We are Bangladesh 2.0

We are Bangladesh 2.0 মাতৃভূমি অথবা মৃত্যু।
(3)

15/04/2025

রাজধানীর মিরপুরের রূপনগর থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে সংশ্লিষ্ট একাধিক শিক্ষার্থীদের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে। হামলার শিকার শিক্ষার্থীরা এসময় বিভিন্ন শ্লোগান দেয় বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে।

ভিডিও: ফারদিন
(সংগ্রহীত)

কুষ্টিয়া পৌরসভা চত্বর থেকে জেলা প্রশাসনের আয়োজনে আনন্দ শোভাযাত্রায় অংশ নিয়েছে হ*ত্যা মামলার আসামি পৌরসভার ১১ নম্বর ওয়ার্...
14/04/2025

কুষ্টিয়া পৌরসভা চত্বর থেকে জেলা প্রশাসনের আয়োজনে আনন্দ শোভাযাত্রায় অংশ নিয়েছে হ*ত্যা মামলার আসামি পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মোকারম হোসেন মোয়াজ্জেম।

প্রশাসনই কি এদের স্বfধীনভাবে ঘুরে বেড়ানোর সুযোগ করে দিচ্ছে। বিনিময়ে কত টাকা নিচ্ছেন?

ড. মুহাম্মদ ইউনুস! বাংলার ইতিহাসে গত ৮৬ বছরে জন্ম নেয়া একমাত্র গ্লোবাল সেলিব্রেটি হলেন প্রফেসর মোহাম্মদ ইউনুস। শতকরা ৮৩%...
06/04/2025

ড. মুহাম্মদ ইউনুস!
বাংলার ইতিহাসে গত ৮৬ বছরে জন্ম নেয়া একমাত্র গ্লোবাল সেলিব্রেটি হলেন প্রফেসর মোহাম্মদ ইউনুস। শতকরা ৮৩% লোকই ভালো করে জানেন না ড. মোহাম্মদ ইউনুস স্যারকে!

পৃথিবীতে সবচেয়ে সম্মানজনক পুরস্কার নোবেল, সেটা নিশ্চয়ই জানেন? সম্মানসূচক হিসেবে নোবেলের পরে কোন পুরস্কারের অবস্থান তা কি জানেন?

সম্মানসূচকে পর্যায়ক্রমে,

১. নোবেল
২. অ্যামেরিকার প্রসিডেন্সিয়াল এওয়ার্ড
৩. মার্কিন কংগ্রেশনাল এওয়ার্ড।

পৃথিবীর ইতিহাসে উপরের ৩ টা পুরস্কারই জিতেছেন এমন মানুষ আছে বা ছিলেন ১২ জন! বুঝতেই পারছেন পরের লাইনটা কি হবে,

হ্যাঁ, সেই ১২ জনের একজন প্রফেসর ড. মোহাম্মদ ইউনুস। 🧡

মেসিকে নিশ্চয়ই চিনেন! যদি বলি এই লিওনেল মেসি লাইনে দাঁড়িয়ে ছিলেন প্রফেসর ড. ইউনুসের জন্য, বিশ্বাস হয়, না হলেও সত্য!

'অলিম্পিক গেমস' পৃথিবীর সম্মানজনক প্রতিযোগিতার একটি। আর অলিম্পিকে সবচেয়ে সম্মানিত মেহমান হলেন মশাল বাহক, জাপানে অনুষ্ঠিত ২০২০ অলিম্পিকে মশাল বাহক ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ ইউনুস। 💖

বর্তমানে বিশ্বের লিডিং ইন্টালেকচুয়ালের যেকোনো তালিকায় টপ ১০ এর ভিতরে থাকেন ড.ইউনুস। মুসলিম বিশ্বে নোবেল বিজয়ী ইউনুসের বিকল্প খুজে পাওয়াটা খুবি কঠিন, কিন্তু তিনি আমাদের বাংলাদেশের! এদেশে আর এমন ইউনুস জন্মাবে কিনা আজও সন্দেহ!

১. মাইক্রোসফটের বিল গেটস নিজে গাড়ি ড্রাইভ করে প্রফেসর ইউনুসকে পুরো সিলিকন ভ্যালি শহর দেখিয়েছিলেন।

২. কোর্ট-কাছাড়ির ৮ তলার এজলাশে তাঁকে যখনই হাজিরা দিতে হত সেসময় কোর্ট বিল্ডিং এর লিফট বন্ধ করে দেয়া হত। ৮২ বছরের অশিতিপর এই আসামীকে প্রতিবারই হেঁটে হেঁটে ৮ তলায় যেতে হত। এবং এই ঘটনা নাকি ৪০ বারের মত ঘটেছে।

সারা পৃথিবীর ১০৭টা ইউনিভার্সিটিতে মুহাম্মদ ইউনূস সেন্টার আছে। ইউনিভার্সিটিগুলো নিজেদের উদ্যোগে এটা করেছে। এর প্রধান কারণ হচ্ছে তাঁর মাইক্রো-ফাইনান্স। যেটা তাঁকে এবং তাঁর গ্রামীন ব্যাংকে নোবেল শান্তি পুরষ্কার এনে দিয়েছিল।

ডক্টর মুহাম্মদ ইউনূসকে বিশ্রীভাবে 'সুদখোর' ডাকা হয় বারবার। মজার ব্যাপার হচ্ছে- মুহাম্মদ ইউনূসকে যারা পছন্দ করেন তাদের বেশীরভাগও জানেন না, মুহাম্মদ ইউনূসের সুদের ব্যবসা নাই। গ্রামীণ ব্যাংক তার প্রতিষ্ঠিত হলেও গ্রামীন ব্যাংকে তাঁর এক টাকার মালিকানাও নাই, শেয়ারও নাই। কখনোই ছিল না।

জিনিসটা আপনার-আমার কাছে আশ্চর্যজনক মনে হতে পারে। কিন্তু এটাই সত্যি।🥀🥀🥀🥀🥀🥀

(কালেক্টেড)

খেলা তো মাত্র শুরু .....
04/04/2025

খেলা তো মাত্র শুরু .....

21/12/2024

যাদের কল্যাণে ১৫ বছর পরে গর্ত বাস থেকে বের হইতে পারলেন, ম্যাডাম বেগম খালেদা জিয়া মুক্তি পাইলেন, তারেক রহমানের সবচেয়ে ক্রিটিক্যাল মামলা বাতিল হইল, যারা আপনাদের রাজনীতি শুধু নয় বরং জীবনটাই ফিরিয়ে দিলেন, তাদেরকে 'আপনারা কারা' প্রশ্ন করা লজ্জাজনক শুধু নয়, এটা বিএনপি নেতাদের 'সম্ভাব্য গণবিলুপ্তির বার্তাও দেয়'!

এমনটা পরিবর্তিত বিএনপির বার্তা দেয় না! নিজের রাজনীতি পরিবর্তন না করলে বিএনপি নেক্সট টাইম ক্ষমতায় এসেও প্রবল গণ প্রতিরোধে এবং গণ ক্ষোভে পড়বে। পরিবর্তিত রাজনীতি বিএনপি কাদের দিয়ে করবে? এসব স্বল্প শিক্ষিত, নির্বোধ এবং অসৎ নেতাদের দিয়ে?

কথা ছিল, অনভিজ্ঞ ছাত্ররা ভুল করবে, বিএনপি অভিজ্ঞতার ঢালি দিয়ে তাদের ঢাল হয়ে উদ্ধার করবে।

মনে রাখবেন, সোসাইটির পলিটিক্যাল ম্যাচিউরিটি তুঙ্গে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র থেকে ঘরের কাজের সাহায্যকারী, গাড়ির ড্রাইভার, রাস্তার ময়লা পরিষ্কারকারী সবাই বিএনপির স্থানীয় দখল চাঁদাবাজি কর্মকাণ্ডে ত্যক্ত বিরক্ত। আগেই বলেছি আওয়ামী লিগ এবং ভারত বাংলাদেশের সমাজ ও রাজনীতিতে কতটা ভাল্ভাবে ফিরবে, সেটা যতটা না গণহত্যার বিচারের উপর তার চেয়ে বেশি ছাত্রদের, বিএনপির এবং জামায়াতের মিলিত সাফল্যের উপর নির্ভর করছে। পরবর্তী নির্বাচনে বিএনপি ক্ষমতা আসলে (ধরুন) এবং মানুষের জীবন ও অর্থনীতির বোধগম্য উন্নয়ন না করতে পারলে, অর্থাৎ বিএনপি ব্যর্থ হইলে আওয়ামি লীগের ফেরাটা সহজ হয়ে যাবে। তাতে সর্বোচ্চ সাহায্য করতে এক পায়ে খাড়া আছে আমাদের মিডিয়া, সুশীল সমাজ, বুদ্ধিজীবীদের বড় অংশ, এবং প্রতিবেশীরা।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখন পর্যন্ত সংস্কার ও নতুন রাজনীতির বিষয়ে ম্যাচিউর বার্তা দিচ্ছেন। উনার পলিটিক্যাল কারেক্টনেস অ্যামেইজিং, চমৎকার সব ন্যারেটিভ দিচ্ছেন। তা সত্ত্বেও সেনানিবাসের প্রোগ্রামে বেগম খালেদা জিয়া ছাত্রদের ম্যান্ডেট দিয়েছেন। বেগম জিয়া ছাত্রদের ঐক্যবদ্ধ থাকতে, রাষ্ট্র সংস্কারের মনোনিবেশ করতে বলেছেন।

কিন্তু উনার নেতারা একদিকে চাঁদাবাজিতে লিপ্ত অন্যদিকে লিপ্ত জুলাই অভ্যুত্থানের রক্তের দায় অস্বীকারে। আপোষহীন নেত্রীর ম্যান্ডেট অস্বীকার করা এসব বিএনপি নেতারা কারা? গত ১৫ বছর এরা কোথায় ছিল???

ম্যাডাম যেদিন 'মার্চ ফর ডেমোক্রেসি'র ঘোষনা দিলেন, এরা কই ছিল!

চাইলে অকাট্য প্রমাণ দিব। ৫ আগস্টের পরে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্রিক একটি সোশ্যাল মিডিয়া সার্ভেইলেন্স স্ট্যাডি করেছি (আনফর্মাল)। তাতে দেখা যাচ্ছে, অনালাইনে বিএনপি আওয়ামি লীগের থেকে বেশুমার পিছিয়ে পড়ছে। বিষয়টি কি এমন যে, দখল চাঁদাবাজি আর ক্ষমতা প্রদর্শনে লিপ্ত হয়ে বিএনপির মিডিয়া উইং অরক্ষিত। আজকে লীগের কুত্তারা ছাত্র খুনে নেমেছে। এটা কি বিএনপির নির্বাচন কেন্দ্রিক অপরিনামদর্শী রাজনীতির ফল নয়? বিএনপির ট্রেডএবল নেতাদের টাকার বিনিময়ে কিনে রাজনীতিতে ফিরতে আওয়ামী লিগ ও ভারত মরিয়া, এটা বিএনপি বুঝে না!

আমরা বিএনপির মিডিয়া সেলের কার্যক্রমও স্ট্যাডি করেছি, তারা সেখানেও আগের চেয়ে অনেক বেশি নীরব হয়ে গেছে। প্রশ্ন হচ্ছে কেন? ডেটা মাইনিং নির্ভর গ্রাফ গুলো আমার কাছে আছে, লাগবে জানাবেন।

আমি প্রশ্ন করি, 'আপনারা কারা' প্রশ্ন তোলা এসব মধ্য ও নিম্ন পর্যায়ের হাজারে হাজারে বিএনপি নেতার যোগ্যতা কতটুকু? চাঁদাবাজি দখল, টকশোতে গলাবাজি ছাড়া তাদের কোর কম্পিটেন্সটা আসলে কী? তারা আওয়ামী পান্ডাদের চেয়ে ঠিক কোন কোন প্যারামিটারে ভিন্ন? সুযোগ পেলে তারা কোন কোন আকামটা করবে না? ব্যাংকিং সংস্কারে, রিজার্ভ সুরক্ষায়, অর্থনীতিতে সুবাতাস আনতে, দলের অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চায়, মেরিটোক্রেসি প্রতিষ্ঠায়, বিদ্যুৎ খাতের সংস্কারে, আমলাতন্ত্র ও জনপ্রশাসন সংস্কারে, লুটপাট বন্ধে, জ্বালানি সমস্যার সমাধানে, কর্মসংস্থানের পরিকল্পনা কিংবা ডিজিটাল অর্থনীতির বিকাশে কোন উল্লেখযোগ্য প্রস্তাব বিএনপি নেতারা দিয়েছেন? প্রশ্নটা ইকুয়ালি জামায়াতকেও?

একপাল অথর্ব নেতা দিয়ে বিএনপি জনপ্রত্যাশা মেটাবে কীভাবে? নতুন রাজনীতি দিতে ব্যর্থ হলে দেশে আগামী নির্বাচনের পরে নতুন দফা যে বিপ্লব হবে, তাতে অবধারিতভাবে বিএনপির সংকট গভীর হবে।

আওয়ামী বুদ্ধিজীবী হুমায়ুন আজাদের সাথে করা এক বাহাসে ছফা বলেছেন, শুয়োরের বাচ্চার দাঁত গজালে সবার আগে বাপের পাছায় কামড়ায়। বিএনপির মিড ও লোয়ার লেভেলের নেতারা জুলাই গণ-আন্দোলনের শক্তিকে 'আপনারা কারা' প্রশ্ন করে বাপের পাছায় কামড় দেয়ার মত কাজ করেছেন।

আমার প্রশ্ন, বিএনপির পলিটিক্যালি কারেক্ট চেয়ারম্যান তারেক রহমান, সজ্জন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কিংবা সুচিন্তক রাজনীতিবিদ জনাব সালাউদ্দীন আহমদ, পরিচ্ছন্ন রাজনীতিবিদ আমির খসরু মাহমুদ চৌধুরীরা, নজরুল ইসলাম খান, জ্ঞানী নেতা ড মোশাররফ এবং ড মঈন খানরা এসব অযোগ্য অথর্বদের দিয়ে দেশ বদলাবেন কীভাবে?

®️ফাইজ তাইয়েব আহমেদ

©️ জবিয়ান

05/12/2024

যত কিছুই হোক না কেনো নির্বাচন তো সামনে দিতেই হবে। সরকারও কোননা কোন দলকে বানাতে হবে।

কিন্তু কি হবে সরকার? 🧐
এক ফ্যাসিস্টকে তাড়িয়ে অন্য কোন ফ্যাসিস্ট কে ক্ষমতায় বসবে না তো?

বর্তমানে বাংলাদেশের প্রধান দুইটা রাজনৈতিক দল-
জামাতে ইসলাম, বিএনপি।

ক্ষমতায় আসলে যেকোনো দুই দলের এক দল এই সরকার হবে বলা যায়। এ দুই দলের বাইরে অন্য কোন দল এখনো পর্যন্ত জনগণের নিকট ভালোভাবে পৌঁছতে পারেনি।
কিন্তু কথা হচ্ছে সরকার হিসেবে গণতন্ত্র কোন দল রক্ষা করতে পারবে? 🙄

জামাতে ইসলামের সম্পর্কে যতটুকু জানি -

তারা ইসলামিক রাষ্ট্র কায়েম করতে চায়। যদি ইসলামিক সংবিধান বানানো যায় তাহলে নিঃসন্দেহে দেশের মানুষ শান্তিতে থাকবে। কোন সাম্প্রদায়িকতা ও থাকবে না। 🕌⛪🛕🕍🫂🫂
কিন্তু ছাত্রশিবির তো ছাত্রলীগের সাথে মিশে
তাদের কমিটিতে ঢুকেছে। ছাত্রলীগের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম অংশগ্রহণ নিয়েছে।🫥
ইসলামেরই দৃষ্টিতে তারা মুনাফিক।

তার চাইতে বড় কথা জামাতে ইসলাম তো একাত্তরের স্বাধীনতা বিরোধী দল।

এখন জামাত-শিবির ভালো ঠিক আছে। কিন্তু একসময় আওয়ামীলীগ ও ভালো ছিল তাদেরকে তো জনতা ভোটে নির্বাচন করেই ক্ষমতায় বসাইছে। কোন দল কোন সময় ভালো থেকে খারাপ হয়ে যায় তা তো আর বলা যায় না।

আবার শুনলাম তারা নাকি ভিতরে ভিতরে সন্ত্রাস ও তৈরি করে।

আর বিএনপি -


প্রেসিডেন্ট জিয়াউর রহমান। 🖤
তাকে নিয়ে খারাপ কোন মন্তব্য পাইনি। যদিও তা শাসন আমল দেখিনি। কিন্তু তার সম্পর্কে আমার যতটুকু জানা সম্ভব হয়েছে, তাতে বলা যায় তিনি নিঃসন্দেহে ভালো মানুষ।স্বাধীনতায় তার অবদান ফ্যাসিস্ট হাসিনাও ইতিহাস থেকে মুছতে পারেনি।

কিন্তু একজন মানুষ ভালো হলো তার পরবর্তী প্রজন্ম যে ভালো হবে তার তো কোনো নিশ্চয়তা নাই। যদি এমনই হতো তাহলে আদি পিতা আদমের সন্তান সবাই ভালই হতো। কিন্তু আমাদের অবস্থাই তো তা বলে না।

জুলাই বিপ্লবের পর এই দলের নেতাকর্মীদের অবস্থা যা দেখলাম তাতে তাদের আর আওয়ামী-লীগের কর্মীদের মাঝে পার্থক্য নাই।

হাসিনার আমলে পাতি নেতা< চাঁদাবাজ যদি থাকতো ১জন। এখন দেখি এই দলের পাতি নেতা< চাঁদাবাজ
১০জন।🤕

বিএনপি'র তৃণমূলের পাতি নেতা< চাঁদাবাজদের অবস্থা দেখলেই দলের গোড়ার অবস্থা নিয়ে প্রশ্ন আসে।

এসব পাতি নেতা< চাঁদাবাজদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয় না কেন?
তাহলে, দলের বর্তমান প্রধান তারেক জিয়া হয়তো কর্মীদের সুযোগ দিচ্ছে, না হয় এইসব পাতিনেতা< চাঁদাবাজদের খবর পাচ্ছে না।

যদি কর্মীদের এ সকল সুযোগ দিয়ে তিনি ইচ্ছাকৃতভাবে থাকে, তাহলে হাসিনার মতো বিএনপি'র
পতন বেশি দূরে নেই।

ছাত্র-জনতা এবার ফ্যাসিস্ট সূচনার থেকেই মোকাবেলা করবে।একই ভুল বারবার ছাত্র-জনতা করবে না।

আর যদি তারেক রহমানের কাছে এসব
পাতি-নেতা< চাঁদাবাজের খবর না পায় তাহলে এটা তার রাজনৈতিক ব্যর্থতা।

যদিও কারো কারো বিরুদ্ধে সংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা শুনছি , অনেক পাতিনেতা< চাঁদাবাজকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
কিন্তু এখনো ওই সকল পাতিনেতা< চাঁদাবাজদের এলাকার দলের নাম ভেঙ্গে চাঁদাবাজি করতে দেখা যায়। তাদের অবস্থা দেখে তাদের শুধু কাগজে-কলমে বহিষ্কার করা হয়েছে বলে মনে হয়।🤨

এসব সন্ত্রাস< চাঁদাবাজ কর্মীদেরকে নিয়ে যে দলই ক্ষমতায় আশার পরিকল্পনা করে তাহলে তাদেরকে আওয়ামী লীগের মতো ১৬বছর সময় দেওয়া হবে না।

দেশ রক্ষার্থে ছাত্র সমাজ ঐক্যবদ্ধ। 💪

কোনো কিছু ভুল বললে ক্ষমা করবেন। 🙏
যৌক্তিক কথা যদি কারো গায়ে লাগে করার কিছু নেই।

22/10/2024

ফেসবুকে পোস্ট না দিলে কী হতো?

- আবরার ফাহাদ বেঁচে থাকতো।
- ৫ই আগস্ট এর পূর্বে পাতি নেতারা লিস্ট নিয়ে ব্যস্ত
থাকতো না।
- বড় বড় কনটেন্ট ক্রিয়েটররা পালিয়ে বেড়াতো না।

04/09/2024

ত্রাণ বিতরণ সারাবছর করলেও শেষ হবে না।
তাই এমন জলাবদ্ধতা যাতে আর সৃষ্টি না হতে পারে- সে জন্য লক্ষ্মীপুর জেলার খালগুলো পরিস্কার ও দখলমুক্ত করা হোক।।

bahubali 4🥹
22/08/2024

bahubali 4🥹

19/08/2024

পাকিস্তানে ইন্টারনেট বন্ধ হয়নি, গতি কমানো হয়নি; ভিপিএন এর কারণে 'স্লো' হয়ে গেছে: পাকিস্তানের আইটি মন্ত্রী শেজা ফাতিমা

"পলকের ছোয়া বাতাস লাগছে নাকি😀"

দেশ বাঁচাতে মানুষ ঐক্যবদ্ধ।
02/08/2024

দেশ বাঁচাতে মানুষ ঐক্যবদ্ধ।

Address

Lakshmipur
3705

Opening Hours

Monday 09:00 - 17:00

Telephone

+8801618630710

Website

Alerts

Be the first to know and let us send you an email when We are Bangladesh 2.0 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share