ফোকাস কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার

  • Home
  • Bangladesh
  • Lakshmipur
  • ফোকাস কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার

ফোকাস কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার আন্তরিক সেবায় অঙ্গীকারবদ্ধ

17/03/2025

আসসালামু আলাইকুম
ইস্যু চলছে...
সকলের জন্য শুভ কামনা এবং দোয়া রইল।

07/03/2025

আল্লাহ্ ই উত্তম রিজিকদাতা।

13/12/2024

২০২৫ সালে আবারো বাংলাদেশে ইপিএস পরীক্ষার সার্কুলার দেওয়া হবে।

২০২৪ সালে অর্থনৈতিক মন্দার কারণে কাঙ্খিত কোঠা পূরণ করতে না পারলেও নিয়ম অনুসারে ২০২৫ সালে আবারো নতুন করে কোটা ঘোষণা করা হবে এবং সার্কুলার দিতে হবে বাংলাদেশে।

***বর্তমানে কর্মী ব্যবস্থাপনায় ইপিএস এর অন্তর্ভুক্ত ১৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। সেই হিসাব অনুযায়ী বাংলাদেশ আবারো গতবছরের মত বেশি কোটা বরাদ্দ পাবে। ধারণা করা হচ্ছে গত বছর দক্ষিণ কোরিয়া ১ লক্ষ ৬৭ হাজার কোঠা ঘোষণা করা হলেও কাঙ্ক্ষিত কোঠা পূরণ হয় নাই। যার কারণে এই বছর কোঠা কিছু কমিয়ে এক লক্ষ তিরিশ হাজারের কাছাকাছি করার আভাস পাওয়া গেছে। সেই হিসাব অনুযায়ী বাংলাদেশকে ১০ হাজার কোটা দেওয়া হতে পারে। যেটা গত বছরে ছিল ১১৭০০।

১১হাজার ৭০০ কোঠার বিপরীতে কর্মী প্রস্তুত করা হলেও সারা বছরে মোট দক্ষিণ কোরিয়াতে প্রবেশ করতে পেরেছে মাত্র ৩০০০ এর মতো কর্মী। এখনো রোস্টারে অবস্থান করছে প্রায় ১৪হাজারের মতো কর্মী ‌। যার কারণে ২০২৫ সালে সার্কুলার না দেওয়ার পরিকল্পনা থাকলেও এইচ আরডির নিয়মের কারণে সার্কুলার দিতে হবে।

ইপিএস এর প্রতিনিধিত্বকারী দেশগুলোর সেন্ডিং এজেন্সির প্রধানদেরকে নিয়ে আগামী জানুয়ারির শেষ সপ্তাহে সিউলে অনুষ্ঠিত হবে ইপিএস ওয়ার্কশপ। এই ওয়ার্কশপের পরে জানা যাবে বাংলাদেশের জন্য কত কোঠা নির্ধারণ করা হবে এবং কতজনের কিভাবে পরীক্ষা নেওয়া হবে?

সোর্স : নুর আলম মোল্লা

12/06/2024

আসসালামু আলাইকুম

আল্লাহ্ সকলকে হেফাজত করুক। আমিন।
12/06/2024

আল্লাহ্ সকলকে হেফাজত করুক। আমিন।

কোরিয়াতে গত এক বছরে(২৩সালের ৬জুন থেকে ২৪ সালের মে পর্যন্ত) কোরিয়াতে শিল্প দূর্ঘটনার শিকার হয়ে মৃত্যুবরণ করেছে ৮৭৭জন কর্মী।
কি ভয়ানক অবস্থা!!

06/06/2024

আল্লাহ্ আমাদের সহায় হোন।

28/09/2023

HRD KOREA ওয়েবসাইটে লটারি ২০২৩ ব্যাচের রিডিং+লিসেনিং রেজাল্ট প্রকাশ করা হয়েছে।

♦ ফোকাস কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার   এর বিকালের ব্যাচের অাজকের ক্লাস টেষ্ট পরীক্ষা
05/09/2023

♦ ফোকাস কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার এর বিকালের ব্যাচের অাজকের ক্লাস টেষ্ট পরীক্ষা

বিলম্ব পোষ্ট.আলহামদুলিল্লাহ,,  গতকাল ১ম সিপটের পরীক্ষায়, ফোকাস কোরিয়ান ল্যাংগুয়েজ সেন্টার এর ছাত্র নজরুল ইসলাম ভাই (পা...
02/09/2023

বিলম্ব পোষ্ট.
আলহামদুলিল্লাহ,, গতকাল ১ম সিপটের পরীক্ষায়, ফোকাস কোরিয়ান ল্যাংগুয়েজ সেন্টার এর ছাত্র নজরুল ইসলাম ভাই (পার্বতীনগর) ১৩৫ পেয়ে উত্তীর্ন হয়েছে,, তার জন্য অনেক দোয়া ও শুভকামনা,,

15/08/2023

"ইপিএস কনফারেন্স ২০২৩" এ এইচ আরডি কোরিয়া ডিরেক্টর জেনারেল ছোয়ে হো ইয়ং তাঁর বক্তব্যে--
বাংলাদেশে লটারী বিজয়ী প্রার্থীদের ভিতরে পরিক্ষা দিয়ে স্কিল টেস্টের মাধ্যমে চূড়ান্ত সুযোগ পেতে পারে ৫,৮১৫ জন যা ইপিএস আওতাধীন দেশগুলোর মধ্যে সর্বোচ্চ সংখ্যার দিক থেকে তৃতীয়। প্রথম স্থানে কম্বোডিয়া(৯,৭৩৯জন), দ্বিতীয় স্থানে ভিয়েতনাম (৬,৩৩৪জন)। তাদের স্কিল টেস্ট অনুষ্ঠিত হতে পারে ১২ই অক্টোবর থেকে ২৩শে অক্টোবর পর্যন্ত।

আস্তে আস্তে ইপিএস কনফারেন্স-২০২৩ এ উঠে আসা বিষয়গুলো শেয়ার করবো।

Address

Sonapur
Lakshmipur
3700

Telephone

+8801622607342

Website

Alerts

Be the first to know and let us send you an email when ফোকাস কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ফোকাস কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার:

Share