13/07/2025
"ভাঙা না হলে গড়া যায় না..."
জীবনে যা কিছুই হোক না কেন, ভেঙে পড়া যাবে না!
কারণ আপনি যদি ভেঙে পড়েন, তাহলে গন্তব্যে পৌঁছাবেন কীভাবে?
সবচেয়ে বড় কথা—
গন্তব্যে পৌঁছাতে গেলে স্বপ্নকে আবার নতুন করে গড়তে হবে।
পৃথিবীর কোন সফল মানুষই একদিনে সফল হননি।
তাদের জীবনেও ছিল হাজারো ভাঙাগড়ার গল্প!
আপনিও একদিনে সফল হবেন না,
আপনাকেও ভাঙতে হবে, গড়তে হবে,
হতাশার অন্ধকার থেকে আলো খুঁজে আনতে হবে।
তাই প্রশ্ন হলো—
এই রাতের ঘুমহীন সময়গুলো কেন নষ্ট করবেন শুধুই হতাশায়?
উঠুন!
নিজেকে আবার গড়ুন,
আপনার স্বপ্ন তো এখনো বাকি!
"যতদিন স্বপ্ন বাঁচে, ততদিন আপনি হেরে যাননি..."
Anwar billah