12/08/2025
আমায় কেউ বুঝলো না!
না তুমি, আর না পৃথিবীর মানুষ। তুমিও সবার মতোই। ব্যতিক্রম নও, আলাদা নও। ভেবেছিলাম আর কেউ না হোক, তুমি অন্তত বুঝবে–ভালোবাসবে।
দেখো না, পৃথিবী দুঃখ দেয়–এখন তুমিও।
আমায় তুমি বুঝলে কই? ভেবেছিলাম জীবনের যত মানসিক অবসাদ, বিষন্নতা, একাকিত্ব সবকিছু তোমার আঙ্গুলের ইশারায় দূর হবে৷ এখন তোমার কারণেই যত একাকিত্ব আর মানসিক অবসাদে ভুগছি!
বেদনার কোনো ভাষা হয় না।
তোমাকে বোঝাতে পারি না, আমার কেমন লাগে! পৃথিবীতে কাউকে নিজেকে বোঝাতে না পারার কষ্টটা মানুষকে ভালো থাকতে দেয় না!
তুমি আর বুঝলে কই? অন্য সবার মতোই তুমিও আমার পর–ভীষণ রকম পর! আপন মানুষ হলে কি আর অবহেলা–অবজ্ঞায় ফেলে রাখতে? এই যে এমন নিঃসঙ্গতার আঁধারে ডুবে যাচ্ছি, কত কথা জমে আমি ক্লান্ত ভীষণ, এই যে তোমার খামখেয়ালী আচরণ আমাকে আরও বেশি দূরে সরিয়ে দিচ্ছে, আমার আর নালিশ করার জায়গা কোথায়?
আমি নীরব থাকি, তার মানে এই না আমি সব ভুলে থাকি–ভুলে যাই৷ আমারও অনেককিছু বলার থাকে, শুধু বলা হয় না তোমায়। অভিমানী মনে যখন নিজেকে কষ্ট দেই, নিজের ভেতর শেষ হই, তখনই মায়া হয় নিজের জন্য।
অবশেষে কেউ বুঝলো না!
না তুমি, আর না পরিবার–কেউ না! পৃথিবীর একটা মানুষ যদি আমায় ঠিকঠাক বুঝতো, আমি কি আর নষ্ট হতাম? আমি কি কষ্ট পেতাম? মানসিক অবসাদে আমি কি আর এভাবে একটু একটু করে ফুরিয়ে যেতাম?
🙂🥀💔