HM Online Service

HM Online Service Hi! I am content creator.

10/05/2025
26/04/2024

প্রতিটি মানুষ তার জীবন গঠনের ক্ষেত্রে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত ক্ষমতা রাখে। চাই সে জীবনে দরিদ্র হোক বা ধনী,উর্বর হোক বা অনুর্বর,সৌভাগ্যের হোক বা হতভাগ্যের, সুখের হোক বা দুখের। তবে ব্যক্তির জীবন গঠনের ও দিক নির্দেশনা প্রদানে উত্তরাধিকার ও পারিপার্শ্বিকতার যথেষ্ট প্রভাব রয়েছে।কিন্তু মানুষের সদিচ্ছা, তার দৃঢ়তা ও তার আত্মগঠন, উত্তরাধিকার ও পারিপার্শ্বিকতার প্রভাবকে পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে।তবে যদি আল্লাহ তাআলা তাকে যথেষ্ট মনোবল,বিজয়ী সংকল্প ও বিশুদ্ধ চিন্তাধারা প্রদান করেন তাহলে সে দুটি বস্তু তার জীবনকে সৌভাগ্যশীল করার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে না।

মুসাফির.....................

You're right doesn't mean I'm wrong. You just might not see it from my perspective.
24/04/2024

You're right doesn't mean I'm wrong. You just might not see it from my perspective.

“চিনোস আমারে” বলে গত ১০০ বছর আগে যারা বাজার আর রাস্তা গরম করতো, তারা আজ একাকী শুয়ে আছে কবরে। আজ তাদের সেই প্রশ্নের উত্তর...
20/04/2024

“চিনোস আমারে” বলে গত ১০০ বছর আগে যারা বাজার আর রাস্তা গরম করতো, তারা আজ একাকী শুয়ে আছে কবরে। আজ তাদের সেই প্রশ্নের উত্তর দেয়ার মতও কেউ নেই। আসলেই তাদের কেউ চিনে না আর।
গোরস্থানের সারি সারি কবরের মাঝে তার কবর কোনটা? খুঁজে বের করতে পারে না তার বংশধরেরাও। অথচ তাদের নাম শুনলে একসময় থরথর করে কাপতো মানুষ। তাদের কবরের উপর দিয়েই আজ শিয়াল কু*কু*র হেঁটে যায়।
খাটের এক কোনে শুয়ে থাকা প্য্যরালাইজড লিকলিকে বৃদ্ধ মানুষটিও একদিন কথায় কথায় “দেখে নেয়ার” হুমকি দিতো। অথচ আজ তাকেই দেখার কেউ নেই। সন্তানেরাও তার খোঁজ নেয় না।
ভুলে যায় মানুষ তার অতীত, ভুলে যায় ভবিষ্যত। এটাই নিয়ম। তারপর ও মানুষের কতো ক্ষমতার দাপট? মৃ*ত্যুতে সব ধুয়ে মুছে বিলীন হয়ে যায়।
(collected)

বিভিন্ন বাহাস নিয়ে যাদের এত বেশি আগ্রহ তাদের এই ইতিহাস জানা উচিত!আব্বাসীয় খিলাফতের শেষ খলিফা মাহমুদ এর সময়। পুরো বাগদাদ...
13/04/2024

বিভিন্ন বাহাস নিয়ে যাদের এত বেশি আগ্রহ তাদের এই ইতিহাস জানা উচিত!

আব্বাসীয় খিলাফতের শেষ খলিফা মাহমুদ এর সময়। পুরো বাগদাদ জুরে মুসলমানদের মূল খেলা ছিল বাহাস। তখনকার বিখ্যাত সব আলিম জড়িয়ে পরেছিলেন এই খেলায়। এই খেলার প্রধান মেহমান থাকতেন খলিফা নিজে।বাহাসের মূল সাবজেক্ট ছিলা কে বড় - আলী নাকি ঊমর - আবুবকর। আলী রাঃ শের ই খুদা নাকি শুধু সাহাবী। ওহী র আসল দাবীদার কে? রাসুল সাঃ নাকি আলী রাঃ। ইত্যাদি। খলিফা মাহমুদ তার চেয়ারের স্বার্থে উভয় দলকে অর্থ উপহার দিয়ে সহায়তা করতেন।

ইতোমধ্যে চেঙ্গিস খানের নাতি হালাকু খান তার দলবল নিয়ে আসছেন বাগদাদ দখলে। এটা নিয়েও বাহাস। এরা কি সাধারন সৈনিক নাকি ইয়াজুজ মাজুজ। ইমাম মেহেদি কি আগে আসবেন না কি পরে আসবেন। এরা কি দাজ্জান না কি ইয়াজুজ মাজুজ ইত্যাদি।

ফলাফল : হালাকু খান বাগদাদ আক্রমন করলেন। এই আলেমরুপী পুরোহীতরা সকলেই হত্যার স্বীকার হলেন। হালাকু খান জানলেন খলিফা মাহমুদ শেষ নবীর বংশধর। তাই তাকে সরাসরি হ*ত্যার সাহস পেলেন না। তাকে চাটাই দিয়ে বেঁধে তার উপর ঘোড়া চড়িয়ে দিলেন। নৃশংসভাবে নিঃশেষ হলো মুসলিম খলিফাদের রাজত্ব। আর বাগদাদের ফোরাত নদীর পানি লাল হয়ে গেল বনী আদমের রক্তে। পরের দিনই সেই পানি কালো বর্নতে পরিনত হলো বাগদাদের বিখ্যাত লাইব্রেরীর বই পোড়া ছাইয়ে।

আজও কিছু আলেম যখন দেখি এই বাহাসের খেলার খেলোয়ার হয় তখন অজান্তেই ভেসে আসে মুসলিম জাতি কিভাবে বাদশাহী থেকে গোলামে পরিনত হলো। জাতীর ডেসটিনি সেই যে ডিজরাপ্টেড হয়ে গেলো আজ প্রায় ১০০০ বছর পরেও জাতীর সুবহে সাদিকের কোন আভাসও দেখা যায়না।

©Atik ullah mohasin

Address

Lakshmipur

Telephone

+8801749953382

Website

Alerts

Be the first to know and let us send you an email when HM Online Service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to HM Online Service:

Share