গোলাম মোস্তফা

গোলাম মোস্তফা আল্লাহ তা'আালার রহমতের ভিখারি এক গুনাহগার বান্দা। Sunni Hanafi🤍

06/07/2025

আমাদের এমন একজন উমর ইবন আব্দুল আযীয দরকার, যিনি ইয়াযিদের পক্ষে কেউ কথা বললে তাদের দোররা মারবেন এবং নাসেবিদের শায়েস্তা করবেন।

13/05/2025
26/04/2025
26/04/2025

❝কোনো পরোয়া করবেন না। ময়দান আমাদের হাতে। প্রশাসনকে ভয় করার কোনো দরকার নেই আমাদের।❞

— এনায়েতুল্লাহ আব্বাসী (হাফিজাহুল্লাহ)

25/04/2025

এই পেইজে সকল নির্দেশনা থাকবে, ইনশাআল্লাহ।

একজন শায়খ সাইফুল আজম আল-আজহারী সবাই হতে পারে না। যিনি শত ফতোয়া,গালাগাল এবং মিথ‍্যা তোহমদ খাওয়ার পরেও ইশকে মোস্তফা (সাঃ)...
11/10/2024

একজন শায়খ সাইফুল আজম আল-আজহারী সবাই হতে পারে না।

যিনি শত ফতোয়া,গালাগাল এবং মিথ‍্যা তোহমদ খাওয়ার পরেও ইশকে মোস্তফা (সাঃ) এর মোহাব্বত প্রচার থেকে দূরে সরে যান নাই।

মওলা ই করীম প্রিয় শায়খ কে সকল প্রকার ফেতনাবাজ দের ফেতনা থেকে রক্ষা করুন ।

10/10/2024

দুটো বিপরীতমুখী, সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হলে কিছু মানুষের মধ্যস্থলে থাকতে হয়, হাটে কলসি না ভাঙে মতো দুটো পরিস্থিতিরই সামাল দিতে হয়। আমাদের মধ্যস্থল বলতে কিছু নেই। তাই ভাঙতে শুরু করলে ভাঙতেই থাকে আর গড়ে ওঠে না। বাবার হাতে লাঠি ওঠলে ছেলের জায়গা মায়ের আঁচলে, মায়ের হাতে লাঠি ওঠলে ছেলের জায়গা বাবার কোলে।

10/10/2024

রব্বুল ইযযত আপনাদের হায়াতে, ইলমে, আমলে অফুরন্ত বরকত দান করুক।
أحبكم في الله ورسوله ﷺ
Syed Mohammad Hasan
Abdul Mustafa Rahim

সৈয়দ হাসান আজহারী  আপনাদের ফতোয়া অনুযায়ী তওবা করলেন।আপনারা যারা দুই দিনের মুফতি সেজে ফেইসবুকে ফতোয়ার বাজার গরম করছেন,আপ...
10/10/2024

সৈয়দ হাসান আজহারী আপনাদের ফতোয়া অনুযায়ী তওবা করলেন।

আপনারা যারা দুই দিনের মুফতি সেজে ফেইসবুকে ফতোয়ার বাজার গরম করছেন,আপনাদের কাছে কিছু প্রশ্ন!!?

আমাদের আজহারীরা যদি ভিন্ন ঘরনার আজহারীর সাথে দেখা করাতে ওহাবী হয় তাহলে কি সুন্নী আজহারীদের সাথে দেখা হওয়াতে মিজান আজহারী সুন্নি হয়ে গেছেন?

জামেয়া তে ভারতীয় রাষ্ট্রদূতের যাওয়াতে জামেয়া কি ভারতীয় হয়ে গেছে!?

কওমী ঘরনার উপদেষ্টা জামেয়ার পরিদর্শন যাওয়া এবং অধ্যক্ষ মহোদয়ের সাথে সাক্ষাৎ হওয়াতে উনারা কি ওহাবী হয়ে গেছেন??

হাসেমী হুজুর দরবারের এম এ সামাদ সহ আরও অনেক আলেম উলামার উপস্থিতিতে মেহমান ছিলেন আফম খালিদ হোসাইন যিনি রাসুল (সাঃ) শানে বয়ান করছিলেন ।
এখন হাসেমীয়া দরবার এবং এমএ সামাদ সাহেব কি বাতেল হয়ে গেছেন ??

অসুস্থ দ্বীন অনুসরণকারী ছাড়া কেউ এমন চিন্তা করে না…….

সুস্থ মানসিকতার মানুষ রা বলবে “না কেউ ওহাবী বা বাতেল হয়ে যায় নাই “।
কারণ কারও সাথে দেখা করলে ,কুশল বিনিময় করলে আকীদা চলে যায় না অথবা বাতেল হয়ে যায় না।

আকিদা এত ঠুনকো বিষয় হলে ইসলাম তথা সুফী ইসলামের সারা বিশ্বব্যাপী এত জয় জয়কার হত না।

শুনেন গোঁড়ামি বাদ দেন ,চট্রগ্রাম কোনায় বসে ফতোয়া বাজি করে সুন্নিয়তের ক্ষতি ছাড়া লাভ কখনো করেন নাই এবং করবেনও না।

আপনাদের মত সংকীর্ণ মনের লোকেরাই হক ,দুনিয়ায় আর কোনো হক নেই, বাকী দুনিয়ার সবাই বাতিল।

এমন অসুস্থ চিন্তা থেকে বের হয়ে নিজেরাও তওবা করুন।

শহিদুল ইসলাম
লন্ডন
১০-১০-২০২৪

আমাদের একজন আজহারী আছেন যার ইলম,আদব,মহব্বতের কাছে অন‍্য আকীদার আজহারীদের মিলাতে পারবেন না ।যার ইশকে মোস্তফা (সাঃ) বয়ান শ...
09/10/2024

আমাদের একজন আজহারী আছেন যার ইলম,আদব,মহব্বতের কাছে অন‍্য আকীদার আজহারীদের মিলাতে পারবেন না ।

যার ইশকে মোস্তফা (সাঃ) বয়ান শুনে আশেক রাসুলরা ভালোবাসতে বাধ‍্য।

আপনি ওনার দ্বীনি খেদমত নিয়ে জিজ্ঞেস করলে আমি বলব উনি ছুটে চলছেন অনবিরত।

যাকে মানুষ ভালোবেসে নবী প্রেম শেখানোর কারিগর বলে সম্বোধন করে,কেউ কেউ যুগের গাজ্জালী বলে,কেউ বলে অহিদের সুলতান ।

কিন্তু তিনি ব্যাতিক্রম,নেই কোনো অহংকার,অহমিকা অথবা হিংসা।

আল্লাহ পাক শায়খের ছায়া আমাদের উপর দীর্ঘ করুন এবং সব সময় সুস্থ রাখুন।

09/10/2024

যে অঙ্গনে নুরে বাংলার মত মুজাহিদে মিল্লাত, জাঙ্গী হুজুরের মত বাতিলের আতঙ্ক, রফিকী হুজুরের মত নওসুন্নি, পল্টিবাজ জিহাদীর মত মুনাজিরে মিল্লাত, হায় জালালি আর হিমহিমের মত খতিবে আজমরা আছেন, সেই অঙ্গনে আজহার পড়ুয়া কিছু বাচ্চা আলেম না থাকলেই বা কি আসে যায়...?🥱

Address

Lakshmipur

Telephone

+8801307858409

Website

Alerts

Be the first to know and let us send you an email when গোলাম মোস্তফা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category