Saanbir Farnan Chowdhury

Saanbir Farnan Chowdhury This Page is Created For those people who love Daily Blog. Hope you will get my Daily Updates here.Keep your Eyes On this page

22/12/2024
13/12/2024

New Project:- Emotions Of My Heart 🔥

Coming soon...

এভাবেই ছাত্রলীগের মাইর খেয়ে শরীর কালো করে এই দেশ আবারো স্বাধীন করবি। নাহিদ তুই এগিয়ে যা আরো মাইর খা! ভাইয়া তোর জন্যে হাস...
02/08/2024

এভাবেই ছাত্রলীগের মাইর খেয়ে শরীর কালো করে এই দেশ আবারো স্বাধীন করবি। নাহিদ তুই এগিয়ে যা আরো মাইর খা! ভাইয়া তোর জন্যে হাসপাতালে অগ্রীম সিট বুকিং দিয়ে রাখতেসি। তুই আহত হলে ট্রিটমেন্ট নিয়ে চিন্তা করতে হবে না। তুই আন্দোলন চালিয়ে যা।

পিতাপুত্রের অংক এবার মিলে গেলো! হিসাব বরাবর!🤣🤣
10/07/2024

পিতাপুত্রের অংক এবার মিলে গেলো! হিসাব বরাবর!🤣🤣

তাহসান এ দেশের একজন বড় মাপের অভাগা। সে প্রেম করলে প্রেমিকা চলে যায়। বিয়ে করলে বউ চলে যায়। ইভ্যালির ব্র‍্যান্ড এম্বাসেডর ...
10/07/2024

তাহসান এ দেশের একজন বড় মাপের অভাগা। সে প্রেম করলে প্রেমিকা চলে যায়। বিয়ে করলে বউ চলে যায়।

ইভ্যালির ব্র‍্যান্ড এম্বাসেডর হওয়ার ১৫ দিনের মধ্যে ইভ্যালির প্রতিষ্ঠাতা জেলে। ইভ্যালি বন্ধ। লাখ লাখ মানুষের টাকা বরবাদ।

কলকাতার শ্রাবন্তীর সাথে তাহসান একটা মুভি করে। এরপরই শ্রাবন্তির ৩ নাম্বার ডিভোর্সটা হয়।

সে বিদ্যানন্দ থেকে লাখ টাকা দিয়ে পোড়া কাপড় কিনে একটা ভালো ট্রেন্ড শুরু করলো। এর এক সাপ্তাহের মধ্যেই বিদ্যানন্দের প্যান্ট খুলে যাচ্ছে।

এই লোকটার জন্য আমার আফসোস হয়। সে বেইলি রোডকে প্রমোট করার পর থেকে বেইলি রোডের একটা বিল্ডিং এ আগুন লেগে ৫০ জনের মরন তারপর জ্যামও বেড়ে গেছে 😞

02/07/2024

Do not Share your Emotion with that kind of peoples who dosen't have any sense for understand your bad Situation!

Song: Tera Mera Rishta
Orginal Singer: Mustafa Zahid
Covered by : Saanbir Faarnan Chowdhury
Music: Saanbir Farnan Chowdhury

যে মানুষটা সবাইকে শান্তনা দিতো তাকে আজ কে শান্তনা দিবে.!'🙂Free Motion (ফিরোজ ভাই)
01/07/2024

যে মানুষটা সবাইকে শান্তনা দিতো তাকে আজ কে শান্তনা দিবে.!'🙂

Free Motion (ফিরোজ ভাই)

নষ্ট সব যশোরেই!
30/06/2024

নষ্ট সব যশোরেই!

কেউ চিনেন? 🤔
28/06/2024

কেউ চিনেন? 🤔

21/05/2024

কেও আমাকে বালবাসলো কি বাসলো না আই দোন্ট কেয়ার

কারন আমি নিজেই নিজেকে বালবাসিনা

আমরা সে****ক্স ছাড়া একজন অন্যজনকে জড়িয়ে ধরিনাএক সাথে একই বিছানায় ঘুমালেই কিন্তু মানুষটার কাছে যাওয়া যায়না! দুজন মানুষ ১০...
20/03/2024

আমরা সে****ক্স ছাড়া একজন অন্যজনকে জড়িয়ে ধরিনা
এক সাথে একই বিছানায় ঘুমালেই কিন্তু মানুষটার কাছে যাওয়া যায়না! দুজন মানুষ ১০০ স্কয়ার ফিট একটা রুমের ভেতর বছরের পর বছর থেকেও মাঝে মাঝে কাছে আসতে পারেনা!
আমি এরকম বেশ কিছু দম্পতিকে চিনি, যারা বহু বছর পরও সংসারের মানে বুঝে উঠতে পারেনি!

সংসার করতে করতে একসময় মানুষ ধরে নেয়, একই বালিশে ঘুমানো! একই টেবিলে খাওয়া!

একই রুমে ঘুরাঘুরি করা আর মাঝে মাঝে সঙ্গমে অংশগ্রহন করাটাই সংসার! ব্যপারটা কি আসলে তাই?

তাহলে, কিছু সংসার কখনো কখনো টিকে না কেন? তারাও তো একই বিছানায় ঘুমায়! একই টেবিলে খাবার খায়! একজন অন্যজনকে সঙ্গমে কো-অপারেট করে! তবুও, সংসারগুলো ভাঙে কেন?

তুমি একটা মানুষের সাথে আছো! পাশে আছো! চোখের সামনে আছো! তবুও মাঝখানে একটা দূরত্ব থাকে! এই দূরত্বটা অন্যরকম! বলা যায় না! বুঝানো যায় না! সহ্যও করা যায় না!
কারো বুকের উপর শুয়েও মাঝে মাঝে নিজেকে একা লাগে!

দাম্পত্য জীবনে আমি আসলে কি চাই? সবই চাই, যা যা সবাই করে! আমি সেটাও চাই, যেটা অনেকেই করে না!

সংসার মানে আসলে অভ্যাস! এই কনসেপ্টটা থেকে আমরা কেন জানি বের হতে পারি না! অভ্যাস অবশ্যই, তবুও সবই কি অভ্যাস? নতুন কিছুই কি থাকে না?

আমরা একই ছাদের নিচে থাকি, অথচ কখনো একসাথে আকাশ দেখি না! কখনো সমুদ্র পাড়ে বসে কফির মগ হাতে নিয়ে নির্ভরশীলতার কাঁধে মাথা রাখি না!

আমরা কখনো জিজ্ঞেস করিনা " তুমি কেমন আছো? তোমার মন খারাপ কেন?" আমরা হাত ধরে বসে থাকি না! আমরা সঙ্গম ছাড়া একজন অন্যজনকে জড়িয়ে ধরি না!
আমরা বুঝি না, আমার সমস্ত সময় তার সাথে কাটানোর পরও তাকে সময় দেওয়া প্রয়োজন!
আমরা শরীরের দিক থেকে কাছে আসি রোজ রোজ! অথচ,আমাদের মনের দূরত্ব বেড়ে চলে!

রান্না করার জন্য বুয়া রাখলেও হয়! সঙ্গমের জন্য পতিতাই এনাফ! তবুও সংসার কেন করা লাগে?
সংসারের ডেফিনেশনটা শুধু নিঃশ্বাসের আদ্রতা অনুভব করার মাঝেই সীমাবদ্ধ না!
এর বাইরেও অনেক কিছু থাকে!

আমি একা! তুমি একা! আমরা একা! প্রচন্ড রকমের একা! একই বিছানায় নগ্ন শরীরের উপরও একা! সঙ্গম শেষেও আমরা একা!

অথচ, দিনশেষে আমার একটা আশ্রয় প্রয়োজন হয়! একজন মানুষ প্রয়োজন হয়! একটা ব্যক্তিগত নির্ভরশীলতার জায়গা প্রয়োজন হয়! সমঝোতা প্রয়োজন হয়! কারো কন্ঠস্বরে আমার জন্য একটু গভীর ভালোবাসা প্রয়োজন হয়!

একটা পবিত্র স্পর্শ প্রয়োজন হয়!
এই স্পর্শটা কামনার স্পর্শ নয়! এটা একটা ভালোবাসার স্পর্শ! কাম ছাড়া ভালোবাসা পূর্নতা পায়না এটা ঠিক! তবে কাম ও যে সবসময় ভালোবাসার জন্ম দিতে পারে না, এটাও ঠিক!

সংসারকে অভ্যাস বলে চালিয়ে দেওয়া মানুষরা আসলে ভালোবাসার দায়বদ্ধতাকে এড়িয়ে যেতে চায়! যে দাম্পত্যে প্রেম থাকে না, সেখানে অভিনয় করে বাঁচতে হয়!
এরকম অনেক দম্পতিই আছে, যারা শুধু অভিনয় করেই একটা জীবন একটা অপছন্দের মানুষের সাথে একই ছাদের নিচে কাটিয়ে দেয়!

দাম্পত্য জীবনে কলহ থাকবেই! এটাকে ইন্সটেন্ট সমাধান করার ক্ষমতা সবার থাকে না! ঝগড়া হওয়ার পর কান্না কাটি না করে, মানুষটাকে পেছন থেকে জড়িয়ে ধরে বসে থাকলে কেমন হয়! মানুষ কি এতটাই নিষ্ঠুর, যে ভালোবাসাকে অবহেলা করতে পারে!

সংসার শুধু একটা অভ্যাস, এটা থেকে বের হতে হবে! সংসার একটা স্বর্গ! এখানে শুধু যোনী, লিঙ্গ, দুবেলা খাবার আর একই বিছানায় ঘুমানোর বাইরেও প্রেম, ভালোবাসা, নির্ভরশীলতা, গুরুত্ব, প্রায়োরিটি, শ্রদ্ধাবোধ, এডজাস্টমেন্ট সব প্রয়োজন হয়! সব মানে সব!

দাম্পত্য জীবন সুন্দর তখনি হয়, যখন আমরা অভ্যাস থেকে বের হতে পারি!
মানুষটা একটা অস্তিত্ব হোক! অধিকার হোক! বেঁচে থাকার ডেফিনেশন হোক!
একটা এডিকশন হোক! আমাদের সংসার হোক আমাদের নেশাগ্রস্থ থাকার অ্যালকোহল!

আমাদের মাঝে ভালোবাসার মাদকতা থাকাটা জরুরী, ভীষন জরুরী!

Address

Sadar
Lakshmipur
3700

Alerts

Be the first to know and let us send you an email when Saanbir Farnan Chowdhury posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Saanbir Farnan Chowdhury:

Share