কবি আব্দুর রহিম রুবেল

কবি আব্দুর রহিম রুবেল জীবনটা জীবনের মতই
শুধু,
দেখার ভঙ্গিটা আলাদা।

যেমন, আমার পছন্দের বিষয়টি অন্যের গোনায় পড়ে না।

ফুল গাছে সুন্দর   ভালোবাসা কল্পনায়।------ কাল্পনিক কবি
22/05/2025

ফুল গাছে সুন্দর
ভালোবাসা কল্পনায়।
------ কাল্পনিক কবি

19/05/2025
রাসূল (সাঃ) বলেন, " আমি জান্নাতের উপকন্ঠে ঐ ব্যক্তির জন্য একটি প্রাসাদের জিম্মাদারি নিচ্ছি, ন্যায়ের পথে থাকা সত্ত্বেও যে...
07/12/2024

রাসূল (সাঃ) বলেন, " আমি জান্নাতের উপকন্ঠে ঐ ব্যক্তির জন্য একটি প্রাসাদের জিম্মাদারি নিচ্ছি, ন্যায়ের পথে থাকা সত্ত্বেও যে তর্ক করা থেকে বিরত থাকে।"
সুনানে আবু দাউদ: ৪১৬৭

পালাও যদি পাহাড়চূড়ায়, বেড়াও খুঁজে নির্জনতাদেখবে বন্ধু সেথাও আছে শত্রুজনের কটুকথা।কিম্বা যদি পালাও তুমি পাতালেরও গভীরে,দে...
05/12/2024

পালাও যদি পাহাড়চূড়ায়, বেড়াও খুঁজে নির্জনতা
দেখবে বন্ধু সেথাও আছে শত্রুজনের কটুকথা।
কিম্বা যদি পালাও তুমি পাতালেরও গভীরে,দেখবে সেথাও কোনো কিছু মন্দকথা রহিবে।

ঈগল পাখির ডানার আড়ে লুকাও যদি তুমি,
এড়াতে চাও পরনিন্দা আর পরচর্চার ভূমি!
তবু জেনো, পেছনেতে থাকবেই সদা নিন্দা
যতদিন এই পৃথিবীতে আছে ইনসান জিন্দা।

যে অন্ধকারকে আপন বানায়সে অন্ধকারে পথ খুজে পায়
25/11/2024

যে অন্ধকারকে আপন বানায়
সে অন্ধকারে পথ খুজে পায়

এই জাতিকে কেমনে দ'মাবেন!!> পানি ছাড়ছেন বন্যা হইছে?? সম্মিলিত এবং ব্যক্তিগত উদ্যোগে নৌকা নিয়ে হাজির। > স্পিড বোট লাগবে? ক...
23/08/2024

এই জাতিকে কেমনে দ'মাবেন!!
> পানি ছাড়ছেন বন্যা হইছে?? সম্মিলিত এবং ব্যক্তিগত উদ্যোগে নৌকা নিয়ে হাজির।
> স্পিড বোট লাগবে? কর্নফুলি শিপিং বোট সাপ্লাই দিচ্ছে।
> ইঞ্জিনের জন্য তেল লাগবে? ফুয়েল স্টেশন মালিক তেল ফ্রি করে দিছে।
> ত্রাণ কর্মীদের যাতায়াতের জন্য একুশে এক্সপ্রেস ফ্রি করে দিসে বাস।
> নৌকা নিয়ে যাওয়া সম্ভব না? প্রবাসীর হেলিকপ্টার ফ্রি হেলিকপ্টার সার্ভিস নিয়ে হাজির।
> মোবাইলে নেট/মিনিট নাই? মোবাইল অপারেটর ফ্রি নেট/মিনিট সেবা চালু করে দিছে।
> মোবাইলে চার্জ নাই?? টাওয়ার কর্তৃপক্ষ চার্জ দেওয়ার ব্যবস্থা করে দিছে।

এ জাতিকে দ'মানো সোজা না। তোমরা আমাদের দাবায়ে রাখতে পারবা না। 🔥
শুনো দাদারা তোমরা আমাদের যত নিচে নামাতে চেষ্টা করবা আল্লাহর উপর ভরসা রেখে ততই আমরা একতাবদ্ধ হয়ে এগুলো মোকাবিলা করে সামনে এগিয়ে যাবো।

কে তোমায় পুরুষ বলে?কে বলে ভাই।অন্যের বোনকে ভাবে না যে বোনতার ভাইয়ের অধিকার নাই।
16/07/2024

কে তোমায় পুরুষ বলে?
কে বলে ভাই।
অন্যের বোনকে ভাবে না যে বোন
তার ভাইয়ের অধিকার নাই।

স্বাধীন দেশে পরাধীন আমরা
16/07/2024

স্বাধীন দেশে পরাধীন আমরা

গ্রাম বাংলার অসাধারণ দৃশ্য
28/06/2024

গ্রাম বাংলার অসাধারণ দৃশ্য

Address

Lakshmipur
3702

Telephone

+8801863089111

Website

Alerts

Be the first to know and let us send you an email when কবি আব্দুর রহিম রুবেল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কবি আব্দুর রহিম রুবেল:

Share