Aolad On TheMove

Aolad On TheMove I am walking to see the beautiful natural scenery.

15/04/2025

শুভ নববর্ষ
বাঙালি

গতকাল রাত্রে ১০ টায় মিরপুর ডিএসএস ভিতরে দেখলাম বন্ধুদের সাথে আড্ডা দিতেছে।
17/02/2025

গতকাল রাত্রে ১০ টায় মিরপুর ডিএসএস ভিতরে দেখলাম বন্ধুদের সাথে আড্ডা দিতেছে।

15/02/2025

With MD FIZZ – I just got recognized as one of their top fans!

26/10/2024

রবীন্দ্র সরোবর এর গোপন সৌন্দর্য ❤️

23/03/2024

প্রতিদিন ৩০০০ মানুষকে ইফতারি করানো হয়।🕌🇧🇩
বাইতুল মোকাররমে ফ্রী ইফতারের অভিজ্ঞতা 🇦🇪

20/02/2024

বাংলাদেশ কেন্দ্রীয় শহীদ মিনারের A Z ইতিহাস । 🇧🇩

07/02/2024

এবারের বইমেলা সবার কাছে মনে থাকবে ,খন্দকার মোস্তাফিজ কাকুর কারণে📕🇧🇩

06/01/2024

প্রায় ৯৪ হাজার নিদর্শন সংগৃহীত 🇧🇩🥱 🥱🥱

ক্যান্টনমেন্টের ভিতরে কি কি থাকে, যারা কখনো দেখেননি । এখানে আসলে সবকিছু দেখতে পারবেন ।🇧🇩🪖
29/12/2023

ক্যান্টনমেন্টের ভিতরে কি কি থাকে, যারা কখনো দেখেননি । এখানে আসলে সবকিছু দেখতে পারবেন ।🇧🇩🪖

28/12/2023

এই উদ্যানে যত ইতিহাস সব তুলে ধরলাম। 🇧🇩

এক সময় ঢাকায় অবস্থিত ব্রিটিশ সৈন্যদের সামরিক ক্লাব এখানে প্রতিষ্ঠিত ছিল। পরবর্তীতে এটি রমনা রেস কোর্স এবং তারপর রমনা জিমখানা হিসাবে ডাকা হত। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের পর মাঠটিকে কখনও কখনও ঢাকা রেস কোর্স নামে ডাকা হত প্রতি রবিবার এখানে বৈধ ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হতো । বাংলাদেশের স্বাধীনতার পর রমনা রেসকোর্স নাম পরিবর্তন করে রাখা হয় সোহরাওয়ার্দী উদ্যান ।
একটি জাতীয় স্মৃতিচিহ্নও বটে কেননা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ই মার্চের ভাষণ এখানে দেওয়া হয়। ১৯৭১ সালে ১৬ই ডিসেম্বর পাকিস্তানি সেনাবাহিনী এই জায়গাতে আত্মসমর্পণ করে মিত্রবাহিনীর কাছে।
বর্তমান সচিবালয় ভবন, কার্জন হল, চাঁনখার পুল ও পূর্বে পুরানা পল্টন, সেগুনবাগিচা, ও রাজারবাগ আর উত্তরে সেন্ট্রাল রোড, পরিবাগ ও ইস্কাটন পর্যন্ত এলাকাটি বিস্তৃত ছিল। ব্রিটিশ এবং পাকিস্তানি শাসনামলে ঢাকার চারটি থানার একটির নামকরণ করা হয়েছিল রমনা। বর্তমানেও ঢাকার ২০টি থানার একটি হচ্ছে রমনা।
১৮২৫ খ্রিষ্টাব্দে ঢাকার ব্রিটিশ কালেক্টর মি. ডয়েস ঢাকা নগরীর উন্নয়নকল্পে কতগুলি বিশেষ পদক্ষেপ গ্রহণ করেন এবং তখন থেকেই ঢাকা আবার তার পুরানো গৌরব ফিরে পেতে শুরু করে।


07/11/2023

কেন ধ্বংস হলো পানাম নগরী ?😂 সাথে সোনারগাঁও মিউজিয়া মভ্রমণ
১/ ইতিহাস থেকে হারিয়ে যাওয়া এক নগরীর নাম হল সোনারগাঁও পানাম নগরী। যা এক সময় বাংলার ধনী মানুষদের জন্য ব্যবসার উপযুক্ত জায়গায় ছিল। ১৫ শতকে শাখা বাংলার রাজধানী স্থাপন করেছিলেন এই পানাম নগরীতে। কালের পরিবর্তে আজ সব ভুতের ও হয়ে গেছে।
শহরটিতে ঔপনিবেশিক ধাঁচের দোতলা এবং একতলা বাড়ি রয়েছে প্রচুর। বাংলার স্বাধীন রাজা ঈসাখাঁর পদচারনা ছিল এই নগরীতে।

২ / মধ্যযুগে সোনারগাঁ বাংলার রাজধানী হওয়ার পর থেকে পানাম নগর ব্যাপক উৎকর্ষ লাভ করে। কিন্তু বৃটিশরা বাংলার নিয়ন্ত্রণ নেয়ার পর থেকে এখানকার সম্ভ্রান্ত মুসলিমরা ব্রিটিশদের সঙ্গে অসহযোগীতা করায় বৃটিশরা এখানকার বাসিন্দাদের প্রভাব প্রতিপত্তি কামানোর উদ্যোগ নেয়।
৩/ যারা ব্রিটিশদের সাথে সহায়তা করছে তাদেরকেই মূলত এই জায়গায় পরবর্তীতে রাখা হয়েছে, যেমন হিন্দুরা এখানে ব্রিটিশের সাথে সহায়তা করার কারণে হিন্দুদেরকে এখানে থাকতে দেওয়া হয়েছে।
আর মুসলিমদেরকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হইছে।
বর্তমান পানাম সিটিতে ৫২ টি ভবন রয়েছে। সবগুলা ভবন ঝুঁকিপূর্ণ।
বাকি সব ভবনগুলো ব্রিটিশরা ধ্বংস করে ফেলছে।
একসময় ব্রিটিশরা এখান থেকে চলে গেছে, হিন্দুরা এখান থেকে সবকিছু ছেড়ে চলে যাওয়ার পরে, আশেপাশের অবৈধ লোকেরা এটাকে দখল করত। ২০০৯ সালে বাংলাদেশের সরকার এটাকে সরকারের আওতায় নিয়ে গেছে।









Thank for watching
See you next blog

03/06/2023

রাত্রের অপরূপ সৌন্দর্য ধানমন্ডি লেক😍🇧🇩
❤️✌️💯 🥰

Address

Ramgati, Alexander
Lakshmipur

Alerts

Be the first to know and let us send you an email when Aolad On TheMove posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Aolad On TheMove:

Share