

14/08/2025

শুভ সন্ধ্যা

14/08/2025

*"আমরা প্রবাসী মানুষগুলো আসলে বোকা…"*

– নিজের জীবন, সুখ, স্বস্তি সব কিছু ফেলে
– পরিবার আর প্রিয়জনদের মুখে হাসি দেখতে
– বছরের পর বছর দূরে থাকা
– তবু দেশের মানুষ অনেক সময় বোঝেই না সেই কষ্ট, সেই ত্যাগ…

*প্রবাসীরা বোকা না ভাই, তারা আশীর্বাদ।*
তারা বোকার মতো সব দিয়ে দেয়, কারণ তারা ভালোবাসতে জানে।
আর ভালোবাসা থেকেই আসে এই ত্যাগ।

14/08/2025

*প্রবাস* মানে শুধু ভিনদেশে থাকা না —
প্রবাস মানে নিজের মাটি, নিজের মানুষ, নিজের আবেগ থেকে দূরে থাকা।

প্রবাস মানে–
▶ পরিবারকে ভালো রাখতে নিজের ভালো থাকা ভুলে যাওয়া।
▶ ফোনের ওপাশে শিশুর "বাবা কবে আসবে?" প্রশ্ন শুনে চোখের জল লুকানো।
▶ ঈদ-পূজা-জন্মদিনেও একা থাকা।
▶ দিনের শেষে ক্লান্ত শরীরে দেশের খবর খুঁজে বেড়ানো।

প্রবাস হলো ত্যাগের আরেক নাম —
ঘামে ভেজা পরিশ্রম, অথচ হাসি দিয়ে পরিবারের খবর নেয়া।

*প্রবাস মানে এক রকম নিঃশব্দ যুদ্ধ… দেশের জন্য, পরিবারের জন্য।*

🇧🇩❤

13/08/2025

🌙 *প্রবাসীর রাত* 🌙

দিনের কাজ শেষে, রাতে চারদিকে নীরবতা…
রুমে শুধু ঘড়ির টিকটিক আর ক্লান্ত শরীরের নিঃশ্বাস।
দেশে এখন হয়তো সন্তান ঘুমিয়ে পড়েছে,
স্ত্রী হয়তো অপেক্ষা করে করে ঘুমিয়ে গেছে…

আর আমি?
আমি একটা অচেনা দেশে, চেনা মানুষের মুখ মনে করে চোখ ভিজিয়ে ফেলি।

**রাত মানে শুধু ঘুম না,
রাত মানে—স্মৃতি, কান্না আর না বলা হাজারটা কথা।**
আমরা বলি না কিছু, শুধু ভিতরে ভিতরে ভেঙে যাই…
কারণ আমরা প্রবাসী, কষ্টও গোপনেই carry করি।

Address

Lakshmipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Molla Blog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Molla Blog:

Share