17/05/2023
আসসালামু আলাইকুম।
আজ আমি Future IT Institute এর Level-2 এর ক্লাস সম্পর্কে আলোচনা করবো। আমার Instructor ছিলেন Atik Mahmud Alvi.
Level-2 তে সাধারণত ২২ টা ক্লাস হয়। এই ক্লাসগুলো ডিজিটাল মার্কেটিং রিলেটেড। ক্লাসে ডিজিটাল মার্কেটিং রিলেটেড সকল বিষয় উপস্থাপন করা হয়। প্রথম ক্লাসে আমরা ২২ টা ক্লাস কি কি টপিক নিয়ে থাকবে সেগুলো সম্পর্কে জেনেছি এবং মোটামুটি ভালো একটা ধারনা পেয়েছি।
এছাড়াও আমি জেনেছিলাম কিভাবে লোকাল এবং আন্তর্জাতিক মার্কেটে কাজ করতে হয়। এছাড়াও কিভাবে নিজের আইডিয়াকে কাজে লাগানো যায়। ফ্রিলেন্সিংয়ে নিজের ক্যারিয়ার তৈরি করতে হলে প্রয়োজন নজের Skill Develop করা। এক্ষেত্রে প্রেকটিসের কোনো বিকল্প নেই। লোকাল বা আন্তর্জাতিক মার্কেটে কাজ করতে হলে প্রয়োজন ভালো দক্ষতা যা একটা মানুষকে তার ক্যারিয়ার Build করতে সহায়তা করে।