
25/06/2025
লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার হাজিরহাট বাজারে জারিদুনা খালের উপরে সরকারি ২৪ শতক খাস জমি থেকে জেলা প্রশাসনের উদ্যোগে প্রায় ৭৫ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উদ্ধারকৃত জমির বাজারমূল্য প্রায় ১২ কোটি টাকা।
জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মজিবুর রহমান জানান, ২৫ জুন (বুধবার) সকাল থেকে জারির দোনা খালের উপর দীর্ঘ দিন থেকে অবৈধ ভাবে সরকারী সম্পত্তি দখল স্থাপনা নির্মাণ করেছে স্থানীয় একটি মহল। জেলা প্রশাসকের নির্দেশে পুলিশ ও সেনাবাহিনীর সহযোগীতায় ৭৫ স্থাপনা ভেঙ্গে দেওয়া হয়েছে। এতে প্রায় ১২ কোটি অবৈধ দখলদার থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে। জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার হাজিরহাট বাজারে জারিদুনা খালের উপরে সরকারি ২৪ শতক খাস জমি থেকে জেলা ...