Md Maksuder Rahman Abid

Md Maksuder Rahman Abid Hey,,You!! Don't impresse to see my timeline, I'm a simple guye who can keep smile in all situation

With Md Masud Rahman Abid – I'm on a streak! I've been a top fan for 7 months in a row. 🎉
13/04/2025

With Md Masud Rahman Abid – I'm on a streak! I've been a top fan for 7 months in a row. 🎉

বাংলাদেশের বাজার মূল্য তালিকা তারিখ:-০৮/০৮/২০২৪আলু-৪০ টাকাপেঁয়াজ -৭০ টাকা লবণ মোটা প্যাকেট -৩০ টাকাসয়াবিন তেল বোতল লিট...
09/08/2024

বাংলাদেশের বাজার মূল্য তালিকা
তারিখ:-০৮/০৮/২০২৪

আলু-৪০ টাকা
পেঁয়াজ -৭০ টাকা
লবণ মোটা প্যাকেট -৩০ টাকা
সয়াবিন তেল বোতল লিটার -১৪০ টাকা
পেট্রোল -১২৫ টাকা
গরু মাংস -৬৫০ টাকা
খাসির মাংস -৮০০ টাকা
বয়লার -১৪০ টাকা
দেশি মুরগি -৪০০ টাকা।
দুধ -শহর ৬০ টাকা । গ্রামে -৫০ টাকা।

বেশি চাইলে সেনাবাহিনীকে কল দিবেন অথবা নিকটস্থ ছাত্রী-জনতার সাথে যোগাযোগ করবেন।

13/07/2024

⛔️পা চাটা লোকেরা সব জায়গায় সুবিধা পায়। সামাজিক ক্ষেত্রে বলেন, রাজনৈতিক ক্ষেত্রে বলেন আর কর্মক্ষেত্রেই বলেন, এরা সর্বোচ্চ সুবিধা পেয়ে থাকে।

⚠️বলতে গেলে পা চাটাদের একটা কোটা ই থাকে আলাদা। অথচ এরা না কারো বিশ্বস্ত, না কারো নিজস্ব লোক, এরা হলো সুবিধাবাদী এবং মেরুদণ্ডহীন টাইপের লোক। এদের ব্যক্তিত্ব বলতে কিছুই নেই৷

❇️এদের মাঝে নিজস্ব বিবেক, বুদ্ধি, মানবতা বলতে কিছুই নেই, কিন্তু কুবুদ্ধি ভালো থাকে। তবুও এরাই অনেকের কাছে প্রিয় হয়ে থাকে।

12/07/2024

তোমার চার পাশের টকসিক মানুষ এর কথা গুলো এই রকম পায়ের নিচে রাখতে হবে 🦅 তুমি পারবে নিজের উপর বিশ্বাস রাখো 📖

08/07/2024

অনেক স্বামী’রা জানেই না, তাদের স্ত্রী’রা ফেসবুকে অবিবাহিত!🙂

07/07/2024

টাকা বাড়ি গাড়ি কিছুই চাই না। চাই শুধু একটু ভালোবাসা। এই কথাটি মেয়েরা তখনই বলে যখন দেখে ছেলেটির বাড়ি গাড়ি সবই হয়ে গেছে।

02/07/2024

টাকা পয়সা হলে আগে তার হক আদায় করবো

যে রোজ সকালে আমার আগে নিজের হকের জন্য দাড়ায়🙈

29/06/2024

জেনে রাখুন পরে কখনো কাজ দেবে
১ কাঠা = ৭২০ বর্গফুট।
১ কাঠা = ৮০ বর্গগজ।
১ কাঠা = ১.৬৫ শতাংশ।
১ কাঠা = ১৬ ছটাক।
২০ কাঠা = ১ বিঘা।
৬০.৫ কাঠা = ১ একর।
=========================
১ একর = ১০০ শতাংশ।
১ একর = ৩ বিঘা ৮ ছটাক।
১ একর = ৬০.৫ কাঠা।
=========================
১ বিঘা = ১৪,৪০০ বর্গফুট।
১ বিঘা = ১৬০০ বর্গগজ।
১ বিঘা = ২০ কাঠা ।
১ বিঘা = ৩৩ শতাংশ।
=========================
১ শতাংশ =৪৩৫ বর্গফুট ৬৫.৪৫ বর্গ ইঞ্চি।
১ শতাংশ = ১০০ অযুতাংশ।
৫ শতাংশ = ৩ কাঠা। = ১৩০৬.৮ বর্গফুট ।
=========================
১ অযুতাংশ = ৪ বর্গফুট ৫২.৩৬ বর্গ ইঞ্চি।
১ ছটাক = ৪৫ বর্গফুট।
=========================
চট্টগ্রামের অধিবাসীদের জন্য নিচের হিসাবটা উপযোগী।
১ কানি = ১৬,৯৯০ বর্গফুট।
১ কানি = ৩৯ শতাংশ।
১ কানি = ২৩.৫ কাঠা।
১ কানি = ২০ গন্ডা।
=========================
১ গন্ডা = ৮৭১ বর্গফুট।
১ গন্ডা = ২ শতাংশ।
১ গন্ডা = ১.২১ কাঠা।
২০ গন্ডা = ১ কানি ।
=========================
কানিঃ
কানি দুই প্রকার। যথা- (ক) কাচ্চা কানি (খ) সাই কানি
কাচ্চা কানি
: ৪০ শতকে এক বাচ্চা কানি। কাচ্চা কানি ৪০ শতকে হয় বলে একে ৪০ শতকের কানিও বলা হয়।
সাই কানিঃ
এই কানি কোথাও ১২০ শতকে ধরা হয়। আবার কোথাও কোথাও ১৬০ শতকেও ধরা হয়।
কানি গন্ডার সাথে বিভিন্ন প্রকারের পরিমাপের তুলনা
২ কানি ১০ গন্ডা (৪০ শতকের কানিতে) = ১ একর
১ কানি = ১৭২৮০ বর্গফুট
১ কানি = ১৯৩৬ বর্গগজ
১ কানি = ১৬১৯ বর্গমিটার
১ কানি = ৪০ বর্গ লিঙ্ক
১ একর = ১০ বর্গ চেইন
১ একর = ১০০ শতক
১ একর = ৪,০৪৭ বর্গমিটার
১ একর = ৩ বিঘা ৮ ছটাক
১ একর = ৬০.৫ কাঠা
১ শতক = ১ গন্ডা বা ৪৩২.৬ বর্গফুট
বিঘা-কাঠার হিসাব
১ বিঘা = (৮০ হাত × ৮০ হাত) ৬৪০০ বর্গহাত
১ বিঘা = ২০ কাঠা
১ কাঠা = ১৬ ছটাক
১ ছটাক = ২০ গন্ডা
উপরোক্ত পরিমাপ পদ্ধতির মাধ্যমে এবার আপনি খুব সহজেই হিসাব করতে পারবেন আপনার ফ্ল্যাটটির পরিমাপ। তারপরও আপনাদের সুবিধার্থে আরও সহজভাবে তুলে ধরা হলো।
* ৩ কাঠার প্লটে মোট জমির পরিমাপ হয়= ২১৬০ বর্গফুট।
* ৫ কাঠার প্লটে মোট জমির পরিমাপ হয়= ৩৬০০ বর্গফুট।
* ১০ কাঠার প্লটে মোট জমির পরিমাপ হয়= ৭২০০ বর্গফুট।
এই হিসাব পদ্ধতির মাধ্যমে এবার আপনি ঠিক করুন আপনি আপনার জায়গায় কোন আয়তনের ফ্ল্যাট নির্মাণ করবেন। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে, রাজউক ইমারত নির্মাণ আইনে মোট জমির এক তৃতীয়াংশ জায়গা খালি রাখতে হয়

29/06/2024

প্রত্যেকটা ছেলের কাছে একটা করে রাসেল ভাইপার আছে।
ঘুমিয়ে আছে রাসেল ভাইপার সব পুরুষের ভেতরে।

29/06/2024

এইচএসসি পরীক্ষার্থীরা হয় পড়ার টেবিলে থাকবে না হয় জায়নামাজে থাকবে, ওরা ফেসবুকে কেন?🙂

29/06/2024

তোমার 'বাচ্চা টাইপের মন' এর কারনেই তুমি অতি অল্পতে কষ্ট পাও! মানুষ তোমাকে যেভাবে ইচ্ছে সেভাবেই কষ্ট দিতে পারে!💔🌸

Address

Laxmipur
Lakshmipur
ALEXANDER

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Maksuder Rahman Abid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Maksuder Rahman Abid:

Share