Nb Nadim khan

Nb Nadim khan Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nb Nadim khan, Video Creator, Lakshmipur.

01/07/2025

মাওলানা আবু তাহের মিছবাহ দা:বা: — আদিব সাহেব হুজুর

তিনি শুধুই একজন আলেম নন...
তিনি চিন্তার দীপ্ত বাতিঘর,
আরবি সাহিত্যের সুবাসিত বাগান,
এবং হৃদয় নিংড়ানো বয়ানের এক অনন্য কারিগর।

তাঁর কথা হৃদয় ছোঁয়...
তাঁর কলম ছুঁয়ে যায় আত্মার গভীরতম প্রদেশ।

বক্তৃতা তাঁর মুখের ভাষা,
আর সাহিত্য—তাঁর হৃদয়ের প্রকাশ।

তিনি প্রচারে বিশ্বাসী নন,
তিনি প্রভাবেই অনন্য।
কণ্ঠে দীনের ডাক,
কলমে হিকমতের দীপ্তি।

আল্লাহ তাআলা তাঁকে হেফাজতে রাখুন।
তাঁর ইলম, তাঁর হিদায়াত, তাঁর কলমে দিন অফুরন্ত বরকত।
উম্মাহর হৃদয়ে যুগে যুগে তিনি হোন এক দীপ্তির আলো।

আমিন।

-

06/06/2025

ঈদুল আযহা: ত্যাগের মহিমায় উদ্ভাসিত এক পবিত্র উৎসব

🌙 "এবং প্রত্যেক উম্মতের জন্য আমি কুরবানির বিধান করেছি, যাতে তারা আল্লাহর দেওয়া চতুষ্পদ জন্তুু জবাই করার সময় আল্লাহর নাম স্মরণ করে।" (সূরা হজ্জ, ৩৪)

ঈদুল আযহা—আত্মত্যাগ, ভালোবাসা ও আত্মসমর্পণের এক অনন্য ইবাদতের নাম। এই দিনটি আমাদের স্মরণ করিয়ে দেয় হজরত ইব্রাহিম (আ.)-এর অসাধারণ ত্যাগের ঘটনা, যিনি আল্লাহর সন্তুষ্টির জন্য প্রাণপ্রিয় পুত্র ইসমাইল (আ.)-কে কুরবানি করতে উদ্যত হয়েছিলেন। আল্লাহর রহমতে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ইব্রাহিম (আ.) একটি দুম্বা কুরবানি করেন, যা বিশ্বাসীদের জন্য ত্যাগের এক চিরন্তন দৃষ্টান্ত হয়ে আছে।
👉কুরবানির তাৎপর্য
কুরবানি কেবল পশু জবাইয়ের নাম নয়—এটি আমাদের অভ্যন্তরের পশুত্ব, লোভ-হিংসা-আহংকারকে উৎসর্গ করার শিক্ষা দেয়। আল্লাহর নির্দেশে প্রিয় বস্তু ত্যাগ করার মাধ্যমে আমরা প্রকৃত মুমিনের পরিচয় দিই।
👉 ঈদের আমল ও সুন্নত
- ফজরের নামাজের পর ঈদগাহে যাওয়া।
- গোসল করা, সুগন্ধি ব্যবহার করা ও উত্তম পোশাক পরা।
- তাকবির বলা: "আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ।"
- কুরবানির গোশত তিন ভাগে বিভক্ত করা: পরিবার, আত্মীয়-স্বজন ও গরিব-দুঃখীর মধ্যে বণ্টন।

👉 সম্প্রীতির বার্তা
ঈদুল আযহা আমাদের শেখায়—ভালোবাসা, দানশীলতা ও সমবেদনার মাধ্যমে সমাজে ইহসান ছড়িয়ে দিতে। গরিব-অসহায়দের পাশে দাঁড়ানো, আত্মীয়তার বন্ধন সুদৃঢ় করা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনই হোক এই ঈদের প্রধান লক্ষ্য।

👉প্রিয় বন্ধুগণ,
এই ঈদে আমাদের ত্যাগ হোক আল্লাহর নিকট গ্রহণযোগ্য। আমাদের জীবন থেকে যেন সব ধরনের কুপ্রবৃত্তি, স্বার্থপরতা ও হিংসা দূর হয়—এটাই হোক ঈদুল আযহার অঙ্গীকার।

ঈদ মোবারক!🌙
"তোমাদের কুরবানি আল্লাহর নিকট পৌঁছেছে এবং কিয়ামতের দিন তার রক্ত ও গোশত নিয়ে হাজির হবে। আল্লাহর নিকট পৌঁছানোর আগেই তা তোমাদের জন্য পবিত্র হয়ে যায়।"(হাদিস)

29/05/2025

আমার দেখা একটি সেরা মুহূর্ত!!

হজ্জে বাইতুল্লাহর পথে রওনা হওয়ার উদ্দেশ্যে হযরত মুহতামিম সাহেব হুজুর এহরাম পরিহিত অবস্থায় নায়েব সাহেব হুজুরের জন্য অপেক্ষারত,,
দীর্ঘ ১৩ বছর পর জালিমের বন্দিশালা থেকে মুক্ত হয়ে নায়েব সাহেব হুজুর আসলেন মাদানী কাননে শায়েখ সন্দ্বিপীর বাগানে
তারপর দু'জনের ঐতিহাসিক আলিঙ্গন।।

🔴ইতিহাসের পাতাই ৬ ই মে ২০১৩ ই🔴------------------------------------------------------.......................................
05/05/2025

🔴ইতিহাসের পাতাই ৬ ই মে ২০১৩ ই🔴
------------------------------------------------------............................................................

২০১৩ সালের ৬ ই মে, বা'দ ফজর দৈনিক ৮০ রাকাত নামাজ আদায়কারী শামিম উসমান ও ৭ খুনের আসামী নূর হোসেনের নির্দেশে মাদনী নগর মাদরাসায় হামলা চালায় র‍্যাব, পুলিশ-গুন্ডা বাহিনী, তখন মাদানী মসজিদের মিনারা থেকে ঘোষিত হয় "প্রিয় এলাকাবাসী আপনাদের প্রাণ প্রিয় মাদানী নগর মাদরাসায় পুলিশ, গুন্ডা বাহিনী হামলা চালাচ্ছে" মসজিদের মাইকে এ'লান হওয়ার পর তৎক্ষনাৎ ছুটে আসে এলাকাবাসী, যেন তাদের নিজ বাড়িতেই হামলা হয়েছে,
আহ কি ভালবাসা 🤍
সেদিন বেশ কয়েকজন শাহাদাত ও বরন করেন এবং আহত হন,,
আল্লাহ তা'লা তাদের সকলকে উত্তম জাযা দান করুন,আর যারা শহীদ হয়েছেন আল্লাহ তা'লা তাদেরকে জান্নাতের সু-উচ্চ মাকাম দান করুন।

04/05/2025

😓😓ইতিহাসের পাতাই ৫ ই মে ২০১৩ ইং।😰😰
-------------------------❌-------------------------❌------------
-------------------------❌-------------------------❌------------

👉আজ ৫ই মে ২০২১ইং, এই দিন আামাকে স্মরণ করিয়ে দেয় রক্তেভেজা এক ইতিহাসের কথা।

👉এই দিন আমাকে স্মরণ করিয়ে দেয় আমার মাজলুম ভাইদের কথা,আজও আমার কানে গুঞ্জরিত হয় আমার আহত ভাইদের করুন আর্তনাদ, বুলেট- বোমার সেই ভয়ংকর শব্দ, হাজারো মায়ের বুক ফাটা আর্তনাদ।

👉এই দিন আমাকে স্মরণ করিয়ে দেয় ইসলামের জন্য নিবেদিতপ্রাণ আমার মাজলুম ভাইদের কথা

👉এই দিন আমাকে স্মরণ করিয়ে দেয় আমার সেই শহীদি ভাইদের কথা যারা ইসলামের জন্য নিজেদের
জীবনকে বিলিন করে দিয়েছে।

(আল্লাহ তা'লা তাদেরকে জান্নাতের সু-উচ্চ মাকাম দান করুন।)

আল্লাহ তা' লা পবিত্র কুরআনে বহু জায়গায় বলেছেন যে,
إن الله لا يحب الظالمين.
"অর্থাৎ নিশ্চয় আল্লাহ তা'লা জালেমদেরকে পছন্দ করেন না।"
তাই আল্লাহ তাআলা অবশ্যই জালেমদেরকে পাকড়াও করেন....

এখন তাদের বিচারের অপেক্ষায়..

রাফাহ শহরের বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যতের সম্ভাবনা সম্পর্কে আপনার আবেগময় প্রতিক্রিয়ার আলোকে নিম্নলিখিত বিশ্লেষণ উপস্থা...
06/04/2025

রাফাহ শহরের বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যতের সম্ভাবনা সম্পর্কে আপনার আবেগময় প্রতিক্রিয়ার আলোকে নিম্নলিখিত বিশ্লেষণ উপস্থাপন করা হলো:

★১. রাফাহের বর্তমান মানবিক সংকট ও ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট,
ইসরায়েলের সাম্প্রতিক অভিযানে রাফাহ শহরের ৩৬টি আশ্রয়কেন্দ্র সম্পূর্ণ খালি হয়ে গেছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, গাজার মোট বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ১৭ লাখ ছাড়িয়েছে। এই শহরটি মিশরের সীমান্তে অবস্থিত হওয়ায় ইসরায়েলের দখলদারিত্বের বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে এটিকে জনশূন্য করার কৌশলগত উদ্দেশ্য থাকতে পারে বলে অনুমান করা হয়। ইসরায়েলি মন্ত্রী ও সামরিক নেতাদের বক্তব্য অনুযায়ী, গাজাকে বিভক্ত করে "নিরাপত্তা অঞ্চল" প্রতিষ্ঠার লক্ষ্যে রাফাহকে টার্গেট করা হয়েছে।

★ ২. মানবিক বিপর্যয় ও আন্তর্জাতিক নিষ্ক্রিয়তা,
২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ২৯,৩১৩ জন, যার মধ্যে ১০,০০০ শিশু অন্তর্ভুক্ত। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আলজেরিয়ার যুদ্ধবিরতি প্রস্তাব মার্কিন ভেটোতে বাতিল হওয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তা স্পষ্ট হয়েছে। বর্তমানে প্রতিদিন গড়ে ১০০ শিশু হতাহত হচ্ছে, যা যুদ্ধাপরাধের স্পষ্ট নিদর্শন।

★ ৩. ঐতিহাসিক পুনরাবৃত্তি ও প্রতিশোধের রাজনীতি,
১৯৪৮ সালের নাক্ববা (Palestinian Exodus) এবং ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধের মাধ্যমে ফিলিস্তিনি ভূখণ্ড দখলের ইতিহাসের পুনরাবৃত্তি ঘটছে। ইসরায়েলের "বসতি সম্প্রসারণ" নীতির মাধ্যমে গাজার জনগণকে সিনাইয়ে বিতাড়নের চেষ্টাকে ফিলিস্তিনিদের অস্তিত্বের বিরুদ্ধে যুদ্ধ হিসেবে ব্যাখ্যা করা যায়। আপনার উল্লিখিত "প্রতিশোধের বদলা" ধারণাটি এখানে ঐতিহাসিক ন্যায়বিচারের দাবিকে প্রতিফলিত করে।

★৪. ভবিষ্যতের সম্ভাবনা: পুনর্গঠন থেকে প্রতিরোধ,
ইতিহাস প্রমাণ করে যে ফিলিস্তিনিরা বারবার ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়িয়েছে। ১৯৪৮ ও ১৯৬৭-পরবর্তী সময়ে গাজা ও পশ্চিম তীরে স্বাধীনতা আন্দোলনের শক্তিশালী ভিত্তি গড়ে উঠেছিল। বর্তমান যুদ্ধে হামাসের সামরিক ক্ষমতা হ্রাস পেলেও, ফিলিস্তিনি সমাজের সংহতি ও আন্তর্জাতিক সমর্থন (যেমন: দক্ষিণ আফ্রিকার আইসিজে মামলা) নতুন সম্ভাবনার দ্বার খুলেছে। রাফাহর মাটিতে মিশে থাকা রক্ত একদিন ঐক্যবদ্ধ প্রতিরোধের স্মারক হয়ে উঠতে পারে।

★ ৫. আধ্যাত্মিক প্রত্যাশা ও বাস্তবতার সমন্বয়,
ইসলামি বিশ্বাস অনুযায়ী, ন্যায়ের বিজয় অপরিহার্য। কুরআনে বর্ণিত "فَإِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا" (কষ্টের সঙ্গেই স্বস্তি আছে) এর আলোকে বর্তমান সংকটকে অস্থায়ী পর্যায় হিসেবে দেখা যেতে পারে। তবে বাস্তব ক্ষেত্রে এজন্য কূটনৈতিক চাপ, অর্থনৈতিক বয়কট (BDS আন্দোলন), এবং সামরিক প্রতিরোধের সমন্বয় প্রয়োজন। যেমন: ২০২৩ সালে ইসরায়েল-ইউএই চুক্তির বিপরীতে বাহরাইনের সমঝোতা ফিলিস্তিনি প্রশ্নকে প্রান্তিক করতে চাইলেও, তুরস্ক ও ইরানের নেতৃত্বে মুসলিম বিশ্বের সম্প্রীতি নতুন মাত্রা যোগ করতে পারে।

★ উপসংহার:
রাফাহ আজ ধ্বংসস্তূপে পরিণত হলেও ফিলিস্তিনি পরিচয়ের স্থিতিস্থাপকতা ইতিহাসে প্রমাণিত। ১৯৯৪ সালে গাজার স্বায়ত্তশাসন বা ২০০৫ সালে ইসরায়েলি বসতি প্রত্যাহারের মতো পর্যায়গুলো দেখিয়েছে যে ভূ-রাজনৈতিক সমীকরণ পরিবর্তনশীল। আপনার কথায় বিশ্বাসের যে সুর ("ইন শা আল্লাহ"), তা ফিলিস্তিনিদের দীর্ঘমেয়াদি সংগ্রামের সাথে সামঞ্জস্যপূর্ণ। তবে বিজয়ের জন্য প্রস্তুতি শুধু আধ্যাত্মিক নয়, বরং কৌশলগত পরিকল্পনা, বৈশ্বিক জোটগঠন এবং মানবাধিকারভিত্তিক আন্দোলনের সমন্বয় আবশ্যক।

Address

Lakshmipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nb Nadim khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category