Nahid Islam

Nahid Islam Assalamualaikum Thank you fou
coming to my profile.🥀🥀B?

13/06/2025

চাল কুমড়া গাছ ও ফল ফুলের সৌন্দর্য 🍀।

গাছ নিজেই তৈরি করছে সেতু 🍀।
10/06/2025

গাছ নিজেই তৈরি করছে সেতু 🍀।

অনেকেই মনে করেন টাকা মানেই শান্তি। যত বেশি টাকা থাকবে ততই বেশি শান্তির কাছাকাছি পোঁছে যাবেন। তাই আশেপাশের মানুষ কিংবা সম...
08/05/2025

অনেকেই মনে করেন টাকা মানেই শান্তি। যত বেশি টাকা থাকবে ততই বেশি শান্তির কাছাকাছি পোঁছে যাবেন। তাই আশেপাশের মানুষ কিংবা সমাজের শান্তি, এমনকি নিজের শান্তি নষ্ট করে হলেও দিন রাত টাকার পিছনে দৌড়ান। এমন চিন্তার সমস্যা হল প্রাচুর্যের কিন্তু কোন শেষ নেই, আপনার যতই টাকা থাকুন না কেন, আরেকজনের আরো বেশি টাকা আছে। তাই এভাবে চিন্তা করলে কখনোই শান্তির দেখা পাওয়া সম্ভব নয়। সম জীবি এই ভাইয়ের ছবিটার দিকে তাকালে আপনি বুঝার উপায় আছে, যে জীবনে আনন্দ আর শান্তির স্থান টাকার চেয়ে অনেক অনেক গুন উপরে।🙂🌱

22/04/2025

এক জোড়া হলুদ ভালোবাসা ।🍃

বরই পাতা 🌱।
19/04/2025

বরই পাতা 🌱।

08/04/2025

কারো কাছে মূল্যহীন হওয়ার চেয়ে নিজের কাছে শূন্য থাকা শ্রেয়।🍀

প্রকৃতি আমাদেরকে প্রতিমুহূর্তে নতুন কিছু শেখায়, যে অল্পতে খুশি থাকো।
06/04/2025

প্রকৃতি আমাদেরকে প্রতিমুহূর্তে নতুন কিছু শেখায়, যে অল্পতে খুশি থাকো।

এই ছবির দিকে একটু  তাকালেই বুঝবেন, যে একটা গিরগিটি প্রাণী গাছের কালার যা বাংলাদেশের অনেক জেলায় একে রক্তচোষা প্রাণী হিসাব...
02/04/2025

এই ছবির দিকে একটু তাকালেই বুঝবেন, যে একটা গিরগিটি প্রাণী গাছের কালার যা বাংলাদেশের অনেক জেলায় একে রক্তচোষা প্রাণী হিসাবে চিনে, এই প্রাণী অতি নিরীহ সরীসৃপ। এরা ইচ্ছে মতো ত্বকের রং পরিবর্তন করতে পারে। এই বৈশিষ্ট্যের কারণে এদের নিয়ে মানুষের মধ্যে অনেক ভুল ধারণা আছে। যাহা এদের দেখলেই মানুষ মেরে ফেলতে উদ্যত হয়।

অথচ এই প্রাণী রং পরিবর্তনের পেছনে রয়েছে আত্মরক্ষার কৌশল। অত্যন্ত ভিতু ও লাজুক প্রকৃতির এই প্রাণী নিজেকে পরিবেশের সঙ্গে মিশিয়ে রাখতে পছন্দ করে। তাই প্রাণিজগতে কোনো কিছুই অপ্রয়োজনীয় নয়। প্রতিটি প্রাণীই এই পৃথিবীর জন্য সমান গুরুত্বপূর্ণ।

03/02/2025

প্রতিজ্ঞা, প্রতিশ্রুতি বা ওয়াদা পালন করা মানব জীবনের একটি বিশেষ গুণ। জীবনের কঠিনতম কাজগুলোর মধ্যে ওয়াদা রক্ষা, ওয়াদা পালন করা কঠিনতম সর্বোৎকৃষ্ট কাজ। একজন ঈমানদার ব্যক্তির মৌলিক বৈশিষ্ট্যের অন্যতম হলো ওয়াদা বা ওয়াদা রক্ষা করা। এ বিষয়ে পবিত্র কোরআন ও হাদিসের বর্ণনাগুলো অধ্যয়ন করলে বোঝা যায়, অঙ্গীকার রক্ষা করা ঈমানের দাবি। মুমিন ওয়াদা ভঙ্গ করতে পারে না। ‘মুমিন ব্যক্তি ওয়াদা করলে তা পূরণ করে।’ আল্লাহ তায়ালা পবিত্র কোরআনের বেশ কয়েকটি আয়াতে ওয়াদা পূরণ করতে নির্দেশ দিয়েছেন। যেমন ইরশাদ হয়েছে, ‘তোমরা ওয়াদা বা ওয়াদা পূর্ণ করো। নিশ্চয়ই ওয়াদা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে।’ (সুরা বনি ইসরাইল, আয়াত ৩৪)।

ফুলের সৌন্দর্য অল্প সময়ের জন্য হলেও, তার গভীরতা অনেক বিশাল 🏵️।
18/01/2025

ফুলের সৌন্দর্য অল্প সময়ের জন্য হলেও, তার
গভীরতা অনেক বিশাল 🏵️।

12/01/2025

বন্যার পানি নামার শেষ মূহুর্তের সৌন্দর্য ২০২৪ 💛।

ভাগিনা, আবদুর রহমান,আল্লাহর সবচেয়ে প্রিয় নাম 🍃।
10/01/2025

ভাগিনা, আবদুর রহমান,আল্লাহর সবচেয়ে প্রিয় নাম 🍃।

Address

Lakshmipur

Telephone

+8801633673959

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nahid Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nahid Islam:

Share