30/05/2025
যাহারে না দেখিয়া ভালোবাসিলাম
তাহার সাথে দেখা করাটাই আমার বিড়ম্বনার কারণ হইলো বটে,
এখন যে তাহারে বারবার দেখিবার মন চায়।
সূর্য যখন পশ্চিম আকাশে ডলে পড়ে, তখন বিকাল গড়িয়ে সন্ধা নামে,
আর তখনই যেন আমার শান্ত মনে অশান্তির হাওয়া বইবার শুরু করে,
চক্ষু শীতল করিয়া লোক যখন গুমাইয়া পড়ে
তখন আমার চোখ জুড়ে কেবল তাহার মুখখানা ভাসিয়ে থাকে,
আর আমার অন্তরখানা তাহারে দেখিবার জন্য চটপট করে।
এই নিদারুণ মধুর অশান্তি নিয়ায় তাহারে রোজ ভালোবাসিয়া যাই,
মাজে মাজে মন খানা এতখানি ব্যকুল হইয়া উঠে যে নিজেরে শান্ত করিবার লাগি রাতের ঘনঘটা অন্ধকারে ঘর থেকে বাহির হইয়া প্রাকৃতির শীতল হাওয়ায় নিজেরে বিলাইয়া দি,
শীতল হাওয়ায় আমার মলিন ছুলগুলা যখন কাধের উপর শুরশুরি দেয়
আমার বেহাল মন তাহারে ভাবিয়া নাচিয়া উঠে।
কি নিদারুণ ভালো বাসিগো আমি তাহারে
এই ভালোবাসাই নাকি আমার কাল হইয়া দাঁড়ায়
,