12/08/2025
*"দুপুরের রোদে দেশের সবাই ঘুমায়…*
আর প্রবাসীরা দাঁড়িয়ে থাকে রোদের নিচে,
কোনো গাছ নেই, ছায়া নেই, শুধু অপেক্ষা কখন কাজ শেষ হবে।"
**"বাড়ি থেকে কেউ জিজ্ঞেস করে না— 'তুমি খেয়েছো?'
সবাই শুধু বলে— 'টাকা পাঠাও…'"**
**"তারা মানুষ নয়?
তাদেরও মন কাঁদে…
কিন্তু তারা কান্না লুকিয়ে রাখে,
কারণ তারা প্রবাসী!"**