11/08/2025
লক্ষ্মীপুরে একাধিক মা/ম/লার আ/সা/মী কদু আলমগীর গ্রে/ফ/তার
অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি
লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার উত্তর জয়পুর ইউনিয়নের উত্তর মাজরী গ্রামের ইমান উদ্দিন মিজি বাড়ীতে আজ সোমবার পুলিশ ও যৌথ বাহিনীর বিশেষ অভিযানে আবুল কালামের ছেলে একাধিক মা/ম/লার আ/সা/মী মোঃ আলমগীর হোসেন ওরপে কদু আলমগীর (৪০)কে গ্রে/প/তা/র করে। তার বিরুদ্ধে ০৪টি অপহরণ মা/ম/লা, ০১টি হ/ত্যা মামলা, ০২টি মাদক মা/ম/লা, ০২টি ডাকাতি প্রস্তুতি মামলাসহ বিভিন্ন থানায় সর্বমোট ১৬টি মামলা রয়েছে। কদু আলমগীর এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী।
কদু আলমগীরের বিরুদ্ধে দায়েরকৃত মা/ম/লার মধ্যে
১. নোয়াখালী এর সোনাইমুড়ি থানার এফআইআর নং-২, তারিখ- ০৫ নভেম্বর, ২০২৪: জি আর নং-১৭৮, তারিখ- ০৫ নভেম্বর, ২০২৪ ধারা- 19A/19(f) The Arms Act, 1878, ২। লক্ষীপুর এর চন্দ্রগঞ্জ থানার এফআইআর নং-১৬, তারিখ- ১৭ ডিসেম্বর, ২০২৩। জি আর নং-২৮২, তারিখ- ১৭ ডিসেম্বর, ২০২৩। ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড ৩। লক্ষ্মীপুর এর চন্দ্রগঞ্জ থানার জিডি নং-১৩৭, তারিখ- ০৩ মে, ২০২৩। ধারা, ৪। চাঁদপুর এর শাহরাস্তি মডেল থানার এফআইআর নং-১৭, তারিখ- ১৮ মার্চ, ২০২৩। জি আর নং-৪৩, তারিখ- ১৮ মার্চ, ২০২৩। ধারা- ৩০২/৩৪ পেনাল কোড। ৫। সিএমপি এর কোতয়ালী থানার এফআইআর নং-৩২/৯৭৯, তারিখ- ০৮ অক্টোবর, ২০১৮। ধারা- 19-৪ ১৮৭৮ সালের অস্ত্র আইন। ৬। সিএমপি এর কোতয়ালী থানার এফআইআর নং-৩৩/৯৮০, তারিখ- ০৮ অক্টোবর, ২০১৮। ধারা- ১৯(১) এর ৯(খ) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন। ৭। নোয়াখালী এর চাটখিল থানার এফআইআর নং-১৪, তারিখ- ২৩ ফেব্রুয়ারি, ২০১৬। ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড। ৮। নোয়াখালী এর চাটখিল থানার এফআইআর নং-১২, তারিখ- ১৮ ফেব্রুয়ারি, ২০১৬। ধারা- ১৪৩/৪৪৭/৩৪১/৩২৩/ ৩৬৩/৩৮৬/৩৮৭/১১৪/৫০৬ পেনাল কোড-১৮৬০:
৯। নোয়াখালী এর চাটখিল থানার এফআইআর নং-১০, তারিখ- ১৬ ফেব্রুয়ারি, ২০১৬। ধারা- ১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩০৭/৩৭৯/৪২৭/৫০৬ পেনাল কোড-১৮৬০। ১০। নোয়াখালী এর চাটখিল থানার এফআইআর নং-৪, তারিখ- ০৮ ফেব্রুয়ারি, ২০১৬: ধারা- ২২(গ) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন। ১১। নোয়াখালী এর চাটখিল থানার এফআইআর নং-৬, তারিখ- ২১ এপ্রিল, ২০১৫। সময ধারা- 19(a)/19(f) ১৮৭৮ সালের অস্ত্র আইন। ১২। লক্ষীপুর এর চন্দ্রগঞ্জ থানার এফআইআর নং-৪, তারিখ- ০৫ ফেব্রুয়ারি, ২০১৫: জি আর নং-২৮/১৫, তারিখ- ০৫ ফেব্রুয়ারি, ২০১৫; ধারা- ৩/৪ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন; তৎসহ ১৪৭/১৪৮/১৪৯/৩৪১/৪৩৫/৪২৭ পেনাল কোড-১৮৬০। ১৩। লক্ষীপুর এর চন্দ্রগঞ্জ থানার এফআইআর নং-১৯, তারিখ- ২২ জানুয়ারি, ২০১৫; জি আর নং-১৯/১৫, তারিখ- ২২ জানুয়ারি, ২০১৫। ধারা- ৩/৪ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন: তৎসহ ১৪৭/১৪৮/১৪৯/৩৪১/৪৩৫/৪২৭ পেনাল কোড-১৮৬০, ১৪। লক্ষীপুর এর চন্দ্রগঞ্জ থানার এফআইআর নং-১৪, তারিখ- ১৮ ডিসেম্বর, ২০১৪; জি আর নং-২৯/১৪, তারিখ- ১৮ ডিসেম্বর, ২০১৪: ধারা- ৪ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন, ১৫। চট্টগ্রাম এর সীতাকুন্ড থানার এফআইআর নং-৩, তারিখ- ০৩ মে, ২০২৫; জি আর নং-১৪১, তারিখ- ০৩ মে. ২০২৫।। ধারা- 19A The Arms Act, ১৮৭৮, ১৬। লক্ষীপুর এর চন্দ্রগঞ্জ থানার এফআইআর নং-৩১, তারিখ- ৩০ ডিসেম্বর, ২০২৩; জি আর নং-২৯৭, তারিখ- ৩০ ডিসেম্বর, ২০২৩। ধারা- ১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩৬৪/৩৮০/৪২৭/৪১১/৫০৬(২) পেনাল কোড।