News24bangla নিউজ২৪বাংলা

News24bangla নিউজ২৪বাংলা news views arts literature politics and etc.

শেখপুর গ্রামের মোরশেদ আলম (৫০), পিতা-আবুল কাশেম ও জয়নাল আবেদিন(৫৫), পিতা- হাফিজ উল্ল্যা এর বাড়িতে গিয়ে তাদের পরিবারের খো...
18/09/2025

শেখপুর গ্রামের মোরশেদ আলম (৫০), পিতা-আবুল কাশেম ও জয়নাল আবেদিন(৫৫), পিতা- হাফিজ উল্ল্যা এর বাড়িতে গিয়ে তাদের পরিবারের খোঁজ খবর নেন জনাব জামশেদ আলম রানা, উপজেলা নির্বাহী অফিসার, লক্ষ্মীপুর সদর। এছাড়াও উপস্থিত ছিলেন জনাব মো: রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, লক্ষ্মীপুর সদর। এসময় জেলা প্রশাসন, লক্ষ্মীপুরের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয় এবং উপজেলা প্রশাসন, লক্ষ্মীপুর সদর এর পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।

২৮ সেপ্টেম্বর ২০২৫ থেকে শুরু
15/09/2025

২৮ সেপ্টেম্বর ২০২৫ থেকে শুরু

মানবিক জাতিতে রুপান্তরিত হতে হলে নজরুলকে ধারন করতে হব- ডিসি নিউজ২৪বাংলাকাজী নজরুল ইসলামের ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে লক...
15/09/2025

মানবিক জাতিতে রুপান্তরিত হতে হলে নজরুলকে ধারন করতে হব- ডিসি

নিউজ২৪বাংলা
কাজী নজরুল ইসলামের ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরে অনুষ্ঠিত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানটি হয়। নজরুল একাডেমী আয়োজিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক রাজিব কুমার সরকার।

সংগঠনটির সভাপতি সেলিম উদ্দিন নিজামীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কার্তিক সেনগুপ্ত’র সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুন নাহার, লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান, চৌমুহনী এস.এ কলেজের সাবেক অধ্যক্ষ জেড.এম ফারুকী, সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা, অধ্যাপক হেলাল উদ্দিন মাহমুদ, অধ্যাপক সাইফুল ইসলাম তপন, নজরুল একাডেমীর উপদেষ্টা এডভোকেট শাহাদাত হোসেন, সাংবাদিক আ.হ.ম মোশতাকুর রহমান, শামসুল করিম খোকন, শহীদুল্লাহ, এসএম জাহাঙ্গীর, কবি ও লোকসাহিত্য গবেষক অ আ আবীর আকাশ, কবি রাজু হাসান, শহীদুল ইসলাম পাটওয়ারী, মনোয়ার হোসেন মানিক পাটওয়ারী, ও হাবিবুর রহমান সবুজসহ আরও অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে রাজিব কুমার সরকার বলেন, সাম্য, মানবতা, প্রেম, প্রকৃতি ও দ্রোহের কবি কাজী নজরুল। বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে তাঁর অবদান অনেক। সৃষ্টিশীল জীবনে তিনি রচনা করেছেন প্রেম, প্রকৃতি বিদ্রোহ ও মানবতার অনবদ্য সব কবিতা, গান, প্রবন্ধ, গল্প উপন্যাস ও অসংখ্য নাটক। কালজয়ী প্রতিভার অধিকারী কবি নজরুল তার লেখনির মাধ্যমে আমাদের সাহিত্য, সংগীত ও সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন।

তিনি আরও বলেন, নজরুলের নামে রাস্তা-ঘাট, স্মৃতিস্তম্ভ ও বিভিন্ন স্থাপনা করে কি হবে। যদি নজরুলের চেতনা ও আদর্শকে আমরা লালন না করি। শুধু মুখে ভালোবাসি বললে ভালোবাসা হয় না। নজরুলের আদর্শ আমাদের হৃদয়ে ও মননে প্রকৃতভাবে ধারন করতে হবে। তবে সাম্যের ও মানবিক বাংলাদেশ গড়ে উঠবে।

এসময় ডিসি বলেন-নজরুল সমাজের কুসংস্কার ও ধর্মীয় অপব্যবহারের বিরুদ্ধে সোচ্ছার ছিলেন। তিনি নারীর অধিকারের প্রতি সোচ্চার ছিলেন। নারী জাগরণের কথা বলেছেন। কিন্তু বর্তমানে অনেকে নারীর বিরুদ্ধে বিভিন্ন বিষদগার করা হচ্ছে। নারীকে নির্যাতন করছে, মিথ্যা তথ্য ছড়িয়ে লাঞ্ছিত করছে। এসব থেকে বের হয়ে আসতে হবে। না হয় কখনো বলতে পারি না, নজরুলকে ভালোবাসি, নজরুলের চেতনাকে লালন করি।

অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। আবৃত্তি করেন ফাতেমাতুল জান্নাত ও সঙ্গীত পরিবেশন করেন লিপিকা সেনগুপ্ত।
এছাড়া জেলার গুণী শিল্পী, কবি, আবৃত্তিকারদের পুরস্কৃত করা হয়।

লক্ষ্মীপুরে নজরুলের ৪৯তম মৃত্যুবার্ষিকীতে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিতঅ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধি প্রেম, দ্রো...
09/09/2025

লক্ষ্মীপুরে নজরুলের ৪৯তম মৃত্যুবার্ষিকীতে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রেম, দ্রোহ ও মানবতার কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরে অনুষ্ঠিত হয়েছে জেলাব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা। শনিবার (৭ সেপ্টেম্বর) লক্ষ্মীপুর উপজেলা মিলনায়তনে এ আয়োজন করে নজরুল একাডেমি, লক্ষ্মীপুর জেলা শাখা।

সকাল থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন উপজেলা ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত প্রায় সাড়ে পাঁচ শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। চিত্রাঙ্কন, নজরুল সংগীত, সংগীতের সঙ্গে নৃত্য এবং আবৃত্তি—এই চারটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিশু, কিশোর ও কিশোরী তিনটি বয়সভিত্তিক ক্যাটাগরিতে বিভক্ত এ প্রতিযোগিতায় অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক মো. জসীম উদ্দিন। তিনি বলেন, “নজরুল ছিলেন একাধারে কবি, সংগীতজ্ঞ, মুক্তির বার্তা বহনকারী এক প্রজ্বলিত দীপশিখা। নতুন প্রজন্মকে তাঁর জীবন ও সাহিত্য সম্পর্কে জানাতে এমন আয়োজন অত্যন্ত সময়োপযোগী।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নজরুল একাডেমির উপদেষ্টা ও বিশিষ্ট শিক্ষাবিদ জেড. এম. ফারুকী, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভি দাশ। তারা নজরুলের সাম্যবাদী দৃষ্টিভঙ্গি ও বিদ্রোহী চেতনার ওপর আলোকপাত করেন এবং বলেন, “নজরুল কেবল একজন কবি নন, তিনি ছিলেন একটি যুগের চেতনার নাম।”

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নজরুল একাডেমির উপদেষ্টা ও সংগঠনের অন্যতম কর্ণধার অধ্যাপক হেলাল উদ্দিন মাহমুদ। সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি, বিশিষ্ট সাংবাদিক সেলিম উদ্দীন নিজামী। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নজরুল একাডেমির সাধারণ সম্পাদক অধ্যাপক কার্তিক রঞ্জন সেনগুপ্ত।

সাংস্কৃতিক পরিবেশনায় নজরুলের গান ও কবিতার পাশাপাশি চিত্রকলার মাধ্যমে শিশু-কিশোরদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হয়। আয়োজকেরা জানান, প্রতিযোগীদের পরিবেশনা মূল্যায়নের জন্য অভিজ্ঞ বিচারক প্যানেল গঠন করা হয়েছে।

এ সময় বক্তারা বলেন, “নজরুল ছিলেন সমাজের নিপীড়িত মানুষের কণ্ঠস্বর। তিনি হিন্দু-মুসলমান নির্বিশেষে সকল মানুষের ঐক্যের কথা বলেছেন। তাঁর চেতনা আজও আমাদের সমাজে প্রাসঙ্গিক। নতুন প্রজন্মকে নজরুলের আদর্শে গড়ে তুলতে এমন প্রতিযোগিতা আয়োজন সময়ের দাবি।”

প্রতিযোগিতা শেষে নজরুল একাডেমির সাধারণ সম্পাদক অধ্যাপক কার্তিক রঞ্জন সেনগুপ্ত এক বিশেষ ঘোষণা দেন। তিনি জানান, “আগামী ১৩ সেপ্টেম্বর শনিবার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কাজী নজরুল ইসলামের নাতনি খিলখিল কাজী। সে অনুষ্ঠান হবে আরও বর্ণাঢ্য ও জমকালো পরিসরে।”

তিনি আরও বলেন, “এই আয়োজন নজরুল একাডেমির ধারাবাহিক কার্যক্রমের একটি অংশ। আমরা নিয়মিতভাবে নতুন প্রজন্মের মধ্যে নজরুল চেতনা ছড়িয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।”

দিনব্যাপী অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থী, অভিভাবক ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। অনেকেই মন্তব্য করেন, নজরুলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এমন সাংস্কৃতিক আয়োজন সচেতনতা তৈরিতে ভূমিকা রাখবে।

উল্লেখ্য, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ১৯৭৬ সালের ২৯ আগস্ট ঢাকায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বাংলা সাহিত্যে তাঁর অবদান এবং স্বাধীনতা আন্দোলনে তাঁর অনুপ্রেরণাদায়ী ভূমিকার জন্য তিনি চিরস্মরণীয়।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নুরুন্নবী চৌধুরীর জানাযা নামজ 5/9/25 রোজ শুক্রবার বাদ আসর দালাল বাজার ফাতেমা বালিকা ...
03/09/2025

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
নুরুন্নবী চৌধুরীর জানাযা নামজ 5/9/25 রোজ শুক্রবার বাদ আসর দালাল বাজার ফাতেমা বালিকা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।

লক্ষ্মীপুরে বালু উত্তোলন রুখতে ইউএনও’র এক্সিকিউটিভ মিশনআগস্ট ২১, ২০২৫  নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর সদর উপজেলাধীন ১৭ নং...
21/08/2025

লক্ষ্মীপুরে বালু উত্তোলন রুখতে ইউএনও’র এক্সিকিউটিভ মিশন

আগস্ট ২১, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর সদর উপজেলাধীন ১৭ নং ভবানীগঞ্জ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে অবস্থিত মেঘনা বাজার সংলগ্ন এলাকায় মো. সোহাগ ও মো. ফারুক কর্তৃক বালু উত্তোলনের অভিযোগে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট— জামশেদ আলম রানা—যোগাযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসের মাধ্যমে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেন। অভিযানে বালু উত্তোলন বন্ধ, পাইপ ভাঙ্গা ও ড্রেজার মেশিন জব্দ করা হয়।

আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের মেঘনা বাজারের দক্ষিণে এ অভিযান পরিচালনা করা হয়।

সদর উপজেলার নির্বাহী অফিসার জামশেদ আলম রানা জানান, “অভিযোগের প্রেক্ষিতে কিছুক্ষণের মধ্যে ভূমি অফিস তত্ত্বাবধানে অভিযান চালিয়ে অবৈধ কার্যকলাপ বন্ধ করা হয়েছে।” তৎক্ষণাৎ পাইপ ও সম্পর্কিত যন্ত্রাংশ ভাঙা হয় এবং ড্রেজার মেশিন জব্দ করা হয়।

স্থানীয় ভূমি কর্মকর্তা বলেন, “এই ধরনের কর্মকাণ্ড লাগামহীনভাবে চললে পরিবেশ ও নিরাপত্তার সমস্যা সৃষ্টি হতে পারে। তাই অভিযানের মাধ্যমে তা রোধ করা জরুরি।”

সূত্র জানায়, ওই এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ বালু উত্তোলন চলে আসছিল, যা গ্রামীণ সড়কের অবস্থা ও নদীর গতিতে নেতিবাচক প্রভাব ফেলছে।

“জনস্বার্থে অভিযান ক্রমাগত চলমান থাকবে,” বলে জানান ইউএনও। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অবৈধ কার্যকলাপ নিয়ন্ত্রণ ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দেশব্যাপী সাংবাদিক নির্যাতন ও হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন লক্ষ্মীপুর প্রতিনিধি ‘সুষ্ঠু তদন্তের মাধ্যমে সাংবাদ...
18/08/2025

দেশব্যাপী সাংবাদিক নির্যাতন ও হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন

লক্ষ্মীপুর প্রতিনিধি
‘সুষ্ঠু তদন্তের মাধ্যমে সাংবাদিক দম্পতি সাগর রুনির হত্যার যদি বিচার হতো, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হতো তাহলে সাংবাদিকদের উপর চোখ রাঙানোর সাহস দেখাতো না কেউ। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার মতো এত জঘন্য ঘটনার পুনরাবৃত্তি হতো না। সাংবাদিকদের উপর জারি করা কালো আইন বাতিল চেয়ে অচিরেই দেশব্যাপী সাংবাদিক নির্যাতন ও হত্যার বিচার করতে হবে রাষ্ট্রকে।’
সাংবাদিক তুহিন হত্যা ও দেশব্যাপী সাংবাদিকদের উপর নির্যাতনের প্রতিবাদে লক্ষ্মীপুর জেলা প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এর ব্যানারে মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।

বক্তারা আরো বলেন,-‘রাষ্ট্র সাংবাদিকদের উপর জারি করা কালো আইন বাতিল করে দায়িত্ব পালন উন্মুক্ত করে দেয়া উচিত। নইলে দেশে আইনশৃঙ্খলার চরম অবনতি হবে, দুর্নীতি লুটপাট ও চরম অনিয়মে ভরে যাবে। সে কারণে সাংবাদিকদের সুরক্ষা দেয়া, দায়িত্ব পালন উন্মুক্ত করে দেয়া রাষ্ট্রের দায়িত্ব ও কর্তব্য।’

রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলার জ্যেষ্ঠ সাংবাদিক দৈনিক সংগ্রাম প্রতিনিধি সেলিম উদ্দিন নিজামী।

দৈনিক স্বাধীন মত ও ডেইলী সানের প্রতিনিধি এএসএম রেজাউল করিম পারভেজ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও দৈনিক জবাবদিহি প্রতিনিধি অ আ আবীর আকাশ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন- দৈনিক নয়া চাঁদ সম্পাদক ও মাছরাঙা প্রতিনিধি শাকের মুহাম্মদ রাসেল, দৈনিক লক্ষ্মীপুর খবর সম্পাদক ও সমকাল , ৭১ টিভি প্রতিনিধি আতাউর রহমান মনির, জাতীয় অর্থনীতি প্রতিনিধি বীরমুক্তিযোদ্ধা মফিজুর রহমান মাস্টার, দৈনিক ভোরের মালঞ্চ সম্পাদক ও কবি রাজু হাসান, গণঅধিকার পরিষদ সভাপতি এড.নূর মোহাম্মদ, দৈনিক আমার বার্তা প্রতিনিধি আবদুল মালেক নিরব, দৈনিক আমার দেশ প্রতিনিধি রাজীব হোসেন রাজু, দৈনিক জনবাণী ও স্টার নিউজ প্রতিনিধি সাফায়েত সাকিব।

এ সময় উপস্থিত ছিলেন -মোঃ রবিউস সানি আকাশ (দৈনিক চিত্র ও ডেইলী ব্যানার) ফয়জুর রহমান রকি ( দৈনিক সাহস), মনির হোসেন (দৈনিক স্বদেশ প্রতিদিন), নিজাম উদ্দিন (দৈনিক সরেজমিন বার্তা), নাজমুল হোসেন (দৈনিক ঢাকা), আবু মুসা মোহন (দৈনিক নবচেতনা), শিমুল হোসেন(দৈনিক কালের সমাজ), নিশান হোসেন (দৈনিক আমার বাঙলা), রাশেদুল ইসলাম (দৈনিক মাতৃজগত),হাবীব উদ্দিন, এমরান হোসেন, রিমন হোসেন, রাজু ও ফারভেজ খান (বৈষম্য বিরোধী ছাত্রনেতা) প্রমূখ।

রায়পুরে ইউনিয়ন বিএনপির সবাই বিনা প্রতিদ্বন্ধিতায় বিজয়ী! অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুরলক্ষ্মীপুরের রায়পুর উপজেলার একটি ইউনিয়...
16/08/2025

রায়পুরে ইউনিয়ন বিএনপির সবাই বিনা প্রতিদ্বন্ধিতায় বিজয়ী!

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার একটি ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র ইউনিয়ন কাউন্সিলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ সবাই নির্বাচিত। ইউনিয়নের নাম ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদ।

জানা গেছে ৮নং চর বংশী ইউনিয়ন বিএনপির কাউন্সিল ১৫ আগস্ট শুক্রবার হওয়ার কথা থাকলেও তা আর না হয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হারুনুর রশিদ হাওলাদার, সাধারণ সম্পাদক আমিনুল আজিজ বাদশা গাজী, সাংগঠনিক সম্পাদক আবু তাহের আখন নির্বাচিত হন।

১৫ আগস্ট শুক্রবার উপজেলা বিএনপির আহবায়ক জেডএইচএম নাজমুল ইসলাম মিঠু ও সদস্য সচিব শফিক ভূঁইয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ীদের নাম ঘোষণা করেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনুর রশিদ হাওলাদার সাবেক চেয়ারম্যান। সাধারণ সম্পাদক আমিনুল আজিজ বাদশা গাজী রায়পুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক। সাংগঠনিক সম্পাদক আবু তাহের স্বপন সাবেক বিএনপি নেতা।

নির্বাচন পরিচালনা তথা প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন- এড. হারুনুর রশিদ বেপারী।

লক্ষ্মীপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত,লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি ‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারী...
12/08/2025

লক্ষ্মীপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

,লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি
‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারীত্বে অগ্রগতি -এই প্রতিপাদকে ধারণ করে লক্ষ্মীপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসকের হলরুমে আয়োজিত আলোচনা সভায় যুবলীনের চেক ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। ’

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হুমায়ুন কবির, ডেপুটি কোঅর্ডিনেটর ফজলুর রহমান, প্রতিপাদ্যের উপর বিশেষ বক্তব্য রাখেন লক্ষীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী প্রদীপ্ত খীসা, সহকারী পরিচালক মোঃ সালেহউদ্দিন এর সঞ্চালনায় উদ্যোক্তাদের মধ্যে বক্তব্য রাখেন আইরিন সুলতানাসহ আরো অনেকে।

এ সময় যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন বিভাগে প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে সনদপত্র ও উদ্যোক্তাদের মাঝে যুব ঋনের চেক বিতরণ করা হয়।

লক্ষ্মীপুরে একাধিক মা/ম/লার আ/সা/মী কদু আলমগীর গ্রে/ফ/তারঅ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর জেলার চন্দ্...
11/08/2025

লক্ষ্মীপুরে একাধিক মা/ম/লার আ/সা/মী কদু আলমগীর গ্রে/ফ/তার

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি
লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার উত্তর জয়পুর ইউনিয়নের উত্তর মাজরী গ্রামের ইমান উদ্দিন মিজি বাড়ীতে আজ সোমবার পুলিশ ও যৌথ বাহিনীর বিশেষ অভিযানে আবুল কালামের ছেলে একাধিক মা/ম/লার আ/সা/মী মোঃ আলমগীর হোসেন ওরপে কদু আলমগীর (৪০)কে গ্রে/প/তা/র করে। তার বিরুদ্ধে ০৪টি অপহরণ মা/ম/লা, ০১টি হ/ত্যা মামলা, ০২টি মাদক মা/ম/লা, ০২টি ডাকাতি প্রস্তুতি মামলাসহ বিভিন্ন থানায় সর্বমোট ১৬টি মামলা রয়েছে। কদু আলমগীর এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী।

কদু আলমগীরের বিরুদ্ধে দায়েরকৃত মা/ম/লার মধ্যে
১. নোয়াখালী এর সোনাইমুড়ি থানার এফআইআর নং-২, তারিখ- ০৫ নভেম্বর, ২০২৪: জি আর নং-১৭৮, তারিখ- ০৫ নভেম্বর, ২০২৪ ধারা- 19A/19(f) The Arms Act, 1878, ২। লক্ষীপুর এর চন্দ্রগঞ্জ থানার এফআইআর নং-১৬, তারিখ- ১৭ ডিসেম্বর, ২০২৩। জি আর নং-২৮২, তারিখ- ১৭ ডিসেম্বর, ২০২৩। ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড ৩। লক্ষ্মীপুর এর চন্দ্রগঞ্জ থানার জিডি নং-১৩৭, তারিখ- ০৩ মে, ২০২৩। ধারা, ৪। চাঁদপুর এর শাহরাস্তি মডেল থানার এফআইআর নং-১৭, তারিখ- ১৮ মার্চ, ২০২৩। জি আর নং-৪৩, তারিখ- ১৮ মার্চ, ২০২৩। ধারা- ৩০২/৩৪ পেনাল কোড। ৫। সিএমপি এর কোতয়ালী থানার এফআইআর নং-৩২/৯৭৯, তারিখ- ০৮ অক্টোবর, ২০১৮। ধারা- 19-৪ ১৮৭৮ সালের অস্ত্র আইন। ৬। সিএমপি এর কোতয়ালী থানার এফআইআর নং-৩৩/৯৮০, তারিখ- ০৮ অক্টোবর, ২০১৮। ধারা- ১৯(১) এর ৯(খ) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন। ৭। নোয়াখালী এর চাটখিল থানার এফআইআর নং-১৪, তারিখ- ২৩ ফেব্রুয়ারি, ২০১৬। ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড। ৮। নোয়াখালী এর চাটখিল থানার এফআইআর নং-১২, তারিখ- ১৮ ফেব্রুয়ারি, ২০১৬। ধারা- ১৪৩/৪৪৭/৩৪১/৩২৩/ ৩৬৩/৩৮৬/৩৮৭/১১৪/৫০৬ পেনাল কোড-১৮৬০:
৯। নোয়াখালী এর চাটখিল থানার এফআইআর নং-১০, তারিখ- ১৬ ফেব্রুয়ারি, ২০১৬। ধারা- ১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩০৭/৩৭৯/৪২৭/৫০৬ পেনাল কোড-১৮৬০। ১০। নোয়াখালী এর চাটখিল থানার এফআইআর নং-৪, তারিখ- ০৮ ফেব্রুয়ারি, ২০১৬: ধারা- ২২(গ) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন। ১১। নোয়াখালী এর চাটখিল থানার এফআইআর নং-৬, তারিখ- ২১ এপ্রিল, ২০১৫। সময ধারা- 19(a)/19(f) ১৮৭৮ সালের অস্ত্র আইন। ১২। লক্ষীপুর এর চন্দ্রগঞ্জ থানার এফআইআর নং-৪, তারিখ- ০৫ ফেব্রুয়ারি, ২০১৫: জি আর নং-২৮/১৫, তারিখ- ০৫ ফেব্রুয়ারি, ২০১৫; ধারা- ৩/৪ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন; তৎসহ ১৪৭/১৪৮/১৪৯/৩৪১/৪৩৫/৪২৭ পেনাল কোড-১৮৬০। ১৩। লক্ষীপুর এর চন্দ্রগঞ্জ থানার এফআইআর নং-১৯, তারিখ- ২২ জানুয়ারি, ২০১৫; জি আর নং-১৯/১৫, তারিখ- ২২ জানুয়ারি, ২০১৫। ধারা- ৩/৪ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন: তৎসহ ১৪৭/১৪৮/১৪৯/৩৪১/৪৩৫/৪২৭ পেনাল কোড-১৮৬০, ১৪। লক্ষীপুর এর চন্দ্রগঞ্জ থানার এফআইআর নং-১৪, তারিখ- ১৮ ডিসেম্বর, ২০১৪; জি আর নং-২৯/১৪, তারিখ- ১৮ ডিসেম্বর, ২০১৪: ধারা- ৪ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন, ১৫। চট্টগ্রাম এর সীতাকুন্ড থানার এফআইআর নং-৩, তারিখ- ০৩ মে, ২০২৫; জি আর নং-১৪১, তারিখ- ০৩ মে. ২০২৫।। ধারা- 19A The Arms Act, ১৮৭৮, ১৬। লক্ষীপুর এর চন্দ্রগঞ্জ থানার এফআইআর নং-৩১, তারিখ- ৩০ ডিসেম্বর, ২০২৩; জি আর নং-২৯৭, তারিখ- ৩০ ডিসেম্বর, ২০২৩। ধারা- ১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩৬৪/৩৮০/৪২৭/৪১১/৫০৬(২) পেনাল কোড।

লক্ষ্মীপুরে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার বাড়ি থেকে অস্ত্র ও ইয়াবাসহ তিন যুবককে আটক‎‎ লক্ষ্মীপুর প্রতিনিধি :‎লক্ষ্মীপুরে অ...
09/08/2025

লক্ষ্মীপুরে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার বাড়ি থেকে অস্ত্র ও ইয়াবাসহ তিন যুবককে আটক


‎ লক্ষ্মীপুর প্রতিনিধি :
‎লক্ষ্মীপুরে অবসরপ্রাপ্ত এক সেনা কর্মকর্তার বাড়ি থেকে দুটি এলজি, বিপুল পরিমান দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ তিন যুবককে আটক করেছে সেনাবাহিনী। এসময় উদ্ধার করা হয় নগদ ৩৬ হাজার টাকা ও মাদকসেবনের বিভিন্ন সরঞ্জাম।

‎শুক্রবার (৮ আগস্ট) দিবাগত রাত ১ টার দিকে পৌর শহরের ১৫ নং ওয়ার্ডের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের সেনাবাহিনীর (অব:) কর্ণেল মজিদের বাড়ি থেকে অস্ত্র ও মাদকসহ ওই তিন যুবককে আটক করা হয়।

‎আটক যুবকরা হলেন, কর্নেল মজিদের ভাতিজা ও মনির হোসেনের ছেলে আহমেদ আল মারুফ প্রকাশ রবিন (৩৪), তার ভাই আহমেদ আল আকাশ ও পৌর শহরের বাঞ্চানগর গ্রামের তোফায়েল আহমেদের ছেলে এহসান আহমেদ (২৪)।

‎লক্ষ্মীপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন রাহাদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে (অবঃ) কর্ণেল মজিদের বাসবভনে অভিযান চালানো হয়। এসময় প্রায় ৫ ঘন্টা অভিযান চালিয়ে অস্ত্র , মাদক ও নগদ টাকাসহ তাদের আটক করা হয়।

‎তিনি আরও জানান, প্রাক্তন সেনা কর্মকর্তা কর্ণেলের মজিদের পরিবারের সদস্যরা দেশের বাহিরে থাকায় ওই বিলাশ বহুল বাড়ির কেয়ারটেকার হিসেবে দেখাশুনার জন্য রাখা হয় কর্ণেলের ভাতিজা আহমেদ আল মারুফ প্রকাশ রবিন কে। সেই সুবাধে ওই বাড়িতে মাদ্রক ব্যবসা পরিচালনাসহ বিভিন্ন অপকর্ম করে আসছিল সে।

‎টেকনাফ থেকে বিপুল পরিমান ইয়াবা ও পেনসিডিল এনে ওই বাড়িতে বিক্রির জন্য রাখা হয়েছে, এমন সংবাদে কর্ণেল মজিদের বাড়িতে অভিযানে যায় সেনাবাহিনীর সদস্যরা। এসময় দীর্ঘ ৪/৫ ঘন্টা অভিযান চালিয়ে দুটি এলজি, ১টি পিস্তলের ম্যাগাজিন ও বিপুল পরিমানে দেশীয় অস্ত্রসহ তিন যুবককে আটক করা হয়। উদ্ধার করা হয় ৮৬ পিস ইয়াবা ও নগদ ৩৬ হাজার টাকা ও পার্সপোর্ট, এটিএম কার্ডসহ বিভিন্ন ব্যাংকের চেক বই । ধারণা করা হচ্ছে অভিযানের বিষয়টি টের পেয়ে ফেনসিডিল সরিয়ে ফেলেছে তারা।

‎আটক যুবকদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দায়েরের পর লক্ষ্মীপুর সদর থানায় হস্তান্তর করা হবে বলে জানান এই সেনা কর্মকর্তা।

08/08/2025

মৃ*ত্যু*র আগে কি তথ্য দিয়ে গেলেন গাজীপুরের সেই সাংবাদিক তুহিন! দেখুন বিস্তারিত...

Address

Lakshmipur

Alerts

Be the first to know and let us send you an email when News24bangla নিউজ২৪বাংলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News24bangla নিউজ২৪বাংলা:

Share