News24bangla নিউজ২৪বাংলা

News24bangla নিউজ২৪বাংলা news views arts literature politics and etc.

02/07/2025

জুলাই আন্দোলনকে কটাক্ষ করে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে লক্ষ্মীপুরে জিসান নামের এক ছাত্রলীগকর্মীকে পুলিশে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্রজনতা। দেখুন বিস্তারিত....

29/06/2025

লক্ষ্মীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন ও বাজারজাত করছে। দেখুন বিস্তারিত...

28/06/2025

পাকিস্তানে জলোচ্ছ্বাসে ভেসে যাচ্ছে মানুষ। ঘরবাড়ি পশুপাখি। স্থানীয় নাগরিকের ভিডিও।দেখুন বিস্তারিত...

28/06/2025

মাদকমুক্ত সমাজ বিনির্মাণের লক্ষ্যে ২৬ জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের স্থানীয় রেস্টুরেন্টের ভিআইপি লাউঞ্জে শুক্রবার বিকেলে মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্ম কমান্ড এর উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।

26/06/2025

লক্ষ্মীপুর কমলনগরের তোরাবগঞ্জ বাজার সড়ক দূ*র্ঘট*না। দেখুন বিস্তারিত....

সন্তান তার পিতার প্রতি যে মমত্ববোধ তার যথেষ্ট উদাহরণ দিলেন এই মেয়েটি মাত্র ১৯ বছর বয়সী রাখি দত্ত, কলকাতার এক সাহসী মেয়ে...
23/06/2025

সন্তান তার পিতার প্রতি যে মমত্ববোধ তার যথেষ্ট উদাহরণ দিলেন এই মেয়েটি

মাত্র ১৯ বছর বয়সী রাখি দত্ত, কলকাতার এক সাহসী মেয়ে নিজের বাবার প্রাণ বাঁচাতে নিজের ৬৫% লিভার দান করেছেন!

এক মেয়ের নিঃস্বার্থ ভালোবাসা আর আত্মত্যাগের এক অনন্য দৃষ্টান্ত
আজ তাঁর বাবা সুস্থ, বেঁচে আছেন শুধুমাত্র মেয়ের সাহসিকতার জন্য। এমন বোনকে আপনি কি আজ একটু প্রশংসা করবেন না? এই তো সত্যিকারের “রাখির বন্ধন”!

কত সালের পোস্টার!
23/06/2025

কত সালের পোস্টার!

ঐতিহ্যবাহী সাবদী মাঝির খালে বাঁধ গড়া অপসারণ, স্থাণীয়দের মাঝে স্বস্তি লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুরে প্রশাসনের উদ...
23/06/2025

ঐতিহ্যবাহী সাবদী মাঝির খালে বাঁধ গড়া অপসারণ, স্থাণীয়দের মাঝে স্বস্তি

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
লক্ষ্মীপুরে প্রশাসনের উদ্যোগে বিভিন্ন খালের অবৈধ স্থাপনা অপসারণের অংশ হিসেবে সোমবার সদর উপজেলার দালাল বাজারে অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসনের তত্ত্বাবধানে সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের মহাদেবপুর গ্রামের ঐতিহ্যবাহী সাবদী মাঝির খাল অবৈধ দখল থেকে বাঁধ,গড়া, ঘন নেট অপসারণকরণে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জামশেদ আলম রানা। এতে অত্র এলাকায় বসবাসরত সাধারণ মানুষের মাঝে স্বস্তি দেখা যায়। তারা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।

জানা গেছে ঐতিহ্যবাহী সাবদী মাঝির খালে দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র নিজেদের বিএনপি পরিচয় দিয়ে বাঁধ, গড়া, ঘন নেট ও জাল দিয়ে দখলে রাখে। এতে করে খালের দুই পাড়ে ও মহাদেবপুর গ্রামের ৩ ও ৪ নং ওয়ার্ডের খাল কেন্দ্রীক বসবাস করা জনসাধারণের জীবন যাপন পানিবন্দী হয়ে পড়ে।

গত বছর এ খালের তিন দিকে বাঁধ গড়া থাকায় পানি নামতে না পারায় আড়াই মাসের অধিক সময় বন্যায় আক্রান্ত ছিলো। এতে করে শিশু, নারী ও রোগীদের অকল্পনীয় দুর্ভোগে পোহাতে হয়েছে।

এ বছরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বাঁধ গড়া নেট অপসারনে প্রশাসন বদ্ধপরিকর জেলা প্রশাসন।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বর্ষা মৌসুমের আগে জলাবদ্ধতা নিরসনে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

লক্ষ্মীপুর উপজেলা প্রশাসন সূত্রে আরও জানা গেছে, সদর উপজেলার বিভিন্ন খালের দুই পাড়ে অবৈধ স্থাপনা গড়ে উঠেছিল। যার কারণে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছিলো। তাই, জেলা প্রশাসনের উদ্যোগে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জামশেদ আলম রানা নেতৃত্ব দেন। এসময় আরও উপস্থিত ছিলেন অত্র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, তহশীলদার, আনসার ও গ্রামপুলিশের সদস্যসহ স্থাণীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ৷

লক্ষ্মীপুরের বিভিন্ন স্থানে অবৈধ স্থাপনা অপসারণের জন্য জেলা ও উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে স্থানীয়রা স্বাগত জানিয়েছে। তারা মনে করে, এই ধরনের পদক্ষেপের ফলে এলাকার জলাবদ্ধতা দূর হবে এবং পরিবেশের উন্নতি হবে।জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অবশেষে লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দেওয়া ছাত্রদল নেত্রীর মরদেহ ৪ দিন পর লক্ষ্মীপুর মেঘনা নদী থেকে উদ্ধার"""""""""""""""""""""""...
23/06/2025

অবশেষে লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দেওয়া ছাত্রদল নেত্রীর মরদেহ ৪ দিন পর লক্ষ্মীপুর মেঘনা নদী থেকে উদ্ধার
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
জানা যায় গত ১৭ই জুন ভোলা থেকে ঢাকাগামী কর্ণফুলী-৪ লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া ভোলা সরকারি কলেজ ছাত্রদল নেত্রী সুকর্ণা আক্তার ইপ্সিতা’র মরদেহ ৪ দিন পর লক্ষ্মীপুর সংলগ্ন মেঘনা নদী থেকে উদ্ধার করা হয়েছে। তবে ইপ্সিতার পরিবার মরদেহ উদ্ধারের খবর পেয়েছে ২২ই জুন বিকালে। তথ্যটি নিশ্চিত করছেন ইপ্সিতার বাবা মো.মাসুদ রানা।

রবিবার (২১ জুন) রাতে লক্ষ্মীপুর থানাধীন মেঘনা নদীতে ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা নৌপুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে তা ভোলা সদর মডেল থানাসহ বিভিন্ন থানায় জানায়। পরবর্তীতে লক্ষ্মীপুর নৌথানা মরদেহের পরিচয় পেতে বিলম্ব হওয়ায় ২২ই জুন সকালে আইনি প্রক্রিয়া শেষে লক্ষ্মীপুর আঞ্জুমান মফিদুল ইসলাম কর্তৃক মরদেহটি দাফন করা হয়৷ ভোলা সদর মডেল থানায় ইস্পিতার বাবার দায়ের করা সাধারণ ডায়েরির আলোকে থানা পুলিশ ইপ্সিতার পরিবারকে লক্ষ্মীপুর নৌথানায় এক নারীর মরদেহ পাওয়া গেছে মর্মে খবর দেয়। তাৎক্ষনাত ইস্পিতার বাবা মরদেহর ছবি দেখে নিশ্চিত হন তার মেয়ে৷

সুকর্ণা আক্তার ইপ্সিতা’ ভোলা সরকারি কলেজ ছাত্রদল নেত্রী ও অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি কলেজ ছাত্রদল আসন্ন কাউন্সিলে গুরুত্বপূর্ণ পদ প্রার্থী ছিলেন৷ পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ১৭ই জুন সকালের দিকে বাসা থেকে প্রাইভেট পড়ানোর নাম বলে বের হন তিনি৷ পরে আর সে বাসায় ফিরেনি। এ ঘটনায় ইস্পিতার বাবা মাসুদ রানা ভোলা সদর মডেল থানায় একদিন পর নিখোঁজ দাবি করে একটি সাধারণ ডায়েরি করেন।

এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ইপ্সিতার সহপাঠীদের ভিতরে বিভিন্ন প্রকার প্রশ্ন করতে দেখা দেখা গেছে৷ কেউ বলছে এটি পরিকল্পিত হত্যা আবার কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করছেন ইপ্সিতা লঞ্চে ধর্ষণের শিকার হয়ে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন৷ তবে এবিষয়ে ছাত্রদল নেত্রী ইপ্সিতার পরিবারের বক্তব্য, তারা কারো বিরুদ্ধে অভিযোগ করছেন না। কিন্তু এটি হত্যা নাকী আত্মহত্যা তা তদন্ত করে বের করার দাবি জানাচ্ছেন তারা৷

এবিষয়ে লঞ্চের সুপারভাইজার নান্টু বাবু জানান, ভোলার ইলিশা ঘাট থেকে সকাল সোয়া ১০টার দিকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে কর্ণফুলী-৪। কালিগঞ্জ ঘাট পার হওয়ার কিছু সময় পর তিনি খবর পান, এক নারী তৃতীয় তলা থেকে নদীতে ঝাঁপ দিয়েছেন। সঙ্গে সঙ্গে লঞ্চটি ঘুরিয়ে ঘটনাস্থলের কাছাকাছি গিয়ে লাইফবয়া ফেলা হয়। একবার ওই তরুণীকে নদীতে ভাসতে দেখা গেলেও কাছে পৌঁছানোর আগেই তিনি চোখের আড়াল হয়ে যান।পরে ঘণ্টাখানেক খোঁজাখুঁজির পর কোস্টগার্ডকে জানিয়ে লঞ্চটি ঢাকার পথে রওনা দেয়।

এ বিষয়ে কর্ণফুলী লঞ্চ কোম্পানির ম্যানেজার আলাউদ্দিন জানান, ১৭ই জুন সকালে কর্ণফুলী-৪ লঞ্চ থেকে মেহেন্দিগঞ্জের পরে ইলিশা থেকে ঢাকা যাওয়ার পথে লঞ্চের তৃতীয় তলা থেকে এক তরুণী নদীতে ঝাঁপ দেয়। লঞ্চের মাস্টার খবর পেয়ে এক ঘন্টা ব্যাপী তাকে উদ্ধারের জন্য লঞ্চ বেক গিয়ার দিয়ে খোঁজাখুঁজি করে। তাকে না পেয়ে পরে লঞ্চ ঢাকার উদ্দেশ্যে চলে যায়৷ এ ঘটনায় লঞ্চে থাকা অন্য আরেক নারী ৯৯৯-এ কল দিয়ে ঝাঁপ দেওয়া তরুণী ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ দেয়। পরে মুন্সিগঞ্জ সদর থানার পুলিশ ওই লঞ্চ থেকে দুজন স্টাফ ও অভিযোগকারীকে পুলিশ হেফাজতে নেয়। ঘটনার প্রাথমিক তথ্য জেনে পরে পুলিশ তাদেরকে ছেড়ে দেয়।

এই ঘটনায় মুন্সিগঞ্জ থানার প্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম বার্তা বাজারকে জানান, ১৭ তারিখ কর্ণফুলী-৪ লঞ্চ থেকে একটি নারী ধর্ষনের শিকার হয়ে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করছে বলে ৯৯৯-এ অভিযোগ আসে৷ পরে পুলিশ ওই লঞ্চের দুই স্টাফ এবং অভিযোগকারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে৷ ঘটনার তথ্যাদি সংগ্রহ করে তাদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ প্রাথমিকভাবে প্রমানিত না হওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়৷

এ ঘটনায় লক্ষ্মীপুর নৌপুলিশের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তাদের পাওয়া যায়নি।

ভোলা সরকারি কলেজ ছাত্রদলের একনিষ্ঠ কর্মী সুকর্না আক্তার ইপ্সিতা মাত্র কয়দিন পূর্বেই ভোলা থেকে ঢাকাগামী লঞ্চ কর্ণফুলী-৪ থ...
23/06/2025

ভোলা সরকারি কলেজ ছাত্রদলের একনিষ্ঠ কর্মী সুকর্না আক্তার ইপ্সিতা মাত্র কয়দিন পূর্বেই ভোলা থেকে ঢাকাগামী লঞ্চ কর্ণফুলী-৪ থেকে নদীতে পড়ে যায়/ অনেকেরই ধারনা তাকে ফেলে দেয়া হয়েছে ।গতরাতে তার মরদেহ লক্ষীপুর সংলগ্ন মেঘনা নদী থেকে উদ্ধার করা হয়।
প্রকৃত ঘটনা দ্রুত উদঘাটন করে হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার জোর দাবি জানাই।

এডিসির সাথেও সম্পর্ক ছিল ডিসি আশরাফ উদ্দিনের।শরিয়তপুরের ডিসি আশরাফ উদ্দিন গত নভেম্বরে জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পান। ছবি...
21/06/2025

এডিসির সাথেও সম্পর্ক ছিল ডিসি আশরাফ উদ্দিনের।

শরিয়তপুরের ডিসি আশরাফ উদ্দিন গত নভেম্বরে জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পান। ছবিতে যে নারীকে দেখছেন, ডিসি যাকে কোলে তুলেছিল, তিনি নন। লাল কালারের ড্রেস পরিহিত এই নারী সাদিয়া জেরিন। তিনি শরিয়তপুরের অতিরিক্তি জেলা প্রশাসক। সাদিয়া জেরিন ছাড়াও একাধিক নারীর সাথে ঘনিষ্টতা ছিল ডিসি আশরাফ উদ্দিনের। এই সাদিয়া জেরিনও গত নভেম্বরে শরিয়তপুরে নিয়োগ পান। জনগুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তা হিসেবে এই দুজনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হোক!

৭ মাস আগে শরিয়তপুরে ডিসি হিসেবে নিয়োগ পেয়ে দুর্নীতিতে জড়িয়ে পড়েছিলেন ডিসি আশরাফ।

09/06/2025

নতুন টাকায় জয় বাংলা লোগো! কিসের ইঙ্গিত বহন করছে! দেখুন বিস্তারিত....


বি:দ্র:
যেকোনো সংবাদ প্রচারের জন্য যোগাযোগ করুন (সরাসরি) : ০১৮২-৩০৩০২৪৫ (হোয়াটসঅ্যাপ) | ০১৯১৬-২০৫৩৯৯(ইমু) | ইমেইল করুন: [email protected]
Fb link: Abir Akash (অ আ আবীর আকাশ)
https://www.facebook.com/




Address

Lakshmipur

Alerts

Be the first to know and let us send you an email when News24bangla নিউজ২৪বাংলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News24bangla নিউজ২৪বাংলা:

Share