নতুন ধারা

  • Home
  • নতুন ধারা

নতুন ধারা অনলাইন নিউজ পোর্টাল সমাজে ঘটে যাওয়া বস্তুনিষ্ট সংবাদ গুলো পাঠকদের কাছে তুলে ধরা এবং পাঠকদের চাহিদা অনুযায়ী সংবাদ প্রকাশ করা আমাদের লক্ষ্য

লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার হাজিরহাট বাজারে জারিদুনা খালের উপরে সরকারি ২৪ শতক খাস জমি থেকে জেলা প্রশাসনের উদ্যোগে প্...
25/06/2025

লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার হাজিরহাট বাজারে জারিদুনা খালের উপরে সরকারি ২৪ শতক খাস জমি থেকে জেলা প্রশাসনের উদ্যোগে প্রায় ৭৫ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উদ্ধারকৃত জমির বাজারমূল্য প্রায় ১২ কোটি টাকা।
জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মজিবুর রহমান জানান, ২৫ জুন (বুধবার) সকাল থেকে জারির দোনা খালের উপর দীর্ঘ দিন থেকে অবৈধ ভাবে সরকারী সম্পত্তি দখল স্থাপনা নির্মাণ করেছে স্থানীয় একটি মহল। জেলা প্রশাসকের নির্দেশে পুলিশ ও সেনাবাহিনীর সহযোগীতায় ৭৫ স্থাপনা ভেঙ্গে দেওয়া হয়েছে। এতে প্রায় ১২ কোটি অবৈধ দখলদার থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে। জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার হাজিরহাট বাজারে জারিদুনা খালের উপরে সরকারি ২৪ শতক খাস জমি থেকে জেলা ...

বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, অন্তর্বরতী সরকারের উচিত ছিল। দেশনেত্রী খালেদা জিয়ার সঙ্গে দেখা করা...
25/06/2025

বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, অন্তর্বরতী সরকারের উচিত ছিল। দেশনেত্রী খালেদা জিয়ার সঙ্গে দেখা করার। দশ মাসেও সেটি করেনি। তবে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে কথাবার্তা হয়েছে। কিন্তু আমাদের (বিএনপির) প্রত্যাশা ছিল, রাজনৈতিক বিষয় নিয়ে ওনার সাথে দেখা করার। আগামীর দেশ পরিচালনা, হাসিনার বিচার, সংস্কার ও জাতীয় নির্বাচন নিয়ে কথা বলার। যাই হোক হয়নি, তবে বিএনপি আশাবাদী আগামী দিনে অন্তর্বরতী সরকার সেটি করবেন।
বুধবার (২৫ জুন) দুপুরে সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন চরশাহী ইউনিয়ন বিএনপির প্রতিনিধি নির্বাচন পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

লক্ষ্মীপুর : বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, অন্তর্বরতী সরকারের উচিত ছিল। দেশনেত্রী খালেদ....

প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করতে এখনই সময়’এই প্রতিপাদ্য কে সঙ্গে নিয়ে বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ উপলক্ষে লক্ষ্মীপুরে র‌্যালি,...
25/06/2025

প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করতে এখনই সময়’এই প্রতিপাদ্য কে সঙ্গে নিয়ে বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ উপলক্ষে লক্ষ্মীপুরে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৫ জুন) সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে র‌্যালি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা সভায় মিলিত হয় পরে দিবসটি উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীতার বিজয়ীদের মাছে পুরস্কার বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।

লক্ষ্মীপুর:‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করতে এখনই সময়’এই প্রতিপাদ্য কে সঙ্গে নিয়ে বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ উপলক্ষে .....

চলতি বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে লক্ষ্মীপুর সদরের মান্দারি ও জকসিন বাজার সংলগ্ন রহমতখালী খালের বর্জ্য ও ময়লা অপসারণে অ...
24/06/2025

চলতি বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে লক্ষ্মীপুর সদরের মান্দারি ও জকসিন বাজার সংলগ্ন রহমতখালী খালের বর্জ্য ও ময়লা অপসারণে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড। সোমবার (২৪ জুন) সকাল থেকে খাল দু’টির অংশ বিশেষে অবৈধ স্থাপনা, মাটি ও আবর্জনা সরিয়ে পানি প্রবাহ সচল করার কাজ শুরু হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, স্বেচ্ছাসেবক ও স্থানীয় বাসিন্দারাও অংশ নেন।
খাল অপসারণ কার্যক্রমের উদ্বোধন করেন লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা। এ সময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড লক্ষ্মীপুরের কর্মকর্তারা, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

লক্ষ্মীপুর: চলতি বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে লক্ষ্মীপুর সদরের মান্দারি ও জকসিন বাজার সংলগ্ন রহমতখালী খালের ব.....

লক্ষ্মীপুর সদর উপজেলার মজুচৌধুরী হাট এলাকায় রহমতখালী খালের রেগুলেটরসংলগ্ন পানি উময়ন বোর্ডের জমি থেকে  অবৈধ স্থাপনা উচ্ছে...
24/06/2025

লক্ষ্মীপুর সদর উপজেলার মজুচৌধুরী হাট এলাকায় রহমতখালী খালের রেগুলেটরসংলগ্ন পানি উময়ন বোর্ডের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। কেপিআই (কি পয়েন্ট ইনস্টলেশন) নিরাপত্তা নির্দেশনার আলোকে রেগুলেটরের দুই পাশে ৩০ মিটার এলাকাজুড়ে এ অভিযান পরিচালনা করা হয়।
সোমবার (২৪ জুন) সকালে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিব্বির আহমেদ। অভিযানে সেনাবাহিনী, পুলিশ, আনসার, পাউবোর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এর আগে গত ২১ এপ্রিল অবৈধ দখলদারদের ১৫ দিনের মধ্যে স্থাপনা সরিয়ে নিতে নোটিশ দেওয়া হয়।পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী ফারিয়া আজাদ আনিকা, শাখা কর্মকর্তা শরিফুল ইসলামসহ সংশ্লিষ্টরা অভিযানে অংশ নেন।

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার মজুচৌধুরী হাট এলাকায় রহমতখালী খালের রেগুলেটরসংলগ্ন পানি উময়ন বোর্ডের জমি থে...

জেলা পর্যায়ে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনের সাথে সমন্বয় সভা ...
24/06/2025

জেলা পর্যায়ে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনের সাথে সমন্বয় সভা ২৪ জুন (মঙ্গলবার) দুপুরে লক্ষ্মীপুর জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আয়োজনে এবং স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো: জসীম উদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মেজবা উল আলম ভূঁইয়া,সহকারী কমিশনার স্থানীয় সরকার শাখা উম্মে সালমা,

লক্ষ্মীপুর : জেলা পর্যায়ে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অং...

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত মাঠে আমরা সরব থাকবো। আমরা জান...
24/06/2025

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত মাঠে আমরা সরব থাকবো। আমরা জানান দেবো- ফ্যাসিবাদের জায়গা আর বাংলাদেশে হবে না। ফ্যাসিবাদের মৃত্যু হয়েছে। ফ্যাসিবাদের দাফন হয়েছে। কোনভাবে ওই ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠে এই প্রজন্মকে, আমাকে আপনাকে ধ্বংস করবে সেই সুযোগ বাংলাদেশের মাটিতে আর হবে না। সেই ক্ষেত্রে এই প্রজন্মের দায়িত্ব সবচেয়ে বেশি।
মঙ্গলবার (২৪ জুন) দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়, হাজী মুসলিম বৃত্তি প্রদান ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কলেজ মিলনায়তনে এ আয়োজন করা হয়।

লক্ষ্মীপুর: বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত মাঠে আমরা ....

লক্ষ্মীপুর সদর উপজেলায় জলাবদ্ধতা নিরসনে খাল থেকে অবৈধ বাঁধ অপসারণ করা হয়েছে।স্থানীয়রা জানিয়েছেন, বাঁধ সরানোয় তারা কিছুটা...
23/06/2025

লক্ষ্মীপুর সদর উপজেলায় জলাবদ্ধতা নিরসনে খাল থেকে অবৈধ বাঁধ অপসারণ করা হয়েছে।স্থানীয়রা জানিয়েছেন, বাঁধ সরানোয় তারা কিছুটা স্বস্তি পাচ্ছেন। সোমবার (২৩ জুন) দুপুরে দালালবাজার ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে সাধু মাঝির খালে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জামশেদ আলম রানা। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, খালে মাছ চাষের জন্য স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি বাঁধ দিয়েছিলেন। এতে বর্ষায় পানি চলাচলে বাধা সৃষ্টি হয় এবং সৃষ্টি হয় জলাবদ্ধতা। অভিযানে বাঁধ, জাল ও অবকাঠামো সরিয়ে ফেলা হয়। সংশ্লিষ্টদের সতর্কও করেছে প্রশাসন। ইউএনও জামশেদ আলম রানা জানান, জেলা প্রশাসনের নির্দেশে এ অভিযান চলছে। তিনি বলেন, বর্ষার আগেই খাল ও নদী প্রবাহ স্বাভাবিক রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। গত বছর অতিবৃষ্টিতে জলাবদ্ধ হয়ে লক্ষ্মীপুরে লাখো মানুষ পানিবন্দি ছিল। সেই অভিজ্ঞতা থেকে এবার আগেই ব্যবস্থা নিচ্ছে প্রশাসন।

লক্ষ্মীপুর সদর উপজেলায় জলাবদ্ধতা নিরসনে খাল থেকে অবৈধ বাঁধ অপসারণ করা হয়েছে।স্থানীয়রা জানিয়েছেন, বাঁধ সরানোয় ত.....

৩ দিনের মধ্যে ঘোষণাপত্র ও জুলাই সনদ জারির দাবীতে লক্ষ্মীপুরে সংবাদ সম্মেলন করেছে জুলাই যোদ্ধা সংসদ জেলা শাখা। ২২ জুন (রো...
23/06/2025

৩ দিনের মধ্যে ঘোষণাপত্র ও জুলাই সনদ জারির দাবীতে লক্ষ্মীপুরে সংবাদ সম্মেলন করেছে জুলাই যোদ্ধা সংসদ জেলা শাখা। ২২ জুন (রোববার) দুপুরে প্রেসক্লাব মিলনায়নে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই দাবী জানানো হয়। লিখিত বক্তব্যে আরমান হোছাইন, সাইফুল ইসলাম মুরাদ জানান, আমাদের ন্যায্য ও যৌক্তিক দাবী জুলাই ঘোষণাপত্র এবং সনদ।
ইতিমধ্যে ৩০ কার্যদিবসের মধ্যে সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। সেই সময়সীমা মধ্যে আর মাত্র ৩ কার্যদিবস বাকি থাকলেও এখন পর্যন্ত কোন দৃশ্যমান অগ্রগতি নেই। আমরা মনে করি জুলাই সনদ জুলাই মাসের মধ্যে প্রদান করা হবে। তাই আশা করি সরকার অতি দ্রুত জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ প্রদান নিশ্চিত করবে।
এ ছাড়া ছাত্র-জনতা আন্দোলনে বহু আহতরা এখনো সুচিকিৎসা পায়নি অবিলম্বে তাদের চিকিৎসা নিশ্চিত করতে হবে। এ ছাড়া লক্ষ্মীপুরের ১৯ শহীদদের নামে ভবণ তৈরি,উত্তর ষ্টেশন শহীদ আপনান চত্তর, ঝুমুর ষ্টেশন বিজয় চত্তর এবং দক্ষিণ তেমুহনী শহীদ সাব্বির চত্তর ঘোষণা ও বাস্তবায়ন করারও দাবী জানানো হয়। এসময় সংসদের সদস্য ইউসুফ আলম রিপন,হাবিবুর রহমান ফাহিম,টুটুল পাটোয়ারী,আরমান হোসেন ভূঁইয়া,আল সবুজ ভূঁইয়া,মুক্তার হোসেন উপস্থিত ছিলেন।

লক্ষ্মীপুর: ৩ দিনের মধ্যে ঘোষণাপত্র ও জুলাই সনদ জারির দাবীতে লক্ষ্মীপুরে সংবাদ সম্মেলন করেছে জুলাই যোদ্ধা সংসদ জ...

22/06/2025

NRDS এনজিও'তে বিভিন্ন পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি

22/06/2025
https://natundara.com/?p=64090
14/06/2025

https://natundara.com/?p=64090

লক্ষ্মীপুর: জুলাই বিপ্লবে গত ৪ আগষ্ট লক্ষ্মীপুরে ছাত্রসহ ১৩ জনকে গুলি করে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার আসামী নিষ...

Address


Alerts

Be the first to know and let us send you an email when নতুন ধারা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to নতুন ধারা:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share