Mr. AKBAR SAHEB

Mr. AKBAR SAHEB Welcome to my Official page! Mr AKBAR SAHEB
(1)

চুল পড়া কমায় মাত্র ৪৫ দিন, আসল ছবি কমেন্টে! 😃🥱
28/07/2025

চুল পড়া কমায় মাত্র ৪৫ দিন, আসল ছবি কমেন্টে! 😃🥱

মার্কেটে কেনাকাটার সময় এক ভদ্রমহিলাকে বলছেন এক লোক, ‘এই যে শুনুন !’ভদ্রমহিলা: বলুনলোক: এখানে এসে আমি আমার স্ত্রীকে হারিয়...
25/07/2025

মার্কেটে কেনাকাটার সময় এক ভদ্রমহিলাকে বলছেন এক লোক, ‘এই যে শুনুন !’
ভদ্রমহিলা: বলুন
লোক: এখানে এসে আমি আমার স্ত্রীকে হারিয়ে ফেলেছি। আমি কি আপনার সঙ্গে কিছুক্ষণ কথা বলতে পারি?
ভদ্রমহিলা: স্ত্রীকে হারিয়ে ফেলেছেন তো আমার সঙ্গে কথা বলতে চাইছেন কেন?
লোক: না মানে…আমি লক্ষ করেছি, যখনই আমি কোনো অপরিচিত নারীর সঙ্গে কথা বলতে নিই, তখনই কোথা থেকে যেন আমার স্ত্রী এসে হাজির হয় ! 😂🥱

25/07/2025

স্বামীঃ “দুবাই যাচ্ছি।
স্ত্রীঃ “আমার জন্য স্বর্ণের অলংকার নিয়ে এসো।
স্বামীঃ “আমেরিকা যাচ্ছি।
স্ত্রীঃ “আমার জন্য মেকআপ বক্স নিয়ে এসো।
স্বামীঃ “প্যারিস যাচ্ছি।
স্ত্রীঃ ” আমার জন্য পারফিউম নিয়ে এসো।
স্বামীঃ “জাহান্নামে যাচ্ছি।
স্ত্রীঃ “আমার জন্য চিন্তা করো না। তুমি নিজের খেয়াল রাইখো ! 😂😍

21/07/2025

চর কাদীরা ভুলুয়া ব্রীজের এখন যেই অবস্থা

18/07/2025

গল্পের নাম : নিজের না হওয়া মেয়েটি !

18/07/2025

গল্পের নাম: “এক কাপ চা আর একটুকরো ভালোবাসা”

কারো ফেসবুক আইডি ভেরিফাইড করতে চাইলে যোগাযোগ করুন আমাদের সাথে ! Akbar Saheb
16/07/2025

কারো ফেসবুক আইডি ভেরিফাইড করতে চাইলে যোগাযোগ করুন আমাদের সাথে ! Akbar Saheb

রোদ বৃষ্টি এক সাথে হওয়ার মুহূর্ত টা অনেক সুন্দর ! 😍🥀
09/07/2025

রোদ বৃষ্টি এক সাথে হওয়ার মুহূর্ত টা অনেক সুন্দর ! 😍🥀

09/07/2025

This Line feel can only boys 😔🥀

বৃষ্টির আগ মুহূর্ত গ্রামীন পরিবেশ ! 😍বৃষ্টির ছোঁয়ায় ভিজে যায় গ্রাম,সবুজে মোড়ানো শান্তির নাম ! 🌧️🌾
09/07/2025

বৃষ্টির আগ মুহূর্ত গ্রামীন পরিবেশ ! 😍

বৃষ্টির ছোঁয়ায় ভিজে যায় গ্রাম,
সবুজে মোড়ানো শান্তির নাম ! 🌧️🌾

বৃষ্টি পড়ে টুপটাপ শব্দে,তোমার কথা জাগে হৃদয়ে !ভেজা চুলে, ঠাণ্ডা হাতে,তোমায় খুঁজি জলছোঁয়া রাতে !ছাতাহীন সেই হেঁটে চলা,তো...
09/07/2025

বৃষ্টি পড়ে টুপটাপ শব্দে,
তোমার কথা জাগে হৃদয়ে !
ভেজা চুলে, ঠাণ্ডা হাতে,
তোমায় খুঁজি জলছোঁয়া রাতে !
ছাতাহীন সেই হেঁটে চলা,
তোমার পাশে, মেঘের দোলা !
চোখে চোখে, না বলা যত,
বৃষ্টিরা জানে প্রেমের শপথ শত!
এক ফোঁটা জল, এক ফোঁটা আশা,
ভিজে যায় মন, জেগে ওঠে ভাষা !
তুমি আর আমি, দুটি ছায়া,
বৃষ্টিতে মিলে গাঁথি প্রেম-ছায়া !

(ঝালমুড়ি প্রেমিক দের দেখতে চাই) ⤵️•"বৃষ্টির দিনে এক প্লেট ঝালমুড়ি, আর কিছু চাই না!"•"আমার অলস বিকেলের সঙ্গী, ঝালমুড়ি!...
25/06/2025

(ঝালমুড়ি প্রেমিক দের দেখতে চাই) ⤵️
•"বৃষ্টির দিনে এক প্লেট ঝালমুড়ি, আর কিছু চাই না!"
•"আমার অলস বিকেলের সঙ্গী, ঝালমুড়ি!"
•"ঝাল-নোনতা স্বাদের ঠিকানা, ঝালমুড়ি!"
•"রাস্তার ধারে, এক ঠোঙা স্বপ্ন, সাথে ঝালমুড়ি!"
•"খাওয়ার পরে শান্তি, ঝালমুড়ি!"
•"পেটের ক্ষুধা মেটানোর সহজ উপায়, ঝালমুড়ি!"
•"বন্ধুদের সাথে আড্ডার সেরা সঙ্গী, ঝালমুড়ি!"
•"আজকের টিফিন, ঝালমুড়ি!"
•"মুখরোচক এবং সস্তা, ঝালমুড়ি!"
•"ছোট্ট এই খাবার, মনে এনে দেয় আনন্দ!"

Address

Lakshmipur, Chittagong
Lakshmipur
3700

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mr. AKBAR SAHEB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mr. AKBAR SAHEB:

Share

Category