Dalta Degree College Crush & Confession

Dalta Degree College Crush & Confession আপনার ভালোবাসার মানুষকে নিয়ে লেখা ইনবক্সে দিন। প্রকাশ করার দায়িত্ব আমাদের!
গোপন থাকবে আপনার পরিচয়🌼

06/08/2024

সকাল ১০ টার মধ্যে দল্টা কলেজের সকল শিক্ষার্থী ভাই-বোনেরা দল্টা স্কুলের সামনে চলে আসুন।

মনে রাখবেন,এটা স্পষ্ট এবং সত্য।
05/08/2024

মনে রাখবেন,
এটা স্পষ্ট এবং সত্য।

সকলের উপস্থিতি কাম্য।যে কোনো আক্রমণ ঠেকানোর প্রস্তুতি নিয়ে আসবে।এলাকার মানুষ ও বড় ভাইয়েরা আছে তোমাদের সাথে। ইনশাআল্লাহ।💖...
03/08/2024

সকলের উপস্থিতি কাম্য।
যে কোনো আক্রমণ ঠেকানোর প্রস্তুতি নিয়ে আসবে।
এলাকার মানুষ ও বড় ভাইয়েরা আছে তোমাদের সাথে। ইনশাআল্লাহ।💖✊

আমরা সকলে এক সাথে ন্যায়ের পক্ষে থাকলে বিজয় নিশ্চিত, ইনশাআল্লাহ।দয়া করে সবাই পোষ্টটা নিজের টাইমলাইনে শেয়ার করে দিবেন অথবা...
03/08/2024

আমরা সকলে এক সাথে ন্যায়ের পক্ষে থাকলে বিজয় নিশ্চিত, ইনশাআল্লাহ।
দয়া করে সবাই পোষ্টটা নিজের টাইমলাইনে শেয়ার করে দিবেন অথবা কপি করে পোষ্ট বা স্টোরিতে দেন।
আমাদের এক হতে হবে।
আর খুব শীগ্রই সমন্বয়ক দেওয়া হবে যারা আগ্রহী যোগাযোগ করবেন।

02/08/2024

মোবাইল ডাটা অলরেডি বন্ধ করে দিছে,ওয়াইফাই বন্ধ হওয়ার আগে বলি পলইক্কা আস্ত সুদানিরফুয়া।

01/08/2024

তাং:- ১ আগস্ট, ২০২৪
আমরা, দল্টা ডিগ্রি কলেজ এর এইচএসসি ২৫ ব্যাচ এর সকল শিক্ষার্থী এই মর্মে বিবৃতি দিচ্ছি যে, যতদিন পর্যন্ত আমাদের সকল শিক্ষার্থী এবং শিক্ষককে বিনা শর্তে মুক্তি দেওয়া না হয়, ততদিন পর্যন্ত আমরা কলেজ এর কোনো ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণ করবো না।
– এইচএসসি ২৫ ব্যাচ এর সকল শিক্ষার্থী
দল্টা ডিগ্রি কলেজ
রামগঞ্জ, লক্ষ্মীপুর

01/08/2024

যাদের ধারনা পরীক্ষার দিন সবাই ঠিকই পরীক্ষা দেবে
পরীক্ষা যেদিনই হোক আমরা সবাই পরীক্ষার সেন্টারে যাব। সেন্টারের বাইরে একসাথে বসে থাকব। দরকার হলে ১০টা থেকে সবাই একসাথে পদযাত্রা শুরু করব।
পরীক্ষার সেন্টারে যাওয়াটা ইম্পর্ট্যান্ট। কারন বাসায় বসে থাকার সিদ্ধান্ত নিলে অনেকেই পরিবারের চাপে পরীক্ষা দিতে যেতে বাধ্য হবে। আবার একসাথে হতে পারলে চলমান আন্দোলনেও অবদান রাখা যাবে ইনশাআল্লাহ।
আমরা হলে ঠিকই যাব ইনশাআল্লাহ্, লিখতে নয়, হাতে হাত ধরতে ✊🏻

আমি আশা করবো আমার সব সহপাঠী আমার সাথে একমত পোষণ করবে।💖
31/07/2024

আমি আশা করবো আমার সব সহপাঠী আমার সাথে একমত পোষণ করবে।💖


16/07/2024

বঙ্গবন্ধু যখন দেশকে বাঁচানোর জন্য মুজিব নগর সরকার গঠন করলেন, আন্দোলন শুরু করলেন, অধিকার চাইলেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে শুরু করলেন, তখন তাকে বানিয়ে দেওয়া হলো দেশদ্রোহী, বানিয়ে দেওয়া হলো আগরতলা মামলার আসামী।
আজ আমরা অধিকার চাইলাম, অন্যায়ের বিরুদ্ধে কথা বললাম, আমাদের বানিয়ে দেওয়া হলো রাজাকার।
১৯৭১ সালে রাজাকারেরা রোকেয়া হলের মেয়েদের ধর্ষন করেছে, নির্যাতন করেছে, আজ মুক্তিযুদ্ধার নাতিরা তার পুনরাবৃত্তি ঘটালো।
১৯৫২ সালে ছাত্ররা হার মানে নাই, ১৯৬৯ সালে হার মানে নাই, ১৯৭১ সালে হার মানে নাই, আজ ২০২৪ সালে আমরা হার মানবো?
তোমরা ২৫ শে মার্চের মতো কালো রাত আমাদের উপহার দিয়েছো, মনে রেখো আমরা ১৬ই ডিসেম্বরের মতো উজ্জ্বল দিন চিনিয়ে নিয়ে আসবো।✊
সেই দিন খুব বেশি দূরে না যেই দিন এই ১৮ কোটি রাজাকার মুক্তিযোদ্ধায় পরিনত হবে!

Confession no: 23Date: 5 July 2024From:---To:Tanjuপ্রিয়, Tanjuভালোবাসা জিনিসটা এমন কেন?এই পৃথিবীতে হাটতে-চলতে, ঘুরতে-ফির...
05/07/2024

Confession no: 23
Date: 5 July 2024
From:---
To:Tanju
প্রিয়, Tanju
ভালোবাসা জিনিসটা এমন কেন?এই পৃথিবীতে হাটতে-চলতে, ঘুরতে-ফিরতে কখন কাকে কীভাবে ভালো লেগে যায় সেটা ঠাহর করা মুশকিল।
জানেন Tanju?আপনি যখন আমার সাথে কথা বলেন, তখন মনে হয় প্রতিটা কথা বুলেট হয়ে আঘাত হানে হৃদপিন্ডে,আর তখনই শুরু হয় রক্তক্ষরণ।মনটা কেনো জানি অজানা এক আতঙ্কে হাসফাস করতে থাকে।ভাবি,এই বুঝি এখনই দম বন্ধ হয়ে যাবে,আর আমি অন্ধকার কোনো এক গহবরে আটকে যাবো অনন্তকালের জন্য।

আচ্ছা Tanju, কোনো এক রোদ পরা বিকেলে একগুচ্ছ কাঠ গোলাপ নিয়ে যদি আমি আপনার সামনে এসে দাড়াই আর বলি,"ভালোবাসি ভালোবাসি ভালোবাসি", তখন কি আমায় ফিরিয়ে দিতে পারবেন?
ফিরে আসার অপেক্ষায়.......
আপনার, suji😐

28/06/2024

শান্তিতে ঘুম হবে এবার!😌

ধন্যবাদ।🙂
25/06/2024

ধন্যবাদ।🙂

Address

Lakshmipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dalta Degree College Crush & Confession posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share