10/11/2024
Khan Bd Travels Refreshment Tour - 02
Mirinja Vally × Cox’s Bazar
আসসালামু আলাইকুম,
আমাদের অনেকের কারো হয়তো পাহাড় ভালো লাগে কারো হয়তো সমুদ্র। তাহলে যদি আমরা একই সাথে পাহাড় আর সমুদ্র দেখতে যাই তবে ত আর কথাই নেই।
সেই প্রেক্ষিতে আমরা আয়োজন করতে যাচ্ছি আমাদের পরবর্তী ট্যুর
এই ট্যুরে পাহাড়ের জুম ঘরে থাকা তার সাথে পাহাড়ের দিন আর রাতের অপরূপ সৌন্দর্য্যে উপভোগ করা, ভোরের দিকে মেঘের রাজ্যে নিজেকে আবিষ্কার করা, তারপর দিন সমুদ্রের নীল জলরাশিতে হারিয়ে যাওয়া। এসবই হবে আমাদের এবারের ট্যুরে, তো আর দেরী কেনো? ট্যুরের বিস্তারিত দেখে নিন আর জলদি বুকিং দিয়ে আমাদের ট্যুরের সঙ্গী হয়ে যান।
🔰 ট্যুর প্লেস : লামা (মিরিঞ্জা ভ্যালী) এবং কক্সবাজার।
🔺তারিখ : ১৯/১২/২০২৪, বৃহস্পতিবার।
🔺সময় : রাত ১০.০০ টা
🔰 ট্যুরের সময়কাল ৩ রাত, ২ দিন
🔰 ট্যুর ফি :৪০০০ টাকা মাত্র (জনপ্রতি)
🔰 ট্যুর প্ল্যান :
🔶 ১৯/১২/২৪ তারিখ বৃহস্পতিবার রাত ১০.০০ টায় সায়দাবাদ (আমাদের বলে দেওয়া স্থান) থেকে আমরা ট্যুর যাত্রা শুরু করবো বান্দরবান এর লামার উদ্দ্যেশ্যে।
🔶 ২০/১২/২৪ তারিখ শুক্রবার সকালে আমরা লামা নেমে সকালের নাস্তা সেরে নিবো এরপর আমরা আমাদের গন্তব্যের (মিরিঞ্জা ভ্যালী) উদ্দেশে হাঁটা শুরু করবো ১০-১৫ মিনিট হাঁটা (ছোট এবং মাঝারি পাহাড়) শেষে আমরা আমাদের মূল গন্তব্যে পৌঁছাবো। সেখানে সবার জন্য জুমঘরে থাকার ব্যবস্থা করা হয়েছে, পাশাপাশি ৪ টি জুমঘরে আমরা থাকবো (১ টি জুমঘরে একসাথে ১০ জন থাকবো) তারপর যে যার মতো ফ্রেশ হয়ে দুপুরের খাবার সেখানে সেরে ফেলবো, বিকালটা যে যার মতো আশেপাশে ঘুরে পাহাড় এবং প্রকৃতি উপভোগ করবো, সন্ধ্যায় গানের আড্ডায় সবাই একসাথে মেতে উঠবো পাহাড়ের বুকে ক্যাম্প ফায়ার এর সাথে। আড্ডা+গান+ক্যাম্পফায়ার+লাইভ বারবিকিউ সবই হবে একসাথে।
রাতের খাবার খাওয়া শেষে যে যার নির্ধারিত জুমঘরে চলে যাবো ঘুমানোর জন্য।
🔶 ২১/১২/২৪ তারিখ শনিবার ভোরে ঘুম থেকে উঠে পাহাড় এবং মেঘের দৃশ্য উপভোগ করবো, পাহাড়ের বুকে মেঘের বয়ে চলার দৃশ্য দেখতে কার না ভালো লাগে, সে অপরূপ দৃশ্য উপভোগ করতে করতে আমরা ফ্রেশ হয়ে সকালে নাস্তা সেরে নিবো, তারপর যার যার মতো তৈরি হতে থাকবো যেন ১০ টার ভিতর আমরা পাহাড় থেকে নেমে কক্সবাজারের উদ্দেশ্য রওনা হতে পারি যত দেরী করে আমরা রওনা করবো তত সময় কম পাবো কক্সবাজারে ঘুরার জন্য।
🔶 কক্সবাজার আমাদের বুকিং দেওয়া হোটেল উঠে সবাই সবার মতো করে ঘুরাঘুরি করবো। দূপুর ২টা - ৩ টার মধ্যে দুপুরের খাওয়া দাওয়া করবো।তারপর বিকেলে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করবো, রাত ১০ টার মধ্যে ঘুরাঘুরি কেনাকাটা শেষ করে আমারা রাত ১০টা - ১০:৩০ এর মধ্যে রাতের খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে থাকবো।
🔶 রাত ১১:০০ টায় আমরা ঢাকার উদ্দেশ্য রওনা করবো
🔶 ইনশাআল্লাহ ২২/১২/২৪ তারিখ রবিবার ভোরে আমরা ঢাকার
সায়দাবাদ এ উপস্থিত থাকবো।
✅ ট্যুরে কি কি থাকছে :
✔️৬ বেলা খাবার 🍛
✔️ঢাকা-লামা-কক্সবাজার-ঢাকা নন-এসি বাস ভাড়া ( Hino 1j )🚍
✔️গ্রুপ টি-শার্ট👕
✔️রাত্রীযাপনের জন্য জুমঘর 🛖
✔️কক্সবাজার বিশ্রাম এবং ফ্রেশ হওয়ার জন্য হোটেল 🏢
🍛 খাবার তালিকা :
✅ ২০/১২/২৪ শুক্রবার
সকাল ➡️ পরটা, ডিম /সবজি
দুপুর ➡️ সাদা ভাত, মুরগীর মাংস, ডাল, ভর্তা, ডিম
রাত৷ ➡️ চিকেন বিরিয়ানি, ডিম / BBQ, পরোটা
✅ ২১/ ১২/২৪ শনিবার
সকাল ➡️ খিচুড়ি, ডিম
দুপুর ➡️ সাদা ভাত, সামুদ্রিক মাছ, ভর্তা, ডাল
রাত ➡️ সাদা ভাত, মুরগীর মাংস, ভর্তা, ডাল / বিরিয়ানি
❎ ট্যুরে কি কি থাকছে না :
⛔হোটেল বিরতিতে খরচ
⛔যাবতীয় ব্যাক্তিগত খরচ
✅ ট্যুর অবশ্যই সাথে নিতে হবে :
🔹আবহাওয়া উপযোগী জামাকাপড়
🔹পাওয়ার ব্যাংক/ চার্জার
🔹এক্সট্রা জামাকাপড়,
🔹প্রয়োজনীয় ওষুধ
🔹এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন এর ফটোকপি (৩ কপি করে)
আগে বুকিং আগে সিট, বুকিং মানি ১৫০০ টাকা ( অফেরতযোগ্য )
বিকাশ : 01616304484 (সাহেদ)
নগদ: 01972011470 ( সাহেদ)
বিকাশ, নগদ এর ক্ষেত্রে ক্যাশআউট চার্জ দিতে হবে।
যেকোনো প্রয়োজনে যোগাযোগ : 01616304484
এডমিন প্যানেলের সাথে ⬇️
🔸 Khan Bd Travels
🔸 সাহেদ - 01616304484
🔸 আদিল আকাশ -
🔸 গাজী জাহিদ - 01978011470
🔸 আবদুর সালাম
🔸 ফাহিম জামান
বিঃদ্রঃ যেহেতু এটি একটি ক্যাম্পিং ট্যুর সেহেতু সকল পরিস্থিতি ছাড় দেওয়ার মনমানসিকতা থাকতে হবে এবং সকলের সাথে মিলেমিশে থাকার মানসিকতা নিয়ে চলতে হবে।। পাহাড় আমাদেরই প্রাকৃতিক সম্পদ তাই আমরা চেষ্টা করবো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমাদের আনন্দের জন্য যেন প্রকৃতির ক্ষতি না হয় সে বিষয়টা অবশ্যই মাথায় রাখবো।
ধন্যবাদ