Bangtansonyeondan Enjel

Bangtansonyeondan Enjel 40% savage, 40% sarcastic, 10% heartless and 10% annoying and overall, a Cutie.

04/09/2024

বাপের বাড়ী যাচ্ছি বা বাপের বাড়ী।
এ জুতসই কথা না।
বলবেন, আমার নিজের বাড়ী যাচ্ছি।

স্বামীর ঘর বা উনার ঘর বলবেন না।

বলবেন নিজের ঘর।

শশুড় বাড়ী টা তেও স্বামীর রুম টা নিজের ই রুম বলবেন।

নিজের টা নিজে না বললে, পরে রা পর করেই রাখবে।

তাই সব আজ থেকে বলবেন।

এ অধিকার আল্লাহতায়ালা আপনাকে দিয়েছেন।

শাশুড়ী যদি বলেন তাঁর বাড়ী, মনে মনে বলে দিবেন যদি এটা আপনার স্বামীর অধিকারে আপনার বাড়ী হয়
আমার ও নয় কি?
মনে মনে বলবেন।
অভিমান আর নয়
ডাবল খাবেন আজ থেকে। জা ননাস দের ব্যাবহার যদি ছাড়া ছাড়া হয় আপনিও পানখা হয়ে যাবেন।

মনে রাখবেন, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার মানে টা আপনি বুঝে রক্ষা করবেন। বাবার দিকের সব আত্মীয় আপনার হক এ।
তাদের খোজ খবর নিন।

স্বামীর দিকের গুলা জরুরী না মেইনটেইন করা, ওরা যদি রেসপেক্ট বা আন্তরিকতা দেখায় তখন ভেবে দেখবেন। ওখানে পর্দার নিয়ম বড্ড কড়া। নরম গলায় কথাও বলা যাবে না নন মাহরাম এর সাথে।

আপনি সস্তা না, আপনার জন্য আল্লাহ্পাক নিজে অপেক্ষা করছেন ৫ ওয়াক্ত। আপনি আসল কাজ না করে হুদাই গাল ফুলায়ে খানা না খেয়ে শরীর অসুস্থ করবেন না।

স্বামীর সাথে ভীষন সুন্দর রিলেশন build up করুন। রিলেশন build up মানে হুদাই এর ওর নামে গীবত করা না। রাজনৈতিক আলাপ করতে পারেন।

যাদের জন্য অভিমান করছেন তারা কেউ ই পাশে থাকবে না।

ঘনঘন ঘুরতে যান। ফুচকা খাবার জন্য হলেও বাসা থেকে বের হোন। পরে আর শরীর সময় কিছুই থাকবে না।

ড. ইউনুস ও পানখা হয়ে গেছেন।
আপনি কেনো বাদ থাকবেন। যান ঘুরে আসুন বিকেলে ইচ্ছা মতো দৌড়ান হাসুন।
Cpoy baby time stastion

Address

Lakshmipur
3700

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangtansonyeondan Enjel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bangtansonyeondan Enjel:

Share