নুর মেডিকেল হল

নুর মেডিকেল হল আল্লাহ আমার রব

25/11/2023
কাবিননামা হারিয়ে গেছে                            সাক্ষী গেছে মরে বউয়ের সংগে এখন আমি                    চলবো কেমন করে।কাজ...
13/09/2023

কাবিননামা হারিয়ে গেছে
সাক্ষী গেছে মরে
বউয়ের সংগে এখন আমি
চলবো কেমন করে।

কাজীর কাছে ফোন করেছি
বন্দি সেওতো জেলে
ঘুরতে গেছি বোউকে নিয়ে
কাবিননামা ফেলে।

ভাবছি বসে হিসাব কোসে
আবার করি বিয়ে
কাজী অফিসে যাচ্ছি এখন
পুরাতন বউ নিয়ে।

আল্লামা দেলোয়ার হোসাইন সাইদী সাহেব মহান রবের ডাকে সাড়া দিয়ে চলে গেছেন।😭😭😭ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।😭😭আল্লাহ...
14/08/2023

আল্লামা দেলোয়ার হোসাইন সাইদী সাহেব মহান রবের ডাকে সাড়া দিয়ে চলে গেছেন।😭😭😭
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।😭😭আল্লাহ তোমার বান্দাকে জান্নাতুল ফেরদৌস দান করুণ।

পূর্ব হোগল ডহরী দরবানী নিবাসী জাবেদ উল্লাহ পন্ডিত এর বড় ছেলে বাড়ির মুরুব্বি আমার দাদা  সিরাজ উল্লাহ মেম্বার  (চৌধুরী মেম...
10/08/2023

পূর্ব হোগল ডহরী দরবানী নিবাসী জাবেদ উল্লাহ পন্ডিত এর বড় ছেলে বাড়ির মুরুব্বি আমার দাদা সিরাজ উল্লাহ মেম্বার (চৌধুরী মেম্বার) কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন৷ ইন্ন লিল্লাহে অইন্না ইলাহে রাজেয়ুন

ইকোনো গাড়ি
10/08/2023

ইকোনো গাড়ি

08/08/2023

মুসলমানদের কলিজা প্রাণপ্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি করার অধিকার পৃথিবীর কোন জালেমের নেই..
এই কু*লাঙ্গার আসাদ নুর আমাদের কলিজার টুকরা রাসূল সাঃ কে মরুভূমির কুখ্যাত ডাকাত বলে গালি দিয়েছে।
তীব্র নিন্দা জানাচ্ছি এবং তাকে দৃষ্টান্ত মূলক শাস্তির আওতায় আনা হোক🙏🙏
যত দ্রুত সম্ভব এ-ই কুলাঙ্গারকে আইনের আওতায় আনা সময়ের দাবি।।
কলিজায় হাত দিছে এই বেয়াদব।।

আমার আকা রহমাতুল্লিল আলামীন মুস্তফাকে ﷺ নিয়ে অকাট্য ভাষায় কথা বলেছে,,, এগুলো কোনোদিন মেনে নেওয়া সম্ভব না।।।

সকলের দৃষ্টি আকর্ষণ করছি।।

কখনো কারো দীর্ঘশ্বাসের কারণ হবেন না। মানুষের দীর্ঘশ্বাস খুব খারাপ জিনিস। আপনি কাউকে ঠকিয়েছেন? কাঁদিয়ে,শ্বাসিয়ে হৃদপিণ্ডে...
19/12/2022

কখনো কারো দীর্ঘশ্বাসের কারণ হবেন না। মানুষের দীর্ঘশ্বাস খুব খারাপ জিনিস। আপনি কাউকে ঠকিয়েছেন? কাঁদিয়ে,শ্বাসিয়ে হৃদপিণ্ডে আগুন লাগিয়ে চলে গেছেন?কষ্ট দিয়েছেন? অতিরিক্ত অবহেলা করেছেন

মনে রাখবেন, মানুষটা আপনার উপর কোনো প্রতিশোধ না নিলেও সে যতবার আপনার কথা ভেবে দীর্ঘশ্বাস ফেলবে ততবারই তার আত্মা একটা নালিশ নিয়ে যাবে সৃষ্টিকর্তার কাছে। সৃষ্টিকর্তা সব দেখেন।
আপনি যত ভালো মানুষের মুখোশ পড়ে থাকেন না কেন, অথবা কাউকে ঠকিয়ে যতই সুখের সাগরে ভাসেন না কেন,

বিশ্ব মানচিত্রে বাংলাদেশের মুখ উজ্জল করে বাংলাদেশের বিশ্বজয়পবিত্র মক্কায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিশ্বের...
22/09/2022

বিশ্ব মানচিত্রে বাংলাদেশের মুখ উজ্জল করে বাংলাদেশের বিশ্বজয়

পবিত্র মক্কায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিশ্বের ১১১টি দেশের প্রতিযোগির সাথে লড়াই করে ঢাকা মিরপুর মারকাযু ফায়জুল কুরআনের মেধাবী ছাত্র পূর্বে কয়েকবার বিশ্বজয়ী হাফিজ সালেহ আহমদ তাকরিম আবারো দেশের মুখ উজ্জল করে ৩য় স্থান করলো।

21/09/2022

কিছু মানুষ হঠাৎ এসে আপন হয়ে যায়, কিছুদিন চুটিয়ে গল্প করে, সবকিছু জানে। আর এমন অভিনয় করে যে আপনি তার প্রিয় একজন। অনেক সম্মান আর ভালোবাসা দেখায়। যখুনি আপনি তাকে সম্পূর্ণ বিশ্বাস করবেন ঠিক তখুনি শুরু হয় নানান অজুহাত। ধীরে ধীরে শুরু হয় অবহেলা। প্রিয় থেকে অপ্রিয় হয়ে ওঠে একসময়ের পছন্দের মানুষটা। আচ্ছা মানুষ এমন কেনো বলতে পারেন? তারা কি মানুষ ঠকানোর কোনো ডিগ্রি নিয়ে জন্মায় নাকি পৃথিবীতে এসে শিখে সহজ সরল মানুষগুলোর ওপর পরীক্ষা চালায়? এমন জঘন্য মানুষগুলোর বেঁচে থাকার কোনো অধিকার নেই। অথচ দিব্যি তারাই ভালো আছে।😥

✍️ Maksudur Rahman

Address

Lakshmipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when নুর মেডিকেল হল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share