04/06/2025
কতটা হয়রানি করলে একজন প্রবাসী এমন কাজ করতে পারে! বাকিটা ইতিহাস,,
এইটা এমন একটা দেশ এই দেশে সরকার যেই আসুক না কেনো সবার নজর পড়ে এই রেমিট্যান্স যোদ্ধাদের উপর প্রতিনিয়ত এদেরকে হয়রানির শিকার হতে হয়। সম্মান পাওয়া তো দুরের কথা অথচ এদের রক্ত পানি করা টাকা দিয়েই দেশ চলে। মাঝে মাঝে নিজের ভাগ্যের উপর খুব ঘৃণা হয় এই দেশে জন্ম নিয়েছি বলে।